Read the following story. It is not completed. Complete it using your own imagination. Give a title to it. [CtgB'15; JB’12]
Sheikh Saadi was a great poet of Iran. He led a very simple life. Once the king of the country invited him to the court. Walking all day long on foot, he...................
Dress Does Not Make a Man Great
Sheikh Saadi was a great poet of Iran. He led a very simple life. Once the king of the country invited him to the court. Walking all day long on foot, he became tired and took shelter in a rich man's house at night. Saadi had a very simple dress as usual. The rich man considered him an ordinary traveller and did not entertain him well.
The next day, Saadi left the rich man's house and reached the king's court. The king received him well and presented him royal dress. On his way back home, Saadi again took shelter in the same rich man's house. Seeing his royal dress, the rich man took great care of him and served him rich and delicious food item. Saadi started putting the food items into his pocket instead of eating. The rich man became astonished at his strange behaviour and asked the reason of his doing so. Saadi gently told the host of his behaviour at the first day and the second day. "The delicious food was given to me for the dress. So I am putting this food in my dress," he said.
The man became very ashamed of remembering his behaviour and begged pardon. Saadi then introduced himself to the rich man and took leave of him.
pdf download
পোশাক মানুষকে মহৎ করে না
শেখ সাদী ইরানের একজন মহান কবি ছিলেন। তিনি খুব সাদাসিধে জীবন যাপন করতেন। একদিন ইরানের রাজা তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানান। সারাদিন পায়ে হেঁটে তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং রাতে এক ধনী ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলেন। প্রতিদিনকার মত তিনি সেদিনও সাধারণ পোষাকে ছিলেন। গৃহকর্তা তাঁকে একজন সাধারণ ভ্রমণকারী মনে করে ভালোমতো আপ্যায়ন করল না।
পরদিন সাদী ধনী লোকটির বাড়ি ত্যাগ করল এবং রাজপ্রাসাদে পৌঁছাল। রাজা তাঁকে সাদরে গ্রহণ করলেন এবং রাজকীয় পোশাক উপহার দিলেন। বাড়িতে ফেরার পথে সাদী আবার ঐ ধনী লোকটির বাড়িতে আশ্রয় নিলেন। তাঁর রাজকীয় পোশাক দেখে ধনী ব্যক্তি তাঁর অনেক যত্ন করতে লাগল এবং সুস্বাদু ও উন্নত মানের খাবার খেতে দিল। সাদী খাওয়ার পরিবর্তে খাবারগুলো জামার পকেটে রাখতে লাগলেন। এরূপ অদ্ভুত ব্যবহারে ধনী লোকটি বিস্মিত হয়ে গেল এবং এরূপ আচরনের কারণ জানতে চাইল। সাদী গৃহকর্তাকে তাঁর প্রথম ও দ্বিতীয় দিনের আচরণ সম্পর্কে বললেন। তিনি বললেন যে “সুস্বাদু খাবারগুলো পোশাকের জন্য দেওয়া হয়েছে। তাই আমি খাবারগুলো জামার পকেটে রাখছি।” লোকটি তার ব্যবহার মনে করে লজ্জিত হল এবং ক্ষমা চাইল। সাদী তখন ধনী লোকটির নিকট নিজের পরিচয় দিলেন এবং চলে গেলেন।
It is a very helpful in my study I am very glad 😊
ReplyDeleteSeriously it’s also help me, thanks
DeleteIt is very nice story and we can use this story in our study
ReplyDelete