Read the following outlines and develop them into a complete story. Give a suitable title to it. [BB'16; Dinaj B'15; BB '11; SB’09]
Bayazid was a small boy. His mother was ill. One day he was studying by the side of the bed of his ailing mother. All on a sudden his mother woke up, raised her head and told her son to give her a glass of water .........
Devotion to Mother
Bayazid was a small boy. His mother was ill. One day he was studying by the side of the bed of his ailing mother. All on a sudden his mother woke up, raised her head and told her son to give her a glass of water. The boy Bayazid took the glass to pour water from the pitcher. But the pitcher was empty. There was not a single drop of water in the house.
Bayazid remembered a stream from where he could bring water. But it was far from his house and was in one corner of the village. The night was quite dark. Bayazid took the pitcher and went to fetch water from the stream. When he returned with water, he found his mother in deep sleep. Bayazid thought that if he made his mother awaken, she might feel disturbed. So, he decided to stand beside his mother's bed with the glass of water. When she woke up, he would serve her with the water.
The whole night passed. Bayazid's mother opened eyes in the morning and saw her son standing with a glass of water. Seeing that, her eyes became full of tears. She took him in her arms with motherly affection and blessed him from the core of her heart. Her blessings made him a great saint later.
pdf download
মাতৃভক্তি
বায়েজিদ ছিল একজন ছোট বালক। তার মা অসুস্থ ছিল। একদিন সে তার অসুস্থ মায়ের বিছানার পাশে বসে পড়ছিল। হঠাৎ তার মা জেগে ওঠে, এবং তার (মা) পুত্রকে এক গ্লাস পানি দিতে বলে। বায়েজিদ গ্লাস নিয়ে কলসি থেকে পানি ঢালতে গেল। কিন্তু কলসি খালি ছিল। বাড়িতে এক ফোঁটা পানিও ছিল না। বায়েজিদ ঝরণা থেকে পানি আনতে যাওয়ার কথা ভাবল। কিন্তু এটি ছিল বাড়ি থেকে অনেক দূরে এবং গ্রামের এক প্রান্তে। রাত তখন গভীর। বায়েজিদ কলসিটি নিল এবং ঝরণা থেকে পানি আনতে গেল।
যখন সে পানি নিয়ে আসল, তখন সে তার মাকে গভীর ঘুমে পেল। বায়েজিদ ভাবল যে যদি তার মাকে জাগানো হয় তাহলে সে বিরক্তি বোধ করতে পারে। তাই সে গ্লাসে পানি নিয়ে মায়ের বিছানার পাশে সারারাত দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিল।
রাত শেষ হল। সকালে বায়েজিদের মা চোখ খুললেন এবং দেখলেন যে তার ছেলে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে, তার মা কেঁদে ফেললেন। তিনি (বায়েজিদের মা) তার ছেলেকে মাতৃত্বসুলভ স্নেহে বাহুবন্ধনে আবদ্ধ করলেন এবং অন্তরের অন্তস্তল থেকে আশীর্বাদ করলেন। তার (মায়ের) আশীর্বাদে পরবর্তীতে তিনি বড় পীর হলেন।
0 Comments:
Post a Comment