Complete the following story with the cue. Give a suitable Title to it. [DB '12]
Once there was a selfish giant who had a large and beautiful garden. The garden was full of soft green grass. Here and there all over the grass stood many colorful flowers like stars. ... ... ... ... ... ...
A Selfish Giant
Once there was a selfish giant who had a large and beautiful garden. The garden was full of soft green grass. Here and there all over the grass stood many colorful flowers like stars. The garden was a nice playground for the beautiful children. There were many trees and birds sat on the trees and sang sweet songs. One day when the giant returned, he saw the children in his garden. He became angry and chased them away. He built a high wall around the garden.
After the children stopped coming to the garden, the garden lost its beauty. It became covered with snow and frost. No birds came to sing there. Spring was everywhere but in the giant's garden it was still winter. One morning the children entered the garden through a small hole in the wall. And spring arrived in the garden at last to express its happiness on seeing the children again. The giant saw the children and the environment of the garden. He realised that he had been selfish and felt sorry. The trees were covered with flowers. But the giant saw that only in a corner there was snow because a little child couldn't climb up a tree. The giant helped the child and put him on the top of the tree. Since then the child stopped coming there and the giant was sad. The giant grew old and in one winter he found the child again in one corner with a tree covered with blossoms. The child was Jesus Christ who took the giant to Paradise.
pdf download
এক স্বার্থপর দৈত্য
একদা এক স্বার্থপর দৈত্য ছিল যার একটি বিরাট এবং সুন্দর বাগান ছিল। বাগানটি নরম সবুজ ঘাসে ভরা ছিল। ঘাসের উপর এখানে ওখানে তারার মতো রঙিন ফুল ছিল। বাগানটি ছিল সুন্দর সুন্দর শিশুদের খেলার মাঠ। সেখানে অনেক গাছ ছিল এবং পাখিরা সেই সব গাছে বসে মিষ্টি গান গাইতো। একদিন যখন দৈত্য ফিরে এলো সে তার বাগানে শিশুদেরকে দেখতে পেল। সে ক্ষুব্ধ হলো এবং তাদেরকে তাড়িয়ে দিল। সে বাগানের চারদিকে উঁচু দেয়াল নির্মাণ করল।
শিশুরা বাগানে আসা বন্ধ করার পরে, বাগানটি তার সৌন্দর্য হারালো। এটি তুষার এবং কুয়াশায় ঢাকা পড়ল। কোনো পাখি সেখানে গাইতে আসতো না। সবখানেই বসন্ত ছিল কিন্তু দৈত্যের বাগানে তখনও শীতকাল ছিল।
এক সকালে দেওয়ালের ছোট একটি গর্ত দিয়ে শিশুরা বাগানে প্রবেশ করল এবং অবশেষে বাগানে শিশুদের দেখে বসন্ত এলো তার আনন্দ প্রকাশ করতে। দৈত্য বাগানে শিশুদের এবং বাগানের পরিবেশ দেখলো। সে বুঝতে পারলো যে সে স্বার্থপর ছিল এবং দুঃখ অনুভব করল। গাছগুলো ফুলে ফুলে ঢাকা ছিল। কিন্তু দৈত্য লক্ষ করল যে বাগানের এক কোণায় তখনও তুষার ছিল কারণ একটি ছোট শিশু একটি গাছে উঠতে পারেনি। দৈত্য শিশুটিকে সাহায্য করে এবং শিশুটিকে গাছের শীর্ষে উঠিয়ে দেয়। কিন্তু তারপর থেকে শিশুটি বাগানে আসা বন্ধ করে দেয় এবং দৈত্যের মন খারাপ হয়। দৈত্যটি বৃদ্ধ হলো এবং একদিন এক সকালে ফুলে ফুলে ভরা এক গাছের পাশে শিশুটিকে আবার দেখতে পায়। শিশুটি ছিল যিশু খ্রিষ্ট যে দৈত্যটিকে স্বর্গে নিয়ে যায়।
0 Comments:
Post a Comment