Read the beginning of the following story and complete it in your own way. Give a suitable title to it. [JB ’09; DB ’07]
Once a boy named Ahsanullah was going home after his class. When he was crossing the road, he saw an old woman lying on the road. She was senseless. He rushed..............
A Responsible and Kind Hearted Boy
Once a boy named Ahsanullah was going home after his class. When he was crossing the road, he saw an old woman lying on the road. She was senseless. He rushed to the spot. He could recognize the sick woman. She was the grandmother of Karim. Ahsanullah was at a loss how he would help the poor woman. In the mean time, a lot of people crowded there. Ahsanullah asked a woman to look after her. He rushed to manage a carriage.
The woman poured water on her head to bring her sense back. Ahsanullah came back with a push-cart. He pulled her on the cart with the help of other people. Then he took her to the nearby hospital for better treatment. Afterwards, he went to Karim's house to give the message of his grandmother's accident. Karim's parents went to the hospital with Ahsanullah. They expressed their gratitude to Ahsanullah for his kindness. Karim's grandmother came round gradually and prayed to God for the welfare of Ahsanullah.
pdf download
একজন দায়িত্বশীল ও দয়ালু বালক
একদা আহসানুল্লাহ নামের এক বালক স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল। যখন সে রাস্তা পার হচ্ছিল, তখন সে রাস্তার উপর একজন বৃদ্ধ মহিলাকে পড়ে থাকতে দেখল। তিনি অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। সে দ্রুত ঘটনাস্থলে গেল। সে অসুস্থ মহিলাকে চিনতে পারল। তিনি ছিলেন করিমের নানী। আহসানুল্লাহ হতবুদ্ধি হয়ে পড়ল কীভাবে হতভাগ্য মহিলাকে সাহায্য করা যায়। ইতোমধ্যে, সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল। আহসানুল্লাহ একজন মহিলাকে তাকে (মহিলাকে) দেখাশুনা করতে বলল। সে দ্রুত একটি পরিবহনের ব্যবস্থা করতে গেল।
মহিলাটি তার (করিমের নানীর) জ্ঞান ফেরানোর জন্য মাথায় পানি ঢালছিল। আহসানুল্লাহ একটি ঠেলাগাড়ি নিয়ে আসল। অন্যান্য লোকের সাহায্যে সে তাকে (বৃদ্ধ মহিলাকে) গাড়িতে উঠাল। তারপর সে উন্নত চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী হাসপাতালে নিল। পরবর্তীতে সে করিমের নানীর দুর্ঘটনার সংবাদ দেয়ার জন্য তার (করিমের) বাড়িতে গেল। করিমের পিতামাতা আহসানুল্লাহর সাথে হাসপাতালে গেল। তারা আহসানুল্লাহর এরূপ দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। করিমের নানী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং আল্লাহর দরবারে আহসানুল্লাহর জন্য মঙ্গল কামনা করল।
0 Comments:
Post a Comment