বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ উপসর্গ এবং ধাতু pdf download

 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

সপ্তম পরিচ্ছেদ: উপসর্গ
১. উপসর্গ কী? [কু.বো. ০৯; রা.বো. ব.বো. ০৩; চ.বো. ০৭] (উত্তর: গ)
(ক) ভাষায় ব্যবহৃত সর্বনাম
(খ) ভাষায় ব্যবহৃত অব্যয়
(গ) ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
(ঘ) ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ

২. উপসর্গের কাজ কী? [ঢা.বো. ০৮, ০৩; কু.বো. ০৭; রা.বো. ০৫; দি.বো. ১১; য.বো. ১১] (উত্তর: খ)
(ক) বর্ণ সংস্করণ
(খ) নতুন শব্দ গঠন
(গ) ভাবের পার্থক্য নিরূপণ
(ঘ) যতি সংস্থাপন

৩. কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়? [য.বো. ০১, ০৪; সি.বো. ১৩] (উত্তর: খ)
(ক) অ, অজ, অনা, আ
(খ) সু,বি, নি, আ
(গ) কু, ইতি, রাম, আ
(ঘ) সা, আন, আব, আ

৪. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? [ব.বো. ০৬] (উত্তর: গ)
(ক) অনুসর্গের
(খ) বিভক্তির
(গ) উপসর্গের
(ঘ) পদাশ্রিত অব্যয়ের

৫. খাঁটি বাংলা উপসর্গ কোনটি? [ব.বো. ০৯; চ.বো. ০৬] (উত্তর: খ)
(ক) আম
(খ) রাম
(গ) সম
(ঘ) নিম

৬. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়? [ঢা.বো. ১০, ০৭] (উত্তর: গ)
(ক) অ, অঘা, অজা
(খ) আ, উপ, আপ
(গ) সু, বি, নি
(ঘ) কু, অনা, ইতি

৭. কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? [কু.বো. ০১; চ.বো. ০৪] (উত্তর: ক)
(ক) ইতিহাস
(খ) অনুবাদ
(গ) অভিযান
(ঘ) গরমিল

৮. শব্দের আগে বসে কোনটি? [সি.বো. ০৯; য.বো. ০৭, ০৫, ০২; ঢা.বো. ০৩] (উত্তর: খ)
(ক) অনুসর্গ
(খ) উপসর্গ
(গ) প্রত্যয়
(ঘ) বিভক্তি

৯. বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? [ঢা.বো. ০৮, ০২; সি.বো. ১০; য.বো. ১৩] (উত্তর: খ)
(ক) উপকূল
(খ) উপভোগ
(গ) উপবন
(ঘ) উপকণ্ঠ

১০. ‘নিম’ কোন ভাষার উপসর্গ? [ঢা.বো. ০২; ব.বো. ০৪; কু.বো. ১১, ০৮] (উত্তর: গ)
(ক) আরবি
(খ) হিন্দি
(গ) ফারসি
(ঘ) উর্দু

১১. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? [ঢা.বো. ০৪; সি.বো. ১১, ০৩, ০১; ব.বো. ১০, ০৩, ০১; কু.বো. ০৭, ০২; দি.বো. ১০; রা.বো. ০৪] (উত্তর: খ)
(ক) এগারোটি
(খ) একুশটি
(গ) বাইশটি
(ঘ) আঠারোটি

১২. তৎসম উপসর্গ কয়টি? [রা.বো. ১১, ০৮, ০৪; সি.বো. ০২; কু.বো. ০৬] (উত্তর: খ)
(ক) ১৯টি
(খ) ২০টি
(গ) ২১টি
(ঘ) ২২টি

১৩. ‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে? [য.বো. ১২; ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) নিতান্ত অর্থে
(খ) ন্যূন অর্থে
(গ) নঞ অর্থে
(ঘ) সামান্য অর্থে

১৪. তৎসম উপসর্গ কোনটি? [ব.বো. ০৩; রা.বো. ০৮; চ.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) গর
(খ) অনা
(গ) লা
(ঘ) সম

১৫. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের? [সি.বো. ০৩; চ.বো. ০৬; ঢা.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) অর্ধ-তৎসম
(খ) বিদেশি
(গ) সংস্কৃত
(ঘ) খাঁটি বাংলা

১৬. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ? [চ.বো. ১১; ব.বো. ১০; সি.বো. ০৩; কু.বো. ১৩; ঢা.বো. ১৪] (উত্তর: গ)
(ক) ফারসি
(খ) উর্দু
(গ) আরবি
(ঘ) হিন্দি

১৭. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ? [ব.বো. ০৭; ঢা.বো. ০১; ০৪] (উত্তর: ক)
(ক) সংস্কৃত
(খ) আরবি
(গ) ফারসি
(ঘ) বাংলা

১৮. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে? [ঢা.বো. ০৯, ০৭; কু.বো. ০৩; রা.বো. ০২; চ.বো. ০১; য.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) শব্দ বিভক্তি
(খ) ক্রিয়া বিভক্তি
(গ) প্রত্যয়
(ঘ) উপসর্গ

১৯. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ? [সি.বো. ০১] (উত্তর: ক)
(ক) বাংলা
(খ) সংস্কৃত
(গ) দেশি
(ঘ) বিদেশি

২০. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? [চ.বো. ০৬] (উত্তর: খ)
(ক) প্রহার
(খ) খাসকামরা
(গ) আগ্রহ
(ঘ) উপকার

২১. ‘সুনিপুণ’ শব্দের ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে?
[য.বো. ০৭; রা.বো. ০১] (উত্তর: ক)
(ক) আতিশয্য
(খ) বিশেষ
(গ) নিশ্চয়
(ঘ) নিষেধ

২২. পরাকাষ্ঠা শব্দের ‘পরা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০৭; রা.বো. ০৭; চ.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) সম্যক
(খ) অভাব
(গ) অল্পতা
(ঘ) আতিশয্য

২৩. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০৯; ঢা.বো. ১৪] (উত্তর: ঘ)
(ক) অভাব
(খ) গতি
(গ) সাধারণ
(ঘ) বিশেষ

২৪. কোনটি বাংলা উপসর্গ? [কু.বো. ৯৯] (উত্তর: ঘ)
(ক) আধ
(খ) উৎ
(গ) নিম
(ঘ) আড়/হা

২৫. কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ? [কু.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) বিশুদ্ধ
(খ) বিজ্ঞান
(গ) বিশুষ্ক
(ঘ) বিপথ

২৬. ‘অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে’- ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ? [দি.বো. ১২; চ.বো. ০৫]
বা, ‘অঘা’ শব্দাংশটি কোন উপসর্গ? [রা.বো. ৯৬; সি.বো. ০৪] (উত্তর: খ)
(ক) বিদেশি
(খ) খাঁটি বাংলা
(গ) তৎসম
(ঘ) আ উপসর্গ

২৭. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’- এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে? [কু.বো. ১০]
বা, ‘মা বলিতে প্রাণ করে আনচান।’-‘আনচান’ কোন উপসর্গযোগে গঠিত শব্দ? [চ.বো. ১০] (উত্তর: ক)
(ক) বাংলা
(খ) সংস্কৃত
(গ) হিন্দি
(ঘ) বিদেশি

২৮. নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে? [রা.বো. ০৪] (উত্তর: ক)
(ক) সাব-জজ
(খ) উপাধ্যক্ষ
(গ) সহযোগী
(ঘ) উপকূল

২৯. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ? (উত্তর: গ)
(ক) আরবি
(খ) হিন্দি
(গ) ফারসি
(ঘ) উর্দু

৩০. কোনটিতে বিদেশি উপসর্গ আছে? [চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) চোরটি বমাল ধরা পড়েছে
(খ) অনুকরণ করো না
(গ) সমাগত সুধী
(ঘ) কুজনে কুরব করে

৩১. কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে? [য.বো. ০১] (উত্তর: ক)
(ক) অকাশ
(খ) পরিশেষ
(গ) নিষেধ
(ঘ) বিবর্ণ

৩২. ‘নিন্দিত’ অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়? [দি.বো. ০৯] (উত্তর: ক)
(ক) কদ্
(খ) কু
(গ) আব
(ঘ) হা

৩৩. ‘রামছাগল’-এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার? [ঢা.বো. ২০০০; চ.বো. ০৬; সি.বো. ০৮] (উত্তর: গ)
(ক) ক্ষুদ্র
(খ) নিকৃষ্ট
(গ) উৎকৃষ্ট
(ঘ) সম্যক

৩৪. ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ? [চ.বো. ১২; রা.বো. ০৯; সি.বো. ৯৮] (উত্তর: ঘ)
(ক) ক্ষুদ্র
(খ) নিকৃষ্ট
(গ) উৎকৃষ্ট
(ঘ) সম্যক

৩৫. খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? [য.বো. ১০] (উত্তর: খ)
(ক) সুনীল
(খ) সুখবর
(গ) সুকণ্ঠ
(ঘ) সুনিপুণ

৩৬. ‘অঘা’ কোন প্রকারের উপসর্গ? [সি.বো. ০৪] (উত্তর: খ)
(ক) সংস্কৃত
(খ) খাঁটি বাংলা
(গ) ফারসি
(ঘ) হিন্দি

৩৭. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গযুক্ত শব্দ কোনটি? [ব.বো. ০৬] (উত্তর: খ)
(ক) পরাকাষ্ঠা
(খ) পরাভব
(গ) পরাক্রান্ত
(ঘ) পরায়ণ

৩৮. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি? [চ.বো. ০৮] (উত্তর: ক)
(ক) সুনীল
(খ) সুখবর
(গ) সুতীক্ষè
(ঘ) সুচতুর

৩৯. ‘নিদার্ঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে? [ঢা.বো. ০৫; রা.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) গভীর
(খ) না
(গ) অল্পতা
(ঘ) আতিশয্য

৪০. কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ? [চ.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) বিফল
(খ) আলুনি
(গ) নিলাজ
(ঘ) সুনজর

৪১. সাজিরা ও সাজোয়ান শব্দ দুটিতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [রা.বো. ১০] (উত্তর: ক)
(ক) উৎকৃষ্ট
(খ) বিশিষ্ট
(গ) সঙ্গে
(ঘ) নিকৃষ্ট

৪২. ‘অভি’ কোন ভাষার উপসর্গ? [দি.বো. ১০] (উত্তর: খ)
(ক) বাংলা
(খ) তৎসম
(গ) আরবি
(ঘ) ফারসি

৪৩. ‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [সি.বো. ০৫] (উত্তর: ক)
(ক) ঊর্ধ্বে
(খ) আতিশয্য
(গ) প্রস্তুতি
(ঘ) নিশ্চয়তা

৪৪. উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়] (উত্তর: গ)
(ক) ৩ প্রকার
(খ) ৪ প্রকার
(গ) ৫ প্রকার
(ঘ) ৬ প্রকার

৪৫. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা? [য.বো. ১২; কু.বো. ০৫] (উত্তর: গ)
(ক) আ, সু, অব, আড়
(খ) ফি, নি, বি, সু
(গ) অজ, আন, ইতি, পাতি
(ঘ) কু, বি, প্র, নি

৪৬. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে? [ঢা.বো. ১০; রা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) উৎকৃষ্ট
(খ) আকৃষ্ট
(গ) নিকৃষ্ট
(ঘ) বিশিষ্ট

৪৭. ‘গমন’ অর্থে উপসর্গের ব্যবহার কোনটি? [য.বো. ০৯] (উত্তর: ক)
(ক) অভিযান
(খ) অভিভূত
(গ) অভিব্যক্তি
(ঘ) অভিবাদন

৪৮. কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়নি? [রা.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) এত অত্যাচার আর সহ্য হয় না
(খ) এটি একটি অতিপ্রাকৃত গল্প
(গ) অতিকায় হস্তী লোপ পেয়েছে
(ঘ) অতি চালাকের গলায় দড়ি

৪৯. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে? [দি.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) বিশেষ
(খ) মন্দ
(গ) না
(ঘ) অভাব

৫০. কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত] (উত্তর: গ)
(ক) রাম, সু, পরি
(খ) বি, নি, দুর
(গ) সু, বি, নি
(ঘ) নি, অব, সু

৫১. নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ? [সি.বো. ০২] (উত্তর: ক)
(ক) অনা, কদ
(খ) সম, গর
(গ) কু, নি
(ঘ) অজ, অভি

৫২. শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে? [ব.বো. ০৩] (উত্তর: ক)
(ক) উপসর্গ
(খ) অব্যয়জাতীয় শব্দাংশ
(গ) অনুসর্গ
(ঘ) প্রত্যয়জাতীয় শব্দাংশ

৫৩. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত? [ঢা.বো. ১৩; য.বো. ০৮] (উত্তর: খ)
(ক) লাপাত্তা
(খ) বকলম
(গ) আমদরবার
(ঘ) অবগাহন

৫৪. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ? [সি.বো. ০৮] (উত্তর: খ)
(ক) তৎসম
(খ) ইংরেজি
(গ) ফারসি
(ঘ) বাংলা

৫৫. উপসর্গ কত প্রকার] (উত্তর: খ)
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার

অষ্টম পরিচ্ছেদ: ধাতু
১. খাঁটি বাংলা ধাতু কোনটি? ঢা.বো. ০৭] (উত্তর: ক)
(ক) আঁক
(খ) অঙ্ক
(গ) ডর
(ঘ) কাট্

২. প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি? [ঢা.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) বসিয়ে রেখো না
(খ) কাজটি ভালো দেখায় না
(গ) এখনও সাবধান হও
(ঘ) মেয়েটি গান গাচ্ছে

৩. ধাতু কয় প্রকার? [ব.বো. ০৯; সি.বো. ১৩, ১১, ০৪] (উত্তর: খ)
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ

৪. নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ? [সি.বো. ০৯; রা.বো. ০৪] (উত্তর: খ)
(ক) পড়্
(খ) পড়া
(গ) পড়ি
(ঘ) শোন্

৫. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে? [চ.বো. ০১] (উত্তর: খ)
(ক) ফারসি
(খ) হিন্দি
(গ) আরবি
(ঘ) উর্দু

৬. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী? [চ.বো. ০২; রা.বো. ০২] (উত্তর: খ)
(ক) সাধিত ধাতু
(খ) মৌলিক ধাতু
(গ) যৌগিক ধাতু
(ঘ) সংযোগমূলক ধাতু

৭. কোনটি নাম ধাতু? [কু.বো. ১১; ঢা.বো. ০১] (উত্তর: গ)
(ক) খা
(খ) কর
(গ) ঘুমা
(ঘ) ছাড়

৮. ‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়? [সি.বো. ০৩, ০৮] (উত্তর: গ)
(ক) প্রণাম করা
(খ) মূর্তিসংক্রান্ত
(গ) নষ্ট হওয়া
(ঘ) উঁচু হওয়া

৯. ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে’- বাক্যে ব্যবহৃত ‘হের’ ধাতুটি কোন প্রকারের? [কু.বো. ১১, ০৯; ব.বো. ০৯; সি.বো. ০৩; দি.বো. ১৩, ০৯; রা.বো. ০৮; য.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) আরবি
(খ) হিন্দি
(গ) ফারসি
(ঘ) অজ্ঞাত মূল

১০. ‘সাবধান হও নতুবা বিপদে পড়বে’-ক্রিয়াটি কোন ধাতুজাত? [কু.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) মৌলিক ধাতু
(খ) নামধাতু
(গ) প্রযোজক ধাতু
(ঘ) সংযোগমূলক ধাতু

১১. গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার?
[ব.বো. ০৩; য.বো. ০১; সি.বো. ০৩] (উত্তর: খ)
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ

১২. মৌলিক ধাতুর অপর নাম কী? [চ.বো. ০৪; ব.বো. ১০] (উত্তর: ক)
(ক) সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
(খ) ণিজন্ত ধাতু
(গ) নাম ধাতু
(ঘ) প্রযোজক ধাতু

১৩. নাম ধাতু কোনটি? [ঢা.বো. ০১] (উত্তর: খ)
(ক) চল
(খ) ঘুমা
(গ) দেখ
(ঘ) ডাক

১৪. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয়? [ঢা.বো.. ০৫; য.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) সংযোগমূলক ধাতু
(খ) মৌলিক ধাতু
(গ) বিদেশি ধাতু
(ঘ) সাধিত ধাতু

১৫. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে? [য.বো. ০৯, ০৪; ব.বো. ০৩; কু.বো. ০৬] (উত্তর: খ)
(ক) যতি
(খ) ধাতু
(গ) উক্তি
(ঘ) প্রকৃতি

১৬. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্ট বেটাই চোর’- এখানে ‘হারায়’ কোন ধাতু? [ঢা.বো. ০৮; য.বো. ০৭; সি.বো. ০৩; রা.বো. ০৩; ব.বো. ০৪; চ.বো. ১৩] (উত্তর: গ)
(ক) নাম ধাত
(খ) সংযোগমূলক ধাতু
(গ) কর্মবাচ্যের ধাতু
(ঘ) ভাববাচ্যের ধাতু

১৭. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী? [চ.বো. ১১; সি.বো. ০৪; ঢা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) পরোক্ষ কর্ম
(খ) প্রযোজক কর্ম
(গ) ধাত্বর্থক কর্ম
(ঘ) প্রযোজ্য কর্ম

১৮. কোন ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয়? [রা.বো. ০৮, ০২; কু.বো. ০৪; ঢা.বো. ১৩]
বা, যে সকল ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয় তাদের নাম কী? [দি.বো. ১০; য.বো. ১০] (উত্তর: ক)
(ক) স্বয়ংসিদ্ধ ধাতু
(খ) সাধিত ধাতু
(গ) যৌগিক ধাতু
(ঘ) নাম ধাতু

১৯. ‘পড়্, চল্’- এ দুটি কোন ধাতু? [য.বো. ০৩; রা.বো. ০৬] (উত্তর: খ)
(ক) খাঁটি বাংলা
(খ) স্বয়ংসিদ্ধ
(গ) সংস্কৃত মূল
(ঘ) সাধিত ধাতু

২০. ‘ফির’ ধাতুটি কী অর্থে বাক্যে ব্যবহৃত হয়? [চ.বো. ০৭; ব.বো. ০৪] (উত্তর: খ)
(ক) প্রার্থনা
(খ) পুনরাগমন
(গ) ঝুলানো
(ঘ) ঠেলা

২১. বিদেশি ধাতু কোনটি? [সি.বো. ০৬; য.বো. ০৮] (উত্তর: খ)
(ক) ছাষ্
(খ) ডর্
(গ) গড্
(ঘ) বুধ্

২২. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে? [রা.বো. ০৯, ০৭; ঢা.বো. ০৯, ০৫; কু.বো. ০৫; ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) প্রযোজক বা ণিজন্ত ধাতু
(খ) সাধিত ধাতু
(গ) সংযোগমূলক ধাতু
(ঘ) কর্মবাচ্যের ধাতু

২৩. কৃ, গম, ধৃ, গঠ, স্থ ইত্যাদি- [রা.বো. ১১; কু.বো. ০২; রা.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) মৌলিক ধাতু
(খ) বিদেশি ধাতু
(গ) বাংলা ধাতু
(ঘ) সংস্কৃত ধাতু

২৪. সাধিত ধাতু বলে- [য.বো. ০৩] (উত্তর: ক)
(ক) ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
(খ) ‘অ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
(গ) ‘কৃৎ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত
(ঘ) ‘তদ্ধিত’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত

২৫. বাংলা ভাষায় যে কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাদের কী বলে? [কু.বো. ০৪] (উত্তর: গ)
(ক) ণিজন্ত ধাতু
(খ) অজ্ঞাতমূল ধাতু
(গ) অসম্পূর্ণ ধাতু
(ঘ) প্রযোজক ধাতু

২৬. কোনটি অসম্পূর্ণ ধাতু? [রা.বো. ০১] (উত্তর: গ)
(ক) রাখ্
(খ) উঠ্
(গ) বট্
(ঘ) র্ক

২৭. মৌলিক ধাতু কাকে বলে? [ঢা.বো. ৯৬]
বা, স্বয়ংসিদ্ধ ধাতু কাকে বলে? [চ.বো. ০৮] (উত্তর: ক)
(ক) যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না
(খ) যে ধাতু সংস্কৃত থেকে এসেছে
(গ) যে ধাতু ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়
(ঘ) যে ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে

২৮. শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন- কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে? [ব.বো. ০৫]
বা, “তিনি ছেলেকে পড়াচ্ছেন।”- কোন ধাতুর উদাহরণ? [চ.বো. ১০] (উত্তর: খ)
(ক) মৌলিক ধাতু
(খ) প্রযোজক ধাতু
(গ) নাম ধাতু
(ঘ) কর্মবাচ্যের ধাতু

২৯. ‘র্ক’ কোন ধাতুর উদাহরণ? [কু.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) সাধিত ধাতু
(খ) নাম ধাতু
(গ) মৌলিক ধাতু
(ঘ) যৌগিক ধাতু

৩০. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়? [সি.বো. ০৭] (উত্তর: গ)
(ক) দুই শ্রেণিতে
(খ) চার শ্রেণিতে
(গ) তিন শ্রেণিতে
(ঘ) পাঁচ শ্রেণিতে

৩১. “বাংলা, সংস্কৃত ও বিদেশি”- বাংলা ভাষার কোন ধাতুর শ্রেণিবিভাগ? [ঢা.বো. ০২] (উত্তর: গ)
(ক) সাধিত ধাতু
(খ) যৌগিক ধাতু
(গ) মৌলিক ধাতু
(ঘ) প্রযোজক ধাতু

৩২. অপভ্রংশের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে? [য.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) সংস্কৃত ধাতু
(খ) মৌলিক ধাতু
(গ) সাধিত ধাতু
(ঘ) খাঁটি বাংলা ধাতু

৩৩. কোনটি সংস্কৃত ধাতু? [চ.বো. ০৯] (উত্তর: খ)
(ক) হাস্
(খ) খাদ্
(গ) আঁক্
(ঘ) টান্

৩৪. ‘ঘৃষ’ ধাতুর বাংলা রূপ কোনটি? [ঢা.বো. ০২; কু.বো. ১৩] (উত্তর: গ)
(ক) ঘষা
(খ) ঘিষ্
(গ) ঘষ্
(ঘ) ঘাষ্

৩৫. ‘দৃশ’ ধাতুর বাংলা রূপ কোনটি? [চ.বো. ১১] (উত্তর: খ)
(ক) দে
(খ) দেখ্
(গ) দেন
(ঘ) দেখন

৩৬. কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে? [ঢা.বো. ০৭; রা.বো. ৯৯]
বা, অজ্ঞাতমূল ধাতু কোনটি? [ঢা.বো. ১০; রা.বো. ১০; য.বো. ১১, ০৫, ০৩; ব.বো. ১১, ০৮; রা.বো. ১৩; ব.বো. ১৩] (উত্তর: গ)
(ক) হ্ন
(খ) টান
(গ) হের
(ঘ) কহ্

৩৭. প্রেরণার্থে ‘অ’ প্রত্যয় যোগে গঠিত ধাতুর নাম কী?
[ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) কর্মবাচ্যের ধাতু
(খ) প্রযোজক ধাতু
(গ) নাম ধাতু
(ঘ) মৌলিক ধাতু

৩৮. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়- কী কী? [চ.বো. ০৭] (উত্তর: খ)
(ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
(খ) ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
(গ) গম্ ও গঠ্ ধাতু
(ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু

৩৯. যে ক্রিয়া পদের মূল বা ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে তাকে কী বলে? [চ.বো. ০৪] (উত্তর: গ)
(ক) সংস্কৃতমূল ধাতু
(খ) অজ্ঞাতমূল ধাতু
(গ) বিদেশি ধাতু
(ঘ) ণিজন্ত ধাতু

৪০. বিদেশি ধাতু কোনটি? [চ.বো. ১০; সি.বো. ১১] (উত্তর: খ)
(ক) কৃৎ
(খ) টান্
(গ) রাখ্
(ঘ) খাদ্

৪১. পূর্ণতা অর্থে ‘দি’ ধাতুর ব্যবহার কোনটি? [কু.বো. ০৩] (উত্তর: খ)
(ক) আমাকে যেতে দিও
(খ) কাজটি শেষ করে দিও
(গ) চলতে পথ দেখিয়ে দিও
(ঘ) কিছু টাকা ধার দিও

৪২. বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে? [রা.বো. ২০০০; সি.বো. ১০, ০৩, ০২] (উত্তর: গ)
(ক) সাধিত ধাতু
(খ) সংযোগমূলক ধাতু
(গ) নাম ধাতু
(ঘ) প্রযোজক ধাতু/ণিজন্ত ধাতু

৪৩. কোনটিতে কর্মবাচ্যের ধাতুর ব্যবহার রয়েছে? [চ.বো. ০১; দি.বো. ১০] (উত্তর: খ)
(ক) মা মিশুকে চাঁদ দেখাচ্ছেন
(খ) কাজটি ভালো দেখায় না
(গ) আজ তোমাদের গল্প শোনাবো
(ঘ) ছেলেটিকে কাঁদাচ্ছ কেন?

৪৪. কোন কোন ধাতু দিয়ে গঠিত ক্রিয়াপদ সাধারণত বাক্য অনুরক্ত বা উহ্য থাকে? [ব.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) কর্, আছ্
(খ) আছ্, গড্
(গ) হ্, চল্
(ঘ) আছ্, হ্

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ উপসর্গ এবং ধাতু
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide