তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো।
করটিয়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত
টাঙ্গাইল সংবাদদাতা \ গতকাল শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়ায় মুখোমুখি দুটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়।
শুক্রবার সকালে বগুড়া থেকে ছেড়ে আসা এস.আর. ট্র্যাভেলস (বগুড়া ক-২৯২৪) বাসটির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে এস.আর. ট্র্যাভেলস বাসের ৬ জন যাত্রী ও অন্য বাসটির ৪ জন যাত্রী নিহত হয়। আহত যাত্রীদের প্রথমে স্থানীয় করটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে কিছুসংখ্যক যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মুমূর্ষু ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মাঝে এখন পর্যন্ত চারজনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছে ১। আবদুর রহিম তালুকদার (গ্রাম: বেরের বাড়ি, উপজেলা: ধুনট, জেলা: বগুড়া) ২। কলিম খান (গ্রাম: সোনাতলা, উপজেলা: সোনাতলা, জেলা-বগুড়া) ৩। মরিয়ম বিবি (মালতিনগর, বগুড়া শহর) ৪। বশির মিয়া (২৭, আর.কে মিশন রোড, ঢাকা)। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত যাত্রীদের জন্য জরুরি রক্তের প্রয়োজন। আগ্রহী রক্তদাতাগণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে রক্ত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার ফলে উভয় দিকের যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ঐ দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে আহত একজন যাত্রী জানিয়েছে বগুড়া থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
পুলিশ কর্মকর্তাগণ দুর্ঘটনার স্থানটি পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে বলে জানান এক কর্মকর্তা। পুলিশ এস.আর. ট্র্যাভেলস বাসটির হেলপারকে আটক করেছে।
প্রতিবেদক
হাবিবুর রহমান
করটিয়া, টাঙ্গাইল
১৮/০৪/২০২৪
[এখানে পত্রিকার ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
good
ReplyDelete