HSC সিরাজউদ্দৌলা নাটক (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র নাটক গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sirajuddaula natok mcq Question and Answer. Sirajuddoula mcq Proshno O Uttor for HSC Exam Preparation. HSC Sirajuddaula Natak (mcq) multiple choice questions answers pdf download

বাংলা সহপাঠ নাটক
সিরাজউদ্দৌলা
সিকান্দার আবু জাফর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?
✅ দশ হাজার
[খ] আট হাজার
[গ] ছয় হাজার
[ঘ] পাঁচ হাজার

২. ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারে নি’ বলতে কার কার কথা বোঝানো হয়েছে?
[ক] নৌবে সিং
[খ] রাজবল্লভ
[গ] জগৎশেঠ
[ঘ] রায়দুর্লভ
[বি. দ্র. সঠিক উত্তর হবে নারাণ সিং]

৩. উদ্দীপকের বিপথগামী সেনা সদস্যদের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায়?
[ক] বদ্রিআলি
✅ মোহাম্মদি বেগ
[গ] সাঁফ্রে
[ঘ] নারাণ সিং

৪. উক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে-
i. নৈরাশ্যবোধ
ii. কৃতঘ্নতা
iii. অসৌজন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও ii

মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নাট্যকার পরিচিতি: [বোর্ড বই থেকে]

৫. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
[ক] ১৯১৬ খ্রি.
[খ] ১৯১৭ খ্রি.
✅ ১৯১৮ খ্রি.
[ঘ] ১৯১৯ খ্রি

৬. সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন?
[ক] রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়
✅ সাতক্ষীরা জেলার তালা উপজেলায়
[গ] রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়
[ঘ] বরিশাল জেলার নলছিটি উপজেলায়

৭. সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রিকার সম্পাদক ছিলেন?
[ক] সবুজপত্র
[খ] লাঙল
✅ সমকাল
[ঘ] কবিতা

৮. সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করেন? তার সম্পাদিত পত্রিকাটির নাম কী?
[ক] সাপ্তাহিক সমকাল
[খ] মাসিক সমকাল
✅ সাপ্তাহিক অভিযান
[ঘ] মাসিক অভিযান

৯. কলকাতা রিপন কলেজের বর্তমান নাম কী?
[ক] জ্ঞানেন্দ্রনাথ কলেজ
✅ সুরেন্দ্রনাথ কলেজ
[গ] কলকাতা কলেজ
[ঘ] প্রেসিডেন্সি কলেজ

১০. সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
[ক] ১৯৫১ খ্রি.
✅ ১৯৬৫ খ্রি.
[গ] ১৯৭০ খ্রি.
[ঘ] ১৯৭৫ খ্রি.

১১. সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা' নাটকটির রচনাকাল কত সালে?
✅ ১৯৫১ সাল
[খ] ১৯৫৩ সাল
[গ] ১৯৫৫ সাল
[ঘ] ১৯৫৭ সাল

১২. ‘আমাদের সংগ্রাম চলবেই’- গানটির রচয়িতা কে?
[ক] সৈয়দ ওয়ালীউল্লাহ
[খ] কাজী মোতাহার হোসেন
✅ সিকান্দার আবু জাফর
[ঘ] কাজী নজরুল ইসলাম

১৩. ‘আমাদের সংগ্রামক চলবেই’- গানটি কখন রচিত হয়?
[ক] বঙ্গভঙ্গের সময়
[খ] ভাষা আন্দোলনের সময়
[গ] গণঅভ্যুত্থানের সময়
✅ মুক্তিযুদ্ধের সময়

১৪. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান?
[ক] ১৯৬৪ খ্রিষ্টাব্দে
[খ] ১৯৬৫ খ্রিষ্টাব্দে
✅ ১৯৬৬ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৬৭ খ্রিষ্টাব্দে

১৫. সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
[ক] ১৯৭৩ খ্রি.
[খ] ১৯৭৪ খ্রি.
✅ ১৯৭৫ খ্রি.
[ঘ] ১৯৭৬ খ্রি.

১৬. কত তারিখে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন?
✅ ৫ আগস্ট
[খ] ১৫ আগস্ট
[গ] ২৫ আগস্ট
[ঘ] ৩০ আগস্ট

মূল পাঠ: [বোর্ড বই থেকে]

১৭. ‘ড্রামা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
✅ গ্রিক
[খ] ফরাসি
[গ] ইংরেজি
[ঘ] পর্তুগিজ

১৮. নাটকের যথার্থ পরিবেশনা স্থল কোনটি?
[ক] টেলিভিশন
[খ] রেডিও
✅ মঞ্চ
[ঘ] প্রান্তর

১৯. সাহিত্যের কোন মাধ্যমটির নাটকের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে?
[ক] কবিতার
✅ উপন্যাসের
[গ] প্রবন্ধের
[ঘ] ছোটগল্পের

২০. শুরুতেই নাটকের কীসের আভাস দেয়া থাকে?
✅ দ্বন্দ্বের
[খ] ঘটনার
[গ] পরিণতির
[ঘ] দুঃখের

২১. নাটককে মুখ্যত কয় ভাগে ভাগ করা যায়?
[ক] তিন
[খ] চার
✅ পাঁচ
[ঘ] ছয়

২২. শ্রেণীকরণের মধ্যে কোন ধরনের নাটক সর্বোচ্চ আসনের অধিকারী?
✅ ট্রাজেডি
[খ] কমেডি
[গ] মেলোড্রামা
[ঘ] প্রহসন

২৩. ট্রাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?
✅ করুণ
[খ] বীর
[গ] মধুর রস
[ঘ] শৃঙ্খার রস

২৪. দুর্বল ট্রাজেডি নাটক সাধারণত কীসে পরিণত হয়?
[ক] কমেডিতে
[খ] প্রহসনে
✅ মেলোড্রামায়
[ঘ] ট্রাজিক কমেডিতে

২৫. ব্যক্তি ও সমাজের নানা দোষ-ত্রুটিকে ব্যঙ্গ ও বিদ্রুপমূলকভাবে কোন ধরনের নাটকে প্রকাশ করা হয়ে থাকে?
[ক] ট্রাজেডি
[খ] মেলোড্রামা
[গ] কমেডি
✅ প্রহসন

২৬. বাংলা নাটকের সর্বপ্রথম অভিনয় হয় কবে?
✅ ১৭৯৫ সালের ২৭ ডিসেম্বর
[খ] ১৭৯৫ সালের ২৮ নভেম্বর
[গ] ১৭৯৫ সালের ২৯ নভেম্বর
[ঘ] ১৭৯৫ সালের ৩০ নভেম্বর

২৭. প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?
[ক] অভিজ্ঞান শকুন্তলা
✅ শর্মিষ্ঠা
[গ] কুলীনকুলসর্বস্ব
[ঘ] রক্ষাবলী

২৮. ‘শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?
[ক] নন্দকুমার রায়
[খ] রামনারায়ণ তর্করত্ন
[গ] রাজা ঈশ্বরচন্দ্র সিংহ
✅ মাইকেল মধুসূদন দত্ত

২৯. নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা নাটককে বিশ্বমানের স্বাতন্ত্র্যে উন্নীত করেন কে?
[ক] মাইকেল মধূসুদন দত্ত
✅ রবীন্দ্রনাথ ঠাকুর
[গ] দীনবন্ধু মিত্র
[ঘ] মির মশাররফ হোসেন

৩০. কোন ধরনের নাটক কেন্দ্রীয় চরিত্র সর্বদাই সামান্ত শ্রেণির প্রতিনিধি হয়ে ওঠে?
[ক] ট্রাজেডি নাটকে
[খ] কমেডি নাটকে
✅ ইতিহাসভিত্তিক নাটকে
[ঘ] কমেডিতে

৩১. সিরাজউদ্দৌলা নাটকে সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলাকে কী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন?
✅ বাঙালির জাতীয় বীর
[খ] বাঙালির জাতীয় শত্রু
[গ] একজন সামন্তবাদী শোষক
[ঘ] একজন কুচক্রী মহানায়ক

৩২. কোন দশকে সিরাজউদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে?
[ক] পঞ্চাশের দশকে
✅ ষাটের দশকে
[গ] সত্তরের দশকে
[ঘ] আশির দশকে

৩৩. সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে?
[ক] উত্তম কুমার
✅ আনোয়ার হোসেন
[গ] খলিলুর রহমান
[ঘ] হাসমত আলী

৩৪. সিরাজউদ্দৌলা নাটকটি কোন রসাত্মক?
✅ করুণ রসাত্মক
[খ] বীর রসাত্মক
[গ] শৃঙ্খার রসাত্মক
[ঘ] হাস্য রসাত্মক

শব্দার্থ ও টীকা: [বোর্ড বই থেকে]

৩৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমাপ্তি ঘটেছে কীভাবে?
[ক] মিলনের মাধ্যমে
[খ] বিরহের মাধ্যমে
✅ যন্ত্রণার মাধ্যমে
[ঘ] সুখানুভূতির মাধ্যমে

৩৬. সিরাজউদ্দৌলা' ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কীসের শিল্প মানসকে সম্পর্ক করেছে?
✅ ট্রাজেডির
[খ] কমেডির
[গ] মেলোড্রামার
[ঘ] ট্রাজিকামেডির

৩৭. ‘সিরাজউদ্দৌলা’ নাটক রচনায় লেখক গ্রিক বা শেকসপিয়রীয় ট্রাজেডির ব্যাকরণ মানেন নি কেন?
✅ সময়ের প্রভাবে
[খ] দক্ষতার অভাবে
[গ] কাহিনীর প্রয়োজনে
[ঘ] কোনো কারণ ছাড়াই

৩৮. ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন?
[ক] শাসন করতে
✅ বাণিজ্য করতে
[গ] রাজনীতি করতে
[ঘ] বসবাস করতে

৩৯. ইউরোপীয়রা ভারতকে বাণিজ্যের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল কেন?
✅ ইউরোপে এ অঞ্চলের দ্রব্যের ব্যাপক চাহিদার কারণে
[খ] এ অঞ্চলে সস্তায় দ্রব্য পাওয়া যেত বলে
[গ] এ অঞ্চলের পরিবেশ অনুকূল ছিল বলে
[ঘ] এ অঞ্চলে আগমন সহজ ছিল বলে

৪০. কলম্বাস কোন দেশ আবিষ্কার করার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেছিল?
[ক] আমেরিকা
✅ ভারত
[গ] জাপান
[ঘ] ইংল্যান্ড

৪১. ভাস্কো দা গামা কী ছিলেন?
[ক] ইতালীয় নাবিক
✅ পর্তুগিজ নাবিক
[গ] আমেরিকান নাবিক
[ঘ] ফরাসি নাবিক

৪২. ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছেছিলেন?
[ক] ১৪৮৮
[খ] ১৮৯২
✅ ১৪৯৮
[ঘ] ১৪৯৯

৪৩. ইউরোপীয়দের দস্যুবৃত্তি দমনে তৎপর হয়েছিলেন কোন সম্রাট?
[ক] আকবর
[খ] বাবর
[গ] হুমায়ূন
✅ জাহাঙ্গীর

৪৪. কার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করে?
[ক] বাবরের
[খ] আকবরের
[গ] হুমায়ূনের
✅ জাহাঙ্গীরের

৪৫. যুবরাজ শাহ সুজার কত সালে ইংরেজদেরকে হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি দেন?
[ক] ১৬৩০
✅ ১৬৩২
[গ] ১৬৩৪
[ঘ] ১৬৩৫

৪৬. কোন মোগল সম্রাটকে ইংরেজ ডাক্তার হ্যামিলটন শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন?
[ক] বাবর
[খ] আকবর
✅ ফররুখ শিয়র
[ঘ] জাহাঙ্গীর

৪৭. ইংরেজদেরকে অবাধ বাণিজ্যের ফরমান প্রদান করেছিলেন কোন সম্রাট?
[ক] বাবর
[খ] আকবর
[গ] হুমায়ূন
✅ ফররুখ শিয়র

৪৮. সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল?
✅ প্রাসাদ ষড়যন্ত্র
[খ] পরিবার প্রীতি
[গ] ইংরেজদের ষড়যন্ত্র
[ঘ] ফরাসিদের ষড়যন্ত্র

৪৯. পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলা কত সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন?
✅ ১৭৫৭
[খ] ১৭৬০
[গ] ১৭৬৩
[ঘ] ১৭৬৭

৫০. পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল?
[ক] দুই হাজার
✅ তিন হাজার
[গ] চার হাজার
[ঘ] পাঁচ হাজার

পাঠ পরিচিতি: [বোর্ড বই থেকে]

৫১. ইংরেজদের কয়টি কামান ছিল?
[ক] পাঁচটি
[খ] সাতটি
✅ আটটি
[ঘ] দশটি

৫২. পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কতজন সৈন্য ছিল?
[ক] ৪৫ হাজার
[খ] ৫০ হাজার
✅ ৫৫ হাজার
[ঘ] ৬০ হাজার

৫৩. সিরাজউদ্দৌলার কয়টি কামান ছিল?
[ক] ৪৩টি
✅ ৫৩টি
[গ] ৬৩টি
[ঘ] ৭৩টি

৫৪. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির কয়টি অঙ্ক ও দৃশ্যে রচিত?
✅ চারটি অঙ্কে ও বারোটি দৃশ্যে
[খ] পাঁচটি অঙ্কে ও পনেরোটি দৃশ্যে
[গ] ছয়টি অঙ্কে ও বারোটি দৃশ্যে
[ঘ] ছয়টি অঙ্কে ও পনেরোটি দৃশ্যে

৫৫. কতটি দৃশ্যে সিরাজউদ্দৌলা উপস্থিত ছিলেন?
[ক] ৬টি
✅ ৮টি
[গ] ১০টি
[ঘ] ১২টি

৫৬. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে শহিদ হন। এক্ষেত্রে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের অন্তর্নিহিত কোন বোধটি তাকে উজ্জীবিত করেছে বলে তুমি মনে কর?
[ক] বীরত্ব
✅ দেশপ্রেম
[গ] আত্মত্যাগ
[ঘ] আত্মমর্যাদাবোধ

৫৭. বর্তমান বিশ্বে শিল্পোন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর ওপর কৌশলে অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে। এ দিকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কীভাবে প্রতিফলিত হয়েছে?
[ক] সামন্তবাদের মধ্য দিয়ে
✅ রাজনৈতিক দিক থেকে
[গ] সামরিকভাবে
[ঘ] কূটকৌশল প্রয়োগে

৫৮. কলিমদ্দি দফাদার সব সময় পাক বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরালে মুক্তিযোদ্ধার তথ্য দিয়ে সহায়তা করেন। তার চরিত্রের কোন বিশেষ দিকটি রাইসুল জুহালার কর্মকাণ্ডে প্রতিভাত হয়?
✅ দেশপ্রেম
[খ] আচরণগত দিক
[গ] আত্মমর্যাদাবোধ
[ঘ] কূটকৌশল

HSC সিরাজউদ্দৌলা নাটক (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (বাংলা সহপাঠ)

৫৯. ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ই মার্চ বঙ্গবন্ধু বুকের রক্তের বিনিময়ে হলেও দেশকে শত্রুমুক্ত করার আহবান জানান। বঙ্গবন্ধুর এ আহবান কোন দিক হতে ক্লেটনের বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
[ক] যুদ্ধে উদ্বুদ্ধ করার দিক থেকে
✅ মরণপণ যুদ্ধের আহবানের দিক থেকে
[গ] হিংসা -বিদ্বেষের দিক থেকে
[ঘ] দাম্ভিক মন-মানসিকতার দিক থেকে

৬০. অন্যায় জেনেও সুবিধা পাওয়ার লোভে জমির শেখ রাজাকার বাহিনীতে যোগ দেয়। জমির শেখের সঙ্গে নিচে উল্লিখিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মিল রয়েছে?
[ক] মিরমর্দান
[খ] রাইসুল জুহালা
[গ] মোহনলাল
✅ উমির্চাঁদ

৬১. নিজের মুক্তি কামনায় বিভীষণ আপনজনদের পরিত্যাগ করে অবতার রামচন্দ্রের দলে যোগ দেন। তার সঙ্গে নিচে উল্লিখিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের বৈপরিত্য রয়েছে?
✅ রাইসুল জুহালা
[খ] জগৎশেঠ
[গ] মিরজাফর
[ঘ] রাজবল্লভ

৬২. কুরুক্ষেত্রের যুদ্ধে বিপক্ষ সেনাদলে আত্মীয় পরিজনদের দেখে মহাবীর অর্জুন যুদ্ধ করতে অসম্মত হন। নাটকের সিরাজ চরিত্র কোন দিক থেকে অর্জুনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
[ক] যুদ্ধ কৌশলের দিক হতে
✅ আপনজনদের বিরুদ্ধাচরণ না করা
[গ] অসাধারণ বীরত্বের দিক হতে
[ঘ] যুদ্ধ ঘোষণার দিক থেকে

৬৩. খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ব্যবসায়ী আক্কেল মিয়াকে এক হাজার টাকা জরিমানা দিতে হয়। আক্কেল মিয়ার সঙ্গে মানিক চাঁদের কোন দিক থেকে মিল রয়েছে?
[ক] অর্থ সম্পদের দিক থেকে
[খ] বিশ্বাসঘাতকতার দিক থেকে
✅ জরিমানা প্রদানের দিক থেকে
[ঘ] বিশ্বাসযোগ্যতার দিক থেকে

৬৪. পালিত পুত্রের দানকৃত চোখ দিয়ে অন্ধ রহমত মিয়া পৃথিবীর আলো দেখতে পান। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রটি রহমত মিয়ার পালিত পুত্রের বিপরীত চরিত্রের?
[ক] মিরমর্দান
[খ] মানিক চাঁদ
[গ] রাজবল্লভ
✅ মোহাম্মদি বেগ

৬৫. মারাঠাদের সঙ্গে মুসলিম বাহিনীর যুদ্ধের ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক। এ নাটকের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রাসঙ্গিক দিক কোনটি?
✅ ঐতিহাসিক প্রেক্ষাপট
[খ] সামাজিক প্রেক্ষাপট
[গ] নাটক নির্মাণশৈলী
[ঘ] সার্বিক ঘটনাপ্রবাহ

৬৬. ‘প্রাগৈতিহাসিক’ গল্পে আহত ভিখুকে আশ্রয় দেয় পেহ্লাদ বাগদী। কিন্তু শেষ পর্যন্ত ভিখু তার ঘরেই আগুন দেয়। ভিখু চরিত্রে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কাদের ছায়াপাত লক্ষ্য করা যায়।
[ক] রাজ অমাত্যদের
✅ ইংরেজদের
[গ] ষড়যন্ত্রকারীদের
[ঘ] নবাব সৈন্যদের

৬৭. ‘অর্থ-সম্পদের চেয়ে সততা অধিক মূল্যবান ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রে এর বিপরীত বৈশিষ্ট্য ফুটে ঊঠেছে?
[ক] লুৎফুন্নেসা
[খ] ক্লেটন
[গ] মিরমর্দান
✅ উমিচাঁদ

৬৮. পাশের বাড়ির সুধারাম কথা বাড়িয়ে বলতে ওস্তাদ। তার সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কার সাদৃশ্য রয়েছে?
[ক] ক্লাইভ
[খ] উমিচাঁদ
✅ হলওয়েল
[ঘ] রাইসুল জুহালা

৬৯. ‘সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ কত সালের ঘটনা প্রকাশ করে?
[ক] ১৯৭৪ খ্রিষ্টাব্দের
[খ] ১৯৫৫ খ্রিষ্টাব্দের
✅ ১৭৫৬ খ্রিষ্টাব্দের
[ঘ] ১৭৫৭ খ্রিষ্টাব্দের

৭০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য সংঘটিত হওয়ার দৃশ্য -
✅ ১৯ জুন
[খ] ২০ জুন
[গ] ২১ জুন
[ঘ] ২২ জুন

৭১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির প্রথম অঙ্কের প্রথম দৃশ্য সংঘটিত হওয়ার স্থান কোনটি?
[ক] ফোর্ট উইলিয়াম জাহাজ
✅ ফোর্ট উইলিয়াম দুর্গ
[গ] ঘসেটি বেগমের বাড়ি
[ঘ] কাসিম বাজার কুঠি

৭২. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপটি কার?
✅ ক্লেটনের
[খ] ঘোষকের
[গ] জর্জের
[ঘ] উমিচাঁদের

৭৩. ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন?
[ক] হলওয়েলকে
[খ] ফরাসি যোদ্ধাদের
✅ ব্রিটিশ সৈনিকদের
[ঘ] নবাবের সৈন্যদের

৭৪. ক্লেটনের ভাষ্যে ব্রিটিশ সৈনিকদের প্রতিজ্ঞা কী?
✅ যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ
[খ] বিপদ দেখলে আক্রমণ করা
[গ] বাঙালি বীরদের সাথে যুদ্ধ না করা
[ঘ] সার্জন হলওয়েলের নিরাপত্তা দেয়া

৭৫. 'Victory or death'- সংলাপটি কে বলেন?
[ক] হলওয়েল
[খ] ফরাসি যোদ্ধারা
✅ ক্লেটন
[ঘ] নবাবের সৈন্যরা

৭৬. ওয়ালী খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কেন?
✅ কোম্পানির টাকার জন্য
[খ] নিজে নবাব হওয়ার জন্য
[গ] বাঙালির বীরত্ব প্রমাণের জন্য
[ঘ] ব্রিটিশদের মর্যাদা রক্ষার জন্য

৭৭. নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে কে?
✅ উমিচাঁদের গুপ্তচর
[খ] রায়দুর্লভ
[গ] রাজবল্লভ
[ঘ] জগৎশেঠ

৭৮. দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে কারা?
[ক] ব্রিটিশ সৈনিক
✅ নবাবের পদাতিক বাহিনী
[গ] ফরাসি সেনারা
[ঘ] উমিচাঁদের গুপ্তচরেরা

৭৯. ‘মারাঠা খাল’ কোথায়?
[ক] কাসিম বাজারে
[খ] মুর্শিদাবাদে
✅ শিয়ালদহে
[ঘ] দমদমে

৮০. মারাঠা খাল পেরিয়ে বন্যার স্রোতের মতো ছুটে আসছে কারা?
[ক] নবাবের বাহিনী
✅ ওলন্দাজ বাহিনী
[গ] ব্রিটিশ সৈনিক
[ঘ] ফরাসি সৈনিক

৮১. দমদমের রাস্তা উড়িয়ে দিতে পারে নি কে?
[ক] জর্জ
[খ] ম্যানিংহাম
✅ মিনচিন
[ঘ] ফকল্যান্ড

৮২. রজার ড্রেক কে?
✅ গভর্নর
[খ] ক্যাপ্টেন
[গ] সার্জন
[ঘ] সেনাপতি

৮৩. উমিচাঁদ প্রথম সংলাপে সার্জন হলওয়েলকে কী বলেন?
✅ সুপ্রভাত
[খ] Yes Sir
[গ] Right Sir
[ঘ] বহোত আচ্ছা

৮৪. হলওয়েলের পুরো নাম কী?
✅ জন জেফানিয়া হলওয়েল
[খ] এডমিরাল চার্লস হলওয়েল
[গ] হলওয়েল দ্য গ্রেট
[ঘ] প্যাট্রিক জন হলওয়েল

৮৫. হলওয়েল কোন হাসপাতালের ডাক্তার ছিলেন?
[ক] পিজি হাসপাতাল
✅ গাইস হাসপাতাল
[গ] লর্ড হাসপাতাল
[ঘ] জন হাসপাতাল

৮৬. গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন পালিয়ে যাওয়ার পর কমান্ডার ইন-চীফ কে হবেন বলে উমিচাঁদ মনে করেন?
[ক] কিলপ্যাট্রিক
✅ হলওয়েল
[গ] ক্লাইভ
[ঘ] ওয়াটস

৮৭. একদল ডাচ সৈন্য গঙ্গার দিকটার কী ভেঙে পালিয়ে গেছে?
[ক] প্রাচীর
[খ] দুর্গ
✅ ফটক
[ঘ] কামান

৮৮. বন্দি উমিচাঁদ চিঠি পাঠাতে চাচ্ছে কার কাছে?
[ক] রায়দুর্লভের
✅ মানিকচাঁদের
[গ] রাজবল্লভের
[ঘ] জগৎ শেঠের

৮৯. “কেউ এক চুল নড়লে প্রাণ যাবে।” - সংলাপটি কার?
[ক] রায়দুর্লভের
✅ মানিকচাঁদের
[গ] রাজবল্লভের
[ঘ] জগৎ শেঠের

৯০. ইংরেজরা আত্মরক্ষার অজুহাতে গোপনে কোথায় অস্ত্র আমদানি করছিল?
[ক] ফোর্ট উইলিয়াম দুর্গে
✅ কাশিম বাজার কুঠিতে
[গ] ফাকাল্যান্ডের বাংলোতে
[ঘ] জাফরাগঞ্জের কয়েদখানায়

৯১. ইংরেজদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ওয়াট্স কার কাছে পেশ করতে চান?
[ক] কোম্পানির কাছে
✅ কাউন্সিলের কাছে
[গ] ক্লাইভের কাছে
[ঘ] ফোর্ট উইলিয়ামের কাছে

৯২. কে ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন?
✅ দিল্লীর বাদশাহ
[খ] মিরজাফর আলি খাঁ
[গ] ঘসেটি বেগম
[ঘ] উমিচাঁদ

৯৩. ক্লাইভ লন্ডনের ঝবপৎবঃ ঈড়সসরঃবব- র সাথে পত্রালাপ করে কোথায় বসে?
[ক] কাশিমবাজারে
✅ মাদ্রাজে
[গ] ফোর্ট উইলিয়াম দুর্গে
[ঘ] মতিঝিলে

৯৪. নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কোথাকার দুর্গ সংস্কার বন্ধ করে নি?
✅ কলকাতার দুর্গ
[খ] মতিঝিলের দুর্গ
[গ] কাশিমবাজারের দুর্গ
[ঘ] ফোর্ট উইলিয়াম দুর্গ

৯৫. কোন নিষেধ অগ্রাহ্য করলে গ্রামবাসীদের গুরুতর শাস্তি ভোগ করতে হবে?
✅ ইংরেজদের আশ্রয় দিলে
[খ] ইংরেজদের কাছে সওদা বেচলে
[গ] ইংরেজদের সাথে বন্ধুত্ব করলে
[ঘ] ইংরেজদের সাথে মেলামেশা করলে

৯৬. সিরাজের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দিয়েছিল?
[ক] মানিকচাঁদকে
✅ কৃষ্ণবল্লভকে
[গ] রাজবল্লভকে
[ঘ] রায়দুর্লভকে

৯৭. ১৭৫৬ সালের ১৯শে জুন থেকে কলকাতার নাম নতুন কী হবে?
✅ আলীনগর
[খ] জাহাঙ্গীরনগর
[গ] কাশিমবাজার
[ঘ] মতিঝিল

৯৮. সিরাজ আলীনগরের দেওয়ান নিযুক্ত করলেন কাকে?
[ক] রাজবল্লবকে
[খ] উমিচাঁদকে
✅ মানিকচাঁদকে
[ঘ] রায়দুর্লভকে

৯৯. সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গে কী তৈরি করার নির্দেশ দেন?
[ক] মন্দির
✅ মসজিদ
[গ] মিনার
[ঘ] দরগা

১০০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য ১৭৫৬ সালের কত তারিখের ঘটনা প্রকাশ করে?
✅ ৩রা জুলাই
[খ] ১৩ জুলাই
[গ] ২৩শে জুলাই
[ঘ] ৩০ শে জুলাই

১০১. ভাগীরথী নদী কোথায়?
[ক] কাশিম বাজারে
✅ কলকাতায়
[গ] মতিঝিলে
[ঘ] দিল্লীতে

১০২. কিলপ্রাট্রিক কোথা থেকে ফিরে এসেছেন?
[ক] কাশিমবাজার
✅ মাদ্রাজ
[গ] হুগলি
[ঘ] বর্ধমান

১০৩. কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হয়েছিলেন?
[ক] মাত্র দুইশ
✅ মাত্র আড়াইশ
[গ] মাত্র তিনশ
[ঘ] মাত্র সাড়ে তিনশ

১০৪. ইংরেজরা নবাবের ধমকানি সত্ত্বেও রাজা কৃষ্ণবল্লভকে ত্যাগ করে নি কেন?
✅ ঘুষের টাকার অঙ্ক বৃদ্ধির কারণে
[খ] কৃষ্ণবল্লভ ইংরেজদের আত্মীয় বলে
[গ] নবাবের আদেশ অমান্য করবে বলে
[ঘ] রাজনীতিতে অনুপ্রবেশ করার ইচ্ছে থেকে

১০৫. মার্টিন ও হ্যারী - এ দু জনের ব্যাংক ব্যালেন্স কত টাকা বলে উল্লেখ করা হয়েছে?
[ক] পনেরো হাজারের কম নয়
✅ বিশ হাজারের কম নয়
[গ] পঁচিশ হাজারের কম নয়
[ঘ] ত্রিশ হাজারের কম নয়

১০৬. মার্টিন ও হ্যারী কত টাকা বেতনের কর্মচারী?
[ক] ষাট হাজার টাকা
✅ সত্তর হাজার টাকা
[গ] আশি হাজার টাকা
[ঘ] পঁচাশি হাজার টাকা

১০৭. কলকাতার দেওয়ান কে?
[ক] উমিচাঁদ
✅ মানিকচাঁদ
[গ] রাজবল্লভ
[ঘ] কৃষ্ণবল্লভ

১০৮. কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে?
[ক] উমিচাঁদের
✅ মানিক চাঁদের
[গ] রাজবল্লভের
[ঘ] কৃষ্ণবল্লভের

১০৯. কলকাতায় ইংরেজদের ব্যবসা করার অনুমতি লাভের জন্য উমিচাঁদ মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে?
[ক] পাঁচ হাজার
[খ] দশ হাজার
✅ বারো হাজার
[ঘ] পনেরো হাজার

১১০. উমিচাঁদের পারিশ্রমিক কত?
✅ পাঁচ হাজার
[খ] দশ হাজার
[গ] বারো হাজার
[ঘ] পনেরো হাজার

১১১. মানিকচাঁদের হুকুম মানার জন্য উমিচাঁদের দাবিকৃত টাকার পরিমাণ কত?
✅ ১৭ হাজার
[খ] ১৮ হাজার
[গ] ১৯ হাজার
[ঘ] ২৯ হাজার

১১২. সিরাজউদ্দৌলা নাটকে লোভের অন্ত নেই কার?
[ক] মানিকচাঁদের
✅ উমিচাঁদের
[গ] রাজবল্লভের
[ঘ] রায়দুর্লভের

১১৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যটি ১৭৫৬ সালের কত তারিখের ঘটনা প্রকাশ করে?
✅ ১০ অক্টোবর
[খ] ১১ অক্টোবর
[গ] ১২ অক্টোবর
[ঘ] ১৩ অক্টোবর

১১৪. ‘সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যটি সংঘটিত হওয়ার স্থান কোনটি?
[ক] কাশিমবাজার কুঠি
[খ] ফোর্ট উইলিয়াম দুর্গ
✅ ঘসেটি বেগমের বাড়ি
[ঘ] নবাবের দরবার

১১৫. উমিচাঁদের সাথে বিচিত্রবেশী অতিথি কে?
✅ রাইসুল জুহালা
[খ] মানিকচাঁদ
[গ] মিরন
[ঘ] মিরমর্দান

১১৬. উমিচাঁদ জবরদস্ত শিল্লীর কীসে মুগ্ধ?
[ক] দক্ষতায়
✅ কেরামতিতে
[গ] ছলাকলায়
[ঘ] প্রতারণায়

১১৭. শওকত জঙ্গ নবাব হলে আসল কর্তৃত্ব থাকবে কার হাতে?
[ক] নবাবের
✅ ঘসেটি বেগমের
[গ] মিরজাফরের
[ঘ] মোহাম্মদি বেগের

১১৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ধনকুবের কে?
[ক] রাজবল্লভ
[খ] রায়দুর্লভ
✅ জগৎশেঠ
[ঘ] মানিকচাঁদ

১১৯. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে সকলের খাদেম?
✅ উমিচাঁদ
[খ] মানিকচাঁদ
[গ] রাজবল্লভ
[ঘ] রায়দুর্লভ

১২০. উমিচাঁদের কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড় কোনটি?
[ক] ক্ষমতা
✅ দওলৎ
[গ] নবাবি
[ঘ] বাণিজ্য

১২১. দওলতের পূজারী কে?
✅ উমিচাঁদ
[খ] মানিকচাঁদ
[গ] রাজবল্লভ
[ঘ] রায়দুর্লভ

১২২. নবাবের হুকুম অমান্য করা কীসের শামিল?
✅ রাজদ্রোহিতার
[খ] অবাধ্যতার
[গ] অন্যায়ের
[ঘ] কাপুরুষতার

১২৩. ১৭৫৭ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ তারিখের ঘটনাটি সংঘটনের স্থান কোথায়?
[ক] নবাবের বিদ্রোহীদের কক্ষ
✅ নবাবের দরবার
[গ] কাশিমবাজার কুঠি
[ঘ] ফোর্ট উইলিয়াম দুর্গ

১২৪. ‘সিরাজউদ্দৌলা' নাটকে ‘মিরনের আবাস' স্থানটি দ্বিতীয় অঙ্কের কততম পরিচ্ছেদে সংঘটিত হয়েছে?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ

১২৫. সিরাজ নিজেকে প্রজাসাধারণের কাছে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ কী?
✅ নবাব প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি বলে
[খ] নবাব ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন বলে
[গ] ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে
[ঘ] ঘসেটি বেগমকে নবাব অন্তঃপুরে এনে রেখেছেন বলে

১২৬. নির্যাতিত ব্যক্তির দুরবস্থার জন্য দায়ী কোনটি?
[ক] লবণ বিক্রয় করা
✅ সিরাজের দুর্বল শাসন
[গ] ইংরেজদের জুলুম
[ঘ] প্রজাদের বিদ্রোহ

১২৭. কুঠির সাহেবদের লোকজন উৎপীড়িত ব্যক্তির বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কেন?
✅ ইংরেজদের কাছে লবণ বিক্রয় না করায়
[খ] নবাবের নির্দেশ অমান্য করায়
[গ] ষন্ডারা উৎপীড়িত ব্যক্তির কাছে চাঁদা চাওয়ায়
[ঘ] নবাব উৎপীড়িত আদেশ পালন না করায়

১২৮. নবাব দরবারে কোম্পানির প্রতিনিধি কে?
[ক] ক্লাইভ
✅ ওয়াট্স
[গ] হলওয়েল
[ঘ] ক্লেটন

১২৯. দেশের অর্থনৈতিক মেরুদন্ড মজবুত হয়ে উঠবে কী বাড়লে?
✅ রাজস্ব
[খ] জুলুম
[গ] লবণ
[ঘ] বাণিজ্য

১৩০. ওয়াট্স এবং ক্লাইভ কোন সন্ধি খেলাপ করেছে?
✅ আলীনগরের সন্ধি
[খ] চন্দন নগরের সন্ধি
[গ] কাশিমবাজারের সন্ধি
[ঘ] ফোর্ট উইলিয়াম সন্ধি

১৩১. ফরাসি অধিকৃত এলাকা কোনটি?
[ক] আলীনগর
✅ চন্দননগর
[গ] কাশিম বাজার
[ঘ] ফোর্ট উইলিয়াম দুর্গ

১৩২. ওয়াট্স এবং ক্লাইভের ঔদ্ধত্য কীসের পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলে নবাব মনে করেন?
[ক] বিপ্লব
✅ বিদ্রোহ
[গ] জুলুম
[ঘ] সন্ত্রাস

১৩৩. “দেশের স্বার্থের জন্যে নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব।”- কে বলেছে?
✅ মিরজাফর
[খ] সিরাজ
[গ] জগৎশেঠ
[ঘ] রাজবল্লভ

১৩৪. ওয়াট্স আর ক্লাইভ কাকে ঘুষ খাইয়ে চন্দননগর ধ্বংস করেছে?
[ক] রাজবল্লভকে
[খ] রায়দুর্লভকে
✅ নন্দকুমারকে
[ঘ] মালিক চাঁদকে

১৩৫. ‘সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনা ১৭৫৭ সালের কত তারিখ নির্দেশ করছে?
✅ ১৯ মে
[খ] ২০ মে
[গ] ২১ মে
[ঘ] ২২ মে

১৩৬. ‘সিরাজউদ্দৌলা' নাটকে দ্বিতীয় অঙ্কের ঘটনা সংঘটিত হয়েছে কোন স্থানে?
✅ মিরজাফরের আবাস স্থলে
[খ] মিরজাফরের দরবারে
[গ] মিরনের আবাসে
[ঘ] লুৎফুন্নিসার কক্ষে

১৩৭. মিরজাফরের চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল কখন?
[ক] মর্যাদাহানীর চেষ্টা করার সময়
✅ মোহনলাল যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ায়
[গ] নবাব যখন তাদের সন্দেহ করে
[ঘ] পবিত্র কুরআন স্পর্শ করালে

১৩৮. মানিকচাঁদ মুক্তি পেয়েছে কত টাকা খেসারত দিয়ে?
[ক] ১০ হাজার টাকা
[খ] ২০ হাজার টাকা
✅ ১০ লক্ষ টাকা
[ঘ] ২০ লক্ষ টাকা

১৩৯. ইয়ার লুৎফ খাঁর অধীনস্থ অশ্বারোহী সৈন্য সংখ্যা কতজন?
[ক] দুশ
✅ দু হাজার
[গ] দু লাখ
[ঘ] দু কোটি

১৪০. ইয়ার লুৎফ খাঁর অধীনস্থ দু' হাজার অশ্বারোহী সৈন্যের ভরণপোষণ করে কে?
✅ জগৎশেঠ
[খ] রাজবল্লভ
[গ] রায়দুর্লভ
[ঘ] নন্দকুমার

১৪১. ইয়ার লুৎফ খাঁ দুই হাজার অশ্বারোহীর ভরণ- পোষণ দেন কেন?
[ক] নবাবের শক্তি বৃদ্ধি করার জন্য
[খ] নবাবের মনোরঞ্জন করার জন্য
✅ নবাবের হাত থেকে ধন রক্ষার জন্য
[ঘ] মাসে অজস্র টাকা রোজগারের জন্য

১৪২. নবাবের সঙ্গে ইংরেজদের সুসম্পর্ক গড়ে তুলতে করণীয় কী হতে পারত?
✅ নবাবের মেজাজ বুঝে যথাসময়ে উপঢৌকন পাঠানো
[খ] নবাবের কাছে ক্ষমা প্রার্থনা ও ভুল স্বীকার করা
[গ] ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বন্ধ না করা
[ঘ] ‘বিভক্ত করো আর শাসন করো'- এ নীতিতে বিশ্বাস রাখ

১৪৩. রাইসুল জুহালা নবাবের পাঞ্জা দেউড়ি থেকে মোট কতবার দেখিয়েছে?
[ক] বিশ বার
✅ একুশ বার
[গ] বাইশ বার
[ঘ] তেইশ বার

১৪৪. রাইসুল জুহালার মতে ভূত ভূত চেহারা কাদের?
[ক] ইংরেজদের
✅ সাহেব- মেমসাহেবদের
[গ] নবাবের
[ঘ] প্রহরীদের

১৪৫. মিরজাফর উমিচাঁদকে দেয়ার জন্য রাইসুল জুহালাকে কী দিলেন?
[ক] পাঞ্জা
✅ সাংকেতিক মোহর
[গ] তলোয়ার
[ঘ] কোরান

১৪৬. আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি পাঠাবেন কে?
[ক] মিরজাফর
[খ] রাজবল্লভ
✅ মির মুন্সী
[ঘ] মোহনলাল

১৪৭. মিরনের আবাসে ছদ্মবেশ ধরে কে প্রবেশ করলেন?
✅ রায়দুর্লভ
[খ] রাজবল্লভ
[গ] জগৎশেঠ
[ঘ] মোহনলাল

১৪৮. মিরজাফর কাল কেউটে বলেছেন কাকে?
✅ উমিচাঁদকে
[খ] রায়দুর্লভকে
[গ] রাজবল্লভকে
[ঘ] মোহনলালকে

১৪৯. নবাব বস্তাবন্দি হুলো বেড়ালের মতো পানাপুকুরে চুবুনি দিতে পারে কাকে?
[ক] ওয়াট্সকে
✅ ক্লাইভকে
[গ] রাজবল্লভকে
[ঘ] মিরনকে

১৫০. ক্লাইভের মতে এ যুগের সেরা বিশ্বাসঘাতক কে?
[ক] রায়দুর্লভ
[খ] রাজবল্লভ
✅ উমিচাঁদ
[ঘ] মিরন

১৫১. ইংরেজদের প্লানের কথা নবাবকে জানিয়ে দিয়েছে কে?
[ক] রায়দুর্লভ
✅ উমিচাঁদ
[গ] মোহনলাল
[ঘ] জগৎশেঠ

১৫২. নকল দলিলটায় সই করতে রাজী হন নি কে?
[ক] লর্ড ক্লাইভ
✅ এডমিরাল ওয়াটসন
[গ] রোজার ড্রেক
[ঘ] ওয়াট্স

১৫৩. ‘জগৎশেঠ' উপাধি কে পান?
[ক] মহতাব চাঁদ
[খ] মানিক চাঁদ
✅ স্বরূপ চাঁদ
[ঘ] উমিচাঁদ

১৫৪. ‘মহারাজ' উপাধি কার?
[ক] মহতাব চাঁদের
[খ] মানিক চাঁদের
✅ স্বরূপচাঁদের
[ঘ] উমিচাঁদের

১৫৫. এডমিরাল ওয়াটসনের সই জাল করে দিয়েছে কে?
[ক] ওয়াট্স
[খ] ক্লাইভ
✅ লুসিংটন
[ঘ] ক্লেটন

১৫৬. মিরনের মতে, মোহনলাল মূর্তিমান বেরসিক কেন?
✅ নাচ, নর্তকী, মদ পছন্দ করেন না বলে
[খ] দলিলে সই করেন নি বলে
[গ] সিরাজের পক্ষাবলম্বন করেছেন বলে
[ঘ] দেশমাতৃকার সেবক বলে

১৫৭. ‘সিরাজউদ্দৌলা' নাটকে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়?
✅ লুৎফুন্নিসার কক্ষ
[খ] মিরনের আবাস
[গ] নবাবের দরবার
[ঘ] রাজবল্লভের আবাস

১৫৮. সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণ কী?
[ক] পারিবারিক শত্রুতা
✅ রাজনৈতিক প্রাধান্য
[গ] সম্পত্তিতে হস্তক্ষেপ
[ঘ] রাজমাতা হওয়া

১৫৯. সিরাজ তাঁর চারপাশের ‘দেয়াল' বলেছেন কোনটিকে?
✅ অধীনস্থদের ষড়যন্ত্রকে
[খ] ইংরেজদের সহযোগিতাকে
[গ] লবণ উৎপাদনকারীর উৎপীড়নকে
[ঘ] স্বপ্ন দেখার আকাঙ্ক্ষাকে

১৬০. ইংরেজদের স্পষ্ট রাজদ্রোহ কীসে?
✅ শাসনের বিরুদ্ধে অস্ত্র ধারণে
[খ] লবণের বাণিজ্যে অধিক মুনাফায়
[গ] নবাবের সঙ্গে সন্ধি করায়
[ঘ] সন্ধির চুক্তি অমান্য করায়

১৬১. নবাব পক্ষের সব সিপাই লড়বে কিনা, সিরাজের এ দ্বিধানি¦ত আশঙ্কার কারণ কী?
✅ সেনাপতি বিশ্বাসঘাতকতা করতে পারে
[খ] সৈন্যরা যুদ্ধ নাও করতে পারে
[গ] ইংরেজরা আগাম আক্রমণ করতে পারে
[ঘ] নবাব সৈন্য পরাজিত হতে পারে

১৬২. স্বাধীনতা রক্ষা করার চিন্তাটাই আজ সিরাজকে বেশি করে পীড়া দিচ্ছে কেন?
✅ প্রাণাপেক্ষা স্বাধীনতা বড় বলে
[খ] স্বাধীনতা অপেক্ষা প্রাণ বড় বলে
[গ] যুদ্ধক্ষেত্রে এসে প্রাণের মায়া হচ্ছে বলে
[ঘ] ঘরের শত্রুরা বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে

১৬৩. মিরজাফরের গুপ্তচর কে?
[ক] কমর বেগ
✅ উমর বেগ
[গ] মানিকচাঁদ
[ঘ] রাইসুল জুহালা

১৬৪. মিরজাফরের গুপ্তচর উমর বেগের ভাই কে?
✅ কমর বেগ
[খ] উমর বেগ
[গ] মানিক চাঁদ
[ঘ] রাইসুল জুহালা

১৬৫. সিরাজউদ্দৌলার শ্বশুর কে?
✅ মুহম্মদ ইরিচ খাঁ
[খ] মির কাসিম
[গ] মির্জা মাহদী
[ঘ] হোসেন কুলী খাঁ

১৬৬. পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের কারণ সম্পর্কে তিনি নিজে কী বলেছেন?
✅ পলাশীতে যুদ্ধ হয় নি, হয়েছে যুদ্ধের অভিনয়
[খ] মিরজাফর প্রাণপণে সৈন্যবাহিনী পরিচালনা করেছে
[গ] ইংরেজরা অতর্কিত আক্রমণ করে জয়ী হয়েছে
[ঘ] শঠতা করে নবাব সৈন্যকে বিপথে চালিত করা হয়েছে

১৬৭. মিরজাফর ক্লাইভকে ২৮ পরাগণার স্থায়ী মালিকানা দিলেন কেন?
✅ নবাব বানানোর জন্য
[খ] বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে
[গ] বাণিজ্য সুবিধা বাড়ানোর জন্য
[ঘ] সিরাজের অত্যাচারের জন্য

১৬৮. মিরকাশেমের পত্রানুযায়ী সিরাজ তাঁর সৈন্যদের হাতে বন্দি হয়েছে কোথায়?
[ক] ভগবানগোলায়
[খ] পলাশীতে
[গ] পাটনায়
✅ বিক্রমপুরে

১৬৯. মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করার জন্য কত টাকা দাবি করে?
[ক] পাঁচ হাজার
✅ দশ হাজার
[গ] পনেরো হাজার
[ঘ] কুড়ি হাজার

১৭০. সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্যের স্থান কোথায়?
[ক] মুর্শিদাবাদের দরবার
[খ] ফোর্ট উইলিয়াম দুর্গ
✅ জাফরাগঞ্জের কয়েদখানা
[ঘ] পলাশীর যুদ্ধক্ষেত্র

১৭১. ‘সিরাজউদ্দৌলা' নাটকের শেষ দৃশ্য কোনটি?
কতৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য
[খ] তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য
[গ] চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ্য
✅ চতুর্থ অঙ্ক, দ্বিতীয় দৃশ্য

১৭২. নাতিদীর্ঘ মোটা লাঠি কার হাতে ছিল?
[ক] মিরন
✅ মোহাম্মদি বেগ
[গ] মিরজাফর
[ঘ] মিরকাশেম

১৭৩. সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপটি কার?
✅ মোহাম্মদি বেগের
[খ] মিরনের
[গ] সিরাজের
[ঘ] মিরজাফরের

১৭৪. সিরাজউদ্দৌলা নাটকে চরিত্র সংখ্যা কয়টি?
[ক] প্রায় ত্রিশটি
✅ প্রায় চল্লিশটি
[গ] প্রায় পঞ্চাশটি
[ঘ] প্রায় ষাটটি

১৭৫. সিরাজের নানা আলিবর্দী খাঁর রাজত্বকাল কত বছরের?
✅ ১৪ বছরের
[খ] ১৫ বছরের
[গ] ১৬ বছরের
[ঘ] ১৭ বছরের

১৭৬. দিল্লীর বাদশা মুহম্মদ শাহকে কত টাকা দিয়ে আলিবর্দী খাঁ বাংলা বিহার উড়িষ্যার সুবেদারী পরোয়ানা পেলেন?
[ক] তিরাশি লাখ
✅ চুরাশি লাখ
[গ] পঁচাশি লাখ
[ঘ] ছিয়াশি লাখ

১৭৭. ১৭৫৬ সালের কত তারিখে আলিবর্দী খাঁ মৃত্যুবরণ করেন?
[ক] ১লা এপ্রিল
[খ] ৫ই এপ্রিল
✅ ১০ই এপ্রিল
[ঘ] ১৩ই এপ্রিল

১৭৮. সিরাজউদ্দৌলার হত্যার সাল ও তারিখ কত?
✅ ১৭৫৭ সালের ২ জুলাই
[খ] ১৭৫৭ সালের ৩ জুলাই
[গ] ১৭৫৭ সালের ৪ জুলাই
[ঘ] ১৭৫৭ সালের ৫ জুলাই

১৭৯. ক্লাইভের শেষ পরিণতি কী ছিল?
✅ আত্মহত্যা
[খ] নির্বাসন
[গ] জেল
[ঘ] ফাঁসি

১৮০. ওয়াট্সকে সিরাজ একাধিকবার শূলে চড়িয়ে হত্যা করার কথা ঘোষণা করেছিলেন কেন?
[ক] তিনি সিরাজ বিদ্রোহের ষড়যন্ত্র সফলের প্রধান সহায়তাকারী ছিলেন বলে
[খ] কোম্পানি ওয়াট্সকে বরখাস্ত করেছিল বলে
[গ] ওয়াট্সের স্ত্রী একজন ইংরেজ যুবককে বিয়ে করেছিলেন বলে
✅ ইংরেজদের সাথে চুক্তি অনুসারে ওয়াট্স নবাবের দরবারে যেতে পারতেন বলে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮১. সিকান্দার আবু জাফর ছিলেন-
i. কবি
ii. গীতিকার
iii. নাট্যকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮২. সফোক্লিসের ট্রাজেডি নাটক হলো -
i. আদিপাউস
ii. হ্যামলেট
iii. আন্তেগোনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৩. কমেডি নাটকের পরিসমাপ্তি ঘটে -
i. আনন্দে
ii. মিলনে
iii. প্রাপ্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii ও ii
✅ i, ii ও iii

১৮৪. ১৬৯৮ সালে ইংরেজরা যে গ্রাম ক্রয় করে -
i. সুতানটি
ii. গোবিন্দপুর
iii. কলকাতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৫. সম্রাট ফররুখের ফরমানের বিরোধিতা করেছিলেন-
i. মুর্শীদকুলি খাঁ
ii. সুজাউদ্দিন খাঁ
iii. আলিবর্দি খাঁ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৬. মির জাফর আলি খাঁ নবাব হবার লোভে যে ষড়যন্ত্রকারীর সাথে হাত মেলান-
i. রাজবল্লভ
ii. জগৎশেঠ
iii. রায়দুর্লভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৭. ক্লেটন ব্রিটিশ সৈনিকদের ‘সাহসী’ বলার কারণ-
i. তারা বাণিজ্য করতে এসে যুদ্ধ করছে
ii. তারা যুদ্ধে জয় বা মৃত্যুতে বিশ্বাসী
iii. কাপুরুষের মতো হলে ছেড়ে দেয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৮. জর্জের প্রথম সংলাপটিতে যা প্রকাশ পেয়েছে, তা হলো-
i. অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে
ii. পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছারখার হয়েছে
iii. ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্যরা দুর্গের দিকে আসছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৯. জর্জের ভাষ্যমতে, নৌকায় করে পালিয়েছে-
i. কাউন্সিলার ফাঙ্কল্যান্ড
ii. ক্যাপ্টেন মিনচিন
iii. ম্যানিংহাম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯০. ক্যাপ্টেন ক্লেটনের প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কারণ হলো-
i. যুদ্ধে প্রাণ দেবার প্রতিজ্ঞা করা সঠিক ছিল না
ii. যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচতে চেয়েছেন
iii. ব্রিটিশদের সিংহও লেজ গুটিয়ে পালায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯১. সিরাজউদ্দৌলার ভাষ্যানুযায়ী কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দিয়ে যাদের বন্দি করা হয়েছে তারা হলেন-
i. ক্লেটন
ii. ওয়াট্স
iii. কলেটক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯২. ‘সিরাজউদ্দৌলা’ ওয়াট্সের কাছে যে কৈফিয়ত জানতে চান, তা হলো-
i. কাশিমবাজারে তোমরা গোলাবারুদ আমদানি করছ কেন?
ii. দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বাড়াচ্ছ কেন?
iii. আমি মসনদে বসার পর তোমরা নজরানা পাঠাওনি কেন?

নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৩. সিরাজউদ্দৌলা ইংরেজদের জন্য করুণা প্রকাশ করাকে অন্যায় বলেছেন যে কারণে তা হলো-
i. ইংরেজরা বাদশাকে অন্যায়ভাবে ঘুষ দিযে বশীভূত করেছে বলে
ii. ইংরেজরা নানা অন্যায়-অনাচার করছে বলে
iii. ইংরেজরা বাণিজ্যের নামে রাজনীতিতে মাথা ঘামাচ্ছে বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৪. আলিবর্দী সিরাজকে যে অনুমতি দিয়ে গেছেন তা যারা জানেন, তারা হলেন-
i. ক্লাইভ
ii. কিলপ্যাট্রিক
iii. এডমিরাল ওয়াটসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৫. ইংরেজরা শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছে যে স্থানগুলোতে সেগুলোর মধ্যে রয়েছে-
i. কলকাতা
ii. কর্ণাটক
iii. দাক্ষিণাত্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৬. ইংরেজরা কলকাতা দুর্গ সংস্কার করার পক্ষে যে যুক্তি দেখায় তা হলো -
i. ফরাসি ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়া
ii. নিজেদের আত্মরক্ষা করা
iii. অশান্তি পছন্দ না করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৭. রায়দুর্লভের প্রতি সিরাজের নির্দেশ হলো-
i. গভর্নর ড্রেকের বাড়ি কামানের গোলায় নিশ্চিহ্ন করা
ii. গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ওদের কলকাতা ত্যাগে বাধ্য করা
iii. গ্রামবাসীরা যেন ইংরেজদের কাছে কোনো সওদা না বেচে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৮. কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে যারা-
i. ফরাসি ডাকাতরা
ii. কোম্পানির প্রতিনিধিরা
iii. কোম্পানির সংশ্লিষ্ট প্রত্যেকটি ইংরেজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. সিরাজ বিচারের জন্য মুর্শিদাবাদে নিয়ে যেতে চান-
i. হলওয়েলকে
ii. ওয়াট্সকে
iii. কলেকটকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০০. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে বন্দিত্ব থেকে প্রথম যাদেরকে মুক্তি দেবার ব্যবস্থা করা হলো, তাদের অন্যতম-
i. হলওয়েল
ii. উমিচাঁদ
iii. কৃষ্ণবল্লভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. কলকাতার ভাগীরথী নদীর ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়া ইংরেজদের -
i. চরম দুরবস্থা
ii. আহার্য দ্রব্য প্রায় নেই
iii. পরিধেয় বস্ত্র নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০২. ফোর্ট উইলিয়াম জাহাজের পরিস্থিতি হিসেবে প্রযোজ্য-
i. ধারে কাছে হাটবাজার নেই
ii. প্রকাশ্যে কেউ কোনো জিনিস ইংরেজদের কাছে বেচে না
iii. চারগুণ দাম দিয়ে গোপনে সওদাপাতি কিনতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৩. ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজদের দুর্গতির জন্য দায়ী-
i. যারা হুকুম দেবার মালিক তারা
ii. নবাব সিরাজউদ্দৌলা
iii. নিজেদের হঠকারিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৪. ইংরেজদের হঠকারিতার মধ্যে রয়েছে-
i. সিরাজউদ্দৌলার প্রতি আনুগত্য
ii. উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেয়া
iii. নবাবের আদেশ অমান্য করে রাজবল্লভকে আশ্রয় দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. ‘ছেঁড়া গাউন দড়িতে শুকাতে দেয়া’ ইংরেজ মহিলার ভাষ্য অনুযায়ী ইংরেজদের পরিস্থিতি হলো-
i. দিনের পর দিন একবেলা খেতে হচ্ছে
ii. প্রায়ই না খেয়ে থাকতে হচ্ছে
iii. সর্বত্র এক কাপড় পরতে হচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৬. মুর্শিদাবাদে ফিরেই নবাব যে সব শর্তে বন্দিদের মুক্তি দিয়েছেন তা হলো -
i. নানা রকম ওয়াদা করতে হয়েছে
ii. নবাব কিছুটা নমনীয় হয়েছেন
iii. নাকে-কানে খৎ দিতে হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৭. ফোর্ট উইলিয়াম জাহাজের সুবিধা হলো-
i. প্রয়োজনে যেকোনো দিকে ধাওয়া করা যাবে
ii. সমুদ্র কাছেই অবস্থিত
iii. কলকাতা চল্লিশ মাইলের ভেতরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৮. উমিচাঁদ ও ইংরেজদের স্বার্থ অভিন্ন হওয়ার কারণ হলো-
i. এরা লাহোর ও ইংল্যান্ড থেকে আগত
ii. উভয়ের উদ্দেশ্য অর্থ উপার্জন করা
iii. উদ্দেশ্যের দিক দিয়ে দু’পক্ষই সমগোত্রীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৯. শওকত জঙ্গ নবাব হলে যা হবে, তা হলো -
i. সে ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নেবে
ii. সে নাচনেওয়ালীদের নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে
iii. উজির ফৌজদাররা যার যা খুশি তাই করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১০. জবরদস্ত শিল্পী হলেন-
i. রাইসুল জুহালা
ii. নারায়ণ সিং
iii. নারায়ণ দাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১১. শওকত জঙ্গের প্রকৃতি হলো-
i. নিতান্তই অকর্মণ্য
ii. শুধু ভাংএর গেলাস আর নাচনেওয়ালী বোঝে
iii. মূল ক্ষমতার মালিক হতে অনিচ্ছা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১২. উপযুক্ত পারিশ্রমিক পেলে রাইসুল জুহালার আপত্তি নেই-
i. নাচের কলাকৌশল দেখাতে
ii. বিশ্বাসঘাতকতা করতে
iii. দু-চারখানা চিঠিপত্র আদান-প্রদান করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৩. যুদ্ধের খরচ বাবদ টাকা দিতে জগৎশেঠের আপত্তি না থাকার কারণ হলো-
i. বাংলার মসনদে বসতে চায় বলে
ii. কর্জনামা লিখে অতিরিক্ত আদায় করবে বলে
iii. আসল ও লাভ মিলিয়ে আদায় করে নেবে বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৪. ড্রেক সাহেবের চিঠি অনুযায়ী সিরাজের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে-
i. সিরাজের সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটানো হলে
ii. সে নাচনেওয়ালীদের নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে
iii. উজির ফৌজদাররা যার যা খুশি তাই করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৫. সিরাজ ঘসেটি বেগমকে রাজধানীতে নিয়ে যাবার জন্য মোহনলালকে নির্দেশ দিলে তিনি যে ভবিষ্যদ্বাণী করেন, তা হলো -
i. তোমার ক্ষমতা ধ্বংস হবে
ii. বেশিদিন নবাবি করতে হবে না
iii. কেয়ামত নাজেল হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৬. ইংরেজদের লোকজন লবণ বিক্রেতার ওপর যেসব জুলুম করেছে, তা হলো -
i. বাড়িঘর পুড়িয়েছে
ii. স্ত্রীকে খুন করেছে
iii. নখে খেজুর কাঁটা ফুটিয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৭. ড্রেক ও ওয়াট্সকে ভারতে বাণিজ্যের জন্য পাঠানোর কারণ এরা-
i. দুশ্চরিত্র
ii. সাধু
iii. উচ্ছৃঙ্খল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. মিরজাফর বলেন, ‘সিরাজ আমাদের স্বস্তি দেবে না।” এর পেছনে যুক্তি হলো-
i. চতুর্দিকে বিপদ সত্ত্বেও সিরাজ মিরজাফরদের বন্দি করতে চায়
ii. মিরজাফরদের অদৃষ্ট মেঘমুক্ত থাকবে
iii. সিরাজ সিংহাসনে স্থির হতে পারলে মিরজাফরদের বন্দি করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৯. মিরজাফর একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত বলে মনে করেন। কারণ-
i. সবাই সন্দেহ দোলায় দুলছে
ii. কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না
iii. সিদ্ধান্তটিকে কাগজে কলমে পাকাপাকি করে নেয়া উচিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২০. রাইসুল জুহালার মতে গুপ্তচরদের-
i. যথেষ্ট দায়িত্বশীল হতে হয়
ii. সন্দেহপ্রবণ হয়
iii. বিপদের ঝুঁকি অধিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২১. মিরজাফরের মতে রাইসুল জুহালা -
i. খুবই চালাক
ii. ওর সামনে শেঠজীর কথা বলা ঠিক হয় নি
iii. সে উমিচাঁদের বিশ্বাসী লোক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২২. রাজবল্লভ ইংরেজদের স্বভাব সম্বন্ধে যা বলেন, তা হলো-
i. ওরা বেনিয়ার জাত
ii. পয়সা ছাড়া কিছু বোঝে না
iii. ওরা সিরাজের কাছে সুবিধা পাবে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৩. রায়দুর্লভের জীবন বিষাদময় হয়ে ওঠার কারণ হলো -
i. অহরহ অশান্তি
ii. আমোদ-প্রমোদহীন পরিবেশ
iii. অব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৪. মিরনের আবাসে রায়দুর্লভের আতঙ্কিত হওয়ার কারণ হলো-
i. চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র
ii. দ্বিধাগ্রস্ত হওয়াটা স্বাভাবিক
iii. কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৫. ক্লাইভের মতে, নবাবের কোনো ক্ষমতা নেই। তার প্রমাণ হলো-
i. তার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক
ii. তার খাজাঞ্চি, দেওয়ান, আমির-ওমরাহ প্রতারক
iii. তার আশেপাশের সবাই ভালো মানুষ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৬. আসল দলিলে যাঁরা সাক্ষী থাকবেন, তাঁরা হলেন- -
i. রায়দর্লভ
ii. রাজবল্লভ
iii. জগৎশেঠ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৭. দলিলের শর্তানুযায়ী সিরাজের পতন হলে টাকা যেভাবে ভাগ হবে তার ফিরিস্তি হলো-
i. কোম্পানি পাবে এক কোটি টাকা
ii. কলকাতাবাসীরা পাবেন ৭০ লক্ষ টাকা
iii. ক্লাইভ সাহেব পাবেন ১০ লক্ষ টাকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৮. বিদেশি বেনিয়ার স্পর্ধা হওয়া সম্পর্কে সিরাজের যুক্তি হলো-
i. ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোক ক্ষতি করতে পারে
ii. ধর্মের নামে ওয়াদা করেও মানুষ তা খেলাপ করে
iii. নিজের স্বার্থের জন্য শান্তি সন্ধির মর্যাদা ভূলুণ্ঠিত করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৯. সিরাজউদ্দৌলা ইংরেজদের সভ্য জাতি হিসেবে জেনেছে যে কারণে তা হলো-
i. তারা বাণিজ্যশর্ত মানে
ii. তারা শৃঙ্খলা জানে
iii. শাসন মেনে চলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩০. ইংরেজদের যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে -
i. মোট সৈন্য তিন হাজারের বেশি নয়
ii. ওদের কামান হবে গোটা দশেক
iii. ওদের সকল সৈন্য অস্ত্র চালনায় সুশিক্ষিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩১. নবাব পক্ষের যুদ্ধ প্রস্তুতির মধ্যে রয়েছে -
i. সৈন্য সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি
ii. সৈন্যধ্যক্ষ যুদ্ধের মাঠে আদেশ পালন করবেন দৃঢ়ভাবে
iii. কামান পঞ্চাশটারও বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩২. গুলিবিদ্ধ নারাণ সিংয়ের শেষ কথাগুলো ছিল-
i. গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে
ii. এ দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি
iii. গুপ্তচরবৃত্তি বেঈমানী ও মুনাফিকের চেয়ে খারাপ নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৩. সিরাজ পলাশী রণক্ষেত্র থেকে মুর্শিদাবাদ দরবারে ফিরে এলে সর্বত্র যা রটে তা হলো-
i. পরাজয়ের খবর বাতাসের আগে ছড়ায়
ii. ঘরে ঘরে কান্নার রোল ওঠে
iii. বিজয়ী সৈন্যদের অত্যাচার ও লুটতরাজ বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৪. দেশপ্রেমিক বীর তারাই -
i. যাঁরা দেশের স্বাধীনতার জন্যে জীবন দেন
ii. যাঁরা আদর্শ থেকে বিচ্যুত হন না
iii. যাঁদের রক্ত আবর্জনার স্তূপে চাপা পড়ে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৫. দেশদ্রোহী সংখ্যায় কম হলেও তাদের যা থাকে তা হলো-
i. অস্ত্র
ii. ছলনা
iii. শাঠ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৬. সর্ব জাতির বিদ্রোহীরা একজোট হয়েছে যে কারণে তা হলো, তারা চায়-
i. মসনদের অধিকার
ii. অবাধ লুটতরাজের একচেটিয়া অধিকার
iii. ব্যক্তিগত স্বার্থ রক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৭. সিরাজের পরিচালনায় সে যুদ্ধ হবে এবং সে যুদ্ধে যাঁরা অংশ নেবেন তাঁরা হলেন-
i. বিহার থেকে রাম নারায়ণ
ii. পাটনা থেকে ফরাসি বীর মসিয়েল
iii. নাটোরের মহারানীর সৈন্যরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৮. সিরাজ পলায়নপর জনতাকে আশ্বাস দিলেন যে কথা বলে, তা হলো-
i. আপনারা হাল ছেড়ে দেবেন না
ii. আমার পাশে এসে দাঁড়ান
iii. আমরা শত্রুকে অবশ্যই রুখব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৯. ১৭৫৭ সালের ২৯শে জুন মিরজাফরের দরবারে আসতে দেরি হওয়ার কারণ হলো-
i. ঢাল-তলোয়ার ছেড়ে নবাবি লেবাস পরা
ii. চুলে নতুন খেজাব চোখে সুরমা দাড়িতে আতর দেয়া
iii. নবাব হিসেবে দরবারে প্রবেশ করতে ধীরস্থির ভাব আনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪০. দেশবাসীর জন্য নতুন নবাব মিরজাফরের আশ্বাস হলো-
i. তাঁদের দুর্ভোগের অবসান হয়েছে
ii. সিরাজের অত্যাচার থেকে তাঁরা নিষ্কৃতি পেয়েছে
iii. এখন থেকে কারও শান্তিতে কোনো বিঘ্ন ঘটবে না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪১. নবাব জাফর আলী খান সিরাজকে মৃতুদণ্ড দিয়েছেন-
i. বাংলার প্রজাসাধারণকে পীড়নের জন্যে
ii. পদস্থ আমির ওমরাহদের মর্যাদাহানীর জন্যে
iii. কোম্পানির আইনসঙ্গত বাণিজ্য অধিকার ক্ষুণ্ণ করার জন্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪২. সিরাজ শেষবারের মতো মোহাম্মদি বেগের নিকট যে অনুরোধ করেন, তা হলো-
i. অতীতের দিকে চেয়ে দেখো
ii. আমার আব্বা-আম্মা পুত্রস্নেহে তোমাকে পালন করেছে
iii. ভাই তুল্য সিরাজের, রক্তে সে স্নেহের ঋণ . . . শেষ হয় নি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৩. মিরজাফরের প্রকৃতি হলো -
i. ক্ষমতালোভী, ব্যক্তিত্বহীন, পরশ্রীকাতর, মিথ্যেবাদী
ii. কূট কৌশলী, কাপুরুষ, অর্থলিন্সু, ওয়াদাভঙ্গকারী
iii. হটকারী, বেহায়া, সুযোগসন্ধানী, ষড়যন্ত্রকারী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৪. ক্লাইভের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ক্লাইভ বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে
ii. কোম্পানির একঘেয়েমি কাজে ত্যক্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন
iii. তিনি ছিলেন অসম্ভব ধূর্ত, ধুরন্ধর ও কূটকৌশলী মানুষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৫. ডাক্তারি পেশার কলঙ্ক হলওয়েলের প্রকৃতি হলো-
i. মিথ্যে কথা বলা
ii. নিবেদিতপ্রাণ চিকিৎসক
iii. অতিরঞ্জনে ওস্তাদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৬. ঘসেটি বেগম ছিলেন -
i. আলিবর্দী খাঁর প্রথম কন্যা
ii. সিরাজের খালা
iii. শওকত জঙ্গের পালক মাতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৭. ঘসেটি বেগমের শেষ পরিণতি হলো-
i. ঢাকায় অন্তরীণ
ii. নদীতে ডুবে মৃত্যু
iii. রাজনীতিতে প্রাধান্য বিস্তার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৮. শওকত জঙ্গের স্বভাব ছিল-
i. নারীলোলুপ
ii. মদ্যপ
iii. অকর্মণ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৯. লুৎফুন্নিসার স্বামী ভক্তির প্রমাণ মেলে নিচের যে সংলাপে, তা হলো-
i. আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেড়িয়েছি সে আমি আজ কী করে গাধার পিঠে চড়ে বেড়াব
ii. বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায় লালায়িত, তখন তার স্ত্রীর কীসের অহংকার
iii. মৃত্যু যখন স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে, তখন তাঁর জীবনসঙ্গিনীর কীসের কষ্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫০. উমিচাঁদ ছিলেন-
i. শিখ সম্প্রদায়ের লোক
ii. ইংরেজদের ব্যবসার দালাল
iii. অর্থলোলুপ একজন মানুষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫১. মিরমর্দান ছিলেন-
i. সিরাজের সর্বাধিক বিশ্বাসী সেনাপতি
ii. দেশপ্রেমিক সেনাপতি
iii. অকুতোভয় যোদ্ধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের উদ্দীপকটি পড়ে ২৫২ ও ২৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নদীভাঙা কিছু মানুষ পলাশপুর গ্রামে আশ্রয় নেয়। পলাশপুরের সরল ও দরদী মানুষেরা দুঃস্থ ও অসহায় বলে তাদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু হঠাৎ করেই আশ্রিত লোকগুলো পলাশপুরবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশ্রিত লোকেরা পলাশপুরের ক্ষতি করতে চায়।

২৫২. উদ্দীপকের কোন দিকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] ব্যক্তিত্বহীনতা
[খ] সুযোগ সন্ধানী মনোভাব
[গ] বিবেকবোধ
✅ আশ্রয়দাতার সাথে বিবাদ

২৫৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে উদ্দীপকের মতো নবাব বিরোধীরা জড়িয়ে পড়েছিল-
i. সংঘর্ষে
ii. বিদ্রোহে
iii. যুদ্ধে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৫৪ ও ২৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনৈক ঋষি তাঁর আশ্রমে থাকা একটি ইঁদুরকে মানুষ বানালেন। কিন্তু মানুষ হয়েও ইঁদুরটি আশ্রমের ফলমূল চুরি করে খেয়ে ফেলে। পূর্ব স্বভাব পরিবর্তন করতে ব্যর্থ হওয়ায় ঋষি তাকে পুনরায় ইঁদুর বানালেন।

২৫৪. উদ্দীপকটির কোন দিক ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সাথে সাদৃর্শপূর্ণ?
[ক] সহমর্মিতা
[খ] সমঝোতা
[গ] সহানুভূতি
✅ পরিবর্তনহীন স্বভাব

২৫৫. উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-
i. অমাত্যদের স্বভাব না বদলানো
ii. আশাতীত ভাবনা
iii. মিরজাফরের প্রতারণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৫৬ ও ২৫৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বণিকের মানদণ্ড, দেখা দিলে রাজদণ্ডরূপে, পোহাইলে শর্বরী।

২৫৬. উদ্দীপকটির কোন দিক ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ বাণিজ্যের আড়ালে শাসন ক্ষমতা অর্জন
[খ] মহাজনীর অন্তরালে শাসকের আসন ত্যাগ
[গ] শাসন করতে গিয়ে সমঝোতা
[ঘ] সৎভাবে বাণিজ্য করার চেষ্টা

২৫৭. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-
i. কোম্পানির এদেশীয় রাজনীতিতে অনুপ্রবেশ
ii. কোম্পানি কর্তৃক এদেশের শাসন ব্যবস্থা করায়ত্ত করা
iii. ব্যবসাকে নিজেদের আয়ত্তে আনার জন্য শাসকের রোষানলে না পড়া।

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৫৮ ও ২৫৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একবার একটি মন্দিরের অংশীদারীত্ব নিয়ে দু’ব্রাহ্মণের মধ্যে কলহ বাঁধে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে প্রতিজ্ঞা করে উভয়ের মধ্যে সমঝোতা হয়। কিছুদিন যেতে না যেতেই প্রতিজ্ঞা ভূলুণ্ঠিত করে উভয়েই কলহে মেতে ওঠে।

২৫৮. উদ্দীপকটির কোন দিক ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ প্রতিজ্ঞা ভঙ্গ করা
[খ] কূপমন্ডুক মানসিকতা
[গ] স্বার্থের কাছে গর্ব বড় নয়
[ঘ] ধর্মগ্রন্থ ও প্রতিজ্ঞা অভিন্ন হয়

২৫৯. এরূপ সাদৃশ্য দেখা যায়-
i. মিরজাফরের পাক কালাম ছুঁয়ে ওয়াদা করার ক্ষেত্রে
ii. রাজবল্লভের তামা- তুলসী- গঙ্গাজল ছুঁয়ে শপথ করার বেলায়
iii. রায়দুর্লভের ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে নবাবের অনুগামী থাকতে চাওয়ায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৬০ ও ২৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সন্ধির শর্ত ভেঙে দু দেশের সীমান্তঘেঁষা মানুষেরা আত্মদ্বন্দ্বে মেতে ওঠে। উভয়ের লোকক্ষয় হয়। জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে। অশান্তি সৃষ্টি হয়।

২৬০. উদ্দীপকের কোন ভাবটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ আলীনগরের শর্তভঙ্গ করা
[খ] নবাবের আদেশ মানা
[গ] ইংরেজদের শান্তিপূর্ণ সহাবস্থান
[ঘ] লবণ ব্যবসায়ীর মুনাফা অর্জন

২৬১. এরূপ সাদৃশ্যপূর্ণ দিকটি হলো-
i. ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাবের মধ্যে সম্পাদিত শর্ত না মানা
ii. ইংরেজ কর্তৃক বাণিজ্য করার জন্য লিখিত দলিল অবমাননা করা
iii. গায়ের জোরে ব্যবসা পরিচালনা করে ইচ্ছানুযায়ী মুনাফা নেয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৬২ ও ২৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দীনবন্ধু বাবু নিজের ছেলেকে সম্পত্তি দেননি। সম্পত্তি লিখে দিয়েছেন পালিত পুত্র রজতকে। রজত শান্ত, নম্র ও সুশিক্ষিত। কিন্তু নিজপুত্র পরিমল ভাং, গাঁজা ও মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে।

২৬২. উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের কার সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ ঘসেটি পুত্র শওকত জঙ্গের সাথে
[খ] মোহাম্মদি বেগের সাথে
[গ] মিরজাফরের সাথে
[ঘ] রাইসুল জুহালার সাথে

২৬৩. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-
i. শওকত জঙ্গ নবাব হলে প্রজারা সুখে থাকবে
ii. শওকত জঙ্গ নিতান্তই অকর্মণ্য
iii. শওকত জঙ্গ মাতাল ও চরিত্রহীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৬৪ ও ২৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ছিনতাইকারীরা এক গোপন আস্তানায় বসে ভাগবাটোয়ারায় ব্যস্ত। গেইটে কড়া পাহারা বসিয়েছে। পুলিশের সোর্স গোপন সংবাদের ভিত্তিতে খোঁজ নিতে এসে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর কাছে পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে।

২৬৪. উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনাটির ইঙ্গিত করে?
[ক] পলাশীর যুদ্ধক্ষেত্রের শলাপরামর্শ
✅ ঘসেটি বেগমের বাড়ির গোপন বৈঠক
[গ] লবণ ব্যবসায়ী- ভোক্তা পরিকল্পনা
[ঘ] নবাবের সাথে সেনাপতির বৈঠক

২৬৫. ঘসেটি বেগমের গোপন বৈঠকের সাথে উদ্দীপকটির সাদৃশ্য হলো-
i. উভয়ক্ষেত্রেই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে
ii. সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করা হয়েছে
iii. আনন্দ আয়োজন হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৬৬ ও ২৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ডা. মধুবাবুর কাছে টাকার গুরুত্ব মধুসম। রোগী দেখতে যাওয়ার আগে তিনি ভিজিট নেন। আত্মীয়-স্বজনের কাছ থেকেও ফি নেয়া বাদ দেন না। টাকা তাঁর নিকট স্রষ্টার বাপের চেয়েও বড়।

২৬৬. উদ্দীপকের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা' নাটকের কার মিল রয়েছে?
✅ উমিচাঁদের
[খ] মোহনলালের
[গ] সিরাজের
[ঘ] ক্লাইভের

২৬৭. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ হলো -
i. রাজ অমাত্যদের অর্থলোভ
ii. উমিচাঁদের দওলত প্রীতি
iii. জগৎশেঠের অশ্বারোহী পোষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৬৮ ও ২৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নিখিল আর বিশ্বজিত পরিবার পরস্পর প্রতিপক্ষ। ইদানিং বিশ্বজিত বাবু তার বাড়ির চাকর ভানুকে তথ্য পাচারকারী হিসেবে অভিযুক্ত করেছে। নিখিল বাবুর সাথে ভানুকে কথা বলতে দেখেছে বিশ্বজিত বাবু বেশ ক দিন। তখন থেকেই এ সন্দেহ আরো দৃঢ় হয়েছে।

২৬৮. উদ্দীপকের কোন ভাবটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ গুপ্তচরবৃত্তি
[খ] নবাব দরবার থেকে ওয়াট্সের তথ্য পাচার
[গ] বিশ্বজিং বাবুর সন্দেহ
[ঘ] নবারের বিরুদ্ধাচরণ

২৬৯. এরূপ সাদৃশ্য হলো-
i. গুপ্তচর বৃত্তিতে
ii. তথ্য পাচারে
iii. বিরোধীদলের সাথে সম্পর্ক স্থাপনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭০ ও ২৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শান্তিনগরের মানুষ সুখেই ছিল। কিন্তু প্রজাদরদী রাজার মন্ত্রী-মন্ত্রীরা তার শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অমাত্যগণ রাজাকে হটিয়ে সিংহাসনে বসতে চায়। রাজাও সিংহাসন ছেড়ে দিতে রাজি নন।

২৭০. প্রজাদরদী রাজার কাহিনী ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সার্দশ্যপূর্ণ?
[ক] মিরজাফর
✅ সিরাজউদ্দৌলা
[গ] ঘসেটি বেগম
[ঘ] লুৎফুন্নিসা

২৭১. এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয় -
i. সিরাজের দেশপ্রেমে
ii. বিরোধীদের ধ্বংসাত্মক কার্যক্রমে
iii. সিরাজের দৃঢ়চেতা মানসিকতায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে এবং ২৭২ ও ২৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায়। অসংখ্য মানুষের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়। মা-বোনদের সম্মান-হানি করে এবং ব্যাপক গণহত্যা চালায়।

২৭২. পাকবাহিনীর অত্যাচার ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ কুঠির সাহেবদের নির্যাতন
[খ] ইংরেজদের প্রজাপ্রীতি
[গ] সিরাজের বর্বরতা
[ঘ] মিরজাফরের কুটিলতা

২৭৩. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ -
i. কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের ওপর অত্যাচার
ii. লবণ বিক্রেতার বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া
iii. নবাবের অর্থ আত্মসাৎ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭৪ ও ২৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
গভীর রাতে বিষ্ণুপুরে একদল আগন্তুক মুকুল বাবুর বাড়িতে আশ্রয় চায়। মুকুল বাবু আত্মীয়ের মতো ঘরে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন। শেষ রাতের দিকে আগন্তুকরা বাড়ির সবাইকে জিম্মি করে ধন-সম্পদ লুটে পালায়।

২৭৪. উদ্দীপকের আগন্তুকরা ‘সিরাজউদ্দৌলা' নাটকের কাদের সাথে সাদৃশ্যপুর্ণ?
✅ ইংরেজদের
[খ] নবাবদের
[গ] লবণ বিক্রেতাদের
[ঘ] উৎপীড়িতদের

২৭৫. এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয় -
i. ইংরেজরা চুক্তি করে চক্রান্ত করার মধ্য দিয়ে
ii. বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের অপচেষ্টায়
iii. কোমলতার পশ্চাতে কুটিলতা রয়েছে বলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭৬ ও ২৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তিন বন্ধু বিকাশ, মিলন ও তাপস নৌকা ভ্রমণে বেরিয়েছে। মাঝ নদীতে তারা ডাকাতদের কবলে পড়ে। বিকাশ ও মিলন নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং সাঁতরিয়ে জীবন রক্ষা করে। তাপস ডাকাতদের হাতে ধরা পড়ে সর্বস্ব খোয়ায়।

২৭৬. উদ্দীপকের কোন দিকটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] বিপদে বুদ্ধির পরিচয় দেয়া
✅ বন্ধুকে বিপদে রেখে আত্মরক্ষা
[গ] বিপদে কান্ডজ্ঞান লুপ্ত হওয়া
[ঘ] জীবন বিপন্ন করে স্বার্থ রক্ষা

২৭৭. এরূপ ঘটনার প্রতিফলন রয়েছে-
i. নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে আসায়
ii. ক্যাপ্টেন মিনচিন, আর ম্যানিংহামের দুর্গ ছেড়ে পালানোয়
iii. কাউন্সিলার ফকল্যান্ডের পালিয়ে যাওয়ায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭৮ ও ২৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
“অন্যায়ের কাছে নত নয় শির
ভয়ে কাঁপে কাপুরুষ, লয়ে যায় বীর।”

২৭৮. উদ্দীপকের কোন দিকটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ নবাবের বিশ্বস্ত বাহিনীর বীরত্ব
[খ] ইংরেজ সৈন্যদের চাতুরী
[গ] আত্মীয়দের উচ্চাকাক্সক্ষা
[ঘ] বীরের কাপুরুষোচিত আচরণ

২৭৯. এরূপ সাদৃশ্য ফুটে উঠেছে-
i. নবাব বাহিনী অন্যায়ের কাছে মাথা নত না করায়
ii. দেশপ্রেমিক সৈনিকরা কাপুরুষ নয় বলে
iii. বীরযোদ্ধারা বীরের মতোই লড়াই করে বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮০ ও ২৮১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাঙালি শুধু লাঠি দিয়েই দেড়শত বছর আগেও তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছে। আজ বাংলার ছেলেরা স্বাধীনতার জন্য যে আত্মদান করেছে, ইতিহাসে তা স্বর্ণ- লেখায় লিখিত থাকবে।

২৮০. উদ্দীপকের কোন দিকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ আত্মত্যাগের মহিমা
[খ] ইংরেজদের সাহস
[গ] স্বাধীনতার জয়গান
[ঘ] জীবনের জয়গান

২৮১. এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয় -
i. ইতিহাসে বীর যোদ্ধাদের কথা লেখা থাকবে বলে
ii. স্বাধীনতা রক্ষায় বাঙালিদের অবদানের মধ্য দিয়ে
iii. বাঙালির সাহস দুর্বার, দুর্জয় ও অপ্রতিরোধ্য বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮২ ও ২৮৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তাই আজ হে স্বদেশ, হে জনতা, হাতিয়ার ধরো,
শত্রুর শিবিরে আজ জোট বেঁধে প্রত্যেকেই পদাঘাত করো।

২৮২. উদ্দীপকের কোন ভাবটি ‘সিরাজউদ্দৌল্লা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] শত্রুকে সহায়তার ইচ্ছা
✅ শত্রু নিধনের আহবান
[গ] স্বদেশের স্বপ্ন ভাঙার বাসনা
[ঘ] স্বদেশের বিরুদ্ধে জোট বাঁধা

২৮৩. উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-
i. বাঙালিদের প্রতি সিরাজের আহবান
ii. ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
iii. ইংরেজদের ব্যবসার অনুমতি প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮৪ ও ২৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একটি জলাশয়ের মালিকানা নিয়ে পূর্ব ও পশ্চিম পাড়ার অধিবাসীদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধ একসময় সংঘর্ষের সূত্রপাত্র ঘটায়। সংঘর্ষে পূর্বপাড়ার অনেক ব্যক্তি প্রতারণা করে বিরোধী পশ্চিম পাড়ার মানুষের সাথে হাত মিলায়।

২৮৪. উদ্দীপকের কোনদিকটি ‘সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] সহযোগিতা
✅ প্রতারণা
[গ] স্বার্থপরতা
[ঘ] মহানুভবতা

২৮৫. ‘সিরাজউদ্দৌলা' নাটকের যে ভাব উদ্দীপকে ফুটে উঠেছে, তা হলো¬-
i. দু’দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন
ii. বিরোধী পক্ষের সাথে হাত মিলানো
iii. প্রতারণার আশ্রয় গ্রহণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮৬ ও ২৮৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমাদের ধন, করেছে লুণ্ঠন, বেনিয়ারা হায়!
প্রতিবাদ তবু না করে, কেউ কেউ দাসত্ব করেছি পায়।

২৮৬. ‘সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে?
[ক] বাঙালির বীরত্ব
✅ বাঙালির নতজানু মনোভাব
[গ] বেনিয়াদের সাহস
[ঘ] ইংরেজদের প্রতিবাদ

২৮৭. এরূপ সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো-
i. আমরা সহজে সবকিছু মেনে নিই
ii. আমরা দাসত্ব মনোভাবাপন্ন জাতি
iii. আমরা প্রতিবাদকে অশান্তি ভাবি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮৮ ও ২৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ক্ষমতা লাভের আশায় নারায়ণগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলামকে হত্যার জন্য সন্ত্রাসী নূর হোসেন ও তার সাঙ্গোপাঙ্গরা নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে নীলনকশা তৈরি করে। তারা সম্মিলিতভাবে কাউন্সিলর নজরুলকে অপহরণ করে নিষ্ঠুরভাবে হত্যা করে।

২৮৮. উদ্দীপকের ‘নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব’ আলোচ্য নাটকে কোন কোন জায়গাকে নির্দেশ করে?
i. ফোর্ট উইলিয়াম দুর্গ
ii. ঘসেটি বেগমের বাসগৃহ
iii. মির জাফরের দরবার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৯. উদ্দীপকের চরিত্রগুলোর সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
[ক] মিরমর্দান, মোহনলাল, সাঁফ্রে
✅ মিরজাফর, রায়দুর্লভ রাজবল্লভ, উমিচাঁদ
[গ] রাইসুল জুহালা, ইংরেজ রমণী, প্রহরী
[ঘ] জনৈক জনতা, ক্লাইভ, আলিবর্দি খাঁ

২৯০. উদ্দীপক ও তোমার পঠিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে বিষয়টি সুস্পষ্ট তা হলো-
i. উভয়েই দায়িত্ববান ও দক্ষ শাসক
ii. উভয়েই বিনয়ী, জনদরদি ও সমাজসেবী
iii. উভয়েই বিশ্বাসঘাতক ও হত্যাকারী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৯১ ও ২৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ক্ষমতালোভী ক্লডিয়াস রানির সাথে মিলিত হয়ে গভীর ষড়যন্ত্র করে রাজা হ্যামলেটকে হত্যা করে।

২৯১. উদ্দীপকের রাজা হ্যামলেট চরিত্রটি তোমার পঠিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের প্রতীক?
[ক] মিরজাফর
✅ নবাব
[গ] মোহনলাল
[ঘ] মিরমর্দান

২৯২. উদ্দীপকের ক্লডিয়াস চরিত্রটি নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ মিরজাফর
[খ] রাইসুল জুহালা
[গ] আলিবর্দি খাঁ
[ঘ] শওকতজঙ্গ

২৯৩. উদ্দীপকের ক্লডিয়াস চরিত্রের যেদিক মিরজাফরের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ-
i. দায়িত্বপরায়ণ ও প্রজাদরদি
ii. ক্ষমতালোভী ও কুচক্রী
iii. বিশ্বাসঘাতক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৯৪ ও ২৯৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
“এতিম মসলেমকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করে বিয়ে দিয়ে সংসারী করে রাজীবের মা। অথচ ফুটবল খেলতে গিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে রাজিবকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে মসলেম।”

২৯৪. উদ্দীপকের মসলেম চরিত্রটি নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
✅ মোহাম্মদি বেগ
[খ] মিরন
[গ] নবাব
[ঘ] মিরজাফর

২৯৫. উদ্দীপকের রাজিব চরিত্রের মতো ‘সিরাজউদ্দৌলা’ নাটকেও কাকে নির্মমভাবে হত্যার কথা উল্লেখ রয়েছে?
[ক] মিরজাফর
[খ] রাইসুল জুহালা
✅ নবাবকে
[ঘ] মিরনকে

২৯৬. উদ্দীপকের মসলেম চরিত্রের যে বৈশিষ্ট্যটি নাটকের মোহাম্মদি বেগের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ-
i. বিশ্বাসঘাতকতা
ii. কৃতঘ্নতা
iii. নিষ্ঠুরতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

2 Comments

Post a Comment
Previous Post Next Post