SSC স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
নির্মলেন্দু গুণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Kobita
Shadhinota Sobdoti Kivabe Amader Holo
MCQ
Question and Answer pdf download

১. করুণ কেরানি কাদেরকে বলা হয়েছে? [Answer Hints: গ]
[ক] আবেগে করুণ
[খ] স্বভাবে করুণ
[গ] করুণভাবে জীবনযাপনকারী
[ঘ] চাকরিজীবী

২. ‘গণসূর্যের মঞ্চ’ বলতে কী বোঝানো হয়েছে? [Answer Hints: গ]
[ক] আলোচিত মঞ্চ
[খ] উদ্দীপ্ত মঞ্চ
[গ] নেতার মঞ্চ সূর্যের মতো
[ঘ] বিপ্লবী মঞ্চ

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
মনে আমার ঝলসে ওঠে
একাত্তরের কথা,
পাখির ডানায় লিখেছিলাম
প্রিয় স্বাধীনতা।

৩. উদ্দীপকে ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’- কবিতার কোন দিককে প্রতিফলিত করেছে?
i. স্বাধীনতার কথা
ii. মুক্তির কথা
iii. আকাক্সক্ষার কথা

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও iii
[বিশেষ দ্রষ্টব্য: সঠিক উত্তর ক ও খ]

৪. উদ্দীপকে প্রতিফলিত ভাবনাটি ‘স্বাধীনতা’ এই শব্দটি কীভাবে আমাদের হলো- কবিতার কোন পঙ্ক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? [Answer Hints: ঘ]
[ক] মার্চের বিরুদ্ধে মার্চ
[খ] কবির বিরুদ্ধে কবি
[গ] আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
[ঘ] সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের

SSC স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. নির্মলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন? [Answer Hints: ঘ]
[ক] ১৯২৯ সালে
[খ] ১৯৩৫ সালে
[গ] ১৯৩৯ সালে
[ঘ] ১৯৪৫ সালে

২. নির্মলেন্দু গুণ কোন জেলায় জন্মগ্রহণ করেন? [Answer Hints: খ]
[ক] বরিশাল
[খ] নেত্রকোনা
[গ] মুন্সিগঞ্জ
[ঘ] কুষ্টিয়া

৩. নির্মলেন্দু গুণের গ্রামের নাম কী? [Answer Hints: খ]
[ক] বাঁশবন
[খ] কাশবন
[গ] জলাবন
[ঘ] মধুবন

৪. নির্মলেন্দু গুণের বাবার নাম কী? [Answer Hints: খ]
[ক] অমলেন্দু চন্দ্র গুণ
[খ] সুখেন্দু প্রকাশ গুণ
[গ] বিপ্রকাশ মলয় গুণ
[ঘ] অনীরুদ্ধ হরিপদ গুণ

৫. নির্মলেন্দু গুণের মায়ের নাম কী? [Answer Hints: ক]
[ক] বীণাপানি গুণ
[খ] সরস্বতী গুণ
[গ] পার্বতী গুণ
[ঘ] মহামায়া গুণ

৬. নির্মলেন্দু গুণ কত সালে মাধ্যমিক পাস করেন? [Answer Hints: খ]
[ক] ১৯৬০ সালে
[খ] ১৯৬২ সালে
[গ] ১৯৬৪ সালে
[ঘ] ১৯৬৬ সালে

৭. নির্মলেন্দু গুণ কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করেন? [Answer Hints: ক]
[ক] সিকেপি ইনস্টিটিউট
[খ] পোগোজ স্কুল
[গ] ঢাকা কলেজিয়েট স্কুল
[ঘ] গোদানাইল হাই স্কুল

৮. নির্মলেন্দু গুণ কোথা থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন? [Answer Hints: গ]
[ক] ঢাকা কলেজ
[খ] জগন্নাথ কলেজ
[গ] নেত্রকোনা কলেজ
[ঘ] বারহাট্টা কলেজ

৯. নির্মলেন্দু গুণ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন? [Answer Hints: খ]
[ক] ১৯৬২ সালে
[খ] ১৯৬৪ সালে
[গ] ১৯৬৬ সালে
[ঘ] ১৯৬৮ সালে

১০. নির্মলেন্দু গুণ কত সালে স্নাতক পাস করেন? [Answer Hints: গ]
[ক] ১৯৬৬ সালে
[খ] ১৯৬৮ সালে
[গ] ১৯৬৯ সালে
[ঘ] ১৯৭১ সালে

১১. কোথা থেকে নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন? [Answer Hints: খ]
[ক] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়
[গ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
[ঘ] রাজশাহী বিশ্ববিদ্যালয়

১২. কোন দশকের শুরু থেকে নির্মলেন্দু গুণ কবিতা ও গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল? [Answer Hints: খ]
[ক] পঞ্চাশের দশক
[খ] ষাটের দশক
[গ] সত্তরের দশক
[ঘ] আশির দশক

১৩. নির্মলেন্দু গুণ কী হিসেবে সর্বাধিক পরিচিত? [Answer Hints: ক]
[ক] কবি
[খ] ঔপন্যাসিক
[গ] নাট্যকার
[ঘ] ছোটগল্পকার

১৪. নির্মলেন্দু গুণের পেশা কী? [Answer Hints: গ]
[ক] শিক্ষকতা
[খ] ব্যবসায়
[গ] সাংবাদিকতা
[ঘ] সাহিত্যচর্চা

১৫. কোনটি নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? [Answer Hints: ক]
[ক] বাংলার মাটি বাংলার জল
[খ] রূপসী বাংলা
[গ] সাহসী জননী বাংলা
[ঘ] বাংলাদেশ স্বপ্ন দেখে

১৬. কোনটি নির্মলেন্দু গুণের লেখা ছোটগল্প? [Answer Hints: খ]
[ক] বাবা যখন ছোট ছিলেন
[খ] আপন দলের মানুষ
[গ] প্রেমাংশুর রক্ত চাই
[ঘ] কালোমেঘের ভেলা

১৭. কোনটি নির্মলেন্দু গুণের রচিত শিশুতোষ উপন্যাস? [Answer Hints: ক]
[ক] কালো মেঘের ভেলা
[খ] পঞ্চাশসহস্র বর্ষ
[গ] চাষাভূষার কাব্য
[ঘ] আপন দলের মানুষ

১৮. কী লেখা হবে বলে লক্ষ লক্ষ মানুষ অধীর অপেক্ষায় আছে? [Answer Hints: গ]
[ক] একটি চিঠি
[খ] একটি গান
[গ] একটি কবিতা
[ঘ] একটি সংলাপ

১৯. জনসমুদ্রের উদ্যান সৈকতে কী পরিমাণ মানুষ ছিল? [Answer Hints: ঘ]
[ক] গুটিকয়েক
[খ] শত শত
[গ] হাজার হাজার
[ঘ] লক্ষ লক্ষ

২০. ব্যাকুল বিদ্রোহী শ্রোতা কখন থেকে অধীর অপেক্ষায় আছে? [Answer Hints: ক]
[ক] ভোর থেকে
[খ] দুপুর থেকে
[গ] বিকেল থেকে
[ঘ] রাত থেকে

২১. সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত কালো হাত- কোন দিনের স্মৃতি? [Answer Hints: ক]
[ক] ৭ই মার্চের
[খ] ২১শে ফেব্রæয়ারির
[গ] ২৬শে মার্চের
[ঘ] ১৬ই ডিসেম্বরের

২২. নির্মলেন্দু গুণ কাদের জন্য সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে গেছেন? [Answer Hints: খ]
[ক] বিগত দিনের মানুষদের
[খ] অনাগত দিনের শিশুদের জন্য
[গ] নতুন দিনের যুবকদের জন্য
[ঘ] বর্তমানের বৃদ্ধদের জন্য

২৩. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাকে আগামীদিনের কবি বলা হয়েছে? [Answer Hints: ক]
[ক] অনাগত শিশুকে
[খ] বঙ্গবন্ধুকে
[গ] বিদ্রোহী শ্রোতাকে
[ঘ] শিশু পাতাকুড়ানিকে

২৪. লোহার শ্রমিকেরা কপালে-কব্জিতে কী বেঁধে এসেছিল? [Answer Hints: গ]
[ক] রুমাল
[খ] গামছা
[গ] লালসালু
[ঘ] পতাকা

২৫. ৭ই মার্চ উলঙ্গ কৃষকেরা কাঁধে কী নিয়ে এসেছিল? [Answer Hints: গ]
[ক] কাস্তে, কোদাল
[খ] গামছা, ফতুয়া
[গ] লাঙল, জোয়াল
[ঘ] লালসালু, লাঙল

২৬. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কিসের জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা? [Answer Hints: খ]
[ক] স্বাধীনতার জন্য
[খ] কবির আগমনের জন্য
[গ] সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য
[ঘ] উদ্যানে প্রবেশের জন্য

২৭. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাদের দল বেঁধে আসার কথা উল্লেখ রয়েছে? [Answer Hints: ঘ]
[ক] কবিদের
[খ] মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের
[গ] উলঙ্গ কৃষকদের
[ঘ] শিশু পাতা-কুড়ানিদের

২৮. কবি কার মতো দৃপ্ত পায়ে হেঁটে এলেন? [Answer Hints: খ]
[ক] নজরুলের মতো
[খ] রবীন্দ্রনাথের মতো
[গ] মধুসূদনের মতো
[ঘ] জীবনানন্দের মতো

২৯. রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি কোথায় এসে দাঁড়ালেন? [Answer Hints: খ]
[ক] রঙিন দোলনার কাছে
[খ] জনতার মঞ্চে
[গ] জনসমুদ্রের মাঝামাঝি
[ঘ] ঘরের বারান্দায়

৩০. ‘তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল’- কখন? [Answer Hints: খ]
[ক] কবির ঘুম ভাঙলে
[খ] কবি মঞ্চে উপস্থিত হলে
[গ] কবি কপালে লালসালু বাঁধলে
[ঘ] হাত নাড়লে

৩১. রেসকোর্স ময়দানকে ‘বিমুখ প্রান্তর’ বলা হয়েছে কেন? [Answer Hints: গ]
[ক] ঘাস না থাকায়
[খ] সৌন্দর্যহানি হওয়ায়
[গ] প্রতিক‚ল পরিবেশ বিরাজ করায়
[ঘ] কবির কবিতা না শোনায়

৩২. ভবঘুরে কারা? [Answer Hints: ঘ]
[ক] যারা পাতা কুড়ায়
[খ] যারা কবিতা লেখে
[গ] যারা ভিক্ষা করে
[ঘ] যাদের কোনো কাজকর্ম নেই

৩৩. কত সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির বিজয় ঘটে? [Answer Hints: গ]
[ক] ১৯৬৮ সালের
[খ] ১৯৬৯ সালের
[গ] ১৯৭০ সালের
[ঘ] ১৯৭১ সালের

৩৪. ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১লা মার্চ কী করেন? [Answer Hints: গ]
[ক] স্বাধীনতার ঘোষণা দেন
[খ] কারফিউ জারি করেন
[গ] সংসদের অধিবেশন স্থগিত করেন
[ঘ] অসহযোগ আন্দোলনের ডাক দেন

৩৫. জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলে বঙ্গবন্ধু কী পদক্ষেপ নেন? [Answer Hints: ক]
[ক] অসহযোগ আন্দোলনের ডাক দেন
[খ] অনশন করতে শুরু করেন
[গ] বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন
[ঘ] সশস্ত্র সংগ্রামের ডাক দেন

৩৬. বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উত্তরাংশে কী অবস্থিত? [Answer Hints: খ]
[ক] জাদুঘর
[খ] শিশুপার্ক
[গ] দিঘি
[ঘ] স্মৃতিসৌধ

৩৭. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাকে কবি হিসেবে কল্পনা করা হয়েছে? [Answer Hints: ক]
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবকে
[খ] সূর্য সেনকে
[গ] রবীন্দ্রনাথ ঠাকুরকে
[ঘ] আব্রাহাম লিংকনকে

৩৮. ‘নিউজউইক’ পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়? [Answer Hints: খ]
[ক] যুক্তরাজ্য
[খ] যুক্তরাষ্ট্র
[গ] ফ্রান্স
[ঘ] ব্রিটেন

৩৯. ‘নিউজউইক’ পত্রিকায় প্রকাশিত নিবন্ধে বঙ্গবন্ধুকে কী বলে আখ্যায়িত করা হয়? [Answer Hints: ঘ]
[ক] গণমানুষের নেতা
[খ] বিদ্রোহী কবি
[গ] বিপ্লবী নেতা
[ঘ] রাজনীতির কবি

৪০. ৭ই মার্চের বিকেলে বঙ্গবন্ধু কিসের ডাক দেন? [Answer Hints: গ]
[ক] শান্তিপূর্ণ হরতালের
[খ] সংসদ অধিবেশন শুরুর
[গ] বাংলাদেশের স্বাধীনতার
[ঘ] রাষ্ট্রভাষা রক্ষার

৪১. বাংলার স্বাধীনতার সূর্য কত সালে অস্তমিত হয়? [Answer Hints: ক]
[ক] ১৭৫৭ সালে
[খ] ১৭৭৫ সালে
[গ] ১৮৫৭ সালে
[ঘ] ১৮৭৫ সালে

৪২. ১৭৫৭ সালে কোথায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়? [Answer Hints: খ]
[ক] রেসকোর্স ময়দানে
[খ] পলাশীর প্রান্তরে
[গ] পল্টন ময়দানে
[ঘ] পানিপথের প্রান্তরে

৪৩. সিপাহি বিপ্লব হয় কত সালে? [Answer Hints: খ]
[ক] ১৭৫৭ সালে
[খ] ১৮৫৭ সালে
[গ] ১৯০৫ সালে
[ঘ] ১৯৬৯ সালে

৪৪. ‘সিপাহি বিপ্লব’ কাদের বিরুদ্ধে হয়েছিল? [Answer Hints: গ]
[ক] পাকিস্তানিদের বিরুদ্ধে
[খ] ফরাসিদের বিরুদ্ধে
[গ] ব্রিটিশদের বিরুদ্ধে
[ঘ] আরবদের বিরুদ্ধে

৪৫. ১৯৩০ সালে কার নেতৃত্বে চট্টগ্রামে ব্রিটিশবিরোধী সশস্ত্র যুদ্ধ হয়? [Answer Hints: খ]
[ক] বঙ্গবন্ধুর
[খ] সূর্য সেনের
[গ] সোহরাওয়ার্দীর
[ঘ] ক্ষুদিরামের

৪৬. সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের কোন পাহাড়ে ব্রিটিশবিরোধী যুদ্ধ হয়? [Answer Hints: খ]
[ক] সীতাকুণ্ড পাহাড়
[খ] জালালাবাদ পাহাড়
[গ] নীলগিরি পাহাড়
[ঘ] হিমছড়ি পাহাড়

৪৭. কত সাল থেকে বাঙালি ভাষার জন্য সংগ্রাম শুরু করে? [Answer Hints: খ]
[ক] ১৯৪৭ সাল থেকে
[খ] ১৯৪৮ সাল থেকে
[গ] ১৯৫০ সাল থেকে
[ঘ] ১৯৫২ সাল থেকে

৪৮. রেসকোর্স ময়দানে যেখানে বঙ্গবন্ধুর ভাষণের জন্য মঞ্চ তৈরি হয়েছিল সেখানে পরবর্তীতে কি গড়ে উঠেছে? [Answer Hints: খ]
[ক] চিড়িয়াখানা
[খ] শিশুপার্ক
[গ] শিল্প কারখানা
[ঘ] বিশ্ববিদ্যালয়

৪৯. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় বঙ্গন্ধুর কণ্ঠস্বরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? [Answer Hints: ক]
[ক] বজ্রের ধ্বনি
[খ] সিংহের গর্জন
[গ] সাইরেনের ধ্বনি
[ঘ] সমুদ্রের গর্জন

৫০. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’- কবিতায় কার অবস্থা করুণ বলা হয়েছে? [Answer Hints: খ]
[ক] কৃষকের
[খ] কেরানির
[গ] ভবঘুরের
[ঘ] শ্রমিকের

৫১. ১৯৭১ সালে পাকিস্তানি ষড়যন্ত্রকারীদের সামরিক প্রতিভূ কে ছিল? [Answer Hints: গ]
[ক] জুলফিকার আলী ভুট্টো
[খ] মুহাম্মদ আলী জিন্নাহ
[গ] ইয়াহিয়া খান
[ঘ] আইয়ূব খান

৫২. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’- কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ ব্যবহৃত হয়েছে? [Answer Hints: খ]
[ক] সোনার তরী
[খ] দেবতার গ্রাস
[গ] আফ্রিকা
[ঘ] নির্ঝরের স্বপ্নভঙ্গ

৫৩. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’- কবিতায় বিষ্ণু দে-র কোন কবিতার অংশবিশেষ ব্যবহৃত হয়েছে? [Answer Hints: ক]
[ক] ঘোড়সওয়ার
[খ] একটি কাফি
[গ] বাংলাই আমাদের
[ঘ] জল দাও

৫৪. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মূলকথা কী ছিল? [Answer Hints: গ]
[ক] নিরপেক্ষ নির্বাচন
[খ] স্বৈরশাসনের অবসান
[গ] বাঙালির মুক্তি
[ঘ] অসহযোগ আন্দোলন

৫৫. গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি কী শোনালেন? [Answer Hints: খ]
[ক] অবিনাশী সংগীত
[খ] অমর কবিতা
[গ] অশ্রুত সংলাপ
[ঘ] অজর ছড়া

বহুপদী সমাপ্তিসূচক

৫৬. নির্মলেন্দু গুণের কবিতার বৈশিষ্ট্য হলো-
i. প্রতিবাদী চেতনায় সমৃদ্ধ
ii. সমকালীন সামাজিক-রাজনৈতিক জীবনের প্রতিনিধিত্বকারী
iii. শিল্প-সৌন্দর্যে সমুজ্জ্বল

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. ৭ই মার্চ সমবেত হওয়া লক্ষ জনতাকে কবি বলেছেন-
i. উন্মুক্ত
ii. ব্যাকুল
iii. অসহিষ্ণু

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. নির্মলেন্দু গুণ তাঁর কবিতায় শ্রেষ্ঠ বিকেলের কথা লিখে রাখছেন-
i. ভুলে যাবেন এই আশঙ্কায়
ii. আগামীদিনের শিশুদের জন্য
iii. সঠিক ইতিহাস তুলে ধরার জন্য

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. ‘সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর’- কেননা এখানে ছিল না-
i. ফুলের বাগান
ii. সবুজ মাঠ
iii. শিশুপার্ক

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে মানুষ এসেছিল-
i. মৃত্যুভয় উপেক্ষা করে
ii. বঙ্গবন্ধুর ভাষণ শুনতে
iii. চোখে স্বপ্ন নিয়ে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে অশুভ শক্তির উত্থানের প্রসঙ্গটি প্রকাশিত হয়েছে যে চরণে-
i. কবিহীন এই বিমুখ প্রান্তরে
ii. মার্চের বিরুদ্ধে মার্চ
iii. কবির বিরুদ্ধে কবি

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় বঙ্গবন্ধুকে বলা হয়েছে-
i. গণসূর্য
ii. কবি
iii. সিংহপুরুষ

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে আসা প্রতিটি শ্রোতা বিদ্রোহ জানিয়েছিল-
i. নির্বাচনের বিরুদ্ধে
ii. সামরিক শাসনের বিরুদ্ধে
iii. ইয়াহিয়ার বিরুদ্ধে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. ৭ই মার্চ লক্ষ জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছিল-
i. বঙ্গবন্ধুর দিকনির্দেশনা শোনার জন্য
ii. আশার বাণী শোনার জন্য
iii. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কবি ব্যবহার করেছেন-
i. রবীন্দ্রনাথের কবিতার চরণ
ii. বিষ্ণু দে-র কবিতার চরণ
iii. ‘নিউজউইক’ পত্রিকার ভাষ্য

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. ১৯৭১ সালের ৫ই এপ্রিল প্রকাশিত নিউজউইক পত্রিকার ভাষ্য অনুসারে বঙ্গবন্ধু ছিলেন-
i. সম্মোহনী ক্ষমতার অধিকারী
ii. আবেগময় বক্তৃতায় পারদর্শী
iii. রাজনীতির কবি

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. ব্রিটিশবিরোধী আন্দোলনের দৃষ্টান্ত-
i. সিপাহি বিপ্লব
ii. ভাষা আন্দোলন
iii. সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লব

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. ‘স্বাধীনতা’- এ কথাটি নিছক বুলিমাত্র নয়। এই ভাব বহনকারী কবিতা হলো-
i. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
ii. সেইদিন এই মাঠ
iii. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশের মুকুটবিহীন তুমি প্রমূর্ত রাজ,
প্রতি বাঙালির হৃদয়ে হৃদয়ে তোমার তক্ত তাজ
তোমার হুকুমে তুচ্ছ করিয়া শাসন-ত্রাসন-ভয়,
আমরা বাঙালি মৃত্যুর পথে চলেছি আনিতে জয়।

৬৯. উদ্দীপক কবিতাংশের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি? [Answer Hints: ঘ]
[ক] সাহসী জননী বাংলা
[খ] আমার পরিচয়
[গ] তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
[ঘ] স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

৭০. উক্ত সাদৃশ্য-
i. বঙ্গবন্ধুর মহিমা তুলে ধরায়
ii. বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম বর্ণনায়
iii. বাঙালির ঐতিহাসিক পরিচয় তুলে ধরায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭১-৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার মানুষের আশা-আকাক্সক্ষার শেষ ঠিকানা। আমেরিকায় কালো মানুষদের বিরুদ্ধে নিষ্ঠুরতা দেখে তিনি অমানবিক ক্রীতদাস ব্যবসার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেছিলেন। বজ্রকণ্ঠে বলেছিলেন, “দেশের অর্ধেক মানুষ যখন ক্রীতদাস তখন স্বাধীনতা এক নির্মম রসিকতার নামান্তর।” তাঁর বক্তব্যে আশায় উদ্বেল হয়ে ওঠে আমেরিকার জনগণ।

৭১. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় উল্লিখিত কোন চরিত্রের সাথে উদ্দীপকের আব্রাহাম লিংকনকে মেলানো যায়? [Answer Hints: খ]
[ক] অনাগত শিশু
[খ] কবি
[গ] করুণ কেরানি
[ঘ] লোহার শ্রমিক

৭২. উক্ত মিল-
i. দুঃসহ জীবন যাপনে
ii. গণমানুষের নেতা হওয়ায়
iii. আশার জাগরণে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. আলোচ্য কবিতার যে চরণে উদ্দীপকের ভাব প্রতিফলিত-
i. এই শিশুপার্ক সেদিন ছিল না
ii. জনসমুদ্রে জাগিল জোয়ার
iii. কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী?

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৪-৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মহাকাব্য যে পড়া হয় নাই
পড়ি নাই ইতিহাস
শুনেছি কেবল ৭ মার্চের মানুষের উচ্ছ্বাস।
নিপীড়িত যতো অত্যাচারিত গণ-মানুষের নেতা
এসেছিল সেজে শুভ্র বসনে বলেছিল স্বাধীনতা।

৭৪. উদ্দীপক কবিতাংশের বক্তব্য নিচের কোন কবিতার বক্তব্যকে সমর্থন করে? [Answer Hints: খ]
[ক] তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
[খ] স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
[গ] আমার পরিচয়
[ঘ] সাহসী জননী বাংলা

৭৫. উক্ত মিল-
i. মানুষের মুক্তির ডাক দেওয়ায়
ii. ইতিহাস বিকৃতির তৎপরতায়
iii. স্বাধীনতার প্রত্যাশায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. আলোচ্য কবিতার যে চরণে উদ্দীপকের ভাব প্রতিফলিত-
i. কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি
ii. তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল
iii. ভাই বোন কে ঘুমায়?
জাগে, নীলকমলেরা জাগে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide