প্রবন্ধ বা রচনা লেখার সহজ নিয়ম: সাজেশন্সসহ ৬০+ রচনার তালিকা

 রচনা 
 লেখার সহজ নিয়ম 

প্রবন্ধ/রচনা: ‘প্রবন্ধ’ শব্দের অর্থ প্রকৃষ্ট বন্ধন। প্রকৃতপক্ষে ভাব ও ভাষার বন্ধন। কোনো একটি বিষয়কে ভাব ও চিন্তার মধ্য দিয়ে ভাষায় প্রাণবন্ত করে প্রকাশ করাই হচ্ছে প্রবন্ধ।

প্রবন্ধের প্রকারভেদ: বিষয়ভেদে প্রবন্ধকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা যায়। 
 যথা-
১. বর্ণনামূলক;
২. ঘটনামূলক;
৩. চিন্তামূলক।

প্রবন্ধের বিভিন্ন অংশ: প্রবন্ধের সাধারণত তিনটি অংশ। যথা-
১। ভূমিকা,
২। মূল অংশ
৩। উপসংহার।

প্রবন্ধ বা রচনা লেখার সহজ নিয়ম: বাংলা ২য় পত্র

১। ভূমিকা: প্রবন্ধের প্রারম্ভিক প্রস্তাবনা বা ভূমিকা অংশ প্রবন্ধের আলোচ্য বিষয়ে প্রবেশের দরজা। সূচনা-পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য ভূমিকা অংশের ওপর মূল বিষয়গত ভাবের প্রতিফলন এমনভাবে হওয়া দরকার যাতে প্রবন্ধের মূল বিষয়ে উত্তরণের দ্বার তো খুলে যাবেই, সেই সঙ্গে বিষয়টি হৃদয়গ্রাহী হয়ে পাঠকের কাছে আকর্ষণীয় হবে। ভূমিকা যাতে অপ্রাসঙ্গিক ও অনাবশ্যক বাগ্বাহুল্য-দোষে দুষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

২। মূল অংশ: ভূমিকার পরে প্রবন্ধের মূল বিষয়ের আলোচনা শুরু হয়। মূল বক্তব্য পরিবেশনের আগে বিষয়টিকে প্রয়োজনীয় সংকেত (points)-এ ভাগ করে নিতে হয়। সংকেত-সূত্রের পরম্পরা রক্ষা করে প্রবন্ধের অবয়বকে সুসংহতভাবে গড়ে তুলতে হয়। প্রতিটি সংকেতের কতখানি বিস্তার হবে তা তার প্রকাশের পূর্ণতার ওপর নির্ভরশীল। কাজেই আয়তনগত পরিমাপ নির্দিষ্ট নেই। প্রতিটি সংকেতের ওপর প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে আলোচনা করতে হয়।

৩। উপসংহার: প্রবন্ধের সর্বশেষ অংশ উপসংহার। সূচনার মতো সমাপ্তিরও আছে সমান গুরুত্ব। প্রবন্ধের ভাববস্তু ভূমিকার উৎস থেকে ক্রমাগ্রগতি ও ক্রমবিকাশের ধারা বহন করে উপসংহারে এসে একটি ভাবব্যঞ্জনা সৃষ্টি করে সমাপ্তির ছেদ-রেখা টানে। এখানে লেখকের ব্যক্তিগত অভিমত প্রকাশের যথেষ্ট অবকাশ থাকে। উপসংহারে লেখক একদিকে যেমন আলোচনার সিদ্ধান্তে উপনীত হয়, অন্যদিকে তেমনি লেখকের নিজস্ব অভিমতের কিংবা আশা-আকাঙ্ক্ষার সার্থক প্রতিফলনও ঘটে।

প্রবন্ধ রচনার ক্ষেত্রে যা যা মনে রাখা প্রয়োজন: প্রবন্ধ রচনার সময় কিছু নিয়মকানুন অনুসরণ করা প্রয়োজন। তাহলে প্রবন্ধের মান বৃদ্ধি পায় এবং পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়। এক্ষেত্রে-

১. প্রবন্ধের বিষয় সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে।

২. চিন্তাপ্রসূত ভাবগুলো অবশ্যই ধারাবাহিকভাবে সাজাতে হবে।

৩. প্রতিটি ভাব উপস্থাপন করতে হবে পৃথক অনুচ্ছেদে।

৪. একই ভাব, তথ্য বা বক্তব্য বারবার উল্লেখ করা যাবে না।

৫. রচনার ভাষা হতে হবে সহজ, সরল ও প্রাঞ্জল।

৬. উপস্থাপিত তথ্যাবলি অবশ্যই নির্ভুল হতে হবে।

৭. বড় ও জটিল বাক্য যতটা সম্ভব পরিহার করতে হবে।

৮. নির্ভুল বানানে লিখতে হবে।

৯. সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটানো যাবে না।

১০. উপসংহারে সুচিন্তিত নিজস্ব মতামত উপস্থাপন করতে হবে।

বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নিম্নে প্রবন্ধ-রচনার সাজেশন্স (লিংকসহ) প্রদান করা হলোঃ
০১. প্রবন্ধ-রচনা: শ্রমের মর্যাদা

০২. প্রবন্ধ-রচনা: অধ্যবসায়

০৩. প্রবন্ধ-রচনা: স্বদেশপ্রেম

০৪. প্রবন্ধ-রচনা: একটি শীতের সকাল

০৫. প্রবন্ধ-রচনা: পরিবেশ দূষণ ও প্রতিকার




০৯. প্রবন্ধ-রচনা: বিদ্যুৎ ও আধুনিক জীবন


১১. প্রবন্ধ-রচনা: কৃষিকাজে বিজ্ঞান


১৩. প্রবন্ধ-রচনা: খেলাধুলার প্রয়োজনীয়তা

১৪. প্রবন্ধ-রচনা: গ্রাম্য মেলা

১৫. প্রবন্ধ-রচনা: বাংলাদেশের পোশাক শিল্প





২০. প্রবন্ধ-রচনা: ইভ টিজিং




২৪. প্রবন্ধ-রচনা: ক্রিকেটবিশ্বে বাংলাদেশ






৩০. প্রবন্ধ-রচনা: বর্ষাকাল



৩৩. প্রবন্ধ-রচনা: ইন্টারনেট


৩৫. প্রবন্ধ-রচনা: পিতা-মাতার প্রতি কর্তব্য

৩৬. প্রবন্ধ-রচনা: গ্রন্থাগার

৩৭. প্রবন্ধ-রচনা: শিষ্টাচার

৩৮. প্রবন্ধ-রচনা: সততা

৩৯. প্রবন্ধ-রচনা: কুটিরশিল্প

৪০. প্রবন্ধ-রচনা: দেশ ভ্রমণ

৪১. প্রবন্ধ-রচনা: সংবাদপত্র

৪২. প্রবন্ধ-রচনা: চরিত্র


৪৪. প্রবন্ধ-রচনা: কর্মমুখী শিক্ষা

৪৫. প্রবন্ধ-রচনা: আমার জীবনের লক্ষ্য

৪৬. প্রবন্ধ-রচনা: আমার প্রিয় শিক্ষক

৪৭. প্রবন্ধ-রচনা: আমাদের বিদ্যালয়

৪৮. প্রবন্ধ-রচনা: আমাদের গ্রাম


৫০. প্রবন্ধ-রচনা: শহিদ মিনার

৫১. প্রবন্ধ-রচনা: শহিদ বুদ্ধিজীবী দিবস

৫২. প্রবন্ধ-রচনা: বিজয় দিবস

৫৩. প্রবন্ধ-রচনা: স্বাধীনতা দিবস

৫৪. প্রবন্ধ-রচনা: একুশে ফেব্রুয়ারি

৫৫. প্রবন্ধ-রচনা: বাংলাদেশের মুক্তিযুদ্ধ

৫৬. প্রবন্ধ-রচনা: বাংলাদেশের নদ-নদী

৫৭. প্রবন্ধ-রচনা: বাংলাদেশের উৎসব

৫৮. প্রবন্ধ-রচনা: বাংলাদেশের কৃষক

৫৯. প্রবন্ধ-রচনা: বাংলা নববর্ষ

৬০. প্রবন্ধ-রচনা: আমাদের দেশ

৬১. প্রবন্ধ-রচনা: বাংলাদেশের ষড়ঋতু


বাংলা ২য় পত্র
রচনামূলক অংশের প্রস্তুতির জন্য পড়ুন-

১. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: অনুচ্ছেদ

২. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: ভাবসম্প্রসারণ

৩. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: সারাংশ ও সারমর্ম

৪. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: ব্যক্তিগত চিঠি-পত্র

৫. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: আবেদনপত্র/দরখাস্ত

৬. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: ব্যবসা সংক্রান্ত পত্র

৭. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: অভিন্দনপত্র

৮. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: নিমন্ত্রণপত্র

৯. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: মানপত্র

১০. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: প্রতিবেদন

১১. বাংলা ২য় পত্র (Bangla 2nd Paper) পূর্ণাঙ্গ প্রস্তুতি: সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

Share:

2 Comments:

  1. Anonymous11:13:00 AM

    আপনাদের অসংখ্য শুকরিয়া, আমাদের জন্য শিক্ষামূলক এত সুন্দর ওয়েবসাইট উপহার দেয় জন্য। আল্লাহ আপনাদের উত্তম জাযায়ে খায়ের দান করুন

    ReplyDelete
  2. Anonymous12:37:00 AM

    youtube.com/channel/UC2SONTUsr01_dzXauwTfyBQ

    ReplyDelete

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide