তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের জন্য একটি চিঠি লেখো।
তারিখ: ১২ই ফেব্রুয়ারি, ২০২৪
বরাবর,
সম্পাদক
দৈনিক ইত্তেফাক
৪০ কারওয়ান বাজার, ঢাকা, ১২১৫।
জনাব
আপনার বহুল প্রচারিত ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় অনুগ্রহপূর্বক নিম্নলিখিত প্রতিবেদনটি ছাপিয়ে এলাকাবাসীর কৃতজ্ঞতাভাজন হবেন।
ধন্যাবাদান্তে,
মো. রোকনুজ্জামান
দৌলতপুর, কুষ্টিয়া।
দৌলতপুর-ভেড়ামারা সড়কের আশু সংস্কার চাই
কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং ভেড়ামারা উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান সড়ক হলো দৌলতপুর-ভেড়ামারা সড়ক। প্রতিদিন শত শত বাস, ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়কটি দীর্ঘদিন যাবত অযতেœর শিকার। সড়ক বিভাগের অবহেলার দরুণ এই পাকা সড়কটি এখনও পর্যন্ত সঠিকভাবে মেরামত করা হয়নি। এই সড়কের বেশ কিছু অংশে এখনও কার্পোটিং করা হয়নি। মেহেরপুরের গাংনী উপজেলাসহ কুষ্টিয়ার দুটি উপজেলার হাজার হাজার মানুষের জন্য এই একটাই প্রধান সড়ক। এই সড়ক ব্যবহার করেই তাদের রাজধানী ঢাকায় যেতে হয়। অতএব, রাস্তাটির গুরুত্বকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। এ বছর বন্যার কারণে সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাটি যদি দ্রুত মেরামত করা না হয়, তাহলে একদিকে যেমন সরকারের অর্থনৈতিক ক্ষতি হবে, অপরদিকে এই এলাকার জনসাধারণের কষ্টের সীমা থাকবে না। তাই যথাশীঘ্র সম্ভব রাস্তাটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এলাকাবাসীর পক্ষে,
মো. রোকনুজ্জামান
[এখানে ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
0 Comments:
Post a Comment