বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download
প্রথম পরিচ্ছেদ: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
১. নিম্নের কোনটি কুল-উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে- (উত্তর: খ) [ঢা.বো. ০৫; ব.বো. ০২]
(ক) কুহকিনী
(খ) ঘোষজায়া
(গ) নর্তকী
(ঘ) ধাত্রী
২. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? [কু.বো. ০৭; চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
৩. কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে? [সি.বো. ০৩] (উত্তর: খ)
(ক) অতীত কালে
(খ) ভবিষ্যৎ কালে
(গ) বর্তমান কালে
(ঘ) বর্তমান ও ভবিষ্যৎ কালে
৪. কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়েছে? [ঢা.বো. ০৩] (উত্তর: ক)
(ক) নন্দাই-ননদ
(খ) পাগল-পাগলিনী
(গ) ভাই-বোন
(ঘ) দেবর-ননদ
৫. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়? [কু.বো. ০৪] (উত্তর: খ)
(ক) সেবিকা
(খ) গীতিকা
(গ) বালিকা
(ঘ) গায়িকা
৬. কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে? (উত্তর: ক) [সি.বো. ০৯; ঢা. বো. ০৮; রা.বো. ১১, ০২]
(ক) ননদ
(খ) আয়া
(গ) প্রিয়া
(ঘ) শিষ্যা
৭. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? (উত্তর: ক)
[চ.বো. ০৭, ০২; সি.বো. ০৪; ব. বো. ০৪]
(ক) সতীন
(খ) বিধাত্রী
(গ) সপত্নী
(ঘ) বিপত্নী
৮. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? (উত্তর: গ)
[ব.বো. ১০, ০৩; ঢা.বো. ০৪]
(ক) বান্ধবী
(খ) বিধাত্রী
(গ) কুলটা
(ঘ) বিরহিণী
৯. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ? [চ.বো. ১১, ০৩; য.বো. ১৩] (উত্তর: খ)
(ক) মাতুলানী
(খ) অরণ্যানী
(গ) ভিখারিনী
(ঘ) কাঙালিনী
১০. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? [চ.বো. ০৯; য.বো. ০২; সি.বো. ১০, ০৬; ব.বো. ১০;, ১৩]
বা,‘নাটিকা’তে কী অর্থে স্ত্রী প্রত্যয় যুক্ত হয়েছে? [ব.বো. ০৪] (উত্তর: গ)
(ক) সমার্থে
(খ) বৃহদার্থে
(গ) ক্ষুদ্রার্থে
(ঘ) বিপরীতার্থে
১১. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ? (উত্তর: গ) [কু.বো. ১১; য. বো. ০১]
(ক) মেধাবিনী
(খ) মানবী
(গ) সারী
(ঘ) গরীয়সী
১২. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? (উত্তর: ঘ) [কু.বো. ০১]
(ক) মধ্যম পুরুষের সাধারণ রূপ
(খ) মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
(গ) নাম পুরুষের সাধারণ রূপ
(ঘ) নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
১৩. কোনটির লিঙ্গান্তর হয় না? (উত্তর: গ) [ঢা. বো. ১১, ০৯, ০৭, ০১; কু. বো. ০৮, ২০০০]
(ক) বেয়াই
(খ) সাহেব
(গ) কবিরাজ
(ঘ) সঙ্গী
১৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? (উত্তর: ক) [ঢা. বো. ২০০০; রা. বো. ০৮, ০১]
(ক) সৎমা
(খ) অভাগী
(গ) হুজুরাইন
(ঘ) চৌধুরানি
১৫. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? [কু. বো. ২০০০; রা. বো., চ. বো. ০৬] (উত্তর: গ)
(ক) নেতা
(খ) দাতা
(গ) কবি
(ঘ) বাদশা
১৬. তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে কোন শব্দ গঠিত? [কু.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) পুরুষবাচক শব্দ
(খ) সংখ্যাবাচক শব্দ
(গ) ‘গোটা’ বচনবাচক শব্দ
(ঘ) স্ত্রীবাচক শব্দ
১৭. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি? [ঢা.বো. ০৫; চ.বো. ০৫] (উত্তর: ক)
(ক) আধুনিকা
(খ) অধ্যাপিকা
(গ) কলিকাঘমল্লিকা
১৮. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? [কু.বো. ০৭; সি.বো. ০১; ঢা.বো. ০১; ব.বো. ১৩] (উত্তর: ক)
(ক) কামিন
(খ) কামিনী
(গ) কুলিনী
(ঘ) কুলিনা
১৯. কোনগুলো ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ? [য.বো. ২০০০; রা.বো. ০৭; কু.বো. ০৮; ব.বো. ০৭] (উত্তর: খ)
(ক) ছাত্রী-নদী
(খ) চাচি-মামি
(গ) বোন-কন্যা
(ঘ) যুবতী-নবীনা
২০. ‘ইনী’-স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? [কু.বো. ০৭; রা.বো. ০২] (উত্তর: গ)
(ক) জেলেনী
(খ) চাকরানী
(গ) কাঙালিনী
(ঘ) ডাক্তারনী
২১. ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? [য.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) মালা
(খ) মালিকা
(গ) মালীনি
(ঘ) মালিনী
২২. ‘শুক’ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি? [রা.বো. ১১; ঢা.বো. ০৩] (উত্তর: ক)
(ক) সারী
(খ) সাড়ী
(গ) শাড়ী
(ঘ) কোনোটিই নয়
২৩. কোনটি ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ? [ঢা.বো. ০৪] (উত্তর: খ)
(ক) ছাত্রী
(খ) দাদি
(গ) আয়া
(ঘ) সৎমা
২৪. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? [সি.বো. ০১] (উত্তর: খ)
(ক) গায়ক
(খ) বিদ্বান
(গ) কোকিল
(ঘ) সতীন
২৫. নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি? [য.বো. ১১; ব.বো. ০৯; সি.বো. ০২] (উত্তর: খ)
(ক) গুরু
(খ) ঢাকী
(গ) সাধু
(ঘ) দাতা
২৬. নিম্নের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ? [ব.বো. ০২] (উত্তর: ক)
(ক) পুস্তিকা
(খ) মায়াবিনী
(গ) রূপবতী
(ঘ) বান্ধবী
২৭. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? [ঢা.বো., য.বো. ১০; চ. বো. ০৬; কু.বো. ০৮; ব.বো. ০৮; চ.বো. ১৩] (উত্তর: খ)
(ক) নবীনা
(খ) মালিকা
(গ) কনিষ্ঠ
(ঘ) বালিকা
২৮. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? [সি.বো. ১১; ব.বো. ০৭; চ.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) কুলটা
(খ) শুভ্র
(গ) চাতক
(ঘ) কবিরাজ
২৯. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়? [য.বো. ০৮, ৯৬] (উত্তর: খ)
(ক) বচন
(খ) লিঙ্গ
(গ) পুরুষ
(ঘ) বাচ্য
৩০. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়? [কু.বো. ০১] (উত্তর: খ)
(ক) স্ত্রীবাচক হয়
(খ) পুরুষবাচক হয়
(গ) নিত্য পুরুষবাচক হয়
(ঘ) নিত্য স্ত্রীবাচক হয়
৩১. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না? [ঢা.বো. ০৩; রা.বো. ০৯, ৯৪; কু.বো. ১৩]
বা,বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণে লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে?
[কু.বো. ০৯] (উত্তর: ক)
(ক) বিশেষণ
(খ) অব্যয়
(গ) সর্বনাম
(ঘ) বিশেষ্য
৩২. বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাবে বিভক্ত? [চ.বো. ০৪] (উত্তর: ক)
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
৩৩. ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ? [ঢা.বো. ৯৬] (উত্তর: ক)
(ক) বিশেষ নিয়মে
(খ) স-বর্ণ যোগে
(গ) সাধারণ নিয়মে
(ঘ) নিত্য স্ত্রীবাচক
৩৪. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? [য.বো. ০৯, ০৭] (উত্তর: গ)
(ক) গৃহী
(খ) বিধাতা
(গ) সপত্নী
(ঘ) কাঙ্গালিনী
৩৫. তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? [রা.বো. ১০] (উত্তর: গ)
(ক) দাই
(খ) সধবা
(গ) বিধবা
(ঘ) সৎমা
৩৬. কোন শব্দটি দ্বারা স্ত্রী ও পুরুষ দুটোই বোঝায়? [কু.বো. ০৯] (উত্তর: গ)
(ক) নেত্রী
(খ) শুদ্র
(গ) গুরু
(ঘ) পুস্তিকা
৩৭. ‘বেঙ্গমা’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? [সি.বো. ০৮] (উত্তর: ক)
(ক) বেঙ্গমী
(খ) বেঙ্গমানী
(গ) বেঙামি
(ঘ) বেঙ্গী
৩৮. কোন প্রত্যয়টি যুক্ত হলে স্ত্রীবাচক শব্দে কখনও কখনও অবজ্ঞার ভাব প্রকাশ পায়? [চ.বো. ০১] (উত্তর: খ)
(ক) আনী
(খ) নী
(গ) ইনী
(ঘ) ঈ
৩৯. ‘কুমার’-এর স্ত্রীবাচক শব্দ কোনটি? [ব.বো. ১১] (উত্তর: খ)
(ক) কুমোর
(খ) কুমারনী
(গ) স্ত্রী কুমার
(ঘ) কুমার পত্নী
৪০. ‘আনী’ স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
[রা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) বাঘিনী
(খ) চাকরানী
(গ) ভাগনী
(ঘ) জেলেনী
৪১. শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে? [য.বো. ৯৪; কু.বো. ৯৪, ৯৩] (উত্তর: ঘ)
(ক) অজ
(খ) খোকা
(গ) শিল্পী
(ঘ) বোন
৪২. কোনটির স্ত্রীবাচক শব্দ ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয়?
[য.বো. ৯২] (উত্তর: খ)
(ক) বর
(খ) নবীন
(গ) নবাব
(ঘ) সিংহ
৪৩. কোন শব্দটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
[য. বো. ০৬] (উত্তর: খ)
(ক) জেলেনী
(খ) কৃষাণী
(গ) চাকরানী
(ঘ) সাপিনী
৪৪. সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? [কু.বো. ০৫] (উত্তর: গ)
(ক) ভাগনী
(খ) জেলেনী
(গ) কিশোরী
(ঘ) বাঘিনী
৪৫. সংস্কৃত ভাষায় ‘রজক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
[য.বো. ০৫] (উত্তর: খ)
(ক) রজকি
(খ) রজকী
(গ) রজকিনী
(ঘ) রজকাইন
৪৬. ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? [ঢা.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) মালিকা
(খ) মালবিকা
(গ) মালানী
(ঘ) মালিনী
৪৭. পুরুষবাচক শব্দ কোনটি? [দি.বো. ০৯] (উত্তর: গ)
(ক) রজকী
(খ) বৈষ্ণবী
(গ) মায়াবী
(ঘ) শ্রোতৃ
৪৮. যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সেসব শব্দে কী হয়? [চ.বো. ২০০০; ব.বো. ০৬] (উত্তর: খ)
(ক) তী
(খ) ত্রী
(গ) ত
(ঘ) বতী
৪৯. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? [চ.বো. ১০] (উত্তর: ক)
(ক) নর-নারী
(খ) বালক-বালিকা
(গ) দুঃখী-দুঃখিনী
(ঘ) খান-খানম
৫০. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচক শব্দে কী হয়? [য.বো. ০৫] (উত্তর: গ)
(ক) ইয়ানী
(খ) ইয়সী
(গ) ঈয়সী
(ঘ) ঈয়ানী
৫১. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
[য.বো. ০১; কু.বো. ১১; সি.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) মেধাবিনী
(খ) মানবী
(গ) সারী
(ঘ) গরিয়সী
৫২. কোনটির স্ত্রীবাচক শব্দ বিশেষ নিয়মে গঠিত?
[য.বো. ৯৩; ঢা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) অধ্যাপক
(খ) বালক
(গ) নেত্রী
(ঘ) ছাত্র
৫৩. কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয়?
[কু.বো. ১০] (উত্তর: খ)
(ক) হুজুর
(খ) ঠাকুর
(গ) রাজা
(ঘ) কুমার
৫৪. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? [ঢা.বো. ৯৪] (উত্তর: খ)
(ক) শুক
(খ) দেবর
(গ) খোকা
(ঘ) গায়ক
৫৫. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে? [য.বো. ০৩] (উত্তর: ক)
(ক) খুড়ো
(খ) খানম
(গ) সতিন
(ঘ) বন্ধু
৫৬. সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? [ঢা.বো. ০৩] (উত্তর: গ)
(ক) নানি
(খ) দাদি
(গ) শিক্ষিকা
(ঘ) মামি
৫৭. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ হয়? [চ.বো. ০৯] (উত্তর: খ)
(ক) স্ত্রীবাচক
(খ) স্ত্রীবাচক হয় না
(গ) বিশেষ্য স্থানীয়
(ঘ) সর্বনামজাত
৫৮. ‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ? [কু.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) পুংলিঙ্গ
(খ) স্ত্রীলিঙ্গ
(গ) নিত্যলিঙ্গ
(ঘ) উভয় লিঙ্গ
৫৯. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ নয় কোনটি? [সি.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) সতীন
(খ) কুলটা
(গ) বিধবা
(ঘ) শিক্ষয়িত্রী
৬০. নিচের কোনটি ‘নী’ প্রত্যয় যোগে গঠিত শব্দ? [য.বো. ০৩] (উত্তর: খ)
(ক) চাকরানী
(খ) ডাক্তারনী
(গ) হুজুরানী
(ঘ) কাঙালিনী
৬১. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি? [কু.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) গায়িকা
(খ) সেবিকা
(গ) বালিকা
(ঘ) মলিনা
৬২. কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়? [দি.বো. ১০] (উত্তর: গ)
(ক) শিক্ষক
(খ) কবিরাজ
(গ) সন্তান
(ঘ) বন্ধু
৬৩. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? [ব.বো. ০১] (উত্তর: ক)
(ক) কৃতদার
(খ) জমিদার
(গ) সৎ
(ঘ) মহৎ
৬৪. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ? [চ.বো. ০৮] (উত্তর: ক)
(ক) ভিখারিনী
(খ) কাঙালিনী
(গ) গোয়ালিনী
(ঘ) নাপিতানী
৬৫. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? [কু.বো. ০৯; ঢা.বো. ০৩] (উত্তর: ক)
(ক) বিশেষণে
(খ) অব্যয়ে
(গ) সর্বনামে
(ঘ) বিশেষ্য
0 Comments:
Post a Comment