SSC প্রাণ কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

প্রাণ
রবীন্দ্রনাথ ঠাকুর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Kobita
Pran
MCQ
Question and Answer pdf download

১. কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন? (উত্তরঃ ঘ)
[ক] স্বর্গে
[খ] পৃথিবীতে
[গ] পুষ্পিত কাননে
[ঘ] মানুষের মাঝে

২. কবি মানব হৃদয়ে কীভাবে ঠাঁই পেতে চেয়েছেন? (উত্তরঃ খ)
[ক] ভালোবেসে
[খ] সৃষ্টির মাধ্যমে
[গ] ফুল ফুটিয়ে
[ঘ] সংগীতের সাহায্যে

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়;

৩. উদ্দীপকের বক্তব্যের সাথে ‘প্রাণ’ কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে যে বাক্যে, তা হলো - (উত্তরঃ ক)
i. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই

ii. মানবের সুখে-দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর আলয় !

iii. হাসি মুখে নিয়ে ফুল, তার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় \

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] iii
[গ] ii ও iii
[ঘ] i ও iii

৪. এরূপ সাদৃশ্যের কারণ কী? (উত্তরঃ ঘ)
[ক] জীবনের প্রতি আসক্তি
[খ] অকৃত্রিম মানবপ্রেম
[গ] জাগতিক সুখ ভোগ
[ঘ] সৃষ্টির আনন্দ উপভোগ

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘প্রাণ’ কবিতার অতিরিক্ত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? (উত্তরঃ খ)
[ক] ২২শে বৈশাখ ১২৬৮
[খ] ২৫শে বৈশাখ ১২৬৮
[গ] ২২শে শ্রাবণ
[ঘ] ২৫শে শ্রাবণ ১২৬৮

২. রবীন্দ্রনাথের জন্মস্থান কোনটি? (উত্তরঃ খ)
[ক] বীরভূম
[খ] কলকাতা
[গ] মালদহ
[ঘ] ত্রিপুরা

৩. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? (উত্তরঃ ক)
[ক] দেবেন্দ্রনাথ ঠাকুর
[খ] দ্বারকানাথ ঠাকুর
[গ] অবনীন্দ্রনাথ ঠাকুর
[ঘ] রথীন্দ্রনাথ ঠাকুর

৪. কখন রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার উন্মেষ ঘটে? (উত্তরঃ ক)
[ক] বাল্যকালে
[খ] কৈশোরে
[গ] যৌবনে
[ঘ] বৃদ্ধ বয়সে

৫. প্রিন্স দ্বারকনাথ ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কী ছিলেন? (উত্তরঃ গ)
[ক] পিতা
[খ] ভ্রাতা
[গ] পিতামহ
[ঘ] এ-পিতামহ

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? (উত্তরঃ ঘ)
[ক] সোনার তরী
[খ] ক্ষণিকা
[গ] গীতাঞ্জলি
[ঘ] বনফুল

৭. ‘বনফুল’ কাব্য প্রকাশের সময় রবীন্দ্রনাথের বয়স কত ছিল? (উত্তরঃ গ)
[ক] ১০
[খ] ১২
[গ] ১৫
[ঘ] ১৮

৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? (উত্তরঃ গ)
[ক] ১৯১১
[খ] ১৯১২
[গ] ১৯১৩
[ঘ] ১৯১৪

৯. কোন রচনার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান? (উত্তরঃ খ)
[ক] বনফুল
[খ] গীতাঞ্জলি
[গ] রক্তকরবী
[ঘ] বলাকা

১০. রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কোন তারিখে মৃত্যুবরণ করেন? (উত্তরঃ ঘ)
[ক] ২৫শে বৈশাখ ১২৪৮
[খ] ২২শে শ্রাবণ ১২৪৮
[গ] ২৫শে বৈশাখ ১৩৪৮
[ঘ] ২২শে শ্রাবণ ১৩৪৮

১১. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কত সালে? (উত্তরঃ ক)
[ক] ১৯৪১ সালে
[খ] ১৯৪৪ সালে
[গ] ১৯৪৭ সালে
[ঘ] ১৯৪৮ সালে

১২. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? (উত্তরঃ খ)
[ক] প্যারিসে
[খ] কলকাতায়
[গ] ঢাকায়
[ঘ] লন্ডনে

১৩. কত বছর বয়সে রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়ার জন্য বিদেশে পাঠানো হয়? (উত্তরঃ খ)
[ক] পনেরো বছর
[খ] সতেরো বছর
[গ] বিশ বছর
[ঘ] বাইশ বছর

১৪. ব্যারিস্টারি পড়ার জন্য রবীন্দ্রনাথকে কোথায় পাঠানো হয়? (উত্তরঃ গ)
[ক] আমেরিকায়
[খ] ফ্রান্সে
[গ] ইংল্যান্ডে
[ঘ] রাশিয়ায়

SSC প্রাণ কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫. ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে পাঠানোর কত বছরের মাথায় রবীন্দ্রনাথ দেশে ফিরে আসেন?
(উত্তরঃ খ)
[ক] এক বছর
[খ] দেড় বছর
[গ] দুই বছর
[ঘ] আড়াই বছর

১৬. ‘প্রাণ’ কবিতায় কবি কোনটি প্রত্যাশা করেন না? (উত্তরঃ খ)
[ক] জন্ম
[খ] মৃত্যু
[গ] পুনর্জন্ম
[ঘ] সৎকার

১৭. ‘প্রাণ’ কবিতার কবির চোখে এ ভুবন কেমন? (উত্তরঃ গ)
[ক] কুৎসিত
[খ] ব্যস্ত
[গ] সুন্দর
[ঘ] অলস

১৮. রবীন্দ্রনাথ কাদের মাঝে বাঁচতে চান? (উত্তরঃ ঘ)
[ক] শিশুদের মাঝে
[খ] কবিদের মাঝে
[গ] মৃতদের মাঝে
[ঘ] সব মানুষের মাঝে

১৯. কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত? (উত্তরঃ গ)
[ক] চাঁদের বুকে
[খ] শ্মশানে
[গ] পৃথিবীর বুকে
[ঘ] মহাবিশ্বে

২০. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী কোন দিনটিতে পালিত হয়? (উত্তরঃ খ)
[ক] ৭ই মার্চ
[খ] ৭ই মে
[গ] ৭ই জুন
[ঘ] ৭ই আগস্ট

২১. রবীন্দ্রনাথের পরিবারের নাম কী? (উত্তরঃ খ)
[ক] ভট্টাচার্য
[খ] ঠাকুর
[গ] গাঙ্গুলী
[ঘ] চৌধুরী

২২. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নামের আগে কোন বিশেষণটি রয়েছে? (উত্তরঃ ক)
[ক] প্রিন্স
[খ] স্যার
[গ] মহর্ষি
[ঘ] রাজর্ষি

২৩. কোন গ্রন্থের মাধ্যমে রবীন্দ্রনাথের কবিপ্রতিভার প্রথম উন্মেষ ঘটে? (উত্তরঃ গ)
[ক] গীতাঞ্জলি
[খ] সোনার তরী
[গ] বনফুল
[ঘ] বলাকা

২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (উত্তরঃ গ)
[ক] বিশ্বের প্রথম নোবেল বিজয়ী
[খ] এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী
[গ] এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী
[ঘ] বিশ্বের প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী

২৫. ‘প্রাণ’ কবিতার কবি কী রচনা করতে চান? (উত্তরঃ খ)
[ক] মৃতের নিবাস
[খ] অমর আলয়
[গ] পুষ্পিত কানন
[ঘ] বিরহের গান

২৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় অমর আলয় নির্মাণ করতে চান? (উত্তরঃ গ)
[ক] ধরার বুকে
[খ] স্বর্গে
[গ] মানবের মনে
[ঘ] শ্মশানে

২৭. রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের সুখে দুঃখে কী করতে চান? (উত্তরঃ খ)
[ক] মালা গাঁথতে চান
[খ] সংগীত রচনা করতে চান
[গ] দূরে থাকতে চান
[ঘ] নির্বিকার থাকতে চান

২৮. ‘প্রাণ’ কবিতায় অমরত্বের আকাক্সক্ষা প্রকাশিত হয়েছে কোন চরণে? (উত্তরঃ ক)
[ক] তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই
[খ] নবনব সংগীতের কুসুম ফুটাই
[গ] ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত
[ঘ] হাসি মুখে নিয়ো ফুল, তার পরে হায়

২৯. মানুষের জন্য ‘প্রাণ’ কবিতার কবি সকাল-বিকাল কী ফোটান? (উত্তরঃ ঘ)
[ক] বেদনার কুসুম
[খ] স্বপ্নের কুসুম
[গ] ইচ্ছের কুসুম
[ঘ] সংগীতের কুসুম

৩০. রবীন্দ্রনাথ তাঁর ফোটানো সংগীতের ফুল কীভাবে নিতে বলেছেন? (উত্তরঃ খ)
[ক] বিষণ্ণ মনে
[খ] প্রসন্ন মনে
[গ] বিরক্ত হয়ে
[ঘ] নির্বিকার চিত্তে

৩১. ‘প্রাণ’ কবিতায় শুকিয়ে যাওয়া ফুলকে কী করতে বলা হয়েছে? (উত্তরঃ ঘ)
[ক] খোঁপায় গাঁথতে বলা হয়েছে
[খ] বইয়ের ভাঁজে রাখতে বলা হয়েছে
[গ] পানিতে ভিজিয়ে রাখতে বলা হয়েছে
[ঘ] ফেলে দিতে বলা হয়েছে

৩২. পৃথিবীতে প্রাণের খেলা কেমন? (উত্তরঃ খ)
[ক] চিরনিস্তব্ধ
[খ] চিরতরঙ্গিত
[গ] চিরঅশ্রুহীন
[ঘ] চিরঅশ্রুময়

৩৩. ‘জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা কবে।’
কবিতাংশটির বিপরীত ভাব রয়েছে কোন কবিতায়?
(উত্তরঃ গ)
[ক] সেইদিন এই মাঠ
[খ] আমার পরিচয়
[গ] প্রাণ
[ঘ] আমার সন্তান

৩৪. ‘প্রাণ’ কবিতার কবি কী দিয়ে অমর আলয় রচনা করতে চান? (উত্তরঃ গ)
[ক] স্বপ্ন
[খ] ইট-পাথর
[গ] সৃষ্টিকর্ম
[ঘ] মৃত্যু

৩৫. ‘প্রাণ’ কবিতায় কবি কখন ফুল ফেলে দিতে বলেছেন? (উত্তরঃ ঘ)
[ক] পরিপূর্ণরূপে ফুটলে
[খ] সুবাস না ছড়ালে
[গ] সুবাস ছড়ালে
[ঘ] শুকিয়ে গেলে

৩৬. ‘প্রাণ’ কবিতার কবির প্রত্যাশা কী? (উত্তরঃ খ)
[ক] শান্তিতে থাকা
[খ] মানুষের মনে স্থান পাওয়া
[গ] সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা
[ঘ] জ্ঞানের আলো ছড়ানো

৩৭. ‘প্রাণ’ কবিতায় পৃথিবীকে কোন বিশেষণে অভিহিত করা হয়েছে? (উত্তরঃ খ)
[ক] অমর আলয়
[খ] পুষ্পিত কানন
[গ] সংগীতের কুসুম
[ঘ] জীবন্ত হৃদয়

৩৮. ‘প্রাণ’ কবিতায় কোনটি লক্ষণীয়? (উত্তরঃ ক)
[ক] অমরত্বের আকাক্সক্ষা
[খ] স্বর্গের বাসনা
[গ] নরকের ভীতি
[ঘ] মর্ত্যরে ভীতি

৩৯. ‘প্রাণ’ কবিতায় ‘ফুল’ বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে? (উত্তরঃ গ)
[ক] সদিচ্ছা
[খ] দোষ-ত্রুটি
[গ] সৃষ্টিকর্ম
[ঘ] জীবন

৪০. ‘প্রাণ’ কবিতার কবির সৃষ্টিকর্ম কাদের জন্য? (উত্তরঃ ঘ)
[ক] জ্ঞানীদের জন্য
[খ] শিশুদের জন্য
[গ] কবিদের জন্য
[ঘ] সকল মানুষের জন্য

৪১. ‘প্রাণ’ কবিতার কবির সংগীত রচনার উদ্দেশ্য কী? (উত্তরঃ খ)
[ক] জাগতিক শান্তি লাভ করা
[খ] মানবমনে অমরত্ব লাভ করা
[গ] স্বর্গসুখ লাভ করা
[ঘ] শিশুদের সংগীতের প্রতি আগ্রহী করা

৪২. ‘প্রাণ’ কবিতার কবি কেমন হৃদয়ে স্থান পেতে চান? (উত্তরঃ খ)
[ক] মৃত হৃদয়
[খ] জীবন্ত হৃদয়
[গ] কলুষিত হৃদয়
[ঘ] বিষণ্ণ হৃদয়

৪৩. ‘আমায় ডেকো না- ফেরানো যাবে না’- এর বিপরীত ভাবপ্রকাশক বাক্য কোনটি? (উত্তরঃ ঘ)
[ক] অন্ধ গেলে কী আর হবে বোন?
[খ] আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
[গ] আর কি হবে দেখা?
[ঘ] তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই

৪৪. ‘মরিতে চাহিনা আমি’- কবির এ বাসনার কারণ কী? (উত্তরঃ খ)
[ক] মৃত্যুকে ভয় পান বলে
[খ] পৃথিবীকে ভালোবাসেন বলে
[গ] অমৃতের সন্ধান পেয়েছেন বলে
[ঘ] পুনর্জন্মে বিশ্বাসী নন বলে

৪৫. ‘মরণরে তুঁহু মম শ্যাম সমান’- উদ্ধৃত অংশটির বিপরীত ভাব ধারণ করেছে কোন কবিতাটি? (উত্তরঃ গ)
[ক] সেইদিন এই মাঠ
[খ] মানুষ
[গ] প্রাণ
[ঘ] জীবন-সঙ্গীত

৪৬. ‘তোমরা তুলিবে বলে সকাল বিকাল’- বাক্যটিতে কিসের প্রত্যাশা প্রকাশিত হয়েছে? (উত্তরঃ খ)
[ক] অমরত্ব লাভের
[খ] সৃষ্টিকর্মের সমাদর লাভের
[গ] মানুষের শ্রদ্ধা লাভের
[ঘ] অর্থনৈতিক লাভের

৪৭. ‘সূর্য করে’ শব্দটির অর্থ কী? (উত্তরঃ খ)
[ক] সূর্যের বাহুতে
[খ] সূর্যের আলোতে
[গ] সূর্যের স্নেহে
[ঘ] সূর্যের উত্তাপে

৪৮. ‘চিরতরঙ্গিত’ শব্দের অর্থ কী? (উত্তরঃ ক)
[ক] সদা বহমান
[খ] সদা ক্রন্দনরত
[গ] সদা হাস্যোজ্জ্বল
[ঘ] সদা উৎসবমুখর

৪৯. ‘লভি’ বলতে ‘প্রাণ’ কবিতায় কী নির্দেশ করা হয়েছে? (উত্তরঃ খ)
[ক] বঞ্চিত হই
[খ] লভি কার
[গ] লাঞ্ছিত হই
[ঘ] সংকল্পবদ্ধ হই

৫০. ‘অমর আলয়’- কথাটি ‘প্রাণ’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? (উত্তরঃ গ)
[ক] অমর নিবাস অর্থে
[খ] অমর জীবন অর্থে
[গ] অমর সৃষ্টি অর্থে
[ঘ] অমর বিরহ অর্থে

৫১. রবীন্দ্রনাথ মানুষের বিচিত্র অনুভবকে কিসের মাঝে প্রাণময় করে তুলতে চেয়েছেন? (উত্তরঃ খ)
[ক] তাঁর জীবনের মাঝে
[খ] তাঁর সৃষ্টির মাঝে
[গ] তাঁর বেদনার মাঝে
[ঘ] তাঁর মরণের মাঝে

৫২. রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মগুলোকে তিনি ‘প্রাণ’ কবিতায় কী বলে অভিহিত করেছেন? (উত্তরঃ ক)
[ক] কুসুম
[খ] অমৃত
[গ] সূর্যকর
[ঘ] কানন

৫৩. ‘প্রাণ’ কবিতার কবি কিসের মায়ায় আকৃষ্ট? (উত্তরঃ খ)
[ক] অর্থের মায়ায়
[খ] পৃথিবীর মায়ায়
[গ] স্বর্গের মায়ায়
[ঘ] সুখের মায়ায়

৫৪. ‘প্রাণ’ কবিতার কবি সকলের মনজয়ী রচনা সৃষ্টি করতে চান কেন? (উত্তরঃ খ)
[ক] আর্থিক লাভের আশায়
[খ] সবার মনে ঠাঁই পেতে
[গ] নোবেল পুরস্কার লাভ করতে
[ঘ] মানসিক প্রশান্তি লাভ করতে
বহুপদী সমাপ্তিসূচক

৫৫. রবীন্দ্রনাথের প্রতিভার স্বাক্ষর মেলে-
i. সাহিত্যে
ii. দর্শনে
iii. সংগীতে

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ঘ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. ‘প্রাণ’ কবিতার কবির প্রত্যাশা-
i. অমরত্ব
ii. পাঠক সমাদর
iii. সহজ মৃত্যু

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. ‘প্রাণ’ কবিতার কবি রচনা করতে চান-
i. অমর আলয় ii. সুখের স্বর্গ
iii. নব নব সংগীত

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. ‘প্রাণ’ কবিতার কবির মাঝে লক্ষ করা যায়-
i. বিত্তবান হওয়ার আকাক্সক্ষা ii. মর্ত্যপ্রীতি
iii. কীর্তিমান হওয়ার বাসনা

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. প্রাণ কবিতার কবি এমন রচনা সৃষ্টি করতে চান যা হবে-
i. মানুষের বিচিত্র অনুভূতির প্রতিচ্ছবি
ii. মানুষের মনজয়ী iii. কালজয়ী

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ঘ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. পৃথিবীর মানুষের সুখ-দুঃখ যার সৃষ্টিতে ঠিকভাবে ঠাঁই পায় তিনি হন-
i. পাঠকের মনে অমর ii. পাঠকের মনজয়ী
iii. পাঠকের কাছে অনাদৃত

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. পৃথিবীতে প্রাণের খেলা-
i. হাসি-কান্নার সমষ্টি ii. সাময়িক
iii. চির প্রবহমান

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. তা যদি না পারি, তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
কবিতাংশে প্রকাশ পেয়েছে-
i. সংশয় ii. অমরত্বের আকাক্সক্ষা
iii. পাঠকপ্রিয়তার বাসনা

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. ‘প্রাণ’ কবিতার কবির অমরত্বের প্রত্যাশার কারণ-
i. পৃথিবীর সৌন্দর্যের প্রতি মুগ্ধতা
ii. পাঠকের হৃদয়ে স্থায়ী আসন গড়ার আকাক্সক্ষা
iii. পুনর্জন্মের প্রতি অবিশ্বাস

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. ‘প্রাণ’ কবিতার বিপরীত ভাব ধারণকারী চরণ হলো-
i. জন্মিলে মরিতে হবে
ii. মরণরে তুঁহু মম শ্যাম সমান
iii. রেখো মা দাসেরে মনে

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক

নিচের উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘মরণরে তুঁহু মম শ্যাম সমান’

৬৫. উদ্দীপক কবিতাংশটির বিপরীত ভাব প্রকাশ পেয়েছে ‘প্রাণ’ কবিতার যে চরণে-
i. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
ii. ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত
iii. মানবের মাঝে আমি বাঁচিবারে চাই

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. উদ্দীপকের ‘চরণ’ এবং ‘প্রাণ’ কবিতার ভাবগত অমিল কিসে? (উত্তরঃ খ)
[ক] প্রকৃতিপ্রেমে
[খ] মর্ত্যপ্রীতিতে
[গ] ঈশ্বরভক্তিতে
[ঘ] দেশবন্দনায়

নিচের উদ্দীপকটি পড়ে ৬৭-৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাজী মুহম্মদ মহসীন একজন মহান হৃদয়ের অধিকারী ব্যক্তি ছিলেন। প্রচুর অর্থ বিত্তের মালিক হলেও নিজের সুখের জন্য সেগুলো ব্যয় করেননি তিনি। বরং মানবসেবায় সমস্তই বিলিয়ে দিয়েছেন অকাতরে। এ কারণেই তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।

৬৭. উদ্দীপকের বক্তব্য নিচের কোন রচনার বক্তব্যকে সমর্থন করে? (উত্তরঃ ঘ)
[ক] আমার সন্তান
[খ] সেইদিন এই মাঠ
[গ] সাহসী জননী বাংলা
[ঘ] প্রাণ

৬৮. উক্ত কবিতার কবির সাথে উদ্দীপকের হাজী মুহম্মদ মহসীনের মিল-
i. মর্ত্যপ্রীতিতে
ii. মহৎ দৃষ্টিভঙ্গি পোষণে
iii. শুভকর্মে আত্মনিয়োগে

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. হাজী মুহম্মদ মহসীনের কীর্তি ‘প্রাণ’ কবিতায় উল্লিখিত যেটির সাথে তুলনীয়-
i. পুষ্পিত কানন
ii. সংগীত
iii. কুসুম

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অবৈধ ব্যবসার কারণে শিকদার চৌধুরীর ছিল অনেক শত্রু। নিজের জীবনকে নিরাপদ রাখার জন্য সে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আজও বড়লিয়া গ্রামের মানুষজন তার নাম শুনে আঁতকে ওঠে।

৭০. ‘প্রাণ’ কবিতায় উল্লিখিত কোন বিষয়টি উদ্দীপকে পাওয়া যায়? (উত্তরঃ ক)
[ক] মর্ত্যপ্রীতি
[খ] অমরত্বের বাসনা
[গ] মহৎ চেতনা
[ঘ] অমরত্বের সাধনা

৭১. উদ্দীপকের শিকদার চৌধুরী এবং ‘প্রাণ’ কবিতার কবি দুজনকেই মানুষ মনের রাখলেও তফাৎ হলো-
i. সৃষ্টিকর্মে
ii. চেতনায়
iii. মানুষের প্রতিক্রিয়ায়

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ঘ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
চিত্রকলার ইতিহাসে মাইকেল এঞ্জেলো মহান একজন ব্যক্তিত্ব। অসম্ভব প্রতিভাবান ও সৃষ্টিশীল মানুষ হলেও জীবদ্দশায় তিনি তাঁর ছবির জন্য মানুষের কাছে যথাযোগ্য সমাদর পাননি। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য।

৭২. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি ‘প্রাণ’ কবিতার কোন চরণটির বিপরীত ভাব প্রকাশক? (উত্তরঃ খ)
[ক] মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
[খ] তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই
[গ] ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
[ঘ] যদি গো রচিতে পারি অমর আলয়

৭৩. ‘প্রাণ’ কবিতার কবির সাথে উদ্দীপকের মাইকেল এঞ্জেলোর মিল-
i. অমরত্ব লাভে
ii. মহৎ সৃষ্টিকর্মের উদ্যোগে
iii. পৃথিবীর মায়ার প্রতি আকর্ষণে

নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide