SSC পয়লা বৈশাখ গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

পয়লা বৈশাখ
কবীর চৌধুরী

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Pahela Baishakh
Poyla Boishakh
MCQ
Question and Answer pdf download

লেখক পরিচিতি:
নাম: কবীর চৌধুরী
জন্ম তারিখ: ১৯২৩ সালের ৯ই ফেব্রুয়ারি।
জন্মস্থান: ব্রাহ্মণবাড়িয়া।
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 
পেশা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
সাহিত্য: তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক।
উল্লেখযোগ্য রচনা: ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্য কোষ, স্তঁদাল থেকে প্রস্তু, পুশকিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, ছবি কথা সুর ইত্যাদি।
পুরস্কার ও সম্মাননা: বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।
উপাধি: জাতীয় অধ্যাপক।
মৃত্যু: ২০১১ সালের ১৩ই ডিসেম্বর।


নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
পয়লা বৈশাখ গল্পের পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন?
 ক. নওরোজ✓
 খ. জাতীয় উৎসব 
 গ. অনন্য উৎসব
 ঘ. বর্ষবরণ উৎসব

২. নববর্ষ উদ্যাপনের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?
 ক. উগ্র জাতীয়তা
 খ. ঐক্যবোধ✓
 গ. বহুমুখী ভাবনা
 ঘ. সাংস্কৃতিক ভিন্নতা

৩. বিশ শতকের প্রথমার্ধে নববর্ষ উদ্যাপন অবলম্বন করে জাতীয়তাবাদী চেতনার সঙ্গে কোন্ চেতনা যুক্ত হয়েছিল? 
 i. সাম্রাজ্যবাদবিরোধী চেতনা
 ii. নয়া উপনিবেশবাদ চেতনা
 iii. ধর্মবিরোধী চেতনা

 নিচের কোনটি সঠিক?
 ক. i✓
 খ. ii
 গ. iii
 ঘ. i ও iii

উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও:
 ‘বাংলার হিন্দু
 বাংলার বৌদ্ধ
 বাংলার খ্রিস্টান
 বাংলার মুসলমান
 আমরা সবাই বাঙালি’
 
৪. উদ্ধৃতাংশে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে বিধৃত দিকটি হলো -
 ক. বাংলাদেশি জাতীয়তা
 খ. বাঙালি জাতীয়তা 
 গ. অসাম্প্রদায়িকতা✓
 ঘ. কল্যাণ

৫. উদ্দীপকে প্রতিফলিত ভাবের সাথে নিচের কোনটির সামঞ্জস্য রয়েছে?
 ক. সিরাজদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু-মুসলমান উভয়কে। ✓
 খ. ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোতে নববর্ষ পালনের মাধ্যমে জনগণের মধ্যে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল।
 গ. নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, অন্যতম জাতীয় উৎসব।
 ঘ. সামাজিক প্রকৌশলীদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাত্রিকতা যোগ করতে হবে।

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
পয়লা বৈশাখ গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ‘পয়লা বৈশাখ’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
 ক. বাংলাদেশের উৎসব: নববর্ষ✓
 খ. আমাদের সংস্কৃতি
 গ. নববর্ষ কী ও কেন
 ঘ. বাঙালির প্রাণের উৎসব

২. ‘পয়লা বৈশাখ’ রচনাটি কার লেখা?
 ক. হুমায়ুন আজাদ খ. আনিসুজ্জামান
 গ. আহমদ ছফা ঘ. কবীর চৌধুরী✓

৩. কবীর চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
 ক. ১৯১৩
 খ. ১৯২৩✓
 গ. ১৯৩৩
 ঘ. ১৯২০

৪. কবীর চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
 ক. কুমিল্লা
 খ. ময়মনসিংহ
 গ. ব্রাহ্মণবাড়িয়া✓
 ঘ. রাজবাড়ী

৫. কবীর চৌধুরীর পিতার নাম কী?
 ক. আবদুল হালিম চৌধুরী✓
 খ. আফজাল বারী
 গ. জগলুল পাশা
 ঘ. জহিরুদ্দীন চৌধুরী

৬. কবীর চৌধুরীর মায়ের নাম কী?
 ক. শরীফা বেগম
 খ. আফিয়া বেগম✓
 গ. নাসরীন বেগম
 ঘ. সুরাইয়া বেগম

৭. কবীর চৌধুরী কত সালে প্রবেশিকা পাস করেন?
 ক. ১৯৩৮✓
 খ. ১৯৪২
 গ. ১৯৪০
 ঘ. ১৯৪৫

৮. কবীর চৌধুরী কোন স্কুল থেকে প্রবেশিকা পাস করেন?
 ক. রেসিডেনসিয়াল মডেল স্কুল
 খ. শেরে বাংলা উচ্চ বিদ্যালয়
 গ. ঢাকা কলেজিয়েট স্কুল✓
 ঘ. ঢাকা মুসলিম উচ্চ বিদ্যালয়

৯. কবীর চৌধুরী কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
 ক. ১৯৪৩✓
 খ. ১৯৪৫
 গ. ১৯৪৬
 ঘ. ১৯৪৮

১০. কবীর চৌধুরী কত সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
 ক. ১৯৪৫
 খ. ১৯৪৪✓
 গ. ১৯৪০
 ঘ. ১৯৪৬

SSC পয়লা বৈশাখ গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১. কবীর চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?
 ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
 খ. ঢাকা বিশ্ববিদ্যালয়✓
 গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
 ঘ. যাদবপুর বিশ্ববিদ্যালয়

১২. কবীর চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?
 ক. ক্যালিফোর্নিয়া ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়✓
 খ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
 গ. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
 ঘ. আলীগড় বিশ্ববিদ্যালয়

১৩. কবীর চৌধুরীর কর্মজীবন শেষ হয় কীভাবে?
 ক. সাহিত্যচর্চা করে
 খ. চাকরি ও অধ্যাপনা করে✓
 গ. গবেষণা করে
 ঘ. সামাজিক কাজ করে

১৪. কবির চৌধুরী কী হিসেবে অবসর গ্রহণ করেন?
 ক. কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
 খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
 গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
 ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে✓

১৫. কবীর চৌধুরী কী উপাধিতে ভূষিত হন?
 ক. জাতীয় অধ্যাপক✓
 খ. শ্রেষ্ঠ শিক্ষাবিদ
 গ. সমাজ চিন্তাবিদ
 ঘ. মহান দার্শনিক

১৬. কবীর চৌধুরী কী হিসেবে খ্যাতি অর্জন করেন?
 ক. নাগরিক প্রতিনিধি
 খ. পেশাজীবী প্রতিনিধি
 গ. শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক✓
 ঘ. অধ্যাপক ও সুবক্তা

১৭. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ কার লেখা গ্রন্থ?
 ক. সৈয়দ শামসুল হক
 খ. হুমায়ুন আজাদ
 গ. কবীর চৌধুরী✓
 ঘ. জাহানারা ইমাম

১৮. কবীর চৌধুরী কত সালে মৃত্যুবরণ?
 ক. ২০০৮
 খ. ২০১১✓
 গ. ২০১৩
 ঘ. ২০১৫

১৯. ‘রিং আউট দি ওল্ড রিং ইন দি নিউ,’ কবিতাটি কোন কবির লেখা?
 ক. কীটস
 খ. টেনিসন✓
 গ. বায়রন
 ঘ. মিল্টন

২০. টেনিসনের সাথে রবীন্দ্রনাথের কোন রচনার মিল লক্ষ করা যায়?
 ক. বরিষ ধরা মাঝে শান্তির কবি
 খ. মরিতে চাইনা আমি সুন্দর ভুবনে
 গ. এসো, এসো, এসো হে বৈশাখ✓
 ঘ. তুমি সন্ধ্যার মেঘমালা
 
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

২১. বাঙালির অন্যতম জাতীয় উৎস কোনটি?
 ক. ঈদ
 খ. পয়লা বৈশাখ✓
 গ. দুর্গাপূজা
 ঘ. শবেবরাত

২২. বাঙালির জীবনে অন্যান্য দিনের তুলনায় গৌরবমণ্ডিত হয়ে ওঠে কোন দিন?
 ক. জন্মাষ্টমী
 খ. ভাষা দিবস
 গ. বিজয় দিবস
 ঘ. পয়লা বৈশাখ✓

২৩. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
 ক. আবুল ফজল✓
 খ. তানসেন
 গ. বীরবল
 ঘ. ফেরদৌসি

২৪. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কখন রচিত হয়?
 ক. সাড়ে তিনশত বছর আগে✓
 খ. চারশত বছর আগে
 গ. সাড়ে চার শত বছর আগে
 ঘ. পাঁচশত বছর আগে

২৫. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে নবববর্ষকে কী বলা হয়েছে?
 ক. পয়লা বৈশাখ
 খ. নওরোজ✓
 গ. নিউ ইয়ার
 ঘ. হালখাতা

২৬. প্রাচীন সমাজে নববর্ষের উৎসবে মানুষ কীভাবে যোগ দিত?
 ক. উৎসাহের সাথে✓
 খ. বাধ্য হয়ে
 গ. পারিবারিকভাবে
 ঘ. বিষণ্ণ মনে

২৭. এদেশের মানুষের মনে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কখন?
 ক. ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে✓
 খ. উনবিংশ শতাব্দীর মাঝামাঝি
 গ. বিংশ শতাব্দীর শুরুতে
 ঘ. বিংশ শতাব্দীর শেষে

২৮. বাঙালির সাথে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কীভাবে?
 ক. নববর্ষ পালনের মধ্য দিয়ে✓
 খ. হালখাতা অনুষ্ঠানের মধ্য দিয়ে
 গ. নবান্ন উৎসবের মধ্য দিয়ে
 ঘ. মেলায় যাওয়ার মধ্য দিয়ে

২৯. ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কত সালে?
 ক. ১৯৫২
 খ. ১৯৪৭✓
 গ. ১৯৪৮
 ঘ. ১৯৫০

৩০. পূর্ব পাকিস্তানে নববর্ষ উদ্যাপনকে পাকিস্তানি শাসকবর্গ কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছে?
 ক. ইতিবাচক
 খ. উৎসাহব্যঞ্জক
 গ. ন্যক্কারজনক✓
 ঘ. নির্লিপ্ত
Share:

1 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide