৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অভাগীর স্বর্গ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Golpo
Ovagir Shorgo
MCQ
Question and Answer pdf download
লেখক পরিচিতি:
নাম: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
জন্ম তারিখ: ১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর।
জন্মস্থান: পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম।
শিক্ষা: আর্থিক সংকটের কারণে এফ.এ শ্রেণিতে পড়ার সময় ছাত্রজীবনের অবসান ঘটে।
ব্যক্তিজীবন: কৈশোরে অস্থির স্বভাবের কারণে তিনি কিছুদিন ভবঘুরে জীবনযাপন করেন। ১৯০৩ সালে ভাগ্যের অন্বেষণে বার্মা (বর্তমান মিয়ানমার) যান এবং রেঙ্গুনে (বর্তমান ইয়াংগুন) অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। এখানেই তাঁর সাহিত্যসাধনার শুরু হয়।
সাহিত্যিক পরিচয়: মূল পরিচয় কথাসাহিত্যিক হিসেবে। উপন্যাস ও গল্প রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় ঔপন্যাসিক।
উল্লেখযোগ্য রচনা;উপন্যাস: বিরাজ বৌ, দেবদাস, পরিণীতা, পল্লিসমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবী, শেষ প্রশ্ন।
গল্পগ্রন্থ: বড়দিদি, রামের সুমতি, বিন্দুর ছেলে, মেজদিদি, পণ্ডিতমশাই, ছবি।
পুরস্কার: ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট উপাধি লাভ ক৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্ররেন।
মৃত্যু: ১৯৩৮ খ্রিষ্টাব্দের ১৬ই জানুয়ারি কলকাতায়।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
অভাগীর স্বর্গ গল্পের পাঠ্যবইয়েরবহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত?
ক. শঙ্খ
খ. গরুড়✓
গ. গড়াই
ঘ. পদ্মা
২. রসিক বেল গাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল?
ক. অভাগীর শবদাহ✓
খ. ঘরবাড়ি তৈরি
গ. রান্নার কাঠ সংগ্রহ
ঘ. কাঙালীর জন্য
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
তর্করত্ন কহিলেন ধার নিবি শুধবি কীভাবে? গফুর বলিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না।
৩. তর্করত্ন অভাগীর স্বর্গ গল্পের কোন্ চরিত্রের প্রতিনিধি?
ক. ঠাকুর দাস মুখুয্যে
খ. রসিক দুলে
গ. দারোয়ানজী
ঘ. অধর✓
৪. এই প্রতিনিধিত্বের কারণ হলো -
i. উভয়েই জমিদারের প্রতিনিধি
ii. জমিদারের গোমস্তা
iii. জমিদার ও ব্রাহ্মণ
নিচের কোনটি সঠিক?
ক. i✓
খ. ii
গ. iii
ঘ. ii ও iii
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
অভাগীর স্বর্গ গল্পেরবাছাইকৃত
বহুনির্বাচনি
প্রশ্ন ও উত্তর
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক. বিহারে
খ. হুগলিতে✓
গ. মেদিনীপুরে
ঘ. কলকাতায়
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৬ খ্রিষ্টাব্দে✓
খ. ১৮৭৭ খ্রিষ্টাব্দে
গ. ১৮৭৮ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৭৯ খ্রিষ্টাব্দে
৩. এফ.এ. শ্রেণিতে পড়ার সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছাত্রজীবনের অবসান ঘটে কেন?
ক. শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হওয়ায়
খ. ভবঘুরে হয়ে এলাকা ত্যাগ করায়
গ. আর্থিক সংকটের কারণে✓
ঘ. পরীক্ষায় ফেল করার কারণে
৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ভাগ্যের সন্ধানে বার্মা গমন করেন?
ক. ১৯০১ সালে
খ. ১৯০২ সালে
গ. ১৯০৩ সালে✓
ঘ. ১৯০৪ সালে
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কোন পদে চাকরী করেন?
ক. সহকারী জেনারেল পদে
খ. ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে
গ. অ্যাকাউন্টস অফিসার পদে
ঘ. কেরানি পদে✓
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বার্মা থেকে কলকাতায় ফিরে আসেন কত সালে?
ক. ১৯১৪ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯১৬ সালে✓
ঘ. ১৯১৭ সালে
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগত্তারিণী পদক লাভ করেন?
ক. ১৯২০ সালে✓
খ. ১৯২১ সালে
গ. ১৯২২ সালে
ঘ. ১৯২৩ সালে
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৬ সালে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়✓
গ. কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়
ঘ. আলীগড় বিশ্ববিদ্যালয়
৯. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গ্রন্থ?
ক. শেষ প্রশ্ন✓
খ. শেষ লেখা
গ. শেষের কবিতা
ঘ. মানসী
১০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২০ সালে
খ. ১৯৩৬ সালে
গ. ১৯৩৮ সালে✓
ঘ. ১৯৪০ সালে
১১. ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী কয়দিনের জ্বরে মারা গেলেন?
ক. তিন দিনের জ্বরে
খ. পাঁচ দিনের জ্বরে
গ. সাত দিনের জ্বরে✓
ঘ. নয় দিনের জ্বরে
১২. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত ঠাকুরদাস মুখুয্যের কয় ছেলে?
ক. এক ছেলে
খ. দুই ছেলে
গ. তিন ছেলে
ঘ. চার ছেলে✓
১৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় কিসের কারবার করে সম্পদশালী হয়েছেন?
ক. ধানের কারবার✓
খ. পাটের কারবার
গ. সবজির কারবার
ঘ. গমের কারবার
১৪. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হলো কেন?
ক. এই মৃত্যুতে সবাই খুশি হয়েছিল বলে
খ. অনেক লোকের সমাগম হওয়ায়✓
গ. মৃত ব্যক্তি খারাপ লোক ছিল বলে
ঘ. মৃত্যুশোক শক্তিতে পরিণত হয়েছিল বলে
১৫. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর মৃত্যুর পর লাশের পায়ে আলতা পরিয়ে দিয়েছিল কারা?
ক. ছেলেরা
খ. মেয়েরা✓
গ. ছেলের বৌ
ঘ. কাজের মেয়ে
অভাগীর স্বর্গ সম্পূর্ণ গল্পটি শুনতে নিচের ভিডিওটি দেখুন।
১৬. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রায় দূর থেকে কে সঙ্গী হলো?
ক. কাঙালী
খ. অভাগী✓
গ. রাখালের মা
ঘ. রাখাল
১৭. শবযাত্রার সঙ্গী হওয়ার সময় অভাগীর আঁচলে কী বাঁধা ছিল?
ক. করলা
খ. বেগুন✓
গ. কাকরোল
ঘ. টাকা
১৮. কাঙালীর মা শবযাত্রার পেছন পেছন কোথায় গেল?
ক. ঠাকুরদাস মুখুয্যের বাড়ি
খ. নদীর ঘাটে
গ. শ্মশানঘাটে✓
ঘ. হাটে
১৯. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত শ্মশানঘাট কোন নদীর তীরে অবস্থিত?
ক. হুগলী নদী
খ. পদ্মা নদী
গ. গরুড় নদী✓
ঘ. ব্রহ্মপুত্র নদী
২০. উত্তম ছোট জাতের হওয়ায় ব্রাহ্মণদের কোনো অনুষ্ঠানে তাকে দূর থেকে দেখতে হয়। উত্তমের সাথে ‘অভাগীর স্বর্গ’ গল্পের কার মিল রয়েছে?
ক. কাঙালীর মা✓
খ. ঠাকুরদাস মুখুয্যে
গ. অধর
ঘ. দারোয়ানজী
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
২১. কাঙালীর মা শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের কাছে যেতে পারল না কেন?
ক. স্বামী পরিত্যক্তা হওয়ায়
খ. শারীরিকভাবে অসুস্থ থাকায়
গ. স্নান না করায়
ঘ. ছোট জাতের হওয়ায়✓
২২. শ্মশানঘাটে চিতার ওপর শব স্থাপন করা হলে কী দেখে কাঙালীর মায়ের চোখ জুড়িয়ে গেল?
ক. আলতারাঙা পা দেখে✓
খ. চিতার ব্যাপ্তি দেখে
গ. চিতার সৌন্দর্য দেখে
ঘ. পুরোহিতের মন্ত্রপাঠ দেখে
২৩. অভাগী মৃত্যুর পর কার হাতের আগুন পাওয়ার আকাক্সক্ষা করে?
ক. রসিক বাঘের
খ. কাঙালীর✓
গ. অধরের
ঘ. ঠাকুরদাস মুখুয্যের
২৪. কাঙালীর মা চিতার ধোঁয়ার মধ্যে কী দেখতে পেল?
ক. শিবের ধনুক
খ. ছোট একটা রথ✓
গ. স্বর্গের ছায়া
ঘ. প্রকাণ্ড এক দেবদূত
২৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে বর্ণিত কাঙালীর বয়স কত?
ক. আট-নয় বছর
খ. দশ-এগারো বছর
গ. বার-তেরো বছর
ঘ. চৌদ্দ-পনেরো বছর✓
২৬. বামুন মা রথে চড়ে কোথায় যাচ্ছে বলে অভাগী মনে করে?
ক. শ্বশুরবাড়ি
খ. স্বর্গে✓
গ. নরকে
ঘ. ভিনদেশে
২৭. অভাগী শ্মশানঘাটে কাঙালীর কথায় লজ্জা পেল কেন?
ক. বামুন গিন্নির শব দেখতে আসায়
খ. পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে অশ্রুপাত করায়✓
গ. ভাত রান্না না করায়
ঘ. আঁচলে বেগুন নিয়ে শব দর্শন করায়
২৮. শ্মশানঘাটে কাঙালীর কথায় অভাগী মুহূর্তে চোখ মুছে হাসার চেষ্টা করল কেন?
ক. ছেলের কাছে সত্য লুকানোর জন্য
খ. অপমানিত হওয়ার ভয়ে
গ. ছেলের অকল্যাণের আশঙ্কায়✓
ঘ. কাঙালীর কাছে ভালো সাজার জন্য
২৯. ‘শ্মশান সৎকারের শেষটুকু আর তার ভাগ্যে ঘটিল না’ ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর ক্ষেত্রে এমন হলো কেন?
ক. সৎকার শেষ হওয়ার আগেই শ্মশান থেকে চলে আসায়✓
খ. ছোট জাত বলে তাড়িয়ে দেয়ায়
গ. শ্মশান থেকে অনেক দূরে অবস্থান করায়
ঘ. চোখে ধোঁয়া লেগে না দেখতে পাওয়ায়
৩০. অভাগীর বাবা মেয়ের নাম ‘অভাগী’ রেখেছিল কেন?
ক. মেয়ে হয়ে জন্মানোয়
খ. জন্মের সময় মা মারা যাওয়ায়✓
গ. জন্মের পর সংসারে অভাব বৃদ্ধি পাওয়ায়
ঘ. জন্ম থেকে অসুস্থ হওয়ায়
Tnx
ReplyDelete