নাম: সৈয়দ ওয়ালীউল্লাহ।
জন্ম ও জন্মস্থান: ১৯২০ (মতান্তরে ১৯২২) সালের ১৫ই আগস্ট; চট্টগ্রামের ষোলশহর।
পারিবারিক পরিচয়: পিতার নাম সৈয়দ আহমাদউল্লাহ সরকারি কর্মকর্তা ছিলেন। মায়ের নাম নাসিম আরা খাতুন। তিনি ছিলেন উচ্চশিক্ষিতা ও সংস্কৃতিমনা।
শিক্ষা ও পেশা: ১৯৩৯ সালে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৪১ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ডিস্টিঙ্কশনসহ বিএ ডিগ্রি পাস করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ ক্লাস পর্যন্ত অধ্যয়ন করেন। পেশাগত জীবনের শুরু ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে। কিছুদিন কাজ করেছেন বেতারে, তারপর তৎকালীন পাকিস্তান দূতাবাসে। সর্বশেষ কাজ করেছেন ইউনেস্কো সদর দপ্তরে।
বিশেষ অবদান: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে প্যারিসে থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: প্রথম গল্পগ্রন্থ: ‘নয়নচারা’ (১৯৪৫)।
পরবর্তী গল্পগ্রন্থ: ‘দুই তীর ও অন্যান্য গল্প’ (১৯৬৫)।
উপন্যাস: ‘লালসালু’ (১৯৪৯), ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪), ‘কাঁদো নদী কাঁদো’ (১৯৬৮)।
নাটক: ‘বহিপীর’ (১৯৬০), ‘সুড়ঙ্গ’ (১৯৬৪), ‘তরঙ্গভঙ্গ’ (১৯৬৫)।
পুরস্কার ও সম্মাননা: সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ‘পিইএন পুরস্কার’ (১৯৫৫), ‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৬১), ‘আদমজী পুরস্কার’ (১৯৬৫) ও ‘একুশে পদক’ (মরণোত্তর, ১৯৮৪) লাভ করেন।
মৃত্যু: ১৯৭১ সালের ১০ই অক্টোবর প্যারিসে।
নাটক
বহিপীর
প্রশ্ন-উত্তর লিংক নিম্নরুপ
নবম-দশম শ্রেণি বাংলা সহপাঠ
গাইড
বহিপীর নাটকের
নবম-দশম শ্রেণি বাংলা সহপাঠ
গাইড
বহিপীর নাটকের
নবম-দশম শ্রেণি বাংলা সহপাঠ
গাইড
বহিপীর নাটকের
নবম-দশম শ্রেণি বাংলা সহপাঠ
গাইড
বহিপীর নাটকের
0 Comments:
Post a Comment