নগর উন্নয়ন বিষয়ে একটি প্রতিবেদন

নগর উন্নয়ন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
নগর উন্নয়ন বিষয়ে একটি প্রতিবেদন

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দ্রুত নগর উন্নয়ন
বাংলাদেশের অর্থনীতি ও সমাজজীবন মূলত কৃষিভিত্তিক। তবে দেশের সার্বিক উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু নগরগুলোই। গ্রামগুলোকেও তাদের সমস্ত কর্মকাণ্ডের সুফল লাভের জন্য নির্ভর করতে হয় নগরগুলোর ওপর। বর্তমান বিশ্বসভ্যতা প্রধানত নগরভিত্তিক। তাই নগর উন্নয়ন ও নাগরিকসেবার প্রতি বিশেষভাবে মনোযোগী না হয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।

ভারসাম্যহীন নগরায়ন
বাংলাদেশের নগরায়নে ভারসাম্যহীনতার লক্ষণ সুস্পষ্ট। কারণ স্বাধীন-উত্তর সময়ে নগরায়ন ঘটেছে অত্যন্ত দ্রুত হারে। ১৯৭১ সালে দেশের নগর জনসংখ্যা ছিল ৫ মিলিয়ন আর ২০১০ সালে নগর জনসংখ্যা প্রায় ৫০ মিলিয়ন। প্রতি ১২ বছরে নগরের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে নগর উন্নয়ন ঘটেনি। বরং পরিকল্পনার অভাবে বা এর দুর্বলতার কারণে অথবা সুচিন্তিতভাবে উন্নয়ন বিনিয়োগ ব্যবস্থা না হওয়ায় দেশে ভারসাম্যহীন নগরায়ন ঘটছে। ফলে আমরা দেখি ঢাকা শহরে মাত্রাতিরিক্ত বিনিয়োগ আর ঢাকার বাইরে গুটিকয়েক বড় শহরের নগর উন্নয়ন।

নগরভিত্তিক সমস্যা
নগরভিত্তিক সমস্যাসমূহ মেগাসিটি ঢাকা থেকে শুরু করে যেকোনো ছোট শহর পর্যন্ত দৃশ্যমান। প্রতিটি সমস্যার সমাধান প্রচেষ্টাই এক একটি চ্যালেঞ্জ। এসব সমস্যার মধ্যে রয়েছে: 
→ আইনশৃঙ্খলা সমস্যা।

→ বিভিন্ন সরকারি সেবা-পরিসেবার অপ্রতুলতা।

→ পরিবহন অপর্যাপ্ততা ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সৃষ্টি হয়েছে পরিবহন ও যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা ইত্যাদি।

→ শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনসেবার অপ্রতুলতা এবং বৈষম্যমূলক ব্যবস্থা।

→ আবাসন সংকট।

→ পরিবেশ দূষণ।

→ প্রাকৃতিক দুর্যোগজনিত সমস্যা ও অগ্নিকাণ্ড।

→ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সমস্যা।

→ বিভিন্ন সামাজিক সমস্যা, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন ইত্যাদি।

সমস্যা সমাধানের কৌশল
→ নগর উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন একটি জাতীয় নগরায়ন নীতিমালা প্রপ্রণ। যার মূল লক্ষ্য হবে নগর-দারিদ্র্য দূরীকরণ ও নগর-দরিদ্রদের জীবন মান উন্নতকরণ।

→ রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম অভিমুখী জনস্রোত হ্রাস করার ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। এজন্য অর্থনৈতিক ও সামাজিক সুযোগ-সুবিধাসহ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ ও তার বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রে জেলা শহর, মাঝারি শহর, উপজেলা শহর, এমনকি ছোট শহরেও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা প্রয়োজন।

→ প্রয়োজন দক্ষতার সঙ্গে নগর পরিচালনা করা। নগর পরিচালনা বলতে বোঝায় একটি নগরের সামগ্রিক উন্নয়ন ও বিদ্যমান সমস্যাবলির সমাধানের জন্য সুচিন্তিত ও সুসমন্বিত ব্যবস্থাপনা। নগর পরিচালনার প্রধান দায়িত্ব স্থানীয় পৌর সরকারের (পৌরসভা ও সিটি কর্পোরেশন) ওপর বর্তায়। বর্তমানে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহের উন্নয়ন ও কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট স্বচ্ছতা নেই। এছাড়াও রয়েছে অনেক আমলাতান্ত্রিক জটিলতা। নগর উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এবং দক্ষতার সঙ্গে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

প্রতিবেদক
ইসরাত জাহান
ছোটরা, কুমিল্লা
১১/০২/২০২৪

[এখানে প্রতিষ্ঠানের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide