৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
মমতাদি
মানিক বন্দ্যোপাধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Golpo
Momotadi
MCQ
Question and Answer pdf download
লেখক পরিচিতি:
প্রকৃত নাম: প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।
জন্ম সাল: ১৯০৮।
জন্মস্থান: বিহারের সাঁওতাল পরগনা। পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়ায় এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাঁওদিয়ায়।
পিতার নাম: হরিহর বন্দ্যোপাধ্যায়।
মাতার নাম: নীরদাসুন্দরী দেবী।
শিক্ষা: মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক ও বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। এরপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন।
সাহিত্যিক পরিচয়: বন্ধুদের সঙ্গে বাজি ধরে ‘অতসীমামী’ গল্প রচনার মাধ্যমে সাহিত্যচর্চার সূচনা। মাত্র একুশ বছর বয়সে বিখ্যাত উপন্যাস ‘দিবারাত্রির কাব্য’ রচনা। তিনি পঞ্চাশটিরও বেশি উপন্যাস রচনা করেন।
উল্লেখযোগ্য রচনা- উপন্যাস: দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ।
গল্পগ্রন্থ: অতসীমামী ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, সরীসৃপ।
মৃত্যু: ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর ।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
মমতাদি গল্পের পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
ক. ১০ টাকা
খ. ১২ টাকা
গ. ১৫ টাকা ✓
ঘ. ১৮ টাকা
২. চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন?
ক. লজ্জা পেয়ে
খ. আত্মসম্মানের জন্য ✓
গ. বিপদের আশঙ্কায়
ঘ. চাকরি যাওয়ার ভয়ে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
মা মারা গেলে নিরাশ্রয় কেষ্টা বৈমাত্রেয় বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয়। তার এই অনাকাক্সিক্ষত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি বরং মনে মনে সে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের নানা কাজ করিয়ে নিচ্ছে। কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সবকিছু নীরবে সহ্য করে।
৩. যে বিচারে কেষ্টা ও মমতাদি একসূত্রে গাঁথা তা হলো-
i. দারিদ্র্য
ii. অসহায়ত্ব
iii. নিরাশ্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ✓
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪. একসূত্রে গাঁথা সত্ত্বেও মমতাদি ব্যতিক্রম হওয়ার কারণ। তিনি-
ক. পরিশ্রমী
খ. স্বল্পভাষী
গ. সময়নিষ্ঠ
ঘ. সাদরে গৃহীত ✓
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
মমতাদি গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৫
খ. ১৯০৬
গ. ১৯০৭
ঘ. ১৯০৮ ✓
২. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
ক. তাম্বুলখানা
খ. চব্বিশ পরগনা
গ. সাঁওতাল পরগনা ✓
ঘ. হুগলি
৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
ক. মহানন্দ বন্দ্যোপাধ্যায়
খ. হরিহর বন্দ্যোপাধ্যায়
গ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ✓
ঘ. গণেশ বন্দ্যোপাধ্যায়
৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. হরিহর বন্দ্যোপাধ্যায় ✓
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. নীলচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
ক. স্বর্ণকুমারী দেবী
খ. কুসুমকুমারী দেবী
গ. নীরদাসুন্দরী দেবী ✓
ঘ. অন্নদাসুন্দরী দেবী
৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায় ছিল?
ক. জামালপুর
খ. কুমিল্লা
গ. মুন্সীগঞ্জ ✓
ঘ. মেদিনীপুর
৭. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে ম্যাট্রিক পাস করেন?
ক. ১৯২৪ সালে
খ. ১৯২৬ সালে ✓
গ. ১৯২৮ সালে
ঘ. ১৯৩০ সালে
৮. মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্স নিয়ে কোথায় ভর্তি হন?
ক. আলীগড় বিশ্ববিদ্যালয়ে
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
গ. কলকাতা প্রেসিডেন্সি কলেজে ✓
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজে
৯. মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে কোন গল্প রচনা করেন?
ক. মমতাদি
খ. অতসীমামী ✓
গ. প্রাগৈতিহাসিক
ঘ. চিহ্ন
১০. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘অতসীমামী’ নামক গল্পটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. বিচিত্রা ✓
খ. বিজলী
গ. শিখা
ঘ. বিশ্বভারতী
১১. কোন গল্পের মাধ্যমে লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের নিয়তি নির্ধারিত হয়?
ক. প্রাগৈতিহাসিক
খ. অতসীমামী ✓
গ. মমতাদি
ঘ. বড়দিদি
১২. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন?
ক. দারিদ্র্যের কারণে
খ. পরীক্ষায় ফেল করায়
গ. লেখালেখিতে মগ্ন থাকায় ✓
ঘ. পরিবারের চাপে
১৩. কে লেখালেখিকেই জীবিকার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মানিক বন্দ্যোপাধ্যায় ✓
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রণেশ দাশগুপ্ত
১৪. মানিক বন্দ্যোপাধ্যায় কতটি উপন্যাস রচনা করেন?
ক. বিশটি
খ. ত্রিশটি
গ. চল্লিশটি
ঘ. পঞ্চাশটির অধিক ✓
১৫. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫৪ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৬ সালে ✓
ঘ. ১৯৫৭ সালে
১৬. ‘মমতাদি’ গল্পে বর্ণিত গৃহকর্মীটির নাম কী?
ক. মমতা ✓
খ. মমতাজ
গ. মনি
ঘ. মল্লিকা
১৭. ‘মমতাদি’ গল্পে কাজের খোঁজে আসা মেয়েটি কখন এসেছিল?
ক. সকালে ✓
খ. দুপুরে
গ. বিকালে
ঘ. সন্ধ্যায়
১৮. মমতাদি কাজ খুঁজতে আসার সময় কোন ঋতু বিরাজ করছিল?
ক. গ্রীষ্মকাল
খ. বর্ষাকাল
গ. শীতকাল ✓
ঘ. বসন্তকাল
১৯. ‘মমতাদি’ গল্পে সংকোচ একেবারেই হারিয়ে ফেলেছে কে?
ক. স্কুলপড়ুয়া ছেলেটি
খ. মমতাদি ✓
গ. বাড়ির কর্ত্রী
ঘ. মমতার স্বামী
২০. মমতাদির বয়স কত বলে অনুমিত হয়?
ক. বিশ
খ. তেইশ ✓
গ. ত্রিশ
ঘ. তেত্রিশ
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
২১. মমতাদি কপালের ক্ষত চিহ্নটি স্কুলপড়ুয়া ছেলেটির কাছে কী মনে হয়?
ক. ভয়ংকর এক গর্ত
খ. চামড়া ওঠা ঘা
গ. আন্দাজে পরা টিপ ✓
ঘ. সাদা রঙের প্রলেপ
২২. মমতাদি রান্না ছাড়াও আর কী করতে চায়?
ক. শিশুদের দেখাশোনা
খ. ছোট ছোট কাজ ✓
গ. কাপড়-চোপড় ধোয়া
ঘ. গবাদিপশু পালন
২৩. মমতাদি কোথায় থাকে?
ক. জীবনময়ের গলিতে ✓
খ. ভুবনময়ের গলিতে
গ. মুখুয্যেবাড়িতে
ঘ. লেখকের বাড়িতে
২৪. বাসায় মমতাদির কয়টি ছেলেমেয়ে আছে?
ক. একটি ✓
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
২৫. মমতাদির স্বামীর কয় মাস যাবৎ চাকরি নেই?
ক. এক মাস
খ. দুই মাস
গ. তিন মাস
ঘ. চার মাস ✓
২৬. মমতাদি মর্যদাসম্পন্ন ঘরের নারী হয়েও ঝিয়ের কাজ করতে এসেছে কেন?
ক. স্বামীর অত্যাচারে
খ. টাকার লোভে
গ. অভাবের তাড়নায় ✓
ঘ. স্কুলপড়ুয়া ছেলেটির প্রতি ভালোবাসায়
২৭. পনেরো টাকা বেতন ঠিক করায় মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন?
ক. কম বেতন নির্ধারণ করায়
খ. আশাতিরিক্ত বেতন নির্ধারণ করায় ✓
গ. এই বেতনে সংসার চালানো কঠিন ভেবে
ঘ. এই বেতনে তার স্বামী কাজ করতে দেবে না ভেবে
২৮. মমতাদি কত টাকা বেতন আশা করেছিল?
ক. আট টাকার মতো
খ. দশ টাকার মতো
গ. বারো টাকার মতো ✓
ঘ. চৌদ্দ টাকার মতো
২৯. সকলে মমতাদির কোন গুণ দেখে খুশি হলো?
ক. কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা ✓
খ. বাকপটুতা
গ. শিশুদের প্রতি মমতা
ঘ. গৃহকর্ত্রীর প্রতি আনুগত্য
৩০. মমতাদি কাজ করতে গিয়ে কাজের উপদেশ না পেলে কী করতেন?
ক. বসে থাকতেন
খ. নিজের বুদ্ধি খাটিয়ে করতেন ✓
গ. বাড়ির গিন্নির কাছে যেতেন
ঘ. কর্তাকে জিজ্ঞেস করতেন
I like this website
ReplyDelete