৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
মানুষ
কাজী নজরুল ইসলাম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Kobita
Manush
MCQ
Question and Answer pdf download
১. কবি কার জয়গান গান গেয়েছেন? [Answer Hints: খ]
[ক] মানুষের
[খ] সাম্যের
[গ] শ্রমিকের
[ঘ] তারুণ্যের
২. ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়।’ এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়? [Answer Hints: গ]
[ক] প্রতিবাদী
[খ] অসহায়ত্ব
[গ] ফরিয়াদ
[ঘ] ক্ষোভ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
সামাদ মিয়া একজন আদমবেপারি। সম্প্রতি তিনি গ্রামে নামমাত্র অর্থে বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর কথা বলেন। আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য অনেকেই ভিটেমাটি হাল-গরু বিক্রি করে তার হাতে টাকা দেয়। একদিন শোনা যায় সামাদ মিয়া গ্রাম ছেড়ে পালিয়েছেন।
৩. উদ্দীপকের সামাদ মিয়ার সাথে ‘মানুষ’ কবিতার যে বা যেসব চরিত্রের সাদৃশ্য রয়েছে তা হলো-
i. পূজারীর
ii. মোল্লা সাহেবের
iii. ভুখারির
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. এরূপ সাদৃশ্যের কারণ হলো - [Answer Hints: খ]
[ক] অসহায়ত্ব
[খ] লোভ
[গ] অবজ্ঞা
[ঘ] ঈর্ষা
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
মানুষ’ কবিতার
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘মানুষ’ কবিতাটির রচয়িতা কে? [Answer Hints: ক]
[ক] কাজী নজরুল ইসলাম
[খ] রবীন্দ্রনাথ ঠাকুর
[গ] যতীন্দ্রমোহন বাগচী
[ঘ] সত্যেন্দ্রনাথ দত্ত
২. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? [Answer Hints: খ]
[ক] ১৮৯৮ সালে
[খ] ১৮৯৯ সালে
[গ] ১৯০০ সালে
[ঘ] ১৯০১ সালে
৩. কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] ১৩০৪ সনে
[খ] ১৩০৫ সনে
[গ] ১৩০৬ সনে
[ঘ] ১৩০৭ সনে
৪. কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? [Answer Hints: ঘ]
[ক] মেদিনীপুর
[খ] হুগলি
[গ] আসাম
[ঘ] পশ্চিমবঙ্গ
৫. ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কিসে যোগ দেন? [Answer Hints: গ]
[ক] সেনাবাহিনীতে
[খ] পুলিশে
[গ] লেটো গানের দলে
[ঘ] বাঙালি পল্টনে
৬. দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত? [Answer Hints: গ]
[ক] বর্ধমানে
[খ] পশ্চিমবঙ্গে
[গ] ময়মনসিংহে
[ঘ] কুমিল্লায়
৭. কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন? [Answer Hints: ক]
[ক] ১৯১৭ সালে
[খ] ১৯১৮ সালে
[গ] ১৯১৯ সালে
[ঘ] ১৯২০ সালে
৮. কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়? [Answer Hints: ঘ]
[ক] কুমিল্লায়
[খ] ময়মনসিংহে
[গ] ঢাকায়
[ঘ] করাচিতে
৯. কাজী নজরূল ইসলামের উপাধি কোনটি? [Answer Hints: খ]
[ক] বীরবল
[খ] বিদ্রোহী কবি
[গ] যুগসন্ধিক্ষণের কবি
[ঘ] ভানুসিংহ
১০. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যধিতে বাক্শক্তি হারান? [Answer Hints: গ]
[ক] ত্রিশ বছর
[খ] পঁয়ত্রিশ বছর
[গ] চল্লিশ বছর
[ঘ] পঁয়তাল্লিশ বছর
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
বাংলা ১ম পত্র গাইড
১১. কাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়? [Answer Hints: খ]
[ক] রবীন্দ্রনাথ ঠাকুরকে
[খ] কাজী নজরুল ইসলামকে
[গ] জসীমউদ্দীনকে
[ঘ] নির্মলেন্দু গুণকে
১২. কাজী নজরুল ইসলামকে ডি.লিট উপাধি প্রদান করা হয় কোন প্রতিষ্ঠান থেকে? [Answer Hints: গ]
[ক] কলকাতা বিশ্ববিদ্যালয়
[খ] আলীগড় বিশ্ববিদ্যালয়
[গ] ঢাকা বিশ্ববিদ্যালয়
[ঘ] রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৩. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ? [Answer Hints: ক]
[ক] অগ্নি-বীণা
[খ] শিউলিমালা
[গ] ব্যথার দান
[ঘ] কুহেলিকা
১৪. কাজী নজরুল ইসলাম কত সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন? [Answer Hints: গ]
[ক] ১৯৭৪ সালে
[খ] ১৯৭৫ সালে
[গ] ১৯৭৬ সালে
[ঘ] ১৯৭৭ সালে
১৫. কে স্বপ্ন দেখে আকুল হয়ে ভজনালয় খুলল? [Answer Hints: গ]
[ক] কবি
[খ] ভুখারি
[গ] পুজারী
[ঘ] মোল্লা সাহেব
১৬. ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলতে কাকে বোঝানো হয়েছে? [Answer Hints: গ]
[ক] পূজারীকে
[খ] মোল্লা সাহেবকে
[গ] ভুখারিকে
[ঘ] কবিকে
১৭. পূজারী কী বর লাভের আশায় ভজনালয় খোলে? [Answer Hints: খ]
[ক] দীর্ঘ জীবন লাভ
[খ] অনেক ধন-সম্পদ
[গ] দেবত্ব লাভ
[ঘ] অলৌকিক শক্তি
১৮. পূজারী ভজনালয় খুলতে আকুল হয়ে ওঠে কেন? [Answer Hints: খ]
[ক] মানবতার সেবা করার জন্য
[খ] দেবতার বর লাভের আশায়
[গ] মন্দির থেকে মুক্তি লাভের আশায়
[ঘ] ভিখারিকে মারার জন্য
১৯. ভুখারি পূজারীকে কয় দিন না খেয়ে থাকার কথা বলে? [Answer Hints: গ]
[ক] পাঁচ দিন
[খ] ছয় দিন
[গ] সাত দিন
[ঘ] আট দিন
২০. ভুখারির আকুতি শুনে পূজারী কী করে? [Answer Hints: গ]
[ক] সমবেদনা জানায়
[খ] সাহায্য করে
[গ] তাড়িয়ে দেয়
[ঘ] পুজা করতে বলে
২১. ‘মানুষ’ কবিতায় মসজিদে কী শিরনি ছিল? [Answer Hints: খ]
[ক] বাতাসা
[খ] গোশত-রুটি
[গ] খিচুড়ি
[ঘ] জিলাপি
২২. মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন? [Answer Hints: গ]
[ক] সাত দিন না খেয়ে থাকার কথা শুনে
[খ] ভূখারি চলে যাওয়ায়
[গ] শিরনি বেঁচে যাওয়ায়
[ঘ] পূজারির আশা পূরণ না হওয়ায়
২৩. মোল্লা সাহেব অতিরিক্ত গোশত-রুটি কী করল? [Answer Hints: ঘ]
[ক] ভূখারিকে দিয়ে দিল
[খ] মসজিদের সবাইকে ভাগ করে দিল
[গ] শিরনি দাতাকে ফেরত দিল
[ঘ] নিজে নিয়ে নিল
২৪. মোল্লা সাহেব ভুখারিকে গোশত-রুটি দিল না কেন? [Answer Hints: ঘ]
[ক] ভুখারি নামাজ পড়ে না বলে
[খ] গোশত-রুটি ফুরিয়ে গিয়েছিল বলে
[গ] ভূখারির গায়ে নোংরা লেগেছিল বলে
[ঘ] নিজে ভোগ করার লোভে
২৫. ভুখারি কত বছর বয়সী? [Answer Hints: গ]
[ক] ষাট বছর
[খ] সত্তর বছর
[গ] আশি বছর
[ঘ] নব্বই বছর
২৬. ‘মানুষ’ কবিতায় কবি কী ভেঙে ফেলতে বলেছেন? [Answer Hints: খ]
[ক] মসজিদ-মন্দির
[খ] ভজনালয়ের তালা দেওয়া দ্বার
[গ] মোল্লা-পুরুতের বাড়িঘর
[ঘ] মোল্লা সাহেবের হাত
২৭. ‘মানুষ’ কবিতায় কবি হাতুড়ি শাবল চালাতে বলেছেন কেন? [Answer Hints: খ]
[ক] ভজনালয় ভাঙার জন্য
[খ] ভজনালয়ের বন্ধ দরজা খোলার জন্য
[গ] পূজারির ঘর ভাঙার জন্য
[ঘ] রাস্তা তৈরির জন্য
২৮. ‘সাম্য’ শব্দের অর্থ কী? [Answer Hints: ক]
[ক] সমতা
[খ] সৌন্দর্য
[গ] সামান্য
[ঘ] সমস্ত
২৯. ‘ডাকিল পান্থ’ ‘মানুষ’ কবিতায় শব্দটি দ্বারা কার কথা বলা হয়েছে? [Answer Hints: ক]
[ক] ভুখারি
[খ] পূজারি
[গ] মোল্লা সাহেব
[ঘ] কবি
৩০. গজনি মামুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? [Answer Hints: গ]
[ক] তেরো বার
[খ] পনেরো বার
[গ] সতেরো বার
[ঘ] উনিশবার
৩১. ‘মানুষ’ কবিতায় গজনি মামুদকে আহবান জানানো হয়েছে কেন? [Answer Hints: গ]
[ক] ভজনালয় ধ্বংস করতে
[খ] ভুখারিকে তাড়াতে
[গ] ভণ্ড দুয়ারিদের ধ্বংস করতে
[ঘ] গোশত-রুটি কেড়ে নিতে
৩২. ‘মানুষ’ কবিতায় কবির মতে মহীয়ান কে? [Answer Hints: গ]
[ক] পূজারী
[খ] মোল্লা
[গ] মানুষ
[ঘ] পৃথিবী
৩৩. ‘ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি’- কে? [Answer Hints: ঘ]
[ক] মোল্লা সাহেব
[খ] পূজারি
[গ] কালাপাহাড়
[ঘ] সৃষ্টিকর্তা
৩৪. পূজারীকে কিসের দুয়ার খুলতে বলা হয়েছে? [Answer Hints: খ]
[ক] বাড়ির
[খ] মন্দিরের
[গ] মসজিদের
[ঘ] খাবার ঘরের
৩৫. পূজারীর মন্দিরের সামনে কে দাঁড়িয়ে আছে? [Answer Hints: খ]
[ক] মোল্লা সাহেব
[খ] ক্ষুধার ঠাকুর
[গ] কালাপাহাড়
[ঘ] গজনি মামুদ
৩৬. পূজারী ফিরিয়ে দেওয়ায় সমস্ত পথ জুড়ে ভুখারির কেমন লেগেছে? [Answer Hints: ক]
[ক] ক্ষুধায় পেট জ্বলেছে
[খ] ক্লান্ত লেগেছে
[গ] মাথা ঘুরেছে
[ঘ] চোখে ঝাপসা দেখেছে
৩৭. পূজারী মন্দির বন্ধ করে দিলে ভুখারি কী করে? [Answer Hints: গ]
[ক] দরজার সামনে বসে
[খ] দরজা ধাক্কাধাক্কি করে
[গ] সেখান থেকে চলে যায়
[ঘ] লোক ডাকাডাকি করে
৩৮. ভুখারি আশি বছর কী করেনি? [Answer Hints: ঘ]
[ক] ভাত খায়নি
[খ] মিথ্যা কথা বলেনি
[গ] ভিক্ষা করেনি
[ঘ] খোদাকে ডাকেনি
৩৯. “খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা?” লাইনটি কাজী নজরুল ইসলামের কোন মনোভাবের ধারক?
[Answer Hints: ক]
[ক] প্রতিবাদী মনোভাব
[খ] ধ্বংসাত্মাক মনোভাব
[গ] বিনয়ী মনোভাব
[ঘ] হিংসাত্মক মনোভাব
৪০. মোল্লা সাহেব কাকে দেখে বিরক্ত হন? [Answer Hints: গ]
[ক] পূজারীকে
[খ] কালাপাহাড়কে
[গ] ভুখারিকে
[ঘ] চেঙ্গিস খানকে
৪১. মোল্লা সাহেব ভুখারির কথায় বিরক্ত হন কেন? [Answer Hints: ক]
[ক] স্বার্থত্যাগের ভয়ে
[খ] ভুখারি নামাজ পড়ে না বলে
[গ] শিরনি দেয়ার সময় চলে আসায়
[ঘ] ভুখারি মন্দিরে গিয়েছিল বলে
৪২. কে পূজারীকে দুয়ার খুলতে বলেছে? [Answer Hints: গ]
[ক] কালাপাহাড়
[খ] ভুখারি
[গ] কবি
[ঘ] চেঙ্গিস খান
৪৩. ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়।” চরণটিতে ভূখারির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? [Answer Hints: খ]
[ক] অভিমান
[খ] ক্ষোভ
[গ] হিংসা
[ঘ] অসহায়ত্ব
৪৪. মসজিদ মন্দিরে মানুষের দাবি নেই কেন? [Answer Hints: ক]
[ক] মোল্লা পুরুত তালা লাগানোয়
[খ] মানুষ প্রার্থনা না করায়
[গ] মানুষ ধর্মবিরোধী কাজ করায়
[ঘ] ভুখারির সংখ্যা বেড়ে যাওয়ায়
৪৫. কবির মতে কবিতায় বর্ণিত মোল্লা পুরুত কেমন প্রকৃতির লোক? [Answer Hints: গ]
[ক] ভালো মানুষ
[খ] দয়ালু
[গ] ভণ্ড
[ঘ] অনিষ্টকারী
৪৬. ‘মানুষ’ কবিতায় ক্ষুধার্ত মানুষকে দেবতাজ্ঞান করে কী বলা হয়েছে? [Answer Hints: গ]
[ক] ভুখারি
[খ] পূজারি
[গ] ক্ষুধার ঠাকুর
[ঘ] ক্ষুধার মানিক
৪৭. ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার মানিক জ্বলে’ বলতে কী বোঝানো হয়েছে? [Answer Hints: খ]
[ক] ভুখারির বঞ্চিত হওয়ার দিক
[খ] ক্ষুধার্ত ব্যক্তির জঠরজ্বালা
[গ] কবির প্রতিবাদী মানসিকতা
[ঘ] মোল্লা সাহেবের নির্মমতা
৪৮. ভুখারি সাহায্য চাইলে মোল্লা সাহেব কীভাবে তার জবাব দেয়? [Answer Hints: গ]
[ক] বিনয়ী ভঙ্গিতে
[খ] করুণভাবে
[গ] উদ্ধতভাবে
[ঘ] অমনোযোগী হয়ে
৪৯. গজনির সুলতান ছিলেন কে? [Answer Hints: গ]
[ক] কালাপাহাড়
[খ] চেঙ্গিস খান
[গ] সুলতান মাহমুদ
[ঘ] রাজনারায়ণ
৫০. কালাপাহাড়ের প্রকৃত নাম কী? [Answer Hints: ক]
[ক] রাজকৃষ্ণ
[খ] মাহমুদ
[গ] হরিশচন্দ্র
[ঘ] চেঙ্গিস খান
৫১. কালাপাহাড় কোন ধর্ম থেকে ধর্মান্তরিত হন? [Answer Hints: খ]
[ক] ইসলাম ধর্ম
[খ] হিন্দু ধর্ম
[গ] বৌদ্ধ ধর্ম
[ঘ] জৈন ধর্ম
৫২. ‘মানুষ’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সম্পাদনা করে সংকলিত হয়েছে? [Answer Hints: ঘ]
[ক] অগ্নিবীণা
[খ] বিষের বাঁশি
[গ] প্রলয়শিখা
[ঘ] সাম্যবাদী
বহুপদী সমাপ্তিসূচক
৫৩. ‘মানুষ’ কবিতায় পূজারীর ভজনালয় খুলতে আকুল হওয়ার কারণ-
i. নিজের স্বার্থলোভী বাসনা
ii. ভুখারিকে সাহায্য করার ইচ্ছা
iii. দেবতার কাছ থেকে কিছু প্রাপ্তির ইচ্ছা
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪. “দেবতার বরে আজ রাজা-টাজা হয়ে যাবে নিশ্চয়”-চরণটিতে প্রকাশ পেয়েছে-
i. পূজারী স্বার্থবাদী মানসিকতা
ii. পূজারীর সম্পদ লাভের ইচ্ছা
iii. পূজারীর দারিদ্র্য
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
i. শারীরিক দুর্বলতা
ii. ক্ষুধাকাতরতা
iii. ভয়
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. ভুখারি মন্দির থেকে ফিরে যায়-
i. হতাশ হয়ে
ii. বিতাড়িত হয়ে
iii. সাহায্যপ্রাপ্ত হয়ে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয়-
i. ভুখারি কম থাকায়
ii. স্বার্থবাদী মানসিকতার কারণে
iii. গোশত-রুটির লোভে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. মোল্লা সাহেব ভুখারিকে ফিরিয়ে দিল-
i. নামাজ না পড়ার কারণে
ii. নিজের স্বার্থে টান পড়বে বলে
iii. অপমান করে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. ‘মানুষ’ কবিতায় ধর্মকে ব্যবহার করে ভণ্ডামীর আশ্রয় নেয়-
i. পূজারী
ii. মোল্লা সাহেব
iii. ভুখারি
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. মোল্লা সাহেব ভুখারিকে দেখে বিরক্ত হয়-
i. ভুখারির শরীর শীর্ণকায় হওয়ায়
ii. গোশত-রুটির ভাগ কমে যাবে ভেবে
iii. নিজের স্বার্থবাদী মানসিকতার কারণে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. মোল্লা সাহেব গোশত-রুটি নিয়ে মসজিদে তালা দিল-
i. ভুখারিকে দেবে না বলে
ii. ভুখারি নামাজ পড়ে না বলে
iii. নিজের স্বার্থ উদ্ধারের জন্য
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. ভুখারি মসজিদ থেকে বিতাড়িত হয়-
i. আশি বছর খোদাকে না ডাকার কারণে
ii. মোল্লা সাহেবের ভণ্ডামির শিকার হয়ে
iii. গোস্ত-রুটি মোল্লা সাহেবের কুক্ষিগত হওয়ায়
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৩. কবির মতে মসজিদ মন্দিরে মানুষের দাবি নেই-
i. মোল্লা পুরুতেরা তালা লাগানোর কারণে
ii. ভণ্ড দুয়ারিদের আত্মলোভী মনোভাবের কারণে
iii. কেউ নামাজ না পড়ার কারণে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৪. মোল্লা-পুরুত মসজিদ মন্দিরের সকল দুয়ারে তালা লাগিয়েছে-
i. ভুখারিদের উৎপাতের কারণে
ii. নিজেদের স্বার্থসিদ্ধির জন্য
iii. নিজেদের ভণ্ডামির কারণে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৫. ‘মানুষ’ কবিতায় কবি কালাপাহাড়কে আহবান জানিয়েছেন-
i. ভণ্ড দুয়ারিদের ধ্বংস করার জন্য
ii. খোদার ঘরের তালা ভাঙার জন্য
iii. ভুখারিকে সাহায্য করার জন্য
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৬. কবির মতে ভজনালয়ের দায়িত্ব নিয়ে মোল্লা পুরুত-
i. স্বার্থবাদী চিন্তা করে
ii. মানুষের উপকার করে
iii. সেখান থেকে সম্পদ লাভের প্রত্যাশা করে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৭. ‘মানুষ’ কবিতায় ভুখারিকে ক্ষুধার ঠাকুর বলা হয়েছে-
i. দেবতাজ্ঞান করে
ii. মানুষকে বড় করে তুলে ধরার জন্য
iii. পূজারীকে ফাঁকি দেওয়ার জন্য
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৮. ‘মানুষ’ কবিতায় ভুখারির ক্ষুধার তীব্রতা বোঝা যায় যে চরণে-
i. জীর্ণ-বস্ত্র, শীর্ণ-গাত্র, ক্ষুধায়-কণ্ঠ ক্ষীণ
ii. ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো
iii. তিমিররাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৯. ভণ্ড কপটচারীদের ধ্বংস করার জন্য প্রতীকী শক্তি হলো-
i. কালাপাহাড়
ii. গজনি মামুদ
iii. চেঙ্গিস খান
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭০. ‘মানুষ’ কবিতায় কবি মোল্লা সাহেবের বিরোধিতা করেছেন-
i. ধর্মকে অবমাননা করে
ii. মানুষকে ঘৃণা করার কারণে
iii. মোল্লা সাহেবের ভোগবাদী মানসিকতার কারণে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেখিনু সেদিন রেলে,
কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে
চোখ ফেটে এলো জল,
এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল।
৭১. কবিতাংশের কুলি ‘মানুষ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধি? [Answer Hints: গ]
[ক] মোল্লা সাহেব
[খ] পূজারী
[গ] ভুখারি
[ঘ] কালাপাহাড়
৭২. কবিতাংশের বাবু সাবের মতো লোকদের জন্য-
i. কবি ধ্বংস কামনা করেছেন
ii. কবি কালাপাহাড়কে আহবান করেছেন
iii. কবি পূজারীর ঘুম ভাঙিয়েছেন
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭৩ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছে বলে তাকে এলাকা ছাড়তে হয়। তার খুড়া সারা গ্রামে রটিয়ে বেড়ায় মৃত্যুঞ্জয় একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে। এতে অন্নপাপ হয়েছে। তাই খুড়ার সাথে অন্যরা মিলে মৃত্যুঞ্জয়কে এলাকাছাড়া করে।
৭৩. উদ্দীপকের খুড়া চরিত্রটির সাথে ‘মানুষ’ কবিতায় কার মিল রয়েছে? [Answer Hints: ক]
[ক] মোল্লা সাহেবের
[খ] কালাপাহাড়ের
[গ] ভুখারির
[ঘ] চেঙ্গিস খানের
৭৪. উদ্দীপকের খুড়ার আচরণের প্রতিবাদ করা প্রয়োজন, কারণ-
i. তিনি মানুষকে ছোট করে দেখেছেন
ii. তিনি নিজেকে বড় জাত ভাবেন
iii. তিনি ধর্মের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছেন
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহমত সাহেব একজন দানশীল ব্যক্তি। রমজান মাস এলে তার দানের হাত আরো খুলে যায়। তিনি এলাকার দরিদ্র মানুষের তালিকা করে সবার বাড়ি বাড়ি সাহায্যের অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে এলাকায় তার খুব সুনাম ছড়িয়ে পড়েছে।
৭৫. রহমত সাহেব মানুষ কবিতার কোন চরিত্রের বিপরীত সত্তা? [Answer Hints: ক]
[ক] মোল্লা সাহেব
[খ] কালাপাহাড়
[গ] ভুখারি
[ঘ] চেঙ্গিস খান
৭৬. রহমত সাহেবের মতো মানুষ আমাদের সমাজে প্রয়োজন-
i. ‘মানুষ’ কবিতার পূজারির মানসিকতা পরিবর্তনের জন্য
ii. ‘মানুষ’ কবিতার ভুখারিকে সম্পদশালী করার জন্য
iii. মানুষের জয়গানের জন্য
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
আমি Exam দিতে চাই
ReplyDelete