নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
উপন্যাস
কাকতাড়ুয়া
সেলিনা হোসেন
SSC Bangla 1st Paper Uponnash
Kaktarua
Selina Hossain
Question and Answer pdf download
নবম-দশম শ্রেণির বাংলা সহপাঠ গাইড
কাকতাড়ুয়া উপন্যাসের গুরুত্বপূর্ণ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. দিনের আলো আর রাতের আঁধার কার কাছে দুটোই সমান?
উত্তর: দিনের আলো আর রাতের আঁধার বুধার কাছে দুটোই সমান।
২. কার কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান?
উত্তর: বুধার কাছে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব সমান।
৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পথ কাকে ডাকে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পথ বুধাকে ডাকে।
৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কাকে কেউ বুঝতে পারে না?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধাকে কেউ বুঝতে পারে না।
৫. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে দিন যাপনে কার কোনো কষ্ট নেই?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে দিন যাপনে বুধার কোনো কষ্ট নেই।
৬. অনেক রাতে ঘুম ভাঙলে বুধা মাথার ওপরে কী দেখতে পায়?
উত্তর: অনেক রাতে ঘুম ভাঙলে বুধা মাথার ওপরে তারা ভরা আকাশটা দেখতে পায়।
৭. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নেড়ি কুকুরটা কার গা চেটে দেয়?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে নেড়ি কুকুরটা বুধার গা চেটে দেয়।
৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চায়ের দোকানে কাজ করে দিলে বুধার কী জোটে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে চায়ের দোকানে কাজ করে দিলে বুধার চা-বিস্কুট জোটে।
৯. বিয়ে বাড়ি হলে বুধা পেট পুরে কী পায়?
উত্তর: বিয়ে বাড়ি হলে বুধা পেট পুরে ভাত-মাংস পায়।
১০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছোটবেলায় কে ভুতের গল্প শোনেনি?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ছোটবেলায় বুধা ভূতের গল্প শোনেনি।
১১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কে নিজের নিয়মে বড় হয়েছে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত নিজের নিয়মে বড় হয়েছে বুধা।
১২. বুধার মতে যার ঘর নেই চারদিকে তার কী থাকে?
উত্তর: বুধার মতে যার ঘর নেই চারদিকে তার সোনার ঘর থাকে।
১৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় কার?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে গান ভীষণ প্রিয় বুধার।
১৪. বুধার কয়টি ভাইবোন ছিল?
উত্তর: বুধার চারটি ভাইবোন ছিল।
১৫. দুঃখকে বুধা কী ভাবে?
উত্তর: দুঃখকে বুধা শকুন ভাবে।
১৬. মোচড়াতে মোচড়াতে কার চোখের মনি স্থির হয়ে যায়?
উত্তর: মোচড়াতে মোচড়াতে বুধার বাবার চোখের মনি স্থির হয়ে যায়।
১৭. মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল?
উত্তর: মৃত্যুর সময় তিনুর বয়স দেড় বছর ছিল।
১৮. বুধা কার গায়ে হাত দিয়ে শিউরে ওঠে?
উত্তর: বুধার তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে।
১৯. তিনু কার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত?
উত্তর: তিনু বুধার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত।
২০. কার হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে?
উত্তর: বিনুর হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।
২১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা কী দেখে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা মৃত্যু দেখে।
২২. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কিসে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কলেরার মহামারিতে।
২৩. কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কে?
উত্তর: কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বুধা।
২৪. বুধার কানের পাশ দিয়ে কী উড়ে যায়?
উত্তর: বুধার কানের পাশ দিয়ে বোলতা উড়ে যায়।
২৫. বুধাকে কামাই করতে বলে কে?
উত্তর: বুধাকে কামাই করতে বলে তার চাচি।
২৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার রোজগার নেই?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধার চাচার রোজগার নেই।
২৭. বুধার চাচাতো ভাই-বোন কয়জন?
উত্তর: বুধার চাচাতো ভাই-বোন ৮ জন।
২৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার চোখ লাল হয়ে যায়?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধার চোখ লাল হয়ে যায়।
২৯. চাচির কাছে বুধাকে কখন মুরব্বির মতো মনে হয়?
উত্তর: বুধার চোখ যখন লাল হয়ে যায় তখন চাচির কাছে মতো মনে হয়।
৩০. বুধার চাচাতো বোনের নাম কী?
উত্তর: বুধার চাচাতো বোনের নাম কুন্তি।
৩১. বুধা কুন্তিকে কোন সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল?
উত্তর: বুধা কুন্তিকে তার বিয়ের সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল।
৩২. নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?
উত্তর: নোলক বুয়া বুধাকে ছন্নছাড়া নামে ডাকত।
৩৩. গাঁয়ের লোক বুধার কী নাম দিয়েছে?
উত্তর: গাঁয়ের লোক বুধার নাম দিয়েছে কাকতাড়ুয়া।
৩৪. কুন্তি কে?
উত্তর: কুন্তি বুধার চাচাতো বোন।
৩৫. বুধা কার কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল?
উত্তর: বুধা হাবিবের কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল।
৩৬. হরিকাকু বুধাকে কী নামে ডাকত?
উত্তর: হরিকাকু বুধাকে মানিকরতন নামে ডাকত।
৩৭. বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল?
উত্তর: বুধাকে রানি কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল।
৩৮. কাদের ভাষা বুধা বুঝতে পারে না?
উত্তর: মিলিটারিদের ভাষা বুধা বুঝতে পারে না।
৩৯. গাঁয়ে কারা কিয়ামত ঘটিয়ে চলে যায়?
উত্তর: গাঁয়ে মিলিটারিরা কিয়ামত ঘটিয়ে চলে যায়।
৪০. বুধা কোথায় বসে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল?
উত্তর: বুধা বঙ্গবন্ধুর ভাষণ কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে শুনেছিল।
৪১. মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ কারা পাঠায়?
উত্তর: মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ পাঠায় গাঁয়ের কয়েকজন টাকাওয়ালা মানুষ।
৪২. ক্ষুধা পেলে বুধাকে আলি কী দেয়?
উত্তর: ক্ষুধা পেলে বুধাকে আলি চা-বিস্কুট দেয়।
৪৩. আলি বুধার নতুন নাম কী দেয়?
উত্তর: আলি বুধার নতুন নাম দেয় ‘জয়বাংলা’।
৪৪. ভোরবেলা বুধাকে কে কান ধরে টেনে তোলে?
উত্তর: ভোরবেলা বুধাকে আহাদ মুন্সির বড় ছেলে মতিউর কান ধরে টেনে তোলে।
৪৫. আহাদ মুন্সির বাড়ির পর কার বাড়িতে আগুন লাগে?
উত্তর: আহাদ মুন্সির বাড়ির পর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগে।
৪৬. বুধা কাকে স্যালুট করে?
উত্তর: বুধা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে স্যালুট করে।
৪৭. মিলিটারি ক্যাম্পে রেকি করতে কাকে দায়িত্ব দেওয়া হয়?
উত্তর: মিলিটারি ক্যাম্পে রেকি করতে বুধাকে দায়িত্ব দেওয়া হয়।
৪৮. একগাদা পেয়ারা নিয়ে বুধা কোথায় যায়?
উত্তর: একগাদা পেয়ারা নিয়ে বুধা মিলিটারি ক্যাম্পে যায়।
৪৯. মিলিটারিরা কী দখল করে ক্যাম্প বানিয়েছে?
উত্তর: গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে।
৫০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি কাদের?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি পাকিস্তানি মিলিটারিদের।
৫১. মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সির সাথে কয়জন রাজাকার ছিল?
উত্তর: মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সির সাথে ৩ জন রাজাকার ছিল।
৫২. বুধাকে কে সানকি ভরা ভাত দেয়?
উত্তর: বুধাকে মিঠুর মা সানকি ভরা ভাত দেয়।
৫৩. বুধা কাকে নিয়ে বাবা-মার কবর দেখতে যায়?
উত্তর: বুধা কুন্তিকে নিয়ে বাবা-মার কবর দেখতে যায়।
৫৪. বুধার মা-বাবার কবর কে পরিষ্কার করে রাখে?
উত্তর: বুধার মা-বাবার কবর কুন্তি পরিষ্কার করে রাখে।
৫৫. বুধা মাটি কাটার দলে কাজ নিতে কার কাছে অনুরোধ করে?
উত্তর: বুধা মাটি কাটার দলে কাজ নিতে ফজু চাচার কাছে অনুরোধ করে।
৫৬. বাঙ্কার কাটার কাজ কে তদারকি করে?
উত্তর: বাঙ্কার কাটার কাজ আহাদ মুন্সির ছেলে মতিউর তদারকি করে।
৫৭. রাতের বেলা বাঙ্কারে করে মিলিটারিরা কী দেখবে বলে বুধা জানায়?
উত্তর: রাতের বেলা বাঙ্কারে করে মিলিটারিরা হাউইবাজি দেখবে বলে বুধা জানায়।
৫৮. বুধা কার পা ধরে সালাম করে ভোঁ দৌড় দেয়?
উত্তর: বুধা ফজু মিয়ার পা ধরে সালাম করে ভোঁ দৌড় দেয়।
৫৯. বুধা বাঙ্কারে কী পুঁতে রাখে?
উত্তর: বুধা বাঙ্কারে মাইন পুঁতে রাখে।
৬০. বুধা ও শাহাবুদ্দিন দুজনে মিলে কী খায়?
উত্তর: বুধা ও শাহাবুদ্দিন দুজনে মিলে গুড়-মুড়ি খায়।
৬১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত কে নিজের বোঝা নিজে বইবে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত বুধা নিজের বোঝা নিজে বইবে।
৬২. কে বুধাকে লজ্জা দিতে চায় না?
উত্তর: চাচি বুধাকে লজ্জা দিতে চায় না।
৬৩. পাকিস্তানি সেনা দেখে বুধা কোথায় লম্বা হয়ে শুয়ে থাকে?
উত্তর: পাকিস্তানি সেনা দেখে বুধা ধানগাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে।
৬৪. কে বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে?
উত্তর: হরিকাকুর বউ বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে।
৬৫. বুধার চাচা কাজ খুঁজতে কোথায় গিয়েছে?
উত্তর: বুধার চাচা কাজ খুঁজতে শহরে গিয়েছে।
৬৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত সালাম চাচা কিসের আঘাতে মারা গেছে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত সালাম চাচা বুলেটের আঘাতে মারা গেছে।
৬৭. কোন রোগ বুধাকে খেতে পারেনি?
উত্তর: কলেরা রোগ বুধাকে খেতে পারেনি।
৬৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে লাশ খেতে কে উড়ে আসে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে লাশ খেতে শকুন উড়ে আসে।
৬৯. শত্রুদের না তাড়িয়ে কে চায়ের দোকান বানাবে না?
উত্তর: শত্রুদের না তাড়িয়ে আলি চায়ের দোকান বানাবে না।
৭০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কে যার-তার কাছে হাত পাতে না?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা যার-তার কাছে হাত পাতে না।
৭১. বুধার মতে কী না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে?
উত্তর: বুধার মতে লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে।
৭২. বুধা কার কাছ থেকে কেরোসিন তেল নেয়?
উত্তর: বুধা আলির কাছ থেকে কেরোসিন তেল নেয়।
৭৩. বুধা বড় মশালটা কয় চালা ঘরের চালে ছুড়ে মারে?
উত্তর: বুধা বড় মশালটা আটচালা ঘরের চালে ছুড়ে মারে।
৭৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধাকে দেখে কাদের সাহস বেড়ে যায়?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধাকে দেখে আলি আর মিঠুর সাহস বেড়ে যায়।
৭৫. কে বুধাকে পেলে চিবিয়ে খাবে?
উত্তর: মতিউর বুধাকে পেলে চিবিয়ে খাবে।
৭৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার হম্বিতম্বি দেখে লোক জড়ো হয়?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে মতিউরের হম্বিতম্বি দেখে লোক জড়ো হয়।
৭৭. বুধা ফুলকলিকে কী খেতে দিল?
উত্তর: বুধা ফুলকলিকে দুটো জিলাপি খেতে দিল।
৭৮. কমান্ডারের বাড়িতে কিছু ঘটলে বুধাকে কে জানাবে?
উত্তর: কমান্ডারের বাড়িতে কিছু ঘটলে বুধাকে ফুলকলি জানাবে।
৭৯. ফুলকলি বুধাকে কী বলে ডাকবে বলে জানায়?
উত্তর: ফুলকলি বুধাকে যুদ্ধ বলে ডাকবে বলে জানায়।
৮০. বুধা মনের আনন্দে দু পায়ে কী মাখে?
উত্তর: বুধা মনের আনন্দে দু পায়ে পথের ধুলো মাখে।
৮১. বুধার ঘুমানোর জন্য দরজাবিহীন কী আছে?
উত্তর: বুধার ঘুমানোর জন্য দরজাবিহীন ঢেঁকিঘর আছে।
৮২. গেরস্ত বাড়িতে কাজ করে দিলে বুধার কোন ডালের সাথে ভাত জোটে?
উত্তর: গেরস্ত বাড়িতে কাজ করে দিলে বুধার অড়হর ডালের সাথে ভাত জোটে।
৮৩. ‘কোথায় যাচ্ছিস বুধা’- জিজ্ঞেস করলে বুধা কী জবাব দেয়?
উত্তর: ‘কোথায় যাচ্ছিস বুধা’- জিজ্ঞেস করলে বুধা জবাব দেয় ‘সোনার ঘরে’।
৮৪. মানুষের কিসের সীমা নেই বলে বুধা হাসতে হাসতে নিজেকে বলে?
উত্তর: মানুষের বোকামির সীমা নেই বলে বুধা হাসতে হাসতে নিজেকে বলে।
৮৫. কিসের গান শুনে বুধা গান শেখে?
উত্তর: আখড়ার গান শুনে বুধা গান শেখে।
৮৬. বুধা আঙুলের মাথায় কী তুলে নিয়ে নাচাতে থাকে?
উত্তর: বুধা আঙুলের মাথায় মরা শামুকের খোল তুলে নিয়ে নাচাতে থাকে।
৮৭. পায়ের আঙুলে লাগানো শামুকের খোলটিকে বুধার কাছে কী বলে মনে হয়?
উত্তর: পায়ের আঙুলে লাগানো শামুকের খোলটিকে বুধার কাছে লোহার টুপি বলে মনে হয়।
৮৮. ‘ও পাগল হয় নি। শক্ত হয়ে গেছে।’- গাঁয়ের লোক কার সম্পর্কে কথাটি বলে?
উত্তর: ‘ও পাগল হয় নি। শক্ত হয়ে গেছে।’- গাঁয়ের লোক বুধা সম্পর্কে কথাটি বলে।
৮৯. চাচির বলা কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা মগজের গায়ে ধাক্কা খায়?
উত্তর: চাচির বলা ‘কামাই’ শব্দটা বুধার শক্ত হয়ে থাকা মগজের গায়ে ধাক্কা খায়।
৯০. চাচির বলা কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়?
উত্তর: চাচির বলা ‘বোমা’ শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়।
৯১. বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত?
উত্তর: বুধা চাচির বাড়িতে গেলে কুন্তির চোখ ছলছল করত।
৯২. কিসের ভেতরে বুধা গাঁয়ের বেশির ভাগ মানুষকে দেখতে পায়?
উত্তর: কাকতাড়ুয়ার ভেতরে বুধা গাঁয়ের বেশির ভাগ মানুষকে দেখতে পায়।
৯৩. হরিকাকু কখন বুধাকে হেসে মানিকরতন বলে ডাকে?
উত্তর: হরিকাকুর জালে প্রচুর মাছ উঠলে বুধাকে সে হেসে মানিকরতন বলে ডাকে।
৯৪. গাঁয়ের গোবর কুড়ানি বুড়িটা বুধার কী নাম দিয়েছে?
উত্তর: গাঁয়ের গোবর কুড়ানি বুড়িটা বুধার নাম দিয়েছে ‘গোবররাজা’।
৯৫. বুধা কার ভাবনার মতো সাহসী মানুষ হয়ে উঠতে চায়?
উত্তর: বুধা নোলক বুয়ার ভাবনার মতো সাহসী মানুষ হয়ে উঠতে চায়।
৯৬. ‘আমি তো এখন স্বাধীন মানুষ।’- বুধা কাকে এ কথা বলে?
উত্তর: ‘আমি তো এখন স্বাধীন মানুষ।’- বুধা হাবু দোকানদারকে এ কথা বলে।
৯৭. গাঁয়ে যখন মিলিটারি এলো বুধা তখন কী খেলছিল?
উত্তর: গাঁয়ে যখন মিলিটারি এলো বুধা তখন কাকতাড়ুয়া খেলছিল।
৯৮. বুধাদের গাঁয়ে মিলিটারিরা কিসে চড়ে আসে?
উত্তর: বুধাদের গাঁয়ে মিলিটারিরা জিপে চড়ে আসে।
৯৯. বুধা আতঙ্কে কিসে মিলে যায়?
উত্তর: বুধা আতঙ্কে ধানক্ষেতের কাদায় মিলে যায়।
১০০. বুধা কী নিয়ে ডোবা থেকে পানি আনে?
উত্তর: বুধা মাটির হাঁড়ি নিয়ে ডোবা থেকে পানি আনে।
১০১. কিসের দিকে তাকিয়ে বুধার চোখ লাল হতে থাকে?
উত্তর: আধপোড়া বাজারুটির দিকে তাকিয়ে বুধার চোখ লাল হতে থাকে।
১০২. বুকের ভেতর ভীষণ কিছু গজিয়ে উঠলে বুধা কোথায় গিয়ে দাঁড়ায়?
উত্তর: বুকের ভেতর ভীষণ কিছু গজিয়ে উঠলে বুধা নদীর ধারে গিয়ে দাঁড়ায়।
১০৩. কার বাড়িতে গিয়ে বুধার চক্ষু চড়কগাছ হয়?
উত্তর: নোলক বুয়ার বাড়িতে গিয়ে বুধার চক্ষু চড়কগাছ হয়।
১০৪. হরিকাকুর সাথে কোন গাছের নিচে বুধার দেখা হয়?
উত্তর: হরিকাকুর সাথে জামগাছের নিচে বুধার দেখা হয়।
১০৫. বুধাদের গ্রামে কলেরার প্রকোপ কত দিন ছিল?
উত্তর: বুধাদের গ্রামে কলেরার প্রকোপ সাত দিন ছিল।
১০৬. ‘বানরের আবার চাঁদে যাওয়ার সাধ’- ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উক্তিটি কার?
উত্তর: “বানরের আবার চাঁদে যাওয়ার সাধ’।- ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উক্তিটি মধুর।
১০৭. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মধুর বড় ভাইয়ের নাম কী?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মধুর বড় ভাইয়ের নাম মিঠু।
১০৮. মৃত্যুর সময় বুধার মা বুধাকে কার ভরসায় রেখে যাওয়ার কথা বলে?
উত্তর: মৃত্যুর সময় বুধার মা বুধাকে আল্লাহর ভরসায় রেখে যাওয়ার কথা বলে।
১০৯. কী খেলে বুধার মন ভরে?
উত্তর: জোছনা খেলে বুধার মন ভরে।
১১০. কী খেলে বুধার মগজ ভরে?
উত্তর: বাতাস খেলে বুধার মগজ ভরে।
১১১. আহাদ মুন্সির দলের লোকেরা কিসের পাশে ঘোরাঘুরি করে?
উত্তর: আহাদ মুন্সির দলের লোকেরা মিলিটারি ক্যাম্পের পাশে ঘোরাঘুরি করে।
১১২. আহাদ মুন্সি বুধাকে কী কাজ দেওয়ার কথা বলে?
উত্তর: আহাদ মুন্সি বুধাকে গরু চরানোর কাজ দেওয়ার কথা বলে।
১১৩. বুধা গায়ে খেটে কিসের দাম শোধ দেবে?
উত্তর: বুধা গায়ে খেটে তেলের দাম শোধ দেবে।
১১৪. বুধা পোড়া ঘরে গিয়ে কয়টা মশাল বানায়?
উত্তর: বুধা পোড়া ঘরে গিয়ে চারটা মশাল বানায়।
১১৫. আলি ও মিঠু কিসে যোগ দিতে গ্রাম ছেড়ে পালায়?
উত্তর: আলি ও মিঠু মুক্তিবাহিনীতে যোগ দিতে গ্রাম ছেড়ে পালায়।
১১৬. ফুলকলি বাড়ির বাইরে কোন গাছের নিচে বসে অনেকক্ষণ কাঁদল?
উত্তর: ফুলকলি বাড়ির বাইরে জামগাছের নিচে বসে অনেকক্ষণ কাঁদল।
১১৭. বুধা ফুলকলিকে কার বাড়িতে নিয়ে যায়?
উত্তর: বুধা ফুলকলিকে আতাফুপুর বাড়িতে নিয়ে যায়।
১১৮. আতাফুপুর বাড়িতে বুধা পেটভরে কী খায়?
উত্তর: আতাফুপুর বাড়িতে বুধা পেটভরে পান্তা ভাত খায়।
১১৯. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কে আর্ট কলেজে পড়ে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত শাহাবুদ্দিন আর্ট কলেজে পড়ে।
১২০. গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা কী বানিয়েছে?
উত্তর: গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে।
১২১. “লোহার টুপি কি মানুষের মগজ খায়?” বুধা কাকে জিজ্ঞেস করে?
উত্তর: “লোহার টুপি কি মানুষের মগজ খায়?” বুধা আহাদ মুন্সিকে জিজ্ঞেস করে।
১২২. বুধার পোড়া ঘরে তৈরি হওয়া মশালটি কার নতুন তোলা ছনের ঘর পুড়িয়ে দেয়?
উত্তর: বুধার পোড়া ঘরে তৈরি হওয়া মশালটি আহাদ মুন্সির নতুন তোলা ছনের ঘর পুড়িয়ে দেয়।
১২৩. বুধা তার জ্বরকে কিসের জ্বর বলেছে?
উত্তর: বুধা তার জ্বরকে ভাল্লুকের জ্বর বলেছে।
১২৪. কুন্তি কী তুলে বাড়ি ফিরছিল?
উত্তর: কুন্তি একগাদা শাপলা তুলে বাড়ি ফিরছিল।
0 Comments:
Post a Comment