৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীবন সঙ্গীত
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Kobita
Jibon Songi
MCQ
Question and Answer pdf download
লেখক পরিচিতি:
নাম: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
জন্ম তারিখ: ১৮৩৮ সালের ১৭ই এপ্রিল।
জন্মস্থান: হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রাম।
পিতার নাম: কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
শিক্ষাজীবন: কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটের কারণে তাঁর পড়াশোনা বন্ধ হয়। এরপর কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর আশ্রয়ে ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজ থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৫৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
পেশা: সরকারি চাকরি, শিক্ষকতা; পরে আইন ব্যবসায় নিয়োজিত হন।
সাহিত্যিক পরিচয়: কাব্য রচনায় মাইকেল মধুসূদনের পর ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য রচনা করেন।
উল্লেখযোগ্য রচনা: মহাকাব্য: বৃত্রসংহার। কাব্য: চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী।
মৃত্যু: ১৯০৩ সালের ২৪শে মে।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
জীবন-সঙ্গীত কবিতার
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? উত্তরঃ গ
ক. নদীর জল
খ. পুকুরের জল
গ. শৈবালের নীর
ঘ. ফটিক জল
২. কবি ‘সংসারে সমরাঙ্গনে’ বলতে কী বুঝিয়েছেন? উত্তরঃ খ
ক. যুদ্ধক্ষেত্রকে
খ. জীবনযুদ্ধকে
গ. প্রতিরোধযুদ্ধকে
ঘ. অস্তিত্বকে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম প্রথম লাভ পান। এক সময় তাঁর ব্যবসায়ে মন্দা দেখা দেয়। এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন বন্ধু হাতেম তাঁকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন। শুকুর মিয়া তাঁর পরামর্শকে সাদরে গ্রহণ করেন।
৩. উদ্দীপকের শুকুর মিয়ার লক্ষ্য কী? উত্তরঃ গ
ক. যশোদ্ধার
খ. অমরত্ব লাভ
গ. সংসার সমরাঙ্গনে টিকে থাকা
ঘ. বরণীয় হওয়া
৪. অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো- উত্তরঃ গ
ক. সাহস
খ. সংগ্রাম
গ. আত্মবিশ্বাস
ঘ. সংকল্প
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
জীবন-সঙ্গীত কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটির রচয়িতা কে? উত্তরঃ গ
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরঃ গ
ক. ১৮৩৬ সালে
খ. ১৮৩৭ সালে
গ. ১৮৩৮ সালে
ঘ. ১৮৩৯ সালে
৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরঃ খ
ক. মেদিনীপুর
খ. হুগলি
গ. পশ্চিমবঙ্গ
ঘ. বর্ধমান
৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী? উত্তরঃ খ
ক. হরিহর বন্দ্যোপাধ্যায়
খ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ. মহানন্দা বন্দ্যোপাধ্যায়
৫. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পড়ালেখা বন্ধ হয়ে যায় কেন? উত্তরঃ গ
ক. এলাকা ছেড়ে চলে যাওয়ায়
খ. স্কুল থেকে বিতাড়িত হওয়ায়
গ. আর্থিক সংকটের কারণে
ঘ. পরিবারের অনীহায়
৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর্থিক সংকটে পড়েন কোথায় পড়াশোনার সময়? উত্তরঃ গ
ক. হিন্দু কলেজে
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
গ. কলকাতা খিদিরপুর বাংলা স্কুলে
ঘ. কলকাতা সংস্কৃত কলেজে
৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার আশ্রয়ে ইংরেজি শেখেন? উত্তরঃ খ
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
খ. অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর
গ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের
ঘ. রাজা রামমোহন রায়ের
৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তরঃ গ
ক. খিদিরপুর বাংলা স্কুল
খ. সংস্কৃত কলেজ
গ. হিন্দু কলেজ
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
৯. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? উত্তরঃ গ
ক. ১৮৫৫ সালে
খ. ১৮৫৭ সালে
গ. ১৮৫৯ সালে
ঘ. ১৮৬১ সালে
১০. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? উত্তরঃ ঘ
ক. সংস্কৃত কলেজ
খ. হিন্দু কলেজ
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
১১. মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় সবচেয়ে খ্যাতিমান কে ছিলেন? উত্তরঃ ঘ
ক. বঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কী? উত্তরঃ গ
ক. মেঘনাদবধ
খ. মহাশ্মশান
গ. বৃত্রসংহার
ঘ. আশাকানন
১৩. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কোন রচনাটি স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় রচিত? উত্তরঃ ক
ক. বৃত্রসংহার
খ. ছায়াময়ী
গ. চিন্তাতরঙ্গিনী
ঘ. আশাকানন
১৪. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? উত্তরঃ গ
ক. ১৯০১ সালে
খ. ১৯০২ সালে
গ. ১৯০৩ সালে
ঘ. ১৯০৪ সালে
১৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন? উত্তরঃ ক
ক. বৃথা জন্ম এ সংসারে
খ. সময় কাহারো নয়
গ. সংসারে সংসারী সাজ
ঘ. জীবাত্মা অনিত্য নয়
১৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কী বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন? উত্তরঃ গ
ক. সকলি ঘুচায় কাল
খ. জীবাত্মা অনিত্য নয়
গ. তুমি কার কে তোমার
ঘ. মানব-জনম সার
১৭. ‘জীব করো না ক্রন্দন’ এখানে ‘জীব’ বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তরঃ খ
ক. প্রাণী
খ. মানুষ
গ. পশুপাখি
ঘ. জীবন
১৮. কবি কিসে ভুলতে নিষেধ করেছেন? উত্তরঃ ঘ
ক. সংসারে
খ. পরিবারে
গ. সুখে
ঘ. বাহ্যদৃশ্যে
১৯. কবি কোনটিকে অনিত্য নয় বলেছেন? উত্তরঃ ক
ক. জীবাত্মাকে
খ. পরিবারকে
গ. সংসারকে
ঘ. মহিমাকে
২০. “ওহে জীব কর আকিঞ্চন” এখানে ‘আকিঞ্চন’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ ঘ
ক. অর্জন অর্থে
খ. মহিমা অর্থে
গ. উদ্দেশ্য অর্থে
ঘ. চেষ্টা অর্থে
২১. কবি সংসারে কী করেতে বলেছেন? উত্তরঃ ক
ক. সংসারী সাজতে
খ. বৈরাগী হতে
গ. বিরক্ত হতে
ঘ. অলস হতে
২২. কী করলে ভবের উন্নতি হয়? উত্তরঃ গ
ক. ভবিষ্যতে নির্ভর করেলে
খ. অতীত চিন্তা করেলে
গ. নিত্য নিজ কাজ করেলে
ঘ. চিন্তা করে কাতর হলে
২৩. “বেগে ধায় নাহি রহে স্থির”- কী? উত্তরঃ ক
ক. সময়
খ. সুখের দিন
গ. মহিমা
ঘ. নিশার স্বপন
২৪. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি শৈবালের নীরের সাথে তুলনা করেছেন কোনটিকে? উত্তরঃ খ
ক. সময়কে
খ. আয়ুকে
গ. সংসারকে
ঘ. বাহ্যদৃশ্যকে
২৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোথায় ভয়ে ভীত হতে নিষেধ করেছেন? উত্তরঃ গ
ক. ঘরের বাইরে
খ. পরিবারে
গ. সংসার সমরাঙ্গনে
ঘ. ভবিষ্যৎ চিন্তায়
২৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতা অনুসারে কী করলে জয় হবে? উত্তরঃ গ
ক. ভয় পেলে
খ. সুখের আশা করলে
গ. যত্ন করলে
ঘ. বাহ্যদৃশ্য ভুললে
২৭. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবির মতে জগতে কোনটি দুর্লভ? উত্তরঃ ঘ
ক. মহাজ্ঞানী
খ. সময়
গ. জীবাত্মা
ঘ. মহিমা
২৮. কবি কিসে নির্ভর করতে নিষেধ করেছেন? উত্তরঃ খ
ক. সময়ে
খ. ভবিষ্যতে
গ. পরিবারে
ঘ. বাহ্যদৃশ্যে ভুললে
২৯. কবি কোনটি চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন? উত্তরঃ খ
ক. সংসারের উন্নতি
খ. অতীত সুখের দিন
গ. ভবের উন্নতি
ঘ. মহাজ্ঞানীদের পথ
৩০. কারা প্রাতঃস্মরণীয়? উত্তরঃ ক
ক. মহাজ্ঞানীরা
খ. সংসারীরা
গ. বৈরাগীরা
ঘ. ভবিষ্যতে নির্ভরকারীরা
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ: বাংলা ১ম পত্র গাইড
৩১. আমরা কোন পথ লক্ষ্য করে বরণীয় হব? উত্তরঃ ঘ
ক. ভবিষ্যতে নির্ভরকারীদের পথ
খ. সংসারী মানুষের পথ
গ. সংসারত্যাগীদের পথ
ঘ. মহাজ্ঞানীদের পথ
৩২. আমরা কীভাবে সংকল্প সাধন করব? উত্তরঃ গ
ক. ভবিষ্যতে নির্ভর করে
খ. অতীত সুখের চিন্তা করে
গ. নিজ নিজ কাজে রত হয়ে
ঘ. বৈরাগ্য গ্রহণ করে
৩৩. ‘জীবন-সঙ্গীত কবিতায় কবি কোন কাজ করতে গিয়ে জীবন বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন? উত্তরঃ খ
ক. মহাজ্ঞানীর পথ অনুসরণ করেতে গিয়ে
খ. সংসার সমরাঙ্গন মাঝে
গ. বাহ্যদৃশ্যে মগ্ন হতে গিয়ে
ঘ. ভবিষ্যৎ সুখের চিন্তা করেতে গিয়ে
৩৪. ‘দারা’ শব্দের অর্থ কী? উত্তরঃ খ
ক. দিয়ে
খ. স্ত্রী
গ. কন্যা
ঘ. জীবন
৩৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি ‘বাহ্যদৃশ্যে’ বলতে কী বুঝিয়েছেন? উত্তরঃ ঘ
ক. সংসারের রূপে
খ. মহাজ্ঞানীদের পথে
গ. মানবজীবনের বাইরের চিন্তায়
ঘ. বাইরের জগতের চাকচিক্যময় রূপে
৩৬. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি জীবাত্মা বলতে কী বুঝিয়েছেন? উত্তরঃ খ
ক. মহাজ্ঞানীদের আত্মা
খ. মানুষের আত্মা
গ. প্রাণীদের আত্মা
ঘ. সংসারী লোকের আত্মা
৩৭. ‘অনিত্য’ শব্দের অর্থ কী? উত্তরঃ ঘ
ক. নতুন
খ. পুরাতন
গ. স্থায়ী
ঘ. অস্থায়ী
৩৮. ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী? উত্তরঃ ক
ক. চেষ্টা
খ. অর্জন
গ. আগ্রহ
ঘ. কাজ
৩৯. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোনটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন? উত্তরঃ গ
ক. মহাজ্ঞানীদের পথকে
খ. বাহ্যদৃশ্যকে
গ. মানুষের জীবনকে
ঘ. ভবিষ্যৎকে
৪০. ‘বীর্যবান’ শব্দের অর্থ কী? উত্তরঃ ক
ক. শক্তিমান
খ. মহাজন
গ. সংসারী লোক
ঘ. যোদ্ধা
৪১. ‘মহিমা’ শব্দের অর্থ কী? উত্তরঃ গ
ক. জগৎ
খ. সংকল্প
গ. গৌরব
ঘ. সাফল্য
৪২. ‘প্রাতঃস্মরণীয় শব্দের অর্থ কী? উত্তরঃ খ
ক. প্রাথমিকভাবে স্মরণীয়
খ. সকালবেলায় স্মরণ
গ. স্মরণ করোর অযোগ্য
ঘ. মহাজ্ঞানী ও মহাজন
৪৩. ‘ধ্বজা’ শব্দের অর্থ কী? উত্তরঃ গ
ক. খুঁটি
খ. দুর্বল
গ. পতাকা
ঘ. অবলম্বন
৪৪. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি কোন কবির কবিতা থেকে ভাবানুবাদ করা হয়েছে? উত্তরঃ ঘ
ক. জন কিটস
খ. জর্জ বার্নাড শ
গ. শেলি
ঘ. হেনরি লংফেলো
৪৫. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ? উত্তরঃ ক
ক. A Psalm of Life
খ. Captive Lady
গ. Life of War
ঘ. Tour of Life
৪৬. উপেন সংসার জীবনে অতিষ্ঠ হয়ে সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরছে। উপেনের ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ? উত্তরঃ খ
ক. উপেন ভবের উন্নতি করেছে
খ. উপেন বাহ্যদৃশ্যে ভুলেছে
গ. উপেন মহিমা লাভের পথে চলেছে
ঘ. উপেন প্রাতঃস্মরণীয় হবে
৪৭. রায়হান সংসারের প্রতি খুবই মনোযোগী। সে কোনো কাজ কারও জন্য ফেলে রাখে না। তার কাজে কোনটি ঘটবে? উত্তরঃ ক
ক. ভবের উন্নতি
খ. আত্মিক মুক্তি
গ. মহিমা লাভ
ঘ. সংকল্প সাধন
বহুপদী সমাপ্তিসূচক
৪৮. ‘জীবন-সঙ্গীত’ কবিতার কবির মতে বলা উচিত নয়-
i. বৃথা জন্ম এ সংসারে
ii. তুমি কার কে তোমার
iii. জীবাত্মা অনিত্য নয়
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. কবি বাহ্যদৃশ্যে ভুলতে নিষেধ করেছেন। কারণ-
i. এতে প্রাতঃস্মরণীয় হওয়া যায় না
ii. এতে ভবের উন্নতি হয়
iii. এতে জীবনের উদ্দেশ্য অর্জন হয় না
নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. চেষ্টা করলে মহিমা অর্জন হবেই, কেননা-
i. সময় মহিমা অর্জনে সাহায্য করে
ii. জীবাত্মা অনিত্য হয় না
iii. মহাজ্ঞানীরা এভাবেই মহিমা অর্জন করেছেন
নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫১. মানব জনম অত্যন্ত মূল্যবান। কারণ-
i. মানুষের আয়ু ক্ষণস্থায়ী
ii. মানুষ একবারই জীবন লাভ করে
iii. এ জীবনে সকলেই মহিমা লাভ করে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫২. জীবনের উদ্দেশ্য নয়-
i. সংসারে সংসারী সাজা
ii. মিথ্যে সুখের আশা করা
iii. বৈরাগ্য লাভ করা
নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৩. ভবের উন্নতি হয়-
i. বাহ্যদৃশ্যে ভুললে
ii. সংসারে সংসারী সাজলে
iii. নিত্য নিজের কাজ করলে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৪. ‘বেগে ধায় নাহি রহে স্থির’- বক্তব্যটি যথার্থ-
i. সময়ের ক্ষেত্রে
ii. মানুষের আয়ুর ক্ষেত্রে
iii. সংসার সমরাঙ্গনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৫. মানুষের আয়ুকে শৈবালের নীর বলার কারণ-
i. আয়ু শৈবারের মতো চিরসবুজ
ii. মানুষের আয়ু ক্ষণস্থায়ী
iii. মানুষের আয়ু শৈবালের নীরের মতো অনিশ্চিত
নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৬. মানুষকে যুদ্ধ করতে হবে-
i. সংসার সমরাঙ্গন মাঝে
ii. মহিমা লাভের জন্য
iii. ভয়ে ভীত না হয়ে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ঘ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৭. মানুষকে প্রাতঃস্মরণীয় হতে হলে-
i. ভবিষ্যতে নির্ভর করা উচিত
ii. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করা উচিত
iii. নিজ কাজে রত থেকে সংকল্প সাধন করা উচিত
নিচের কোনটি সঠিক? উত্তরঃ গ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৮. মানুষকে ভবিষ্যতে নির্ভর করা উচিত নয়-
i. আয়ু ক্ষণস্থায়ী বলে
ii. এতে মহিমা অর্জন ব্যাহত হয় বলে
iii. ভবের উন্নতি হয় না বলে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫৯. মহাজ্ঞানীদের পথ অনুসরণ করলে আমরা হতে পারব-
i. প্রাতঃস্মরণীয়
ii. সংসারত্যাগী
iii. বরণীয়
নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬০. মানুষ অমর হতে পারে-
i. সংকল্প সাধনের মাধ্যমে
ii. বরেণ্যদের পথে গমন করে
iii. বাহ্যদৃশ্যে ভুলতে পারলে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬১. মানুষকে সংকল্প সাধন করতে হবে-
i. নিজ কাজে রত থেকে
ii. ভবিষ্যতে নির্ভর করে
iii. মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬২. জীবনে সুখের আশা করতে নেই, কারণ-
i. তাতে ভবের উন্নতি হয় না
ii. তা দুঃখের ফাঁস হয়ে দেখা দেয়
iii. এটি মানবজীবনের উদ্দেশ্য নয়
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ঘ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬৩. হেমচন্দ্র কাতরস্বরে বলতে নিষেধ করেছেন-
i. এ জীবন অলীক স্বপ্ন
ii. মানব জনম বৃথা
iii. এ জীবন শৈবালের নীর
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
উৎপল এমন কিছু করতে চায় যার জন্য সে সকলের কাছে সম্মানিত হতে পারবে। তা হওয়ার জন্য সে কখনো সংসারত্যাগী হওয়ার কথা ভাবে, আবার পরিবার-পরিজনের মায়ায় তাও করতে পারে না। তাই কীভাবে সমাজে মানুষের কাছে বরণীয় হওয়া যায় তা জানার জন্য উৎপল বিভিন্ন মনীষীর জীবনী পড়ে।
৬৪. উৎপলের মাঝে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তরঃ ক
ক. মহিমালাভের বাসনা
খ. ভবিষ্যৎ নির্ভরতা
গ. যুদ্ধ করার মানসিকতা
ঘ. মিথ্যা সুখের আশা
৬৫. উৎপল তার উদ্দেশ্য পূরণ করতে পারে-
i. মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে
ii. বৈরাগ্য সাধন করে
iii. নিজ কাজে রত থেকে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ খ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল হোসেন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের পাশাপাশি পরিবারের লোকদেরও যথেষ্ট সময় দেন। তাঁকে কাছে পেয়ে পরিবারের সদস্যরাও খুব খুশি হয়।
৬৬. কামাল হোসনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনটি হবে? উত্তরঃ খ
ক. মহিমা অর্জন
খ. ভবের উন্নতি
গ. সময়ের সদ্ব্যবহার
ঘ. জীবনের উদ্দেশ্য লাভ
৬৭. কামাল হোসেনকে প্রাতঃস্মরণীয় হতে হলে-
i. নিজের কাজে রত থেকেই সংকল্প সাধনা করতে হবে
ii. ভবিষ্যতে নির্ভর না করে কাজ করতে হবে
iii. সংসার ত্যাগ করতে হবে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সমীর একজন অলস প্রকৃতির মানুষ। সে সারাদিন শুয়ে বসে কাটায়। বাড়ির কোনো কাজেও বাবা-মাকে সাহায্য করে না। সে মনে করে এত কাজ করে অর্থের পেছনে ছুটে কী লাভ। একদিন তো মরতেই হবে।
৬৮. উদ্দীপকের সমীরের মানসিকতা ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে? উত্তরঃ ক
ক. বৃথা জন্ম এ সংসারে
খ. জীবাত্মা অনিত্য নয়
গ. সকলি ঘুচায় কাল
ঘ. সময় কাহারো নয়
৬৯. উদ্দীপকের সমীর বরণীয় হতে পারবে না। কারণ-
i. সংসার সমরাঙ্গনে সে ভীত
ii. জীবনের উদ্দেশ্য তার কাজে অনুপস্থিত
iii. বাহ্যদৃশ্যে নিজেকে ভুলিয়েছে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মালিহা প্রায়ই ক্লাসের পড়া পরের দিন করব বলে রেখে দেয়। এতে সে ক্লাসে ঠিকমতো পড়া পারে না। বছর শেষে পরীক্ষাতেও সে ভালো ফল করতে পারে না।
৭০. মালিহার মাঝে কোন দিকটির প্রকাশ ঘটেছে? উত্তরঃ ক
ক. ভবিষ্যতে নির্ভরতা
খ. অতীত চিন্তায় কাতরতা
গ. মহাজ্ঞানীদের মানসিকতা
ঘ. বাহ্যদৃশ্যে আকর্ষণ
৭১. চূড়ান্ত সাফল্য লাভে মালিহা ‘জীবন-সঙ্গীত’ কবিতার যে বক্তব্যের অনুসরণ করতে পারে তা হলো-
i. যুদ্ধ কর দৃঢ়পণে
ii. ভবিষ্যতে করো না নির্ভর
iii. করো না সুখের আশ
নিচের কোনটি সঠিক? উত্তরঃ ক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
0 Comments:
Post a Comment