৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ঝর্ণার গান
সত্যেন্দ্রনাথ দত্ত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Kobita
Jhornar Gan
MCQ
Question and Answer pdf download
১. দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়? (উত্তরঃ ক)
[ক] ঝিঁঝিঁর
[খ] পরীর
[গ] বুলবুলির
[ঘ] শালিকের
২. ‘একলা গাই একলা ধাই
দিবস রাত, সাঁঝ সকাল।’ এ- বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে? (উত্তরঃ গ)
[ক] প্রকৃতি চেতনা
[খ] সৌন্দর্যপ্রীতি
[গ] ছুটে চলা
[ঘ] শঙ্কাহীন চিত্ত
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
নারিন্দার বৃক্ষপ্রেমী বলরাম দা গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের সমারোহে একটা উদ্যান, যা বলধা গার্ডেন নামে পরিচিত। নিছক আনন্দ উপভোগের জন্যই তাঁর এ উদ্যোগ। অনেকেই সেখানে ভেষজ ঔষধের উপকরণ খুঁজেছেন।
৩. উদ্দীপকের বলরাম দার সাথে ‘ঝর্ণার গান’ কবিতায় সাদৃশ্য রয়েছে -
i. চাতকের
ii. ঝর্ণার
iii. বন-ঝাউয়ের
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
৪. এরূপ সাদৃশ্যের কারণ কী? (উত্তরঃ ঘ)
[ক] পরোপকার
[খ] পরিবেশ সংরক্ষণ
[গ] ছুটে চলা
[ঘ] সৌন্দর্য সৃষ্টি
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘ঝর্ণার গান’ কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘ঝর্ণার গান’ কবিতার কবি কে? (উত্তরঃ গ)
[ক] জসীমউদ্দীন
[খ] কাজী নজরুল ইসলাম
[গ] সত্যেন্দ্রনাথ দত্ত
[ঘ] যতীন্দ্রমোহন বাগচী
২. সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? (উত্তরঃ খ)
[ক] ১৮৮০ সালে
[খ] ১৮৮২ সালে
[গ] ১৮৯০ সালে
[ঘ] ১৮৯২ সালে
৩. সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন? (উত্তরঃ ঘ)
[ক] মাঝআইল
[খ] সাগরদাঁড়ি
[গ] বিজয়করা
[ঘ] নিমতা
৪. সত্যেন্দ্রনাথ দত্তের জন্মস্থান কোন শহরের কাছাকাছি? (উত্তরঃ ঘ)
[ক] ঢাকা
[খ] চট্টগ্রাম
[গ] রাঁচি
[ঘ] কলকাতা
৫. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহের নাম কী? (উত্তরঃ খ)
[ক] বীরেন্দ্রনাথ দত্ত
[খ] অক্ষয়কুমার দত্ত
[গ] অনুপ নারায়ণ দত্ত
[ঘ] শমরেশ দত্ত
৬. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহের বিশিষ্টতা ছিল কিসে? (উত্তরঃ গ)
[ক] অভিনয়ে
[খ] সংগীতে
[গ] প্রবন্ধ রচনায়
[ঘ] কাব্যচর্চায়
৭. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ কোন শতকের বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন? (উত্তরঃ গ)
[ক] সপ্তদশ শতকের
[খ] অষ্টাদশ শতকের
[গ] উনবিংশ শতকের
[ঘ] বিংশ শতকের
৮. সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? (উত্তরঃ গ)
[ক] যুগবাণী
[খ] সবুজপত্র
[গ] তত্ত্ববোধিনী
[ঘ] আঙুর
৯. সত্যেন্দ্রনাথ দত্ত কোন শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন? (উত্তরঃ গ)
[ক] ম্যাট্রিক
[খ] ইন্টারমিডিয়েট
[গ] বি.এ
[ঘ] এম.এ
১০. সত্যেন্দ্রনাথ দত্ত কখন থেকে কাব্যচর্চা শুরু করেন? (উত্তরঃ খ)
[ক] শিশুকাল থেকে
[খ] ছাত্রজীবন থেকে
[গ] যুবক বয়স থেকে
[ঘ] বৃদ্ধ বয়স থেকে
১১. নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য? (উত্তরঃ ঘ)
[ক] তীর্থ-সলিল
[খ] তীর্থরেণু
[গ] ফুলের ফসল
[ঘ] কুহু ও কেকা
১২. নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য? (উত্তরঃ গ)
[ক] সন্ধিক্ষণ
[খ] বেণু ও বীণা
[গ] ফুলের ফসল
[ঘ] অভ্র-আবীর
১৩. কোন ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ দত্তের অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর মেলে? (উত্তরঃ খ)
[ক] অনুপ্রাস নির্মাণে
[খ] ছন্দ নির্মাণে
[গ] দৃশ্যকল্প নির্মাণে
[ঘ] চরিত্র নির্মাণে
১৪. সত্যেন্দ্রনাথ দত্ত কী হিসেবে খ্যাত? (উত্তরঃ খ)
[ক] ছন্দের রাজকুমার
[খ] ছন্দের জাদুকর
[গ] ছন্দের রাজা
[ঘ] ছন্দের ফেরিওয়ালা
১৫. সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুরবণ করেন? (উত্তরঃ খ)
[ক] ১৯১১ সালে
[খ] ১৯২২ সালে
[গ] ১৯৩৩ সালে
[ঘ] ১৯৪৪ সালে
১৬. চপল পায় কে ধায়? (উত্তরঃ গ)
[ক] কপোতাক্ষ নদ
[খ] চোখ গেল পাখি
[গ] ঝর্ণা
[ঘ] কানা কুয়ো
১৭. ঝর্ণা কেবল কিসের গান গায়? (উত্তরঃ ঘ)
[ক] নিজের গান
[খ] পাখির গান
[গ] বসন্তের গান
[ঘ] পরীর গান
১৮. ঝর্ণার সারা গায়ে কী? (উত্তরঃ খ)
[ক] আলোক
[খ] পুলক
[গ] লজ্জা
[ঘ] জড়তা
১৯. ঝর্ণার সকল প্রাণ কেমন? (উত্তরঃ ক)
[ক] বিভোল
[খ] বিবর্ণ
[গ] বিমুগ্ধ
[ঘ] বিষণ্ণ
২০. ঝর্ণা কিসের ওপর চরণ রাখে? (উত্তরঃ ক)
[ক] নিশ্চল শিলার ওপর
[খ] কাদামাটির উপর
[গ] বরফের ওপর
[ঘ] পিশ্চিল পাথরের উপর
২১. ঝর্ণা তার মনকে কোন বিশেষণের মাধ্যমে তুলে ধরেছে? (উত্তরঃ খ)
[ক] বিষণ্ণ
[খ] দোদুল
[গ] বিস্মিত
[ঘ] নিরুদ্বিগ্ন
২২. দুপুর-ভোরে কিসের ডাক শোনা যায়? (উত্তরঃ খ)
[ক] কালসারের
[খ] ঝিঁঝিঁর
[গ] বুলবুলির
[ঘ] চকোরের
২৩. ‘ঝর্ণার গান’ কবিতায় কার ঘুমানোর কথা বলা হয়েছে? (উত্তরঃ ক)
[ক] বনের
[খ] পরীর
[গ] ঝর্ণার
[ঘ] পথের
২৪. ‘ঝর্ণার গান’ কবিতায় ঝিমায় কে? (উত্তরঃ গ)
[ক] বন
[খ] পরী
[গ] পথ
[ঘ] রাত
২৫. বিজন দেশে কী নাই? (উত্তরঃ খ)
[ক] পুলক
[খ] কূজন
[গ] শঙ্কা
[ঘ] তৃষ্ণা
২৬. ঝর্ণা কী দিয়ে তাল বাজায়? (উত্তরঃ খ)
[ক] হাত
[খ] পা
[গ] কণ্ঠ
[ঘ] আঙুল
২৭. কে একা একা গান গেয়ে কেবলই ছুটে চলে? (উত্তরঃ গ)
[ক] চকোর
[খ] পরী
[গ] ঝর্ণা
[ঘ] পথ
২৮. কে ভয় দেখায়? (উত্তরঃ ক)
[ক] ঝুম পাহাড়
[খ] শিথিল শিলা
[গ] রাঙা পরী
[ঘ] বনের পাখি
২৯. ঝুম পাহাড় কী ঝুঁকিয়ে ভয় দেখায়? (উত্তরঃ খ)
[ক] মাথা
[খ] ঘাড়
[গ] হাত
[ঘ] পা
৩০. ঝুম পাহাড় চোখ পাকায় কেন? (উত্তরঃ খ)
[ক] বিস্ময় প্রকাশ করতে
[খ] ভয় দেখাতে
[গ] ঘুম তাড়াতে
[ঘ] অস্থিরতা প্রকাশ করতে
৩১. ‘শঙ্কা নাই’- কী হতে? (উত্তরঃ গ)
[ক] পরী
[খ] বিজন দেশে
[গ] ঝুম পাহাড়
[ঘ] কালসারের দল
৩২. ‘সমান যাই’- বলতে কী বোঝানো হয়েছে? (উত্তরঃ খ)
[ক] সমতলে যাই
[খ] নির্ভীকচিত্তে যাই
[গ] ধীরে ধীরে যাই
[ঘ] দ্রুত যাই
৩৩. ‘ঝর্ণার গান’ কবিতায় গিরির পায়ে কিসের নূপুর? (উত্তরঃ গ)
[ক] জবা ফুলের খ বেলী ফুলের
[গ] টগর ফুলের
[ঘ] বকুল ফুলের
৩৪. গিরির হিম ললাট ঘেমে কার উদ্ভব হয়েছে? (উত্তরঃ খ)
[ক] কপোতাক্ষ নদের
[খ] ঝর্ণার
[গ] রক্তগঙ্গার
[ঘ] বহু প্রতীক্ষিত বৃষ্টির
৩৫. গিরির হিম ললাট ঘামল কেন? (উত্তরঃ ক)
[ক] ঝর্ণার উদ্ভবে
[খ] ভয় পাওয়ায়
[গ] গ্রীষ্মের আগমনে
[ঘ] পুলক লেগে
৩৬. পরীর হার কোথায় টুটল? (উত্তরঃ খ)
[ক] ঝুম পাহাড়ে
[খ] নাচের উৎসবে
[গ] বিজন দেশে
[ঘ] শিথিল শিলায়
৩৭. ঝর্ণা কিসের সংবাদ পায়নি? (উত্তরঃ ঘ)
[ক] বনের ঘুম ভাঙার
[খ] পরীর গান গাওয়ার
[গ] পাহাড়ের ভয় পাওয়ার
[ঘ] পরীর হার টুটার
৩৮. ঝর্ণার আনন্দানুভূতির প্রকাশ ঘটেছে কোনটির মাধ্যমে? (উত্তরঃ খ)
[ক] মিটমিটাই
[খ] খিলখিলাই
[গ] চোখ পাকাই
[ঘ] খেয়াল নাই
৩৯. বন ঝাউয়ের ঝোপে কিসের দল চরে? (উত্তরঃ গ)
[ক] শালিকের
[খ] চকোরের
[গ] কালসারের
[ঘ] শাখামৃগের
[ক] টিলার গায়
[খ] যল ঝাঁঝির গায়
[গ] শিলার গায়
[ঘ] ডালচিনির গায়
৪১. ঝর্ণা কী দুলিয়ে যায়? (উত্তরঃ খ)
[ক] ডালচিনির
[খ] অচল-ঠাঁট
[গ] থল-ঝাঁঝি
[ঘ] হিমললাট
৪২. ঝর্ণা টিলার গায় কী বাড়িয়ে যায়? (উত্তরঃ গ)
[ক] অচল ঠাঁট
[খ] থল ঝাঁঝি
[গ] ডালিম ফাট
[ঘ] ফটিক জল
৪৩. শালিক-শুক কিসে মুখ বুলায়? (উত্তরঃ ক)
[ক] থল ঝাঁঝির মখমলে
[খ] জরির জালে
[গ] গিরির ললাটে
[ঘ] বন ঝাউয়ের ঝোপে
৪৪. কিসের কারণে ঝর্ণার অঙ্গ ঝলমল করে? (উত্তরঃ খ)
[ক] মল ঝাঁঝির মখমল
[খ] জরির জাল
[গ] ফটিক জল
[ঘ] টগর-নূহর
৪৫. ঝর্ণা কিসের হাঁক শুনতে পায়? (উত্তরঃ গ)
[ক] কালসারের
[খ] চকোরের
[গ] ফটিক জলের
[ঘ] বুলবুলির
৪৬. ঝর্ণা কাকে পাঁক ছেকে নিতে বলেছে? (উত্তরঃ গ)
[ক] যে শিং শিলায়
[খ] যে মুগ্ধ চোখে চায়
[গ] যার কণ্ঠে তৃষ্ণা
[ঘ] যার শঙ্কা নেই
৪৭. ঝর্ণা কার আশে ধায়? (উত্তরঃ ঘ)
[ক] যার কণ্ঠে তৃষ্ণা আছে
[খ] যার জল স্যাঁচার গরজ আছে
[গ] যার মনে পুলক আছে
[ঘ] যার মনে সৌন্দর্যবোধ আছে
৪৮. কার খোঁজে ঝর্ণার বিরাম নেই? (উত্তরঃ ক)
[ক] সুন্দরের জন্য তৃষ্ণার্ত যে
[খ] পরীর গান শোনায় যে
[গ] মুগ্ধ চোখে চায় যে
[ঘ] পাতকুয়ায় যায় যে
৪৯. ঝর্ণা কেমন শ্লোক বিলায়? (উত্তরঃ খ)
[ক] অচল শ্লোক
[খ] তরল শ্লোক
[গ] দোদুল শ্লোক
[ঘ] শীতল-শ্লোক
৫০. যার জল স্যাঁচার গরজ আছে ঝর্ণা তাকে কোথায় যেতে বলেছে? (উত্তরঃ গ)
[ক] ঝর্ণার ধারে
[খ] নদীর পাড়ে
[গ] পাতকুয়ায়
[ঘ] পুকুরে
৫১. কে চন্দ্রমা চায়? (উত্তরঃ খ)
[ক] ঝর্ণা
[খ] চকোর
[গ] কালসার
[ঘ] বুলবুলি
৫২. ঝর্ণা কেমন চোখের প্রত্যাশী? (উত্তরঃ খ)
[ক] বিষণ্ণ চোখের
[খ] মুগ্ধ চোখের
[গ] উদাসী চোখের
[ঘ] শঙ্কাহীন চোখের
৫৩. কিসের আঘাতে ঝর্ণা ঝিলিক দিয়ে ওঠে? (উত্তরঃ ক)
[ক] পাথরের আঘাতে
[খ] পাঁকের আঘাতে
[গ] ডালচিনির আঘাতে
[ঘ] থল ঝাঁঝির আঘাতে
৫৪. ‘ঝর্ণার গান’ কবিতায় কার প্রতি ঝর্ণার বিরূপ মনোভাব লক্ষ করা যায়? (উত্তরঃ ক)
[ক] সৌন্দর্যের কদর করে না যে
[খ] যার মাঝে সৌন্দর্যবোধ আছে
[গ] পরীর গান গায় যে
[ঘ] কণ্ঠে যার তৃষ্ণা নেই
৫৫. ‘বিভোল’ শব্দের অর্থ কোনটি? (উত্তরঃ ক)
[ক] বিবশ
[খ] অবশ
[গ] নিভৃত
[ঘ] চাঁদের আলো
৫৬. ‘বিজন’ শব্দের অর্থ কী? (উত্তরঃ ক)
[ক] নিভৃত
[খ] অচেতন
[গ] বরফ
[ঘ] হালকা চালের কবিতা
৫৭. ‘কূজন’ শব্দের অর্থ কী? (উত্তরঃ ঘ)
[ক] খারাপ মানুষ
[খ] সৌন্দর্যের তৃষ্ণাহীন
[গ] হালকা চালের কবিতা
[ঘ] কলরব
৫৮. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম পাহাড়’ বলতে কী বোঝানো হয়েছে? (উত্তরঃ গ)
[ক] রাগী পাহাড়
[খ] উঁচু পাহাড়
[গ] নীরব পাহাড়
[ঘ] ছোট পাহাড়
৫৯. ‘শুক’ বলতে কোন পাখিকে বোঝায়? (উত্তরঃ ক)
[ক] টিয়া
[খ] বুলবুলি
[গ] শালিক
[ঘ] কোকিল
৬০. ‘থল ঝাঁঝির মখমল’ কিসে তৈরি হয়েছে? (উত্তরঃ ক)
[ক] বহুদিন ধরে জমা শেওলায়
[খ] বরফের আচ্ছাদন জমা হয়ে
[গ] লতানো গাছ জন্ম নিয়ে
[ঘ] ঘাসের বিস্তারের মাধ্যমে
৬১. ‘মখমল’ কী? (উত্তরঃ খ)
[ক] লম্বা ও ঢিলা পোশাক
[খ] কোমল ও মিহি কাপড়
[গ] বহুদিন ধরে জমা শেওলা
[ঘ] পাখিদের বিচরণক্ষেত্র
৬২. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ফটিক জল’ বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে? (উত্তরঃ খ)
[ক] চকোর
[খ] চাতক
[গ] টিয়া
[ঘ] বুলবুলি
৬৩. ‘তরল শ্লোক’ বলতে কোনটি বোঝায়? (উত্তরঃ ক)
[ক] হালকা চালের কবিতা
[খ] পাথরের আঘাত
[গ] নীরব পাহাড়
[ঘ] পাখির গান
৬৪. ‘আংরাখা’ কী? (উত্তরঃ গ)
[ক] কোমল ও মিহি কাপড়
[খ] লঘু চালের কবিতা
[গ] লম্বা ও ঢিলা পোশাক বিশেষ
[ঘ] এক প্রকার জলজ গুল্ম
৬৫. ‘চন্দ্রমা’ কী? (উত্তরঃ খ)
[ক] চাতক পাখি
[খ] চাঁদের আলো
[গ] নির্জন পাহাড়
[ঘ] সবুজ উদ্যান
৬৬. ‘উপল-ঘায়’ বলতে কী বোঝায়? (উত্তরঃ খ)
[ক] বরফের আঘাতে
[খ] পাথরের আঘাতে
[গ] মনের আঘাতে
[ঘ] প্রচণ্ড আঘাতে
৬৭. ঝর্ণা কার বুকে আনন্দের পদচিহ্ন এঁকে যায়? (উত্তরঃ খ)
[ক] থল ঝাঁঝির বুকে
[খ] স্তব্ধ পাথরের বুকে
[গ] বন-ঝাউয়ের বুকে
[ঘ] ফটিক জলের বুকে
৬৮. ঝর্ণার ভয় ও বাধাহীন মনোভাব প্রকাশক বাক্য কোনটি? (উত্তরঃ ঘ)
[ক] আমরা ধাই তার আশেই
[খ] আমরা চাই মুগ্ধ চোখ
[গ] দুলিয়ে যাই অচল ঠাঁই
[ঘ] শঙ্কা নাই-সমান যাই
৬৯. ‘আমরা চাই মুগ্ধ চোখ’- বলতে ঝর্ণা কী বুঝিয়েছে? (উত্তরঃ খ)
[ক] আমরা আনন্দিত দৃষ্টিতে তাকাই
[খ] আমরা সৌন্দর্যপিপাসুর সন্ধান করি
[গ] আমরা সুন্দর চোখের খোঁজ করি
[ঘ] আমরা দুচোখ ভরে দেখতে চাই
বহুপদী সমাপ্তিসূচক
৭০. সত্যেন্দ্রনাথ প্রাত্যহিক জীবনে কঠোর সাধনায় নিমগ্ন থাকতেন-
i. অধ্যয়নে
ii. যোগব্যায়ামে
iii. কাব্য অনুশীলনে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭১. সত্যেন্দ্রনাথ দত্তের প্রতিভার স্বাক্ষর মেলে-
i. মৌলিক কাব্য রচনায়
ii. ছন্দ নির্মাণে
iii. অনুবাদ সাহিত্যে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ঘ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭২. ঝর্ণার আনন্দানুভূতি প্রকাশক চরণ হলো-
i. বিভোল মোর সকল প্রাণ
ii. চপল পায়, কেবল ধাই
iii. পুলক মোর সকল গায়
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ঘ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৩. ঝর্ণার চলার পথটি-
i. কোলাহলপূর্ণ
ii. নির্জন
iii. শিলায় গঠিত
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৪. ঝুম-পাহাড় ঝর্ণাকে ভয় দেখায়-
i. চোখ পাকিয়ে
ii. ঘাড় ঝুঁকিয়ে
iii. হাত উঠিয়ে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৫. ঝর্ণা তার প্রত্যাশায় ছুটে চলে-
i. যার কণ্ঠে তৃষ্ণা আছে
ii. যার জল স্যাঁচার গরজ নেই
iii. যার সুন্দরের তৃষ্ণা আছে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৬. ‘ঝর্ণার গান’ কবিতায় যে পাখির উল্লেখ রয়েছে-
i. টিয়া
ii. বুলবুলি
iii. চকোর
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ঘ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে।
৭৭. ‘ঝর্ণার গান’ কবিতার যে দিকটি উদ্দীপক কবিতাংশে প্রকাশিত-
i. উচ্ছলতা
ii. বাধাহীনতা
iii. নির্ভীকতা
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৮. ‘ঝর্ণার গান’ কবিতার যে চরণে উক্ত ভাব প্রকাশিত-
i. শঙ্কা নাই সমান যাই
ii. বিভোল মোর সকল প্রাণ
iii. চপল পায় কেবল ধাই
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমি ভালোবাসি আমার
নদীর বালুচর,
শরৎকাল যে নির্জনে
চকচকির ঘর।
যেথায় ফুটে কাশ
তটের চারিপাশ,
শীতের দিনে বিদেশি সব
হাঁসের বসবাস।
৭৯. উদ্দীপক কবিতাংশে ‘ঝর্ণার গান’ কবিতার যে দিকটি উপস্থিত-
i. প্রকৃতিঘনিষ্ঠতা
ii. জীবন ও পরিবেশের নিবিড় সহাবস্থান
iii. বাধাহীন ছুটে চলার প্রেরণা
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮০. ‘ঝর্ণার গান’ কবিতার যে চরণে সাদৃশ্যপূর্ণ দিকটি রয়েছে-
i. চপল পায় কেবল ধাই
ii. কালসারের দল চলে
iii. টগর-ফুল-নূপুর পায়
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সীমানা বাবার সাথে রাঙামাটির শুভলং ঝর্ণা দেখতে এসেছে। ঝর্ণাটির চারপাশে সবুজে ঘেরা। সীমানার খুব ভালো লাগল। কিন্তু শীতকাল হওয়ায় সে ঝর্ণাটির প্রকৃত সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হলো। খুব সামান্য পরিমাণ পানি পাথরের গা বেয়ে চুইয়ে পড়ছিল।
৮১. উদ্দীপকের সাথে ‘ঝর্ণার গান’ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? (উত্তরঃ খ)
[ক] ঝর্ণার উদ্দামতা
[খ] নিসর্গপ্রিয়তা
[গ] পাহাড়ের ভয় দেখানো
[ঘ] প্রাণীদের উপস্থিতি
৮২. ‘ঝর্ণার গান’ কবিতার যে চরণে উদ্দীপকের বিপরীত চিত্র ধরা পড়েছে-
i. দুল দোলাই মন ভোলাই
ii. সুন্দরের তৃষ্ণা যার
iii. উপল-ঘায় দিই ঝিলিক
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment