একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Bangla 1st Paper Jadughore Keno Jabo MCQ Question and Answer pdf download
জাদুঘরে কেন যাব
আনিসুজ্জামান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত?
☑️ কলকাতায়
[খ] লন্ডনে
[গ] প্যারিসে
[ঘ] ঢাকায়
২. ব্রিটিশ মিউজিয়ম, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সংগ্রহশালা এবং গ্রন্থাগারের জন্য প্রাসাদোপম অট্টালিকা প্রয়োজন হয়েছিল-
i. বিচিত্র সংগ্রহের কারণে
ii. সংরক্ষণের সুবিধার্থে
iii. সংগ্রহের বিপুলতার কারণে
নিচের কোনটি ঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১১শ-১২শ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড | জাদুঘরে কেন যাব গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | HSC Bangla 1st Paper Guide | Jadughore Keno Jabo MCQ Question and Answer.
অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
ফিলিপ শিক্ষা-সফরে বলধা গার্ডেনে গিয়ে নানা ধরনের উদ্ভিদের সঙ্গে পরিচিত হয়। অজানা অসংখ্য উদ্ভিদ এবং আহরিত নতুন জ্ঞান তাকে কৌতূহলী করে তোলে।
৩. ফিলিপের কৌতূহলী হওয়া এবং ‘জাদুঘরে কেন যাব’ রচনায় মানুষের আবেগাপ্লুত হওয়ার কারণ জাদুঘর-
[ক] আনন্দদায়ক ও বৈচিত্র্যপূর্ণ
[খ] বৈচিত্রপূর্ণ ও ভীতিকর
[গ] অভিনব ও রোমাঞ্চকর
☑️ আনন্দদায়ক ও রহস্যপূর্ণ
৪. উক্ত দিক নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
[ক] সদ্য স্বাধীন দেশগুলোও আত্মপরিচয়দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়
[খ] গড়পড়তা মানুষ তা দেখতে যায়, দেখে আপ্লুত হয়
[গ] জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়
☑️ জাদুঘর একটি শক্তিশালী সামাজিক সংগঠন
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ১১শ-১২শ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড | জাদুঘরে কেন যাব গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | HSC Bangla 1st Paper Guide | Jadughore Keno Jabo MCQ Question and Answer.
৫. অধ্যাপক আনিসুজ্জামান কোথায় জন্মগ্রহণ করেন?
[ক] ঢাকায়
[খ] চট্টগ্রামে
☑️ কলকাতায়
[ঘ] হুগলিতে
৬. আনিসুজ্জামানের জন্ম তারিখ কোনটি?
[ক] ১৯৩৭ সালের ১৭ই ফেব্রুয়ারি
☑️ ১৯৩৭ সালের ১৮ই ফেব্রুয়ারি
[গ] ১৯৩৮ সালের ১৮ই ফেব্রুয়ারি
[ঘ] ১৯৩৮ সালের ১৮ই ফেব্রুয়ারি
৭. অধ্যাপক আনিসুজ্জামানের পিতার নাম কী?
[ক] মুহম্মাদ মোয়াজ্জম
☑️ ডা. এ.টি.এম. মোয়াজ্জম
[গ] মুহম্মদ মোয়াজ্জেম
[ঘ] ড. এটি এম মোয়াজ্জেম
৮. অধ্যাপক আনিসুজ্জামানের মাতার নাম কী?
[ক] সৈয়দা বেগম
[খ] সৈয়দা পারভিন
[গ] সৈয়দা হক
☑️ সৈয়দা খাতুন
৯. আনিসুজ্জামান প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কত খ্রিষ্টাব্দে?
[ক] ১৯৪৮ খ্রি.
[খ] ১৯৪৯ খ্রি.
[গ] ১৯৫০ খ্রি.
☑️ ১৯৫১খ্রি.
১০. আনিসুজ্জামান কোন প্রতিষ্ঠান থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?
☑️ ঢাকা প্রিয়নাথ স্কুল
[খ] ঢাকা কলেজিয়েট স্কুল
[গ] ঢাকা নর্মাল স্কুল
[ঘ] কলকাতা নর্মাল স্কুল
১১. আনিসুজ্জামান আইএ পাস করেন কত খ্রিষ্টাব্দে?
[ক] ১৯৫২ খ্রি.
☑️ ১৯৫৩ খ্রি.
[গ] ১৯৫৪ খ্রি.
[ঘ] ১৯৫৫ খ্রি.
১২. অধ্যাপক আনিসুজ্জামান কোন কলেজ থেকে আইএ পাস করেন?
[ক] ঢাকা কলেজ
[খ] হুগলী কলেজ
☑️ জগন্নাথ কলেজ
[ঘ] বিবেকানন্দ কলেজ
১৩. অধ্যাপক আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
☑️ ঢাকা বিশ্ববিদ্যালয়
[খ] রাজশাহী বিশ্ববিদ্যালয়
[গ] কলকাতা বিশ্ববিদ্যালয়
[ঘ] রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
১৪. অধ্যাপক আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও উচ্চতর ডিগ্রি লাভ করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
[ক] শিকাগো ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
[খ] শিকাগো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
[গ] শিকাগো ও ফেলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়
☑️ শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয়
১৫. অধ্যাপক আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
☑️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
[খ] রাজশাহী বিশ্ববিদ্যালয়
[গ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
[ঘ] জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১৬. বর্তমানে আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক?
☑️ ঢাকা বিশ্ববিদ্যালয়
[খ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
[গ] জগন্নাথ বিশ্ববিদ্যালয়
[ঘ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭. অধ্যাপক আনিসুজ্জামানের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
[ক] মীর মানস
[খ] মুসলিম সাহিত্য সমাজ
☑️ মুসলিম মানস ও বাংলা সাহিত্য
[ঘ] মুসলিম মানস ও বাংলা উপন্যাস
১৮. ‘স্বরূপের সন্ধানে’ গ্রন্থের রচয়িতা কে?
[ক] প্রমথ চৌধুরী
☑️ আনিসুজ্জামান
[গ] মানিক বন্দ্যোপাধ্যায়
[ঘ] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯. অধ্যাপক আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন?
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয়
[খ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
☑️ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
[ঘ] বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
২০. অধ্যাপক আনিসুজ্জামান ভারত সরকারের কোন সম্মাননায় ভূষিত হয়েছেন?
[ক] পদ্মশ্রী
[খ] পদ্মরাগ
☑️ পদ্মভূষণ
[ঘ] পদ্মলোচন
২১. আনিসুজ্জামান খ্যাতি অর্জন করেছেন কোন বিষয়ের জন্য?
☑️ উচ্চমানের গবেষণার জন্য
[খ] ভাষার ব্যবহারের জন্য
[গ] গদ্য সৃষ্টির জন্য
[ঘ] কবিতা লেখার জন্য
মূল পাঠ: (বোর্ড বই থেকে)
২২. কোথায় পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল?
[ক] ফান্সে
[খ] গ্রিসে
[গ] লন্ডনে
☑️ আলেকজান্দ্রিয়ায়
২৩. আলেকজান্দ্রিয়া জাদুঘর স্থাপিত হওয়ার সম্ভাব্য সময় কখন?
[ক] খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী
[খ] খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দী
☑️ খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী
[ঘ] খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী
২৪. আলেকজান্দ্রিয়া জাদুঘরে মুখ্যত কী চর্চা করা হতো?
[ক] বিজ্ঞান
☑️ দর্শন
[গ] ইতিহাস
[ঘ] সংস্কৃতি
২৫. প্রথম দিকের জাদুঘর কীভাবে গড়ে উঠেছে?
[ক] সরকারিভাবে
[খ] সমবায়ী উদ্যোগে
[গ] রাষ্ট্রের ইচ্ছামাফিক
☑️ প্রতিষ্ঠাতার রুচিমাফিক
২৬. প্রথম পর্যায়ে দর্শক জাদুঘরে যেতেন কেন?
[ক] বিদ্যা চর্চার উদ্দেশ্যে
[খ] দর্শন চর্চার উদ্দেশ্যে
☑️ নিজের অভিপ্রায়ে
[ঘ] রাষ্ট্রের অভিপ্রায়ে
২৭. কোন ঘটনার পর পাশ্চাত্যে জাদুঘর গড়ে তোলার প্রয়াস বৃদ্ধি পায়?
☑️ রেনেসাঁ
[খ] রুশ বিপ্লব
[গ] ফরাসি বিপ্লব
[ঘ] প্রথম বিশ্বযুদ্ধ
২৮. কোন শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয় নি?
[ক] পনেরো
☑️ ষোলো
[গ] সতেরো
[ঘ] আঠারো
২৯. কোন বিপ্লবের ফলে ল্যুভ মিউজিয়ম সৃষ্টি হয়?
[ক] শিল্প বিপ্লব
[খ] রুশ বিপ্লব
☑️ ফরাসি বিপ্লব
[ঘ] বলশেভিক বিপ্লব
৩০. ফরাসি বিপ্লবের ফলে কোন প্রাসাদের দ্বার উন্মোচিত হয়?
[ক] টাওয়ার অফ লন্ডন
[খ] ভিক্টোরিয়া মেমোরিয়াল
☑️ ভের্সাই প্রাসাদের দ্বার
[ঘ] লেলিনগ্রাদ প্রাসাদের দ্বার
৩১. রুশ বিপ্লবের ফলে কোনটি গড়ে ওঠে?
☑️ হার্মিতিয়ে
[খ] টাওয়ার অফ লন্ডন
[গ] ভিক্টোরিয়া মেমোরিয়াল
[ঘ] লেলিনগ্রাদ রাজপ্রাসাদ
৩২. কাসেম স্যার হার্মিতিয়ে জাদুঘর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ‘একটা রাজপ্রাসাদে এই জাদুঘর গড়ে উঠেছে’। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত রাজপ্রাসাদটির নাম কী?
[ক] ভের্সাই রাজপ্রাসাদ
☑️ লেলিনগ্রাদ রাজপ্রাসাদ
[গ] ভিক্টোরিয়া মেমোরিয়াল
[ঘ] বামিংহাম প্যালেস
৩৩. কেন টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ সকলের চক্ষুগ্রাহ্য হলো?
[ক] বিপ্লবের ফলে
[খ] বিদ্রোহের ফলে
[গ] সমাজতন্ত্রের ফলে
☑️ গণতন্ত্রের ফলে
৩৪. কোন শতকে প্রথম পাবলিক জাদুঘর গড়ে ওঠে?
[ক] ষোলো শতকে
☑️ সতেরো শতকে
[গ] আঠারো শতকে
[ঘ] উনিশ শতকে
৩৫. কোন দেশে প্রথম পাবলিক জাদুঘর গড়ে ওঠে?
[ক] মিশরে
[খ] ফান্সে
☑️ ব্রিটেনে
[ঘ] ভারতে
৩৬. পৃথিবীর প্রথম জাদুঘর গড়ে ওঠে কোন বিশ্ববিদ্যালয়ে?
[ক] লন্ডন বিশ্ববিদ্যালয়ে
☑️ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
[গ] ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে
[ঘ] কেমব্রিজ বিশ্বাবিদ্যালয়ে
৩৭. কয়জনের সংগ্রহকে ভিত্তি করে ব্রিটিশ মিউজিয়ম গড়ে ওঠে?
[ক] দুইজন
☑️ তিনজন
[গ] চারজন
[ঘ] পাঁচজন
৩৮. কোন শতকে পুঁজিবাদের সমৃদ্ধি ও বিজ্ঞান প্রযুক্তির বিকাশ ঘটে?
[ক] ষোলো শতকে
[খ] সতেরো শতকে
[গ] আঠারো শতকে
☑️ উনিশ শতকে
৩৯. উপনিবেশবাদের অবসান ঘটতে থাকে কোন শতকে?
[ক] আঠারো শতকে
[খ] উনিশ শতকে
☑️ বিশ শতকে
[ঘ] একুশ শতকে
৪০. সদ্য স্বাধীন দেশগুলো কোন প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়?
[ক] অর্থনৈতিক মুক্তির
[খ] রাজনৈতিক মুক্তির
☑️ আত্মপরিচয় দানের
[ঘ] সাংস্কৃতিক পরিবর্তনের
৪১. এসময় আলেকজান্দ্রিয়া জাদুঘরের সঙ্গে কোনটির তুলনা করা যায়?
[ক] হার্মিতিয়ের
[খ] ল্যুভ মিউজিয়ামের
☑️ ব্রিটিশ মিউজিয়মের
[ঘ] অ্যাশমোলিয়ান মিউজিয়ামের
৪২. কোন দেশে ব্রিটিশ মিউজিয়মের সমতুল্য দ্বিতীয় কোনো তুলনীয় জাদুঘর তৈরি হয় নি?
[ক] ফ্রান্সে
[খ] মিশরে
[গ] হল্যান্ডে
☑️ ইংল্যান্ডে
৪৩. কোন ধরনের জাদুঘর এখন খুবই প্রচলিত?
☑️ উন্মুক্ত
[খ] প্রথাগত
[গ] বৈষয়িক
[ঘ] প্রত্নতাত্ত্বিক
৪৪. জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] ঢাকায়
[খ] সিলেটে
☑️ চট্টগ্রামে
[ঘ] রাজশাহীতে
৪৫. নগর জাদুঘর কোথায় অবস্থিত?
☑️ ঢাকায়
[খ] সিলেটে
[গ] চট্টগ্রামে
[ঘ] রাজশাহীতে
৪৬. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] রংপুরে
[খ] বগুড়ায়
[গ] চট্টগ্রামে
☑️ রাজশাহীতে
৪৭. বলধা গার্ডেন কোথায় অবস্থিত?
☑️ ঢাকায়
[খ] চট্টগ্রামে
[গ] বাগেরহাটে
[ঘ] ময়মনসিংহে
৪৮. জাতীয় জাদুঘরের প্রথম ভাগে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কে?
[ক] শেখ মুজিবুর রহমান
[খ] মুহাম্মদ আলী জিন্নাহ
☑️ মোনায়েম খান
[ঘ] শেরে বাংলা এ কে ফজলুল হক
৪৯. মোনায়েম খান কে ছিলেন?
[ক] পাকিস্তানের শিক্ষামন্ত্রী
☑️ পূর্ব-পাকিস্তানের গভর্নর
[গ] পাকিস্তানের সেনাপ্রধান
[ঘ] পাকিস্তানের অর্থমন্ত্রী
৫০. শিক্ষামন্ত্রী তার ভাষণে ‘জাদুঘর’ শব্দের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করেছিলেন?
[ক] আজবঘর
[খ] আজবখানা
☑️ মিউজিয়ম
[ঘ] আজাদের ঘর
জাদুঘরে কেন যাব
গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
Jadughore Keno Jabo Golper MCQ Question and Answer
৫১. ‘মিউজিয়মকে আপনারা জাদুঘর বলেন কেন?’ -উক্তিটি কার?
[ক] সভাপতির
[খ] অর্থমন্ত্রীর
[গ] প্রধানমন্ত্রীর
☑️ গভর্নরের
৫২. আল্লাহর কালাম বলতে গভর্নর সম্ভবত বুঝেছিলেন কোনটিকে?
[ক] বাবুর-এর শিলালিপিকে
[খ] আকবর-এর শিলালিপিকে
[গ] জাহাঙ্গীর-এর শিলালিপিকে
☑️ নুসরত শাহের শিলালিপিকে
৫৩. নুসরত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লেখা?
[ক] আরবি
[খ] ফারসি
[গ] মার্ক্সিয়তত্ত্বে
☑️ দ্বি-জাতিতত্ত্বে
৫৪. মোনায়েম খান কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন?
[ক] ধর্মতত্ত্বে
[খ] সমাজতত্ত্বে
[গ] মার্ক্সিয়তত্ত্বে
☑️ দ্বি-জাতিতত্ত্বে
৫৫. অল্প বয়সে কোন জাদুঘরে গিয়ে ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধের লেখক আত্মপরিচয়ের সূত্র খুঁজে পান?
☑️ কলকাতা জাদুঘরে
[খ] চট্টগ্রাম জাদুঘরে
[গ] ঢাকা জাদুঘরে
[ঘ] ভিক্টোরিয়া মেমোরিয়াল
৫৬. ইসা খাঁর কামানের গায়ে কোন অক্ষর দেখে ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধের লেখক মুগ্ধ হলেছিলেন?
[ক] আরবি
[খ] ফার্সি
☑️ বাংলা
[ঘ] হিন্দি
৫৭. ঢাকা জাদুঘরের বাইরে এক সময় কী রক্ষিত ছিল?
[ক] বিশাল কামান
[খ] গরুর গাড়ির ভাস্কর্য
[গ] শ্বেত পাথরের মূর্তি
☑️ নীল জাল দেওয়ার কড়াই
৫৮. গ্রেকো-রোমান মিউজিয়মে কোন দেশের পুরনো ইতিহাস ধরে রাখা হয়েছে?
[ক] গ্রিস
[খ] ইতালি
[গ] ফ্রান্স
☑️ মিশর
৫৯. কুয়েত জাদুঘরে কী দেখে লেখক চমৎকৃত হয়েছিলেন?
☑️ ভারতীয় মুদ্রা
[খ] মিশরীয় মুদ্রা
[গ] ইংল্যান্ডের মুদ্রা
[ঘ] ফ্রান্সের মুদ্রা
৬০. টাওয়ার অফ লন্ডনে সকলে কী দেখতে ভিড় করে?
[ক] মোনালিসার ছবি
☑️ কোহিনূর
[গ] গ্রিক ভাস্কর্য
[ঘ] প্রাচীন মারণাস্ত্র
৬১. কারা অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হরণ করে জাদুঘর সাজাতে কুণ্ঠাবোধ করে না?
[ক] পুঁজিবাদী শক্তি
[খ] বণিক শক্তি
☑️ সাম্রাজ্যবাদী শক্তি
[ঘ] ধর্মতান্ত্রিক শক্তি
৬২. কোন মিউজিয়মে নানা দেশের নানা নিদর্শন সংগৃহীত হয়েছে?
[ক] হার্মিতিয়ে
[খ] গ্রেকো-রোমান
[গ] ভিক্টোরিয়া মেমোরিয়াল
☑️ ব্রিটিশ জাদুঘর
৬৩. জাদুঘর কেমন সংগঠন?
[ক] ধর্মীয়
☑️ সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক
৬৪. আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত?
☑️ উত্তর মিশরে
[খ] দক্ষিণ মিশরে
[গ] পূর্ব মিশরে
[ঘ] পশ্চিম মিশরে
৬৫. কখন আলেকজান্দ্রিয়া নগর পত্তন করা হয়?
[ক] খ্রিস্টপূর্ব ৩৪২ অব্দে
☑️ খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে
[গ] ৩৩২ খ্রিস্টাব্দে
[ঘ] ৩৪২ খ্রিস্টাব্দে
৬৬. রফিক স্যার ক্লাসে মিশরের একটি সুপ্রাচীন নগরের কথা বলেছিলেন। সেই নগরে বিশ্বের প্রাচীন গ্রন্থাগার ছিল। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত নগরটি কে পত্তন করেন?
[ক] এরিস্টটল
[খ] ক্লিওপেট্টা
☑️ আলেকজান্ডার
[ঘ] জুলিয়াস সিজার
৬৭. আলেকজান্দ্রিয়া আলেকজান্ডার যুগের কোন সভ্যতার কেন্দ্র?
☑️ গ্রিক
[খ] রোমান
[গ] মিশরীয়
[ঘ] সুমেরীয়
৬৮. ইউরোপীয় রেনেসাঁস সংঘটিত হয় কোন শতকে?
[ক] তেরো থেকে পনেরো শতক
[খ] তেরো থেকে ষোলো শতক
☑️ চৌদ্দ থেকে ষোলো শতক
[ঘ] পনেরো থেকে ষোলো শতক
৬৯. ইতিহাস বইতে করিম এমন একটি ঘটনার কথা জানতে পারে, যার মাধ্যমে ইউরোপ মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তোরিত হয়। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত ঘটনাটির নাম কী?
☑️ রেনেসাঁস
[খ] রুশ বিপ্লব
[গ] ফরাসি বিপ্লব
[ঘ] প্রথম বিশ্বযুদ্ধ
৭০. ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লবের নাম কী?
[ক] রেনেসাঁস
☑️ ফরাসি বিপ্লব
[গ] রুশ বিপ্লব
[ঘ] শিল্প বিপ্লব
৭১. ফরাসি জনগণ কত তারিখে কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয়?
[ক] ১৭৮৯ সালের ১৪ই মে
[খ] ১৭৮৯ সালের ১৪ই জুন
☑️ ১৭৮৯ সালের ১৪ই জুলাই
[ঘ] ১৭৮৯ সালের ১৪ই আগস্ট
৭২. ‘মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার’-এই মূল বাণীটি কোন বিপ্লবের?
[ক] রেনেসাঁ
[খ] রুশ বিপ্লব
☑️ ফরাসি বিপ্লব
[ঘ] শিল্প বিপ্লব
৭৩. ফরাসি বিপ্লবে নেতৃত্ব দেয় কারা?
[ক] সামন্ত শ্রেণি
[খ] কৃষক শ্রেণি
[গ] সর্বহারা শ্রেণি
☑️ ধনিক শ্রেণি
৭৪. ফরাসি বিপ্লবের ফলে কোনটি উৎপাটিত হয়?
[ক] জারতন্ত্র
[খ] রাজতন্ত্র
[গ] পুঁজিবাদ
☑️ সামন্তবাদ
৭৫. রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়?
[ক] ১৯৯৪ সালে
[খ] ১৯১৫ সালে
[গ] ১৯১৬ সালে
☑️ ১৯১৭ সালে
৭৬. রুশ বিপ্লবে নেতৃত্ব দেন কে?
☑️ লেনিন
[খ] অ্যাশমোল
[গ] আলেকজান্ডার
[ঘ] কার্ল মার্ক্স
৭৭. রাশিয়ার সর্বহারা দলের নাম কী?
[ক] নাৎসি পার্টি
☑️ বলশেভিক পার্টি
[গ] লেবার পার্টি
[ঘ] রিপাবলিক পার্টি
৭৮. রুশ বিপ্লবের ফলে কী প্রতিষ্ঠা পায়?
[ক] ধনতন্ত্র
[খ] গণতন্ত্র
[গ] রাজতন্ত্র
☑️ সমাজতন্ত্র
৭৯. হাশেম কাশেমকে ১০৭৮ খ্রিষ্টাব্দে নির্মিত টেমস নদীর তীরবর্তী একটি রাজকীয় দুর্গের কথা বলছিল। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত দুর্গটির নাম কী?
[ক] ল্যুভ মিউজিয়ম
[খ] ব্রিটিশ মিউজিয়ম
☑️ টাওয়ার অফ লন্ডন
[ঘ] অ্যাশমোলিয়ান মিউজিয়ম
৮০. টাওয়ার অফ লন্ডনের মূল অংশে কোন পাথরের গম্বুজ রয়েছে?
[ক] কালো পাথর
☑️ সাদা পাথর
[গ] চুনা পাথর
[ঘ] লাল পাথর
৮১. যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
[ক] লন্ডন বিশ্ববিদ্যালয়
[খ] হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
☑️ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
[ঘ] ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়
৮২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শতকে?
[ক] দশম
[খ] একাদশ
☑️ দ্বাদশ
[ঘ] ত্রয়োদশ
৮৩. বর্তমান অ্যাশমোলিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিষ্টাব্দে?
☑️ ১৮৮৭ খ্রি.
[খ] ১৮৯৮ খ্রি.
[গ] ১৮৯৯ খ্রি.
[ঘ] ১৯০০ খ্রি.
৮৪. ব্রিটিশ মিউজিয়মের প্রতিষ্ঠা সাল কোনটি?
[ক] ১৭৫০ খ্রি.
[খ] ১৭৫১খ্রি.
[গ] ১৭৫২ খ্রি.
☑️ ১৭৫৩ খ্রি.
৮৫. Lovure Muesum কোন দেশের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি?
☑️ ফ্রান্স
[খ] স্পেন
[গ] মিশর
[ঘ] ইংল্যান্ড
৮৬. ল্যুভ কোন নগরিতে অবস্থিত?
[ক] লন্ডন
[খ] মস্কো
☑️ প্যারিস
[ঘ] ক্যালিফোর্নিয়া
৮৭. Heremitage শব্দের অর্থ কী?
[ক] মন্দির
☑️ মঠ
[গ] গুহা
[ঘ] যজ্ঞালয়
৮৮. কমল বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘরে বেড়াতে গেল। ‘জাদুঘরে কেন যাব’ রচনায় বর্ণিত উক্ত জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] ঢাকার সেগুনবাগিচায়
[খ] ঢাকার ধানমন্ডি
[গ] ঢাকার বিজয়স্মরণী
☑️ ঢাকার শাহবাগে
৮৯. জাতিতাত্ত্বিক জাদুঘরে দেশের কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিদর্শন আছে?
[ক] ২০টি
[খ] ২২টি
☑️ ২৫টি
[ঘ] ২৯টি
৯০. জাতিতাত্ত্বিক জাদুঘরে কয়টি বিদেশি রাষ্ট্রের জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন আছে?
[ক] ৩টি
☑️ ৫টি
[গ] ৭টি
[ঘ] ৯টি
৯১. ঢাকা নগর জাদুঘর কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৮৯৫ খ্রিষ্টাব্দে
[খ] ১৯৮৬ খ্রিষ্টাব্দে
☑️ ১৯৮৭ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯৮৮ খ্রিষ্টাব্দে
৯২. বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] মিরপুর
[খ] শাহবাগ
☑️ ধানমন্ডি
[ঘ] বঙ্গবন্ধু এভিনিউ
৯৩. বঙ্গবন্ধুর বাসভবনকে কত খ্রিষ্টাব্দে জাদুঘরে রূপান্তরিত করা হয়?
[ক] ১৯৯৬ খ্রি.
☑️ ১৯৯৭ খ্রি.
[গ] ১৯৯৮ খ্রি.
[ঘ] ১৯৯৯ খ্রি.
৯৪. বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?
☑️ ঢাকায়
[খ] চট্টগ্রামে
[গ] রাজশাহীতে
[ঘ] ময়মনসিংহে
৯৫. বিজ্ঞান জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৬০ সালে
☑️ ১৯৬৫ সালে
[গ] ১৯৭০ সালে
[ঘ] ১৯৭২ সালে
৯৬. সামরিক জাদুঘর কতসালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৮০ সালে
[খ] ১৯৮৩ সালে
☑️ ১৯৮৭ সালে
[ঘ] ১৯৯১ সালে
৯৭. বাংলার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসের নানা প্রকার উপাদান কোথায় সংরক্ষিত আছে?
[ক] মুক্তিযুদ্ধ জাদুঘরে
[খ] নগর জাদুঘরে
[গ] জাতিতাত্ত্বিক জাদুঘরে
☑️ বরেন্দ্র জাদুঘরে
৯৮. বলধা গার্ডেন কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯০৮ খ্রি.
☑️ ১৯০৯ খ্রি.
[গ] ১৯১০ খ্রি.
[ঘ] ১৯১৪ খ্রি.
৯৯. শিক্তা ঢাকার একটি জাদুঘরে বেড়াতে গেল। জাদুঘরটি একাধারে উদ্যান ও জাদুঘর। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত জাদুঘরটির প্রতিষ্ঠাতা কে?
[ক] বরেন্দ্রর জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী
[খ] সমতটের জমিদার দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরী
☑️ ভাওয়ালের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী
[ঘ] ঢাকার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী
১০০. কোন বিভাগের হস্তান্তরিত ছোট সংগ্রহ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের যাত্রা শুরু হয়?
[ক] প্রত্নতত্ত্ব বিভাগ
[খ] নৃততত্ত্ববিভাগ
☑️ ইতিহাস বিভাগ
[ঘ] ভূগোল বিভাগ
জাদুঘরে কেন যাব
গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
Jadughore Keno Jabo Golper MCQ Question and Answer
১০১. দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ভারত ও পাকিস্তানকে বিভক্ত করা হয়। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত তত্ত্বে কোনটিকে প্রাধান্য দেয়া হয়?
☑️ ধর্ম
[খ] ভাষা
[গ] ভৌগোলিক অবস্থান
[ঘ] সংস্কৃতি
১০২. ‘স্থাপত্য’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
☑️ Sculpture
[খ] Hermitage
[গ] Architecture
[ঘ] Aquarium
১০৩. ভাস্কর্য শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
☑️ Sculpture
[খ] Hermitage
[গ] Architecture
[ঘ] Aquarium
১০৪. কলকাতা জাদুঘর কোথায় অবস্থিত?
[ক] কলকাতার গড়ের মাঠে
☑️ কলকাতার পার্কস্ট্রিটে
[গ] কলকাতার হাওড়ায়
[ঘ] কলকাতার বঙ্কিম স্ট্রিটে
১০৫. কলকাতা জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত?
[ক] ১৯০১ সালে
[খ] ১৯০৭ সালে
[গ] ১৯১০ সালে
☑️ ১৯১৪ সালে
১০৬. জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যাকে বলে কী?
☑️ মিউজিয়ম স্টাডিজ
[খ] মিউজিওগ্রাফি
[গ] মিউজিয়ম সার্কেল
[ঘ] স্টাডিজ অব মিউজিয়ম
১০৭. ইউরোপীয় রেনেসাঁস কত শতাব্দীতে সংঘটিত হয়?
☑️ চৌদ্দ শতক
[খ] পনেরো শতক
[গ] ষোলো শতক
[ঘ] সতেরো শতক
১০৮. বিশ্বের প্রাচীন গ্রন্থাগার কোথায় অবস্থিত?
[ক] নিউইয়র্কে
[খ] ক্যালিফোর্নিয়ায়
[গ] অস্ট্রেলিয়ায়
☑️ আলেকজান্দ্রিয়ায়
১০৯. ‘টাওয়ার অফ লন্ডন’ কোন নদীর তীরে অবস্থিত?
☑️ টেমস
[খ] আমাজান
[গ] নাইজার
[ঘ] মিসিসিপি
১১০. ‘টাওয়ার অফ লন্ডন’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১০৭৫ খ্রিস্টাব্দে
☑️ ১০৭৮ খ্রিস্টাব্দে
[গ] ১০৮০ খ্রিস্টাব্দে
[ঘ] ১০৮২ খ্রিস্টাব্দে
১১১. ‘হার্মিটেজ’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
☑️ Hermitage
[খ] Harmetage
[গ] Hirmetage
[ঘ] Hirmitage
১১২. জাতিতাত্ত্বিক জাদুঘর কোন জেলায় অবস্থিত?
[ক] যশোর
[খ] সিলেট
☑️ চট্টগ্রাম
[ঘ] রাজশাহী
১১৩. দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে?
[ক] নূরুল আমিন
[খ] লুৎফর রহমান
☑️ মুহাম্মদ আলী জিন্নাহ
[ঘ] বঙ্গবন্ধু
১১৪. রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধ কোনটি?
[ক] ল্যুভর মিউজিয়ম
[খ] বৃটিশ মিউজিয়ম
☑️ ভিক্টোরিয়া মেমোরিয়ল
[ঘ] রোমান মিউজিয়ম
১১৫. ‘কায়রো মিউজিয়ম’ স্থাপিত হয় কত সালে?
☑️ ১৮৩৫ সালে
[খ] ১৯৩৬ সালে
[গ] ১৮৩৭ সালে
[ঘ] ১৩৯ সালে
১১৬. ‘জাদু’ কোন ধরনের শব্দ?
[ক] আরবি
☑️ ফার্সি
[গ] উর্দু
[ঘ] হিন্দি
১১৭. উর্দুতে জাদুঘরকে কী বলে?
[ক] অজায়েব ঘর
[খ] আজিব ঘর
[গ] আজব ঘর
☑️ আজব খানা
১১৮. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধটি কোন পুস্তিকা থেকে সংকলন করা হয়েছে?
☑️ ঐতিহ্যায়ন
[খ] সংস্কৃতি সাধক
[গ] স্বরূপের সন্ধানে
[ঘ] বাঙালি সংস্কৃতি
১১৯. ‘ঐতিহ্যায়ন’ পুস্তিকাটির সম্পাদক কে?
[ক] আকরাম হোসেন
☑️ শামসুল হোসাইন
[গ] খুরশিদ হোসাইন
[ঘ] ইরফান হোসাইন
১২০. কী উপলক্ষে ‘ঐতিহ্যায়ন’ পুস্তিকাটি সংকলিত হয়েছে?
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয় জাদুঘরের সুবর্ণজয়ন্তী
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী
[গ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সুবর্ণজয়ন্তী
☑️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী
১২১. জাদুঘরে নিদর্শনগুলো কেমন করে প্রদর্শন করা হয়?
[ক] যথাযথ পরিচিতি ছাড়া
[খ] যথাযথ পরিচিতিসহ
[গ] বিশেষ ব্যক্তিদের জন্য
☑️ গবেষকদের জন্য
১২২. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধটি কোন ধরনের প্রবন্ধ?
☑️ ব্যক্তিগত প্রবন্ধ
[খ] আত্মগত প্রবন্ধ
[গ] ইতিহাসিক প্রবন্ধ
[ঘ] গবেষণামূলক প্রবন্ধ
১২৩. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধটির উৎস কোন গ্রন্থ?
[ক] সাহিত্য ও সংস্কৃতি
[খ] সরূপের সন্ধানে
☑️ ঐতিহ্যায়ন
[ঘ] চেনা মানুষের মুখ
১২৪. ‘ইহজাগতিকতা ও অন্যান্য’ রচনাটি কার লেখা?
[ক] জাফর ইকবালের
[খ] হুমায়ূন আহমেদের
☑️ আনিসুজ্জামানের
[ঘ] মোতাহের হোসেন চৌধুরীর
১২৫. নিচের কোনটি আনিসুজ্জামানের বিখ্যাত রচনা?
[ক] পুরোনো দিনের কথা
[খ] পুরোনো বাংলা নাটক
☑️ পুরোনো বাংলা গদ্য
[ঘ] নতুন সাহিত্যতত্ত্ব
১২৬. আনিসুজ্জামান কোন কৃতিত্বের জন্য ‘একুশে পদক’ ও ‘বাংলা একাডেমি’ পুরস্কার লাভ করেন?
☑️ সাহিত্য ও গবেষণায়
[খ] সৃজনশীল নাটক রচনায়
[গ] দেশাত্মবোধক গান রচনায়
[ঘ] উপন্যাস রচনায়
১২৭. আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান পাস করেন?
[ক] কলকাতা
☑️ ঢাকা
[গ] অক্সফোর্ড
[ঘ] চট্টগ্রাম
শব্দার্থ ও টীকা: (বোর্ড বই থেকে)
১২৮. ‘কুক্ষিগত’ শব্দের সমার্থক শব্দ হলো-
☑️ দখল
[খ] বেদখল
[গ] প্রদান
[ঘ] গ্রহণ
১২৯. ‘জাদুঘর’ শব্দটির ‘ঘর’ কোন ভাষার শব্দ?
☑️ বাংলা
[খ] হিন্দি
[গ] উর্দু
[ঘ] ফারসি
১৩০. ‘জাদু’ শব্দটি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
[ক] সংস্কৃত
[খ] আরবি
[গ] হিন্দি
☑️ ফারসি
১৩১. নিচের কোনটি ভিন্নার্থক?
[ক] ইন্দ্রজাল
[খ] ভেলকি
[গ] কুহক
☑️ চমৎকার
১৩২. নিচের কোন শব্দটি সমার্থক নয়?
[ক] চমৎকার
☑️ ভেলকি
[গ] মনোহর
[ঘ] কৌতূহলোদ্দীপক
১৩৩. দ্বিজাতিতত্ত্বের উদ্যোক্তা কে ছিলেন?
[ক] গান্ধিজী
[খ] শেখ মুজিব
☑️ মুসলিম লীগ নেতা মুহম্মদ আলী জিন্নাহ
[ঘ] শেরে বাংলা এক. কে. ফজলুল হক
১৩৪. হিন্দিতে জাদুঘরকে কোন নামে সম্বোধন করা হয়?
[ক] জাদুঘর
[খ] মিউজিয়াম
[গ] আজবখানা
☑️ অজায়েব-ঘর
১৩৫. আরবি শব্দ নয় কোনটি?
[ক] আজব
[খ] আজিব
☑️ জাদু
[ঘ] আজায়ের
১৩৬. কোন প্রবাদটি ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে ব্যবহৃত হয়েছে?
[ক] চোরে চোরে মাসতুত ভাই
[খ] চোরের মায়ের বড় গলা
☑️ চোর পালালে বুদ্ধি বাড়ে
[ঘ] চোরায় নাহি শোনে ধর্মের কাহীনি
১৩৭. জাদুঘর শব্দটির সাথে নিচের কোন শব্দের সাদৃশ বিদ্যমান?
[ক] অবিদিত
☑️ আজবখানা
[গ] চিড়িয়াখানা
[ঘ] সুইমিংপুল
১৩৮. ‘জাদুঘর আমাদের আনন্দ দেয়’-বাক্যে লেখকের কোন মনোভাব প্রকাশিত হয়েছে?
[ক] সৌন্দর্য চেতনা
☑️ আত্মচেতনা
[গ] জীবনবোধ
[ঘ] জ্ঞান
১৩৯. জাদুঘরে যাওয়ার কারণ হিসেবে লেখক কী দেখিয়েছেন?
[ক] বেড়ানোর
☑️ আত্মপরিচয় জানা
[গ] অতীত ইতিহাস জানা
[ঘ] ভালো সময় কাঠামো
১৪০. “আমার ছেলেটাকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে”-বাক্যে ‘জাদু’ শব্দটি কোন দ্যোতনা প্রকাশ করে?
[ক] মনোহরণ করা
[খ] মনোমুগ্ধ করা
[গ] কৌতূহলোদ্দীপক
☑️ ইন্দ্রজাল
১৪১. ‘অবিদিত’ বলতে বোঝায় না কোনটি?
[ক] অজানা
[খ] জানা নেই এমন
[গ] অজ্ঞাত
☑️ জানা এমন
পাঠ পরিচিতি: (বোর্ড বই থেকে)
১৪২. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধটি কোন পুস্তিকা থেকে সংকলন করা হয়েছে?
☑️ ঐতিহ্যায়ন
[খ] সংস্কৃতি সাধক
[গ] স্বরূপের সন্ধানে
[ঘ] বাঙালি সংস্কৃতি
১৪৩. ‘ঐতিহ্যায়ন’ পুস্তিকাটির সম্পাদক কে?
[ক] আকরাম হোসেন
☑️ শামসুল হোসাইন
[গ] খুরশিদ হোসাইন
[ঘ] ইরফান হোসাইন
১৪৪. কী উপলক্ষে ‘ঐতিহ্যায়ন’ পুস্তিকাটি সংকলিত হয়েছে?
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয় জাদুঘরের সুবর্ণজয়ন্তী
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী
[গ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সুবর্ণজয়ন্তী
☑️ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী
১৪৫. জাদুঘরে নিদর্শনগুলো কেমন করে প্রদর্শন করা হয়?
[ক] যথাযথ পরিচিতি ছাড়া
[খ] যথাযথ পরিচিতিসহ
[গ] বিশেষ ব্যক্তিদের জন্য
☑️ গবেষকদের জন্য
১৪৬. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধটি কোন ধরনের প্রবন্ধ?
☑️ ব্যক্তিগত প্রবন্ধ
[খ] আত্মগত প্রবন্ধ
[গ] ঐতিহাসিক প্রবন্ধ
[ঘ] গবেষণামূলক প্রবন্ধ
১৪৭. ‘ঐতিহ্যায়ন’ কোন ধরনের রচনা?
[ক] গল্প
[খ] প্রবন্ধ
[গ] স্মৃতিকথনমূলক
☑️ স্মারক পুস্তিকা
১৪৮. জাদুঘরতত্ত্ব রয়েছে কোথায়?
[ক] বাংলাদেশে
[খ] ইউরোপে
[গ] আমেরিকায়
☑️ পাশ্চাত্য দেশে
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর | ১১শ-১২শ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড | জাদুঘরে কেন যাব গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | HSC Bangla 1st Paper Guide | Jadughore Keno Jabo MCQ Question and Answer pdf download.
১৪৯. জাদুঘর আমাদের-
i. জ্ঞান দান করে
ii. শক্তি যোগায়
iii. আত্মপরিচয়ের সন্ধান দেয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] iii
☑️ i, ii ও iii
১৫০. জাদুঘরে সংগ্রহ করা হয়-
i. যা লুপ্ত প্রায়
ii. যা চমকপ্রদ
iii. যা অনন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] iii
☑️ i, ii ও iii
জাদুঘরে কেন যাব
গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
Jadughore Keno Jabo Golper MCQ Question and Answer
১৫১. বর্তমানে যেসব বিষয়ের জাদুঘর গড়ে তোলা হয়-
i. প্রত্নতত্ত্ব ও ইতিহাস
ii. বিজ্ঞান ও প্রযুক্তি
iii. জীবতত্ত্ব
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৫২. উনিশ শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধির কারণ হলো-
i. পুঁজিবাদের সমৃদ্ধি
ii. গণতন্ত্রের অগ্রগতি
iii. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৫৩. পাশ্চাত্যদেশে জাদুঘরের মূল্যায়ন করা হয় যে নামে-
i. মিউজিওলজি
ii. মিউজিওগ্রাফি
iii. এস্ট্রোলজি
নিচের কোনটি সঠিক?
[ক] i
☑️ i ও ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
১৫৪. লেখক অধ্যাপনা করেছেন-
i. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ii. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
iii. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
☑️ i ও iii
[ঘ] i, ii ও iii
১৫৫. জাদুঘর প্রবন্ধে প্রকাশিত হয়েছে-
i. আত্মপরিচয়ের চেতনা
ii. অতীত ঐতিহ্যকে জানার চেতনা
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
[ক] i
☑️ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১৫৬. আনিসুজ্জামানের উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
i. স্বরূপের সন্ধানে
ii. পুতুল নাচের ইতিকথা
iii. চেনা মানুষের মুখ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৭. অধ্যাপক আনিসুজ্জামান যে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেছেন তা হলো-
i. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ii. শিকাগো বিশ্ববিদ্যালয়
iii. লন্ডন বিশ্ববিদ্যালয়
কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫৮. অধ্যাপক আনিসুজ্জামান যে সব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তা হলো-
i. ঢাকা বিশ্ববিদ্যালয়
ii. রাজশাহী বিশ্ববিদ্যালয়
iii. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii
[ঘ] i, ii ও iii
১৫৯. সাহিত্য ও গবেষণা কৃতিত্বের জন্য আনিসুজ্জামান বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। যেমন-
i. একুশে পদক
ii. বাংলা একাডেমি পুরস্কার
iii. আলাওল সাহিত্য পুরস্কার
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৬০. আনিসুজ্জামান একজন-
i. লেখক
ii. গবেষক
iii. বুদ্ধিজীবী
জাদুঘরে কেন যাব
গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
Jadughore Keno Jabo Golper MCQ Question and Answer
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৬১. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল-
i. নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার
ii. উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা
iii. ক্রীড়া চর্চা ও দর্শন-চর্চার কেন্দ্র
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬২. কালক্রমে জাদুঘর গড়ার ভিত্তি রচিত হয়েছিল-
i. পারিবারিক উদ্যোগ গ্রহণে
ii. ব্যক্তিগত উদ্যোগ গ্রহণে
iii. প্রাচীন জিনিসপত্র সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধিতে
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৬৩. নাগরিক সংস্থার উদ্যোগে নির্মিত জাদুঘর জনসাধারণের জন্য অবারিত হওয়ার কারণ-
i. গণতন্ত্রের বিকাশ
ii. রাজতন্ত্রের বিকাশ
iii. বিপ্লবের বিকাশ
কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৪. যাদের সংগ্রহ নিয়ে অ্যাশমোলিয়ান মিউজিয়ম সৃষ্টি হয় তারা হলেন-
i. অ্যাশমোল
ii. স্যার হ্যানস স্লোন
iii. পিতা-পুত্র দুই ট্র্যাডেসান্ট
কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৫. তিনজনের সংগ্রহের ওপর ভিত্তি করে ব্রিটিশ মিউজিয়ম গড়ে ওঠে। তাঁরা হলেন-
i. স্যার হ্যানস স্লোন
ii. স্যার রবার্ট কটন
iii. আর্ল অব অক্সফোর্ড রবার্ট হার্লি
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৬৬. উনিশ শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধির কারণ-
i. পুঁজিবাদের সমৃদ্ধি
ii. সমাজতন্ত্রের বিকাশ
iii. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬৭. আজকের দিনে যেসব বিষয়ে জাদুঘরের বৈচিত্র্য দেখা যায় তা হলো-
i. গঠনগত
ii. প্রশাসনগত
iii. সংগ্রহের বিষয়গত
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৬৮. প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণির জাদুঘরের মধ্যে রয়েছে-
i. জাতীয় জাদুঘর
ii. আঞ্চলিক জাদুঘর
iii. বিশ্ববিদ্যালয় জাদুঘর
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৬৯. যেসব বস্তু সংগ্রহ করা মিউজিয়ামের সাধারণ লক্ষণ তা হলো-
i. প্রাচীন
ii. চমকপ্রদ
iii. লুপ্তপ্রায়
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৭০. অল্প বয়সে ঢাকা জাদুঘরে যেসব প্রাচীন নিদর্শনের সঙ্গে ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধের লেখকের প্রথম পরিচয় ঘটে তা হলো-
i. বৌদ্ধ মূর্তি
ii. ভাস্কর্যের প্রাচীন নিদর্শন
iii. স্থাপত্যের প্রাচীন নিদর্শন
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭১. মিশরে অবস্থিত মিউজিয়ম হলো-
i. কায়রো মিউজিয়ম
ii. হার্মিতিয়ে মিউজিয়ম
iii. আলেকজান্দ্রিয়া গ্রেকো-রোমান মিউজিয়ম
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭২. আমেরিকার আদিবাসীদের নানাবিধ অর্জনের নিদর্শন আছে-
i. মিয়াটলে
ii. হার্মিতিয়ে
iii. নর্থ ক্যারোলাইনারে
কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৩. ইংল্যান্ডের ইতিহাসের অনেকখানি ধরা আছে-
i. ব্রিটিশ মিউজিয়মে
ii. টাওয়ার অফ লন্ডনে
iii. হার্মিতিয়ে জাদুঘরে
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৪. গোচরীভূত’ শব্দের অর্থ-
i. অবগত
ii. আত্মস্থ
iii. পরিজ্ঞাত
কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৫. বাংলাদেশের জাতীয় জাদুঘর যে কাজগুলো করে-
i. নিদর্শন সংগ্রহ
ii. নিদর্শন প্রদর্শন
iii. নিদর্শন গবেষণা
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৭৬. ‘আলেকজান্দ্রিয়া’র ক্ষেত্রে যেটি প্রযোজ্য-
i. উত্তর মিশরের প্রধান সমুদ্র বন্দর
ii. আধুনিককালে প্রতিষ্ঠিত নগর
iii. আলেকজান্ডার এর পত্তন করেন
কোনটি সঠিক?
[ক] i ও ii
☑️ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৭. ‘অবিদিত’ শব্দের অর্থ হলো-
i. সুবিদিত
ii. অজানা
iii. অজ্ঞাত
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭৮. ফরাসি বিপ্লবের ক্ষেত্রে প্রযোজ্য-
i. বাস্তিল দুর্গের পতন
ii. ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব
iii. মূলবাণী মুক্তি, ভ্রাতৃত্ব
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৭৯. রুশ বিপ্লবের ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. জারতন্ত্রের পতন ঘটে
ii. লেনিনের নেতৃত্বে সংঘটিত হয়
iii. ফরাসি বিপ্লবের আগে সংঘটিত হয়
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮০. টাওয়ার অফ লন্ডনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. সীন নদীর তীরে অবস্থিত
ii. অস্ত্রশালা হিসেবে ব্যবহৃত
iii. জাদুঘর হিসেবে ব্যবহৃত
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাশমোলিয়ান মিউজিয়ম। এ মিউজিয়মে প্রধানত দুই ধরনের জিনিস সংরক্ষিত আছে। ‘জাদুঘরে কেন যাব’ রচনায় বর্ণিত উক্ত জিনিস হলো-
i. শিল্পকলা সংক্রান্ত
ii. প্রত্নতত্ত্ব সংক্রান্ত
iii. নৃতত্ত্ব সংক্রান্ত
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮২. আফিয়া তার ভাইকে ব্রিটেনের জাতীয় জাদুঘর সম্পর্কে বলছিল। ‘জাদুঘরে কেন যাব’ রচনায় বর্ণিত উক্ত জাদুঘর সম্পর্কে প্রযোজ্য-
i. এটি প্রত্নতত্ত্ব সম্পর্কিত জাদুঘর
ii. এর প্রতিষ্ঠাকাল ১৭৫৩ খ্রিষ্টাব্দে
iii. এর নাম ব্রিটিশ মিউজিয়ম
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৮৩. যাঁদের ব্যক্তিগত সংগ্রহ দিয়ে ব্রিটিশ মিউজিয়ম গড়ে ওঠে তাঁরা হলেন-
i. হ্যানস স্লোন, স্যার রবার্ট কটন
ii. স্যার রবার্ট কটন, রবার্ট হার্লি
iii. অ্যাশমল, হ্যানস স্লোন
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৮৪. রফিক সাহেব তার বাড়িতে কাচের পাত্রে গোল্ড ফিশ পালন করেন। এ কাচের পাত্র ‘জাদুঘরে কেন যাব’ রচনায় যে বিষয়কে নির্দেশ করে তা হলো-
i. aquarium
ii. মৎস্যাধার
iii. মাছের চৌবাচ্চা
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৮৫. তুহিনের বহুদিনের শখ তিনি ফ্রান্সে জাতীয় জাদুঘর দেখতে যাবেন। ‘জাদুঘরে কেন যাব’ রচনায় বর্ণিত এ জাদুঘর সম্পর্কে বলা যায়-
i. এর নাম Louvre Museum
ii. এটি প্যারিসে অবস্থিত
iii. এখানে আছে বিশ্বের অন্যতম সমৃদ্ধ চিত্রশিল্পের সংগ্রহ
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৮৬. ইমরোজ ইন্টারনেটে পড়েছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, শিল্পকলা, ইতিহাসের নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ‘জাদুঘরে কেন যাব’ রচনায় উক্ত জাদুঘর সম্পর্কে বলা যায় এটি-
i. বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর
ii. এর যাত্রা শুরু হয় ১৯১৩ সালে
iii. এটি ঢাকা মহানগরে অবস্থিত
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৮৭. জয়ন্তু ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত একটি জাদুঘর দেখতে গিয়েছিল। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত জাদুঘর সম্পর্কে বলা যায়-
i. এটির নাম মুক্তিযুদ্ধ জাদুঘর
ii. জাদুঘরটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত
iii. জাদুঘরটির প্রতিষ্ঠা কাল ১৯৯৬ সালের ২রা মার্চ
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৮৮. রোকেয়া বিজয় স্মরণীতে অবস্থিত একটি জাদুঘর দেখতে যায়। জাদুঘরটি পূর্বে মিরপুরে ছিল। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত জাদুঘর সম্পর্কে বলা যায়-
i. এটি সামরিক জাদুঘর
ii. এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক আছে
iii. এখানে প্রাচীন ও আধুনিক সমরাস্ত্র রক্ষিত আছে
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
১৮৯. আবিদ মা-বাবার সঙ্গে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর দেখতে গিয়েছিল। ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত উক্ত জাদুঘর যে নামে সমধিক পরিচিত তা হলো-
i. ভারতীয় জাদুঘর
ii. ইন্ডিয়ান মিউজিয়ম
iii. ভিক্টোরিয়া মেমোরিয়াল
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ১১শ-১২শ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড | জাদুঘরে কেন যাব গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | HSC Bangla 1st Paper Guide | Jadughore Keno Jabo MCQ Question and Answer.:
* নিচের উদ্দীপকটি পড়ে ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও।
তাসনিম বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘরে গিয়ে এদেশের ইতিহাস, প্রত্নতত্ত্ব নিদর্শনসহ নানা জিনিস দেখতে পায়। তখন সে যেন সেই সোনালি অতীতে বিচরণ করে।
১৯০. তাসনিম কোন জাদুঘরে গিয়েছিল?
[ক] বরেন্দ্র জাদুঘরে
[খ] সামরিক জাদুঘরে
[গ] লোকশিল্প জাদুঘরে
☑️ বাংলাদেশ জাতীয় জাদুঘরে
১৯১. উদ্দীপকের তাসনিম প্রাবন্ধিকের যে-চেতনা ধারণ করেছে
i. ঐতিহ্য চেতনা
ii. মূল্যবোধ
iii. আত্মপরিচয়ের স্পৃহা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
☑️ i ও iii
[ঘ] i, ii ও iii
* নিচের উদ্দীপকটি পড়ে ১৯২-১৯৪ নং প্রশ্নের উত্তর দাও।
রুম্পা সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকে। কোথাও বেড়াতে বের হয় না। তার বাবা তাকে ঢাকার কেন্দ্রীয় জাদুঘরে নিয়ে যাবার কথা বললে সে বলে ওসব পুরানো ভাঙাচোরা জিনিস দেখে কী হবে?
১৯২. ঢাকার কোথায় জাতীয় জাদুঘর অবস্থিত?
☑️ শাহবাগে
[খ] গুলিস্তানে
[গ] মিরপুরে
[ঘ] বনানীতে
১৯৩. উদ্দীপকের রুম্পা প্রাবন্ধিকের কার চেতনাকে ধারণ করে?
☑️ আত্মপরিচয়ের চেষ্টা
[খ] জীবন সচেতনতা
[গ] মূল্যবোধ
[ঘ] ভ্রমণ বিলাসী
১৯৪. রুম্পার সাথে প্রাবন্ধিকের যে বিষয়ের পার্থক্য রয়েছে-
i. চেতনাগত
ii. মূল্যবোধগত
iii. জ্ঞানান্বেষণের মনোভাবগত
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] iii
☑️ i, ii ও iii
১১শ-১২শ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড | জাদুঘরে কেন যাব গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | HSC Bangla 1st Paper Guide | Jadughore Keno Jabo MCQ Question and Answer.
নিচের উদ্দীপকটি পড়ে ১৯৫ ও ১৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
তুহিন ঢাকার শাহবাগে অবস্থিত জাদুঘর দেখতে গিয়েছিল। সেখানে সে দেখতে পায় বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা নিদর্শন।
১৯৫. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত কোন জাদুঘরে তুহিন নিদর্শন দেখতে গিয়েছিল?
☑️ জাতীয় জাদুঘর
[খ] মুক্তিযুদ্ধ জাদুঘর
[গ] বরেন্দ্র জাদুঘর
[ঘ] ঢাকা নগর জাদুঘর
১৯৬. উক্ত জাদুঘরটি সম্পর্কে বলা যায়-
i. এটি বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর
ii. এর যাত্রা ‘ঢাকা জাদুঘর হিসেবে’
iii. এখানে টার্সিয়ারি যুগের মাছের জীবাশ্ম আছে
কোনটি সঠিক?
☑️ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১১শ-১২শ শ্রেণির বাংলা ১ম পত্র গাইড | জাদুঘরে কেন যাব গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | HSC Bangla 1st Paper Guide | Jadughore Keno Jabo MCQ Question and Answer.
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৭ ও ১৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
ঢাকার সেগুনবাগিচায় একটি জাদুঘর অবস্থিত। যেখানে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের নানা স্মৃতি ও স্মারক সংরক্ষিত ও প্রদর্শিত হয়।
১৯৭. অনুচ্ছেদে বর্ণিত জাদুঘরটি ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত কোন জাদুঘরকে নির্দেশ করে?
[ক] জাতিতাত্ত্বিক জাদুঘর
[খ] বঙ্গবন্ধু জাদুঘর
[গ] বিজ্ঞান জাদুঘর
☑️ মুক্তিযুদ্ধ জাদুঘর
১৯৮. এ জাদুঘরটির বিশেষত্ব হলো-
i. এটির প্রতিষ্ঠাকাল ১৯৯৬ সাল
ii. এটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত
iii. এটি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
☑️ i, ii ও iii
জাদুঘরে কেন যাব
গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
Jadughore Keno Jabo Golper MCQ Question and Answer
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৯ ও ২০০ প্রশ্নের উত্তর দাও:
শামীম এমন একটি জাদুঘরে বেড়াতে গিয়েছিল, যেটি একাধারে জাদুঘর এবং উদ্যান।
১৯৯. শামীম ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধে বর্ণিত কোন জাদুঘরে বেড়াতে গিয়েছিল?
☑️ বলধা গার্ডেন
[খ] বরেন্দ্র জাদুঘর
[গ] প্রাণী জাদুঘর
[ঘ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর
২০০. উক্ত জাদুঘরটি সম্পর্কে যা প্রযোজ্য-
i. এটি বিজয় সরণিতে অবস্থিত
ii. এর প্রতিষ্ঠাতা জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী
iii. এর অনেক নিদর্শন জাতীয় জাদুঘরে স্থানান্তর করা হয়েছে
কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
☑️ ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment