নবম-দশম শ্রেণি
বাংলা ১ম পত্র গাইড
গল্প/গদ্য
একাত্তরের দিনগুলি
জাহানারা ইমাম
SSC Bangla 1st Paper Golpo
Ekattorer Dinguli
MCQ
Question and Answer pdf download
লেখক পরিচিতি:
নাম: জাহানারা ইমাম।
জন্ম তারিখ: ১৯২৩ সালের ৩রা মে।
জন্মস্থান: মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রাম।
শিক্ষা: কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।
পেশা: সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করেন।
উল্লেখযোগ্য সাহিত্য: একাত্তরের দিনগুলি, গজকচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি।
বিশেষ পরিচয়, অবদান: শহিদ মুক্তিযোদ্ধা রুমীর মা। ১৯৭১ সালে নিজেও মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, রসদ জোগানো, অস্ত্র আনা-নেওয়া, খবর আদান-প্রদান ইত্যাদি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উপাধি: শহিদ জননী।
মৃত্যু: ১৯৯৪ সালের ২৬শে জুন।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
একাত্তরের দিনগুলি গল্পের পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল?
ক. আট তারিখ
খ. নয় তারিখ✓
গ. দশ তারিখ
ঘ. এগারো তারিখ
২. ‘নির্লজ্জ মিথ্যাভাষণে ভরা বিবৃতি’ বলতে কী বোঝ?
ক. বিবৃতি দেওয়ানোর কুটকৌশল
খ. বেয়নটের মুখে দেওয়া বিবৃতি✓
গ. গোয়েবলসের মতো বিবৃতি
ঘ. বুদ্ধিজীবী ও শিল্পীর দেওয়া বিবৃতি
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ উপন্যাসে বদি মুক্তিযোদ্ধা কমান্ডার। বদি ঢাকাকে মুক্ত করার জন্য গেরিলা বাহিনীকে সংগঠিত করে। দেশ বিপর্যস্ত বলে সাধারণ পরিবারের সদস্যরা পরিবারকে জানিয়ে কিংবা না জানিয়ে মুক্তিযুদ্ধে যায়। মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা এবং তাদের পরিবারের প্রত্যাশা ছিল দেশ যেন তাড়াতাড়ি শত্রুমুক্ত হয়।
৩. উদ্দীপকের অনুভব ‘একাত্তরের দিনগুলি’র কোন দিকটিকে উন্মোচিত করেছে?
i. রুমীর যুদ্ধে যাওয়া
ii. রুমীর বাবার উৎকণ্ঠা
iii. রুমীর মায়ের উৎকণ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. iii✓
৪. উদ্দীপকের অনুভবটি ‘একাত্তরের দিনগুলি’র কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. রুমীকে অন্যভাবে বের করে আনার চেষ্টা করা হবে; কিন্তু মার্সি পিটিশন করে নয়✓
খ. যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে
গ. খুনী সরকারের কাছে রুমীর প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানেই রুমীর আদর্শকে অপমান করা।
ঘ. রুমীর মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
একাত্তরের দিনগুলি গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনাটি কে লিখেছেন?
ক. সুফিয়া কামাল
খ. জাহানারা ইমাম✓
গ. শহীদুল্লা কায়সার
ঘ. শাহরিয়ার কবির
২. জাহানারা ইমাম কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯২৩✓
খ. ১৯২৫
গ. ১৯৩০
ঘ. ১৯২০
৩. জাহানারা ইমাম কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৫ই জুলাই
খ. ১৫ই জুলাই
গ. ৩ই মে✓
ঘ. ৮ই মে
৪. জাহানারা ইমামের জন্ম কোথায়?
ক. বরিশাল
খ. কুমিল্লা
গ. মুর্শিদাবাদ✓
ঘ. কলকাতা
৫. জাহানারা ইমামের পিতার নাম কী?
ক. সৈয়দ আব্দুল আলী✓
খ. সৈয়দ জামালুদ্দীন
গ. সৈয়দ মাজহার আলী
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৬. জাহানারা ইমামের পিতা পেশায় কী ছিলেন?
ক. আইনজীবী
খ. ডাক্তার
গ. অধ্যাপক
ঘ. ডেপুটি ম্যাজিস্ট্রেট✓
৭. জাহানারা ইমাম কত সালে বি.এ পাস করেন?
ক. ১৯৪৫
খ. ১৯৪৭✓
গ. ১৯৫০
ঘ. ১৯৫৫
৮. কোন কলেজ থেকে জাহানারা ইমাম বিএ পাস করেন?
ক. বরিশালের বিএম কলেজ
খ. মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ
গ. ফরিদপুরের রাজেন্দ্র কলেজ
ঘ. কলকাতার ব্রেবোর্ন কলেজ✓
৯. ঢাকায় কোন স্কুলে জাহনারা ইমাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন?
ক. ভিকারুননিসা নূন স্কুল
খ. সিদ্ধেশ্বরী গার্লস স্কুল✓
গ. আজিমপুর গভ. গার্লস স্কুল
ঘ. খিলগাঁও গার্লস স্কুল
১০. জাহানারা ইমাম কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও এমএ ডিগ্রি লাভ করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়✓
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১১. জাহানারা ইমাম কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন?
ক. ইতিহাস
খ. সমাজবিজ্ঞান
গ. বাংলা✓
ঘ. জনপ্রশাসন
১২. জাহানারা ইমাম কোন কলেজে অধ্যাপনা করেন?
ক. নটরডেম কলেজ
খ. ঢাকা কলেজ
গ. ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ✓
ঘ. সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ
১৩. জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কী?
ক. রুমী✓
খ. সজল
গ. সাদিক
ঘ. জামী
১৪. রুমী কখন শহিদ হন?
ক. মুক্তিযুদ্ধের প্রথম দিকে
খ. মুক্তিযুদ্ধের মধ্যভাগে
গ. মুক্তিযুদ্ধের শেষদিকে✓
ঘ. মুক্তিযুদ্ধের পরপর
১৫. জাহানারা ইমাম কী হিসেবে পরিচিত?
ক. লৌহমানবী
খ. শহিদ জননী✓
গ. জাতীয় শিক্ষক
ঘ. প্রধান কবি
১৬. জাহানারা ইমামের কোন গ্রন্থটি সর্বত্র সমাদৃত?
ক. ক্যান্সারের সঙ্গে আবাস
খ. একাত্তরের দিনগুলি✓
গ. প্রবাসের দিনগুলি
ঘ. গজকচ্ছপ
১৭. সাহিত্যকর্মে অবদানের জন্য জাহানারা ইমাম কোন পুরস্কার পান?
ক. নোবেল পুরস্কার
খ. বাংলা একাডেমি পুরস্কার✓
গ. স্বাধীনতা দিবস পুরস্কার
ঘ. আলাওল সাহিত্য পুরস্কার
১৮. জাহানারা ইমাম কাদের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করেছেন?
ক. একাত্তরের ঘাতকদের✓
খ. পাকিস্তানিদের
গ. কুসংস্কারাচ্ছন্নদের
ঘ. ধর্মান্ধদের
১৯. জাহানারা ইমাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৯৮
খ. ১৯৯৪✓
গ. ১৯৯০
ঘ. ১৯৯২
২০. ৭১ সালের ১৩ই এপ্রিল কী বার ছিল?
ক. শনিবার
খ. সোমবার
গ. মঙ্গলবার✓
ঘ. বৃহস্পতিবার
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
২১. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কদিন ধরে বৃষ্টি হওয়ার কথা বলা আছে?
ক. ৭ দিন
খ. ১০ দিন
গ. ৪ দিন✓
ঘ. ৩ দিন
২২. জাহানারা ইমামের শ্বশুর কী ছিলেন?
ক. অন্ধ✓
খ. বোবা
গ. পঙ্গু
ঘ. অসুস্থ
২৩. ‘নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে’- ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উক্তিটি কার?
ক. লেখিকার
খ. করিমের✓
গ. মাঝির
ঘ. দোকানির
২৪. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কোন গাছের উল্লেখ আছে?
ক. শিউলি
খ. বকুল
গ. গোলাপ✓
ঘ. গন্ধরাজ
২৫. মুক্তিযুদ্ধের সময় সারা দেশে কাদের অত্যাচার চলছিল?
ক. পাকিস্তানি হানাদারদের✓
খ. রাজাকারদের
গ. রক্ষীবাহিনীর
ঘ. সর্বহারাদের
২৬. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় বর্ণিত জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
ক. ৮ম
খ. ৯ম
গ. ১০ম✓
ঘ. ৫ম
২৭. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় ‘কর্তাদের’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. পাকিস্তানি শাসকদের✓
গ. রাজাকারদের
ঘ. ভারতীয়দের
২৮. ১৯৭১ সালের ১৭ই মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল?
ক. ৭০ জন
খ. ৫৫ জন✓
গ. ৪০ জন
ঘ. ৩০ জন
২৯. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় বুদ্ধিজীবীদের বিবৃতি কিসে ভরা ছিল?
ক. মিথ্যা ভাষণে✓
খ. ভুল-ভ্রান্তিতে
গ. গুরুচণ্ডালী দোষে
ঘ. কটূক্তিতে
৩০. ২৫শে মে কার জন্মজয়ন্তী?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
খ. কাজী নজরুলের✓
গ. ফররুক আহমদের
ঘ. আহসান হাবীবের
0 Comments:
Post a Comment