৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বৃষ্টি
ফররুক আহমদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Kobita
Bristi
MCQ
Question and Answer pdf download
১. কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন? [Answer Hints: খ]
ক. কন্যার
খ. পরি
গ. আলোর
ঘ. বৃষ্টির
২. রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন
রুক্ষ মাঠ আসমান’ - এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?
[Answer Hints: ঘ]
ক. বুভুক্ষ মাঠের চিত্র
খ. বর্ষায় বাংলার প্রকৃতি
গ. বৃষ্টিহীন মাঠের রূপ
ঘ. প্রকৃতির বৈরিতা
৩. ‘আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে’ - এ বক্তব্যের বিপরীত ভাব রয়েছে যে বাক্যে-
i. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
ii. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
iii. দু-পাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পুবের হাওয়ায়।
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
৪. এরূপ বৈপরীত্যের কারণ কী? [Answer Hints: খ]
ক. বর্ষণহীনতা
খ. বর্ষণের আকাক্সক্ষা
গ. মেঘের তীব্রতা
ঘ. জলের প্রত্যাশা
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘বৃষ্টি’ কবিতার গুরুত্বপূর্ণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘বৃষ্টি’ কবিতাটির রচয়িতা কে? [Answer Hints: খ]
[ক] আল মাহমুদ
[খ] ফররুখ আহমদ
[গ] জসীমউদ্দীন
[ঘ] আহসান হাবীব
২. ফররুখ আহমদ কত সালে জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] ১৯০৯ সালে
[খ] ১৯১৫ সালে
[গ] ১৯১৮ সালে
[ঘ] ১৯১৯ সালে
৩. ফররুখ আহমদের জন্মতারিখ কোনটি? [Answer Hints: ঘ]
[ক] ১লা জানুয়ারি ১৯১০
[খ] ১১ই জুলাই ১৯১৩
[গ] ২৬শে অক্টোবর ১৯১৪
[ঘ] ১০ই জুন ১৯১৮
৪. ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] পাবনা
[খ] সাতক্ষীরা
[গ] মাগুরা
[ঘ] কুষ্টিয়া
৫. ফররুখ আহমদের গ্রামের নাম কী? [Answer Hints: ক]
[ক] মাঝআইল
[খ] নিমতা
[গ] সাগরদাঁড়ি
[ঘ] শঙ্করপাশা
৬. ফররুখ আহমদের পিতার নাম কী? [Answer Hints: খ]
[ক] আহমদ শেখ
[খ] সৈয়দ হাতেম আলী
[গ] মোয়াজ্জেম হোসেন
[ঘ] গোলাম মোস্তফা
৭. ফররুখ আহমদ কোন কলেজ থেকে আইএ পাস করেন? [Answer Hints: গ]
[ক] স্কটিশ চার্চ কলেজ
[খ] প্রেসিডেন্সি কলেজ
[গ] রিপন কলেজ
[ঘ] কলকাতা কলেজ
৮. ফররুখ আহমদ কোথায় দর্শন ও ইংরেজির ছাত্র ছিলেন? [Answer Hints: খ]
[ক] রিপন কলেজ
[খ] স্কটিশ চার্চ কলেজ
[গ] সংস্কৃত কলেজ
[ঘ] প্রেসিডেন্সি কলেজ
৯. ফররুখ আহমদ অনার্স পরীক্ষা না দিয়ে কোনটি করেন? [Answer Hints: ঘ]
[ক] যুদ্ধে যোগ দেন
[খ] গৃহত্যাগ করেন
[গ] মাস্টার্সের পড়াশোনা শুরু করেন
[ঘ] কর্মজীবনে প্রবেশ করেন
১০. ১৯৪৭-১৯৭২ সাল পর্যন্ত ফররুখ আহমদ কোথায় কর্মরত ছিলেন? [Answer Hints: খ]
[ক] বাংলাদেশ টেলিভিশনে
[খ] ঢাকা বেতারে
[গ] শিল্পকলা একাডেমিতে
[ঘ] জাতীয় জাদুঘরে
১১. ১৯৪৭-১৯৭২ সাল পর্যন্ত ফররুখ আহমদ বাংলাদেশ বেতারে কোন পদে কর্মরত ছিলেন? [Answer Hints: গ]
[ক] মহাপরিচালক
[খ] অনুষ্ঠান সম্পাদক
[গ] স্টাফ রাইটার
[ঘ] সিনিয়র অপারেটর
১২. ফররুখ আহমদের কাব্যসৃষ্টির প্রেরণা কোনটি? [Answer Hints: গ]
[ক] প্রকৃতির রহস্যময়তা [খ] বাঙালির সংস্কৃত
[গ] ইসলামি ভাবধারা [ঘ] পশ্চিমা জীবনযাত্রা
১৩. কোনটি ফররুখ আহমদ রচিত গ্রন্থ? [Answer Hints: ক]
[ক] সিরাজাম মুনীরা
[খ] মহাপৃথিবী
[গ] মাটির কান্না
[ঘ] আপন মনের পাঠশালাতে
১৪. কোনটি ফররুখ আহমদ রচিত গ্রন্থ? [Answer Hints: খ]
[ক] পঞ্চাশ সহস্র বর্ষ
[খ] মুহূর্তের কবিতা
[গ] আনন্দের মৃত্যু
[ঘ] তীর্থরেণু
১৫. ‘বৃষ্টি’ কবিতায় বহু প্রতীক্ষা কিসের জন্য? [Answer Hints: ক]
[ক] বৃষ্টির জন্য
[খ] পুবের হাওয়ার জন্য
[গ] বজ্রপাতের জন্য
[ঘ] রোদের জন্য
১৬. ‘বৃষ্টি’ কবিতায় কোন নদীটির কথা বলা হয়েছে? [Answer Hints: গ]
[ক] যমুনা
[খ] কুশিয়ারা
[গ] মেঘনা
[ঘ] শীতলক্ষ্যা
১৭. ‘বৃষ্টি’ কবিতায় পদ্মা, মেঘনার দুপাশে কিসের কথা বলা হয়েছে? [Answer Hints: ক]
[ক] আবাদি গ্রামের কথা
[খ] কাশফুলের কথা
[গ] বিস্তীর্ণ চরের কথা
[ঘ] ধানখেতের কথা
১৮. বৃষ্টি আসার আগে আকাশের কী অবস্থা ছিল? [Answer Hints: খ]
[ক] বিষণ্ণ
[খ] বিদগ্ধ
[গ] বিরক্ত
[ঘ] বিশুদ্ধ
১৯. ‘বৃষ্টি’ কবিতায় আকাশ, মাঠ কিসে ঢেকে যাওয়ার কথা বলা হয়েছে? [Answer Hints: গ]
[ক] সবুজ মায়ায়
[খ] রংধনুর রঙে
[গ] কাজল ছায়ায়
[ঘ] রৌদ্রের কিরণে
২০. বিদ্যুৎ-রূপসী পরি কিসে সওয়ার হয়েছে? [Answer Hints: ঘ]
[ক] পুবের হাওয়ায়
[খ] কাজল ছায়ায়
[গ] ঢেউয়ে ঢেউয়ে
[ঘ] মেঘে মেঘে
২১. রানু বারান্দায় বসে আকাশে বিদ্যুতের খেলা দেখছে। এ অবস্থাটি নিচের কোন চরণে প্রকাশিত হয়েছে? [Answer Hints: গ]
[ক] বৃষ্টি এলো..... বহু প্রতীক্ষিত বৃষ্টি
[খ] বর্ষাণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
[গ] বিদ্যুৎ-রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার
[ঘ] রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন
২২. বর্ষণমুখর দিনে কার শিহরণ জাগে? [Answer Hints: খ]
[ক] বৃদ্ধ ভিখারির
[খ] অরণ্যের কেয়ার
[গ] তৃষিত বনের
[ঘ] বিদ্যুৎ-রূপসীর
২৩. কার অপরূপ আভা দেখে অরণ্যের কেয়া শিহরিত হয়? [Answer Hints: গ]
[ক] বিদগ্ধ আকাশের
[খ] রুক্ষ মাঠের
[গ] বিদ্যুৎ-রূপসী পরির
[ঘ] রুগ্ণ বৃদ্ধ ভিখারির
২৪. ‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত ধানখেতের অবস্থা কী? [Answer Hints: খ]
[ক] সবুজ-সজীব
[খ] রৌদ্রে দগ্ধ
[গ] জলে ভরভর
[ঘ] সোনালি ধানে পূর্ণ
২৫. রৌদ্রদগ্ধ ধানখেত কার স্পর্শ পেতে চায়? [Answer Hints: ক]
[ক] বৃষ্টির
[খ] বিদ্যুৎ-রূপসী পরির
[গ] বৃদ্ধ ভিখারির
[ঘ] অরণ্যের কেয়ার
২৬. নদীর ফাটলে প্রাণের জোয়ার আনে কোনটি? [Answer Hints: খ]
[ক] পরি
[খ] বন্যা
[গ] পুবের হাওয়া
[ঘ] তৃষিত বন
২৭. ‘বৃষ্টি’ কবিতায় রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে কোনটিকে তুলনা করা হয়েছে? [Answer Hints: খ]
[ক] নদীর ঢেউকে
[খ] রুক্ষ মাঠকে
[গ] ধানখেতকে
[ঘ] তৃষিত বনকে
২৮. রুক্ষ মাঠ কী শোনে? [Answer Hints: ঘ]
[ক] বিদ্যুতের গর্জন
[খ] অরণ্যের কেয়ার গান
[গ] তৃষিত বনের কান্না
[ঘ] বর্ষণের সুর
২৯. ‘বৃষ্টি’ কবিতায় রুগ্ণ বৃদ্ধ ভিখারির হাতে কোনটি সহজেই দৃশ্যমান? [Answer Hints: খ]
[ক] বৃষ্টির ফোঁটা
[খ] রগ
[গ] রক্ত
[ঘ] ভিক্ষার উপার্জন
৩০. বৃষ্টি কবিতায় কোনটিকে তৃষিত বলা হয়েছে? [Answer Hints: ঘ]
[ক] নদীকে
[খ] কেয়াকে
[গ] ধানখেতকে
[ঘ] বনকে
৩১. তৃষিত বনের সাথে কী জেগে ওঠে? [Answer Hints: ক]
[ক] তৃষাতপ্তমন
[খ] বিদগ্ধ আকাশ
[গ] রুক্ষ মাঠ
[ঘ] পুবের হাওয়া
৩২. ‘বৃষ্টি’ কবিতায় বন ও মনের মাঝে মিল কিসে? [Answer Hints: ক]
[ক] বৃষ্টির প্রতীক্ষায়
[খ] উদারতায়
[গ] বিষণ্ণতা অনুভবে
[ঘ] উদাসীনতায়
৩৩. বৃষ্টির দিনে কোনটি বহু পথ পাড়ি দিতে চায়? [Answer Hints: খ]
[ক] বিদ্যুৎ-রূপসী পরি
[খ] তৃষাতপ্ত মন
[গ] অরণ্যের কেয়া
[ঘ] পুবের হাওয়া
৩৪. ‘পাড়ি দিতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর’- চরণটিতে কিসের প্রকাশ ঘটেছে? [Answer Hints: ঘ]
[ক] প্রকৃতিপ্রেমের
[খ] স্বদেশপ্রেমের
[গ] ভ্রমণপ্রিয়তার
[ঘ] স্মৃতিকাতরতার
[ক] অরণ্যের কেয়া
[খ] বিস্মৃতি দিন
[গ] রৌদ্রদগ্ধ ধানখেত
[ঘ] তৃষাতপ্ত মন
৩৬. পূর্ণ প্রাণের জোয়ার নিয়ে বন্যা কোথায় হাজির হয়? [Answer Hints: খ]
[ক] সাগরের মোহনায়
[খ] নদীর ফাটলে
[গ] আবাদি গ্রামে
[ঘ] রুক্ষ মাঠে
৩৭. দিক-দিগন্তের পথে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে কোনটি? [Answer Hints: গ]
[ক] কাজল ছায়া
[খ] বিদগ্ধ আকাশ
[গ] বিদ্যুৎ ঝলক
[ঘ] তৃষিত বন
৩৮. কেমন ধারণা অনুযায়ী বিদ্যুৎ চমকানোর ঘটনাকে বিদ্যুৎ-রূপসী পরির সাথে তুলনা করা হয়েছে? [Answer Hints: গ]
[ক] বৈজ্ঞানিক ধারণা
[খ] আধুনিক ধারণা
[গ] লোকজধারণা
[ঘ] আধ্যাত্মিক ধারণা
৩৯. ‘সওয়ার’ শব্দের অর্থ কী? [Answer Hints: খ]
[ক] সুন্দরী
[খ] আরোহী
[গ] পুণ্য
[ঘ] চলাচল
৪০. তৃষ্ণাকাতর মাঠ-ঘাট কিসের প্রতীক? [Answer Hints: ঘ]
[ক] বর্ষার
[খ] শীতের
[গ] বসন্তের
[ঘ] গ্রীষ্মের
৪১. ‘বৃষ্টি’ কবিতায় সর্বশেষ চরণে কী প্রকাশ পেয়েছে? [Answer Hints: গ]
[ক] প্রকৃতির রুক্ষতা
[খ] প্রকৃতির উন্মত্ততা
[গ] প্রকৃতির কোমলতা
[ঘ] প্রকৃতির রহস্যময়তা
৪২. ‘তৃষাতপ্ত’ বলতে কী বোঝানো হয়েছে? [Answer Hints: খ]
[ক] বৃষ্টিস্নাত
[খ] পিপাসায় কাতর
[গ] প্রচণ্ড নিঃসঙ্গ
[ঘ] রৌদ্রে দগ্ধ
৪৩. ‘বৃষ্টি’ কবিতায় হাওয়া আসে কোন দিক থেকে? [Answer Hints: ক]
[ক] পূর্ব
[খ] পশ্চিম
[গ] উত্তর
[ঘ] দক্ষিণ
৪৪. প্রকৃতিতে বর্ষা কী নিয়ে আসে? [Answer Hints: গ]
[ক] রুক্ষতা
[খ] তৃষ্ণা
[গ] প্রাণস্ফূর্তি
[ঘ] অভিশাপ
৪৫. কোনটি বর্ষার প্রাণ? [Answer Hints: গ]
[ক] বাতাস
[খ] বিজলী
[গ] বৃষ্টি
[ঘ] মেঘ
৪৬. নদীর দুধারে প্লাবন কিসের গৌরব বয়ে আনে? [Answer Hints: ক]
[ক] পলিমাটির
[খ] বর্ষণের
[গ] রিক্ততার
[ঘ] নির্জনতার
৪৭. নদীর প্লাবনে কোনটি থাকে বলে ফসল ভালো হয়? [Answer Hints: খ]
[ক] সার
[খ] পলিমাটি
[গ] পানি
[ঘ] কীটনাশক
৪৮. বৃষ্টির সময় সর্বত্র মোহিত করে কোনটি? [Answer Hints: গ]
[ক] কালো মেঘ
[খ] পুবালি হাওয়া
[গ] বর্ষার ফুল
[ঘ] বিজলির ঝলকানি
৪৯. বৃষ্টির দিনে পুরোনো স্মৃতি মনে পড়ে যায়- এমন অভিব্যক্তির বহিঃপ্রকাশ রয়েছে কোন চরণে? [Answer Hints: গ]
[ক] রৌদ্রদগ্ধ ধানখেত আজ তার স্পর্শ পেতে চায়
[খ] রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর
[গ] যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন
[ঘ] সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর
বহুপদী সমাপ্তিসূচক
৫০. ‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টিকে বলা হয়েছে-
i. অনেক আকাক্সিক্ষত
ii. বর্ষার প্রাণ
iii. নিঃসঙ্গ নির্জন
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. বৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে-
i. তৃষাতপ্ত মন
ii. রৌদ্রদগ্ধ ধানখেত
iii. তৃষিত বন
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২. রুগ্ণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে মাঠের তুলনা করা হয়েছে-
i. রুক্ষ বলে
ii. অসমান বলে
iii. অনুর্বর বলে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩. ‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত হয়েছে বৃষ্টির সাথে-
i. প্রকৃতির সম্পর্ক
ii. বৃষ্টির সাথে অর্থনীতির সম্পর্ক
iii. বৃষ্টির সাথে মানবমনের সম্পর্ক
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪. বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি হয়ে যায়-
i. রুক্ষ
ii. স্নিগ্ধকোমল
iii. প্রাণোচ্ছ্বাসে ভরপুর
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৫. ‘বৃষ্টি’ কবিতায় বিদ্যুৎ-রূপসী পরি বলতে তুলে ধরা হয়েছে-
i. একটি লোকজ ধারণাকে
ii. বিদ্যুৎ চমকানোর ঘটনাকে
iii. একটি বৈজ্ঞানিক সত্যকে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. বিদ্যুৎ-রূপসী পরি-
i. কাজল ছায়ায় মাঠ-ঘাট ঢেকে দেয়
ii. দিক দিগন্তে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে
iii. মেঘে মেঘে ঘুরে বেড়ায়
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. বর্ষণহীন দিনে মাঠ-ঘাট, বন হয়ে থাকে-
i. তৃষাতপ্ত
ii. বিষণ্ণ মেদুর
iii. রুক্ষ
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. প্রকৃতিতে সজীবতা ফিরে আসার কথা বলা আছে যে চরণে-
i. যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর
ii. নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার
iii. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. বর্ষার দিনে মানুষের মনে পড়ে-
i. সুখময় অতীত
ii. ভালোলাগার স্মৃতি
iii. পরাজয়ের স্মৃতি
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সালমান গ্রীষ্মকালে গ্রামে বেড়াতে গিয়ে দেখে মাঠ-ঘাট, নদী-নালা, খাল-বিল সব শুকিয়ে একাকার। গাছপালাগুলোরও শীর্ণ দশা। কয়েক মাস পর সে আবার গ্রামে এসে তো অবাক। চারদিকে সবুজের সমারোহ। নদী-নালাগুলো পানিতে টইটুম্বুর।
৬০. উদ্দীপকের বক্তব্য নিচের কোন রচনাকে সমর্থন করে? [Answer Hints: ঘ]
[ক] আমি কোনো আগন্তুক নই
[খ] কপোতাক্ষ নদ
[গ] সেইদিন এই মাঠ
[ঘ] বৃষ্টি
৬১. সালমানের দেখা পরবর্তী দৃশ্যটির তুলে ধরেছে যে চরণ-
i. সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর
ii. নদীর ফাটলে বন্যা আনে পূর্ব প্রাণের জোয়ার
iii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেব মেপে
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি ঝরে যা
৬২. ‘বৃষ্টি’ কবিতার কোন দিকটি উদ্দীপক কবিতাংশে লক্ষণীয়? [Answer Hints: ঘ]
[ক] বিদ্যুৎ চমকের সৌন্দর্য
[খ] প্রকৃতির সজীবতা
[গ] স্মৃতিকাতরতা
[ঘ] বৃষ্টির জন্য প্রতীক্ষা
৬৩. উক্ত ভাব ‘বৃষ্টি’ কবিতায় যে চরণে প্রকাশিত হয়েছে-
i. বৃষ্টি এলো.... বহু প্রতীক্ষিত বৃষ্টি!
ii. যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন
iii. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে,
বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে।
৬৪. বৃষ্টি কবিতার কোন চরণটি উদ্দীপক কবিতাংশের বক্তব্য তুলে ধরতে সক্ষম হয়েছে? [Answer Hints: খ]
[ক] রুক্ষ মাঠ অসমান শোনে সেই বর্ষণের সুর
[খ] পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর
[গ] বৃষ্টি এলো..... বহু প্রতীক্ষিত বৃষ্টি
[ঘ] বর্ষণমুখর দিয়ে অরণ্যের কেয়া শিহরায়
৬৫. উদ্দীপক কবিতাংশ এবং উক্ত চরণের মধ্যে সাদৃশ্য-
i. স্মৃতিকাতরতায়
ii. সংবেদনশীলতায়
iii. বিরহকাতরতায়
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিক দিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবণ-বর্ষণ সঙ্গীতে
রিমঝিম রিমঝিম রিমঝিম
৬৬. উদ্দীপক কবিতাংশে প্রকাশিত অনুভূতি নিচের কোন কবিতায় পাওয়া যায়? [Answer Hints: গ]
[ক] প্রাণ
[খ] অন্ধবধূ
[গ] বৃষ্টি
[ঘ] ঝর্ণার গান
৬৭. উক্ত কবিতার যে দিকটি উদ্দীপক কবিতাংশে উপস্থিত-
i. প্রকৃতির বর্ণনা
ii. স্মৃতিকাতরতা
iii. সংবেদনশীলতা
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment