নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ গাইড
নাটক
বহিপীর
সৈয়দ ওয়ালীউল্লাহ
নবম-দশম শ্রেণির বাংলা সহপাঠ গাইড
বহিপীর নাটকের গুরুত্বপূর্ণ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf download
১. বহিপীর নাটকে কে ঘর ছেড়ে পালিয়েছিল?
উত্তর: বহিপীর নাটকে তাহেরা ঘর ছেড়ে পালিয়েছিল।
২. বদলোকেরা কাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে?
উত্তর: বদলোকেরা তাহেরাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।
৩. তাহেরা কাকে সাথে নিয়ে পালিয়েছিল?
উত্তর: তাহেরা চাচাতো ভাইকে সাথে নিয়ে পালিয়েছিল।
৪. বহিপীর নাটকে কার চোখে ভয় ও কান্না ছিল না?
উত্তর: বহিপীর নাটকে তাহেরার চোখে ভয় ও কান্না ছিল না।
৫. বহিপীর নাটকে নদীতে কী ভেসে যায়?
উত্তর: বহিপীর নাটকে নদীতে কচুরিপানা ভেসে যায়।
৬. তাহেরার পরিবারে কে কে ছিল?
উত্তর: তাহেরার পরিবারে বাবা ও সৎমা ছিল।
৭. “আমি কি বকরি-ঈদের গরু ছাগল নাকি?” কথাটি কার?
উত্তর: “আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি?”- কথাটি তাহেরার।
৮. বজরার দুর্ঘটনায় কারা নাকানি-চুবানি খেয়েছেন?
উত্তর: বজরার দুর্ঘটনায় পীরসাহেব ও দুই সঙ্গী নাকানি-চুবানি খেয়েছেন।
৯. কলেজের পড়া শেষ করে কে ছাপাখানা দিতে চায়?
উত্তর: কলেজের পড়া শেষ করে হাশেম ছাপাখানা দিতে চায়।
১০. হাতেম আলির একমাত্র ছেলের নাম কী?
উত্তর: হাতেম আলীর একমাত্র ছেলের নাম হাশেম।
১১. কিসের ভাষায় কথা বলেন বলে পীরসাহেবের নাম বহিপীর হয়েছিল?
উত্তর: বইয়ের ভাষায় কথা বলেন বলে পীরসাহেবের নাম বহিপীর হয়েছিল।
১২. বহিপীরের মতে কোন ভাষার মতো পবিত্র ও গম্ভীর কোনো ভাষা নেই?
উত্তর: বহিপীরের মতে পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর কোনো ভাষা নেই।
১৩. খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কোন ভাষার?
উত্তর: খোদার বাণী বহন করার উপপুক্ততা নেই কথ্য ভাষার।
১৪. বহিপীরের বাড়ি কোথায়?
উত্তর: বহিপীরের বাড়ি সুনামগঞ্জে।
১৫. জমিদার হাতেম আলি বহিপীরের কাছে কী বলার জন্য মাফ চাইলেন?
উত্তর: জমিদার হাতেম আলি বহিপীরের কাছে ঝুট কথা বলার জন্য মাফ চাইলেন।
১৬. কোন আইনের কারণে জমিদার হাতেম আলির জমিদারি নিলামে উঠতে বসেছিল?
উত্তর: জমিদার হাতেম আলির জমিদারি নিলামে উঠতে বসেছিল সান্ধ্য আইনের কারণে।
১৭. বহিপীরের প্রথম স্ত্রীর এন্তেকাল হয় কত বছর আগে?
উত্তর: বহিপীরের প্রথম স্ত্রীর এন্তেকাল হয় চৌদ্দ বছর আগে।
১৮. বহিপীরের মতে, শিক্ষাদীক্ষার গাফিলতি হলে দোষটা কার ঘাড়ে পড়ে?
উত্তর: বহিপীরের মতে শিক্ষাদীক্ষার গাফিলতি হলে দোষটা পিতামাতার ঘাড়েই পড়ে।
১৯. খোদেজার মতে বিয়ে হলো কিসের কথা?
উত্তর: খোদেজার মতে বিয়ে হলো তকদিরের কথা।
২০. খোদেজার মতে কার সাথে বিয়ে হওয়া খারাপ কথা না?
উত্তর: খোদেজার মতে পীরের সাথে বিয়ে হওয়া খারাপ কথা না।
২১. বকরি ঈদ মানে কী?
উত্তর: বকরি ঈদ মানে কোরবানির ঈদ।
২২. বহিপীর সারা জীবন কাদের মঙ্গল কামনা করেছেন?
উত্তর: বহিপীর সারা জীবন মুরিদদের মঙ্গল কামনা করেছেন।
২৩. বহিপীর নাটকে কে সাঁতার জানে না?
উত্তর: বহিপীর নাটকে তাহেরা সাঁতার জানে না।
২৪. বহিপীর কাকে বাবা বলে সম্বোধন করেন?
উত্তর: বহিপীর হাশেমকে বাবা বলে সম্বোধন করেন।
২৫. কার মতে তাহেরার লজ্জাশরম নেই?
উত্তর: খোদেজার মতে তাহেরার লজ্জাশরম নেই।
২৬. হাতেম আলির বাল্যবন্ধুর নাম কী?
উত্তর: হাতেম আলির বাল্যবন্ধুর নাম আনোয়ার উদ্দিন।
২৭. কী হারালে হাতেম আলির পরিবার দেউলে হবে?
উত্তর: জমিদারি হারালে হাতেম আলির পরিবার দেউলে হবে।
২৮. জুম্মারাতে বহিপীরের সাথে কার বিয়ে হয়?
উত্তর: জুম্মারাতে বহিপীরের সাথে তাহেরার বিয়ে হয়।
২৯. বহিপীর তাহেরাকে খুঁজতে কোথায় গিয়েছিলেন?
উত্তর: বহিপীর তাহেরাকে খুঁজতে কদমতলা গিয়েছিলেন।
৩০. বহিপীরের মতে কারা পেটের কথা চেপে রাখতে পারে না?
উত্তর: বহিপীরের মতে স্ত্রীলোক পেটের কথা চেপে রাখতে পারে না।
৩১. তাহেরাকে বাঁচাতে হাশেম প্রয়োজনে কী করবে?
উত্তর: তাহেরাকে বাঁচাতে হাশেম প্রয়োজনে তাকে বিয়ে করবে।
৩২. জমিদার কার আগমনের অপেক্ষা করছিলেন?
উত্তর: জমিদার বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের আগমনের অপেক্ষা করছিলেন।
৩৩. হাশেমের মতে বার্তাবাহককে কী হতে হয়?
উত্তর: হাশেমের মতে বার্তাবাহককে দলহীন হতে হয়।
৩৪. ‘বহিপীর’ নাটকে কে সাবধানী লোক?
উত্তর: ‘বহিপীর’ নাটকে পীর সাহেব সাবধানী লোক।
৩৫. বহিপীর কাকে পুলিশ ডাকতে বলল?
উত্তর: বহিপীর হকিকুল্লাহকে পুলিশ ডাকতে বলল।
৩৬. বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর কাকে মানা করলেন?
উত্তর: বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর হাশেমকে মানা করলেন।
৩৭. কে বহিপীরের ঘাড়ের ওপর জিব্রাইলের মতো দাঁড়িয়ে আছে?
উত্তর: হকিকুল্লাহ বহিপীরের ঘাড়ের পওর জিব্রাইলের মতো দাঁড়িয়ে আছে।
৩৮. হাশেম তাহেরার কোথায় ব্যথা দিয়েছে?
উত্তর: হাশেম তাহেরার বাম বাহুতে ব্যথা দিয়েছে।
৩৯. হাতেম আলি শহরে এসেছে কী রক্ষা করতে?
উত্তর: হাতেম আলি শহরে এসেছে জমিদারি রক্ষা করতে।
৪০. হাশেম কার কথা ভেবে কাঁদল?
উত্তর: হাশেম তার বাবার কথা ভেবে কাঁদল।
৪১. ‘বহিপীর’ নাটকে খোদা কার দিলে রুহানি শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে?
উত্তর: ‘বহিপীর’ নাটকে খোদা বহিপীরের দিলে রুহানি শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে।
৪২. বহিপীরের মতে কে জীবনে স্নেহমমতা পায়নি?
উত্তর: বহিপীরের মতে তাহেরা জীবনে স্নেহমমতা পায়নি।
৪৩. কার মতে বহিপীর অনেক নেক মানুষ?
উত্তর: খোদেজার মতে বহিপীর অনেক নেক মানুষ।
৪৪. বহিপীরের পিঠ টিপে দেয় কে?
উত্তর: বহিপীরের পিঠ টিপে দেয় হকিকুল্লাহ।
৪৫. কারা নতুন জীবনের পথে যাচ্ছে?
উত্তর: হাশেম আর তাহেরা নতুন জীবনের পথে যাচ্ছে।
৪৬. তাহেরাকে কোথা থেকে উদ্ধার করা হয়?
উত্তর: তাহেরাকে ডেমরা ঘাট থেকে উদ্ধার করা হয়।
৪৭. বহিপীরের কানে কোন ভাষা কটু ঠেকে?
উত্তর: বহিপীরের কানে কথ্য ভাষা কটু ঠেকে।
৪৮. কারা বহিপীরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে?
উত্তর: মুরিদরা বহিপীরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।
৪৯. বহিপীরের সবসময় কী করার অভ্যাস?
উত্তর: বহিপীরের সবসময় ওয়াজ-নসিহত করার অভ্যাস।
৫০. ‘বহিপীর’ নাটকে অঙ্ক কয়টি?
উত্তর: ‘বহিপীর’ নাটকে অঙ্ক দুইটি।
৫১. হাতেম আলির কাছে ‘জমিদার সাহেব’ নামটা কিসের মতো শোনায়?
উত্তর: হাতেম আলির কাছে ‘জমিদার সাহেব’ নামটা ঠাট্টার মতো শোনায়।
৫২. ‘বহিপীর’ নাটকে হাতেম আলির স্ত্রীর নাম কী?
উত্তর: ‘বহিপীর’ নাটকে হাতেম আলির স্ত্রীর নাম খোদেজা।
৫৩. বহিপীর কার মাঝে একজন অসাধারণ নারীর পরিচয় পেয়েছেন?
উত্তর: বহিপীর তাহেরার মাঝে একজন অসাধারণ নারীর পরিচয় পেয়েছেন।
৫৪. শহরে বহিপীরের কয়জন ধনী মুরিদ আছে?
উত্তর: শহরে বহিপীরের তিনজন ধনী মুরিদ আছে।
৫৫. পীরসাহেব হাতেম আলিকে কর্জ দেওয়ার বিনিময়ে কাকে ফেরত চান?
উত্তর: পীরসাহেব হাতেম আলিকে কর্জ দেওয়ার বিনিময়ে তাঁর বিবি তাহেরাকে ফেরত চান।
৫৬. কোনো বদদোয়া কার গায়ে লাগে না?
উত্তর: কোনো বদদোয়া পীরের গায়ে লাগে না।
think you
ReplyDelete