বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download
একাদশ পরিচ্ছেদ: শব্দের শ্রেণিবিভাগ
১. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ? [ঢা.বো. ০৮, ০৩; য.বো. ১১; ব.বো. ১০, ০১; কু.বো. ০৮; রা.বো. ১১, ০২; চ.বো. ১৩] (উত্তর: খ)
(ক) যৌগিক
(খ) রূঢ়ি
(গ) দেশি
(ঘ) যোগরূঢ়
২. যোগরূঢ় শব্দ কোনটি? [রা.বো. ০৯; চ.বো. ০৮; সি.বো. ০৭, ০৪, ০১] (উত্তর: গ)
(ক) বাঁশি
(খ) পাঞ্জাবি
(গ) পঙ্কজ
(ঘ) বাবুয়ানা
৩. যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ? [রা.বো. ০৪; কু.বো. ০১; সি.বো. ১০, ০৩, ০১]
বা, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কী বলে?
[কু.বো. ১১; রা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) মৌলিক শব্দ
(খ) যৌগিক শব্দ
(গ) রূঢ়িশব্দ
(ঘ) যোগরূঢ় শব্দ
৪. যৌগিক শব্দ কোনটি? [ঢা.বো. ০৭, ০৫; কু.বো. ০২] (উত্তর: ক)
(ক) গায়ক
(খ) প্রবীণ
(গ) তৈল
(ঘ) জলধি
৫. কোন দুটি যৌগিক শব্দ? [ব.বো. ০৫; কু.বো. ১৩] (উত্তর: ক)
(ক) দৌহিত্র, নায়ক
(খ) হস্তী, বাঁশি
(গ) রাজপুত্র, মহাযাত্রা
(ঘ) পঙ্কজ, জলধি
৬. যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে? [চ.বো. ১১; ঢা.বো. ০১] (উত্তর: খ)
(ক) যৌগিক শব্দ
(খ) রূঢ়ি শব্দ
(গ) যোগরূঢ় শব্দ
(ঘ) মৌলিক শব্দ
৭. কোনটি যোগরূঢ় শব্দ? [চ.বো. ০৫, ০২; য.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) কর্তব্য
(খ) তৈল
(গ) সন্দেশ
(ঘ) জলধি/পঙ্কজ
৮. ‘দৌহিত্র’ কোন শব্দ? [ঢা.বো. ০৫; ব.বো. ০৭, ০২; সি.বো. ০২]
বা, অর্থানুসারে ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ? [ঢা.বো. ০৯] (উত্তর: খ)
(ক) রূঢ়ি শব্দ
(খ) যৌগিক শব্দ
(গ) যোগরূঢ় শব্দ
(ঘ) দেশি শব্দ
৯. গায়ক = গৈ + ণক (অক) অর্থ গান করে যে, কোন শব্দের উদাহরণ? [কু.বো. ০২] (উত্তর: গ)
(ক) যোগরূঢ় শব্দের
(খ) নবসৃষ্ট শব্দের
(গ) যৌগিক শব্দের
(ঘ) রূঢ়ি শব্দের
১০. ‘দৌহিত্র’ অর্থ কী? [সি.বো. ০৪] (উত্তর: গ)
(ক) দুজন হিতাকাক্সক্ষী
(খ) দেয়ালের লেখন
(গ) কন্যার পুত্র
(ঘ) ছেলের পুত্র
১১. ‘গবেষণা’ একটি- [য.বো. ০৪]
বা, অর্থগতভাবে ‘গবেষণা’ কোন ধরনের শব্দ? [চ.বো. ০৯; ব.বো. ১১, ০৬] (উত্তর: খ)
(ক) যৌগিক শব্দ
(খ) রূঢ় শব্দ
(গ) যোগরূঢ় শব্দ
(ঘ) নবসৃষ্ট শব্দ
১২. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী? [য.বো. ১১; চ.বো. ০৪; ঢা.বো. ১৪] (উত্তর: গ)
(ক) অন্য দেশ
(খ) সুস্বাদু খাবার
(গ) সংবাদ
(ঘ) মিষ্টান্ন
১৩. ‘মহাযাত্রা’- কোন প্রকারের শব্দ? [সি.বো. ০৯; রা.বো. ০৭, ০৫; ব.বো. ০৪; ঢা.বো. ১৪] (উত্তর: ঘ)
(ক) যৌগিক
(খ) রূঢ়ি
(গ) মৌলিক
(ঘ) যোগরূঢ় শব্দ
১৪. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ? [য.বো. ০৯] (উত্তর: ক)
(ক) যোগরূঢ় শব্দ
(খ) মৌলিক শব্দ
(গ) রূঢ়ি শব্দ
(ঘ) যৌগিক শব্দ
১৫. ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি? [ব.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) নিচয়
(খ) শর্বরী
(গ) অভ্র
(ঘ) জলধি
১৬. ‘জলধি’ এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে? [ব.বো. ০২]জ
(ক) জলাশয়
(খ) জল রাখার পাত্র
(গ) সমুদ্র
(ঘ) কলসি
১৭. ‘জলধি’ কোন শব্দ? [সি.বো. ০৬; কু.বো. ০৬; সি.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) যৌগিক শব্দ
(খ) মৌলিক শব্দ
(গ) রূঢ়ি শব্দ
(ঘ) যোগরূঢ় শব্দ
১৮. কোন রূঢ়ি শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়েছে? [চ.বো. ১১; ঢা.বো. ১১; য.বো. ০৬, ০১] (উত্তর: ঘ)
(ক) বাঁশি
(খ) তৈল
(গ) পাঞ্জাবি
(ঘ) প্রবীণ
১৯. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে? [ঢা.বো. ০৬]
বা, এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে? [চ.বো. ০৬] (উত্তর: গ)
(ক) পদ
(খ) বাক্য
(গ) শব্দ
(ঘ) ধ্বনি
২০. উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? [কু.বো. ০৯; য.বো. ১০, ০৩; ব.বো. ০৭] (উত্তর: গ)
(ক) দু ভাগে
(খ) তিন ভাগে
(গ) পাঁচ ভাগে
(ঘ) ছয় ভাগে
২১. ভাষার মূল উপকরণ কী? [সি.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) অক্ষর
(খ) ধ্বনি
(গ) বর্ণ
(ঘ) শব্দ
২২. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? [ঢা.বো. ০২] (উত্তর: ক)
(ক) তিন ভাগে
(খ) চার ভাগে
(গ) পাঁচ ভাগে
(ঘ) ছয় ভাগে
২৩. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? [ঢা.বো. ০৪] (উত্তর: খ)
(ক) যৌগিক শব্দ
(খ) মৌলিক শব্দ
(গ) সাধিত শব্দ
(ঘ) রূঢ় শব্দ
২৪. ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? [রা.বো. ০৭; সি.বো. ০২] (উত্তর: গ)
(ক) পুত্রের রাজা
(খ) রাজা যে পুত্র
(গ) রাজার পুত্র
(ঘ) জাতি বিশেষ
২৫. ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়- তাই শব্দটি- [কু.বো. ০২; ব.বো. ০৮; য.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) বিভক্তিযুক্ত শব্দ
(খ) বিদেশি শব্দ
(গ) রাজার পুত্র
(ঘ) জাতি বিশেষ
২৬. কোনটি যৌগিক শব্দ? [য.বো. ০২; চ.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) বাঁশি
(খ) পাঞ্জাবি
(গ) পঙ্কজ
(ঘ) বাবুয়ানা
২৭. মৌলিক শব্দ কোনটি? [রা.বো. ০৪, ২০০০; ব.বো. ০১] (উত্তর: গ)
(ক) গায়ক
(খ) গোলাপি
(গ) গোলাপ
(ঘ) হরিণ
২৮. সাধিত শব্দগুলো সাধারণ- [য.বো. ০৩] (উত্তর: ক)
(ক) অর্থবাচক শব্দ
(খ) স্ত্রীবাচক শব্দ
(গ) পুরুষবাচক শব্দ
(ঘ) জাতিবাচক
২৯. প্র + শাসন = প্রশাসন, এ শব্দটি গঠন অনুসারে- [য.বো. ০৮] (উত্তর: খ)
(ক) মৌলিক শব্দ
(খ) সাধিত শব্দ
(গ) যৌগিক শব্দ
(ঘ) যোগরূঢ় শব্দ
৩০. কোনটি রূঢ়ি শব্দ? [সি.বো. ১১] (উত্তর: ক)
(ক) বাঁশি
(খ) দৌহিত্র
(গ) জলধি
(ঘ) গায়ক
৩১. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী? [সি.বো. ২০০০; ব.বো. ০৮] (উত্তর: ক)
(ক) উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক
(খ) তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক
(গ) উৎপত্তিমূলক, ব্যুৎপত্তিমূলক, উৎসমূলক
(ঘ) উৎপত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক
৩২. গঠন অনুসারে শব্দ কত প্রকার? [য.বো. ০৬; কু.বো. ০৮, ০৬] (উত্তর: ক)
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার
৩৩. কোন রূঢ়ি শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে? [চ.বো. ১১] (উত্তর: গ)
(ক) বাঁশি
(খ) তৈল
(গ) প্রবীণ
(ঘ) পাঞ্জাবি
প্রথম পরিচ্ছেদ: পদ প্রকরণ
১. অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে? [ঢা.বো. ০৪; কু.বো. ১০, ০৩] (উত্তর: ক)
(ক) অব্যয় পদ
(খ) ক্রিয়াপদ
(গ) সর্বনাম পদ
(ঘ) অনুক্ত ক্রিয়াপদ
২. ‘শনশন বায়ু বয়’- এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি- [দি.বো. ১২; কু.বো. ০৬; ঢা.বো. ০৬; য.বো. ০৭] (উত্তর: গ)
(ক) অনুসর্গ অব্যয়
(খ) অনন্বয়ী অব্যয়
(গ) অনুকার অব্যয়
(ঘ) সমুচ্চয়ী অব্যয়
৩. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-এখানে ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়? [কু.বো. ০৭, ০৪; চ.বো. ০৫; সি.বো. ১০, ০৫; ঢা.বো. ০৪; রা.বো. ০৮, ০৬] (উত্তর: খ)
(ক) অনুকার অব্যয়
(খ) বিয়োজক অব্যয়
(গ) সমুচ্চয়ী অব্যয়
(ঘ) সংযোজক অব্যয়
৪. ‘এ এক বিরাট সত্য’-এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? [ব.বো. ০৪; য.বো. ০১; দি.বো. ১০; কু.বো. ০৯] (উত্তর: ক)
(ক) বিশেষ্যরূপে
(খ) অব্যয়রূপে
(গ) বিশেষণরূপে
(ঘ) বিশেষণের বিশেষণরূপে
৫. কোনটি বিদেশি অব্যয়? [সি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) শাবাশ
(খ) বেশ বেশ
(গ) কন কন
(ঘ) অতএব
৬. চাউল, চিনি, কাঠ, পানি- এগুলো কোন ধরনের বিশেষ্য? [য.বো. ০৯; ঢা.বো. ০৬; সি.বো. ০৮] (উত্তর: গ)
(ক) ব্যক্তিবাচক
(খ) জাতিবাচক
(গ) বস্তুবাচক
(ঘ) সমষ্টিবাচক
৭. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে? [ঢা.বো. ০২; কু.বো. ১৩] (উত্তর: খ)
(ক) কালো কালো চেহারা
(খ) কবি কবি ভাব
(গ) রাশি রাশি ধান
(ঘ) গরম গরম জিলাপি
৮. ‘ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন’- এ বাক্যে ‘শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ? [ঢা.বো. ০৯; য.বো. ০২; চ.বো. ০৬] (উত্তর: গ)
(ক) ক্রিয়া বিশেষণ
(খ) বাক্যের বিশেষণ
(গ) অব্যয়ের বিশেষণ
(ঘ) বিশেষণীয় বিশেষণ
৯. ‘তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’- এখানে ‘তাই’ অব্যয়টি- [রা.বো. ১১; সি.বো. ০৭; চ.বো. ০২] (উত্তর: ক)
(ক) সংযোজক অব্যয়
(খ) বিয়োজক অব্যয়
(গ) সমুচ্চয়ী
(ঘ) সংকোচন অব্যয়
১০. কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? [চ.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) পর্বত
(খ) মাটি
(গ) মানুষ
(ঘ) বহর
১১. ‘মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ’- এখানে অনন্বয়ী অব্যয়ে কী ভাব প্রকাশ পেয়েছে? [য.বো. ০২; ঢা.বো. ০৮, ০৩] (উত্তর: খ)
(ক) যন্ত্রণা
(খ) উচ্ছ¡াস
(গ) বিরক্তি
(ঘ) সম্মতি
১২. নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ? [য.বো. ০৪, ০৩; ব.বো. ১৩] (উত্তর: ক)
(ক) আবার, আর
(খ) যদি, তথা
(গ) খুব, খাসা
(ঘ) কুহু, ঘেউ
১৩. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’- ‘নিশীথ’ কোন পদ? [ঢা.বো. ১৩, ১০; কু.বো. ০৬; সি.বো. ০২] (উত্তর: গ)
(ক) ক্রিয়া
(খ) বিশেষ্য
(গ) বিশেষণ
(ঘ) ক্রিয়া বিশেষণ
১৪. কোনটি ভাববাচক বিশেষণ? [সি.বো. ০২; ঢা.বো. ১১, ০৫; রা.বো. ০৪] (উত্তর: ক)
(ক) শয়ন/গমন
(খ) লবণ
(গ) যৌবন
(ঘ) বিশ্বনবী
১৫. ‘করুণাময় তুমি’- এখানে ‘করুণাময়’ কোন বিশেষণ? [ব.বো. ০২] (উত্তর: গ)
(ক) বিশেষ্যর বিশেষণ
(খ) বাক্যের বিশেষণ
(গ) সর্বনামের বিশেষণ
(ঘ) ক্রিয়া বিশেষণ
১৬. যেকোনো বিশেষ্য পদ কোন পুরুষ? [চ.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) উত্তম পুরুষ
(খ) মধ্যম পুরুষ
(গ) মধ্যম ও নাম পুরুষ
(ঘ) নাম পুরুষ
১৭. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? [ঢা.বো. ০৭, ০৩; য.বো. ১০; ব.বো. ১৩] (উত্তর: ঘ)
(ক) গরু
(খ) সমিতি
(গ) বীরত্ব
(ঘ) গীতাঞ্জলি
১৮. কোনটি ভাববাচক বিশেষ্য? [ঢা.বো. ০১; রা.বো. ১৩, ০৮; ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) মাইকেল
(খ) লন্ডন
(গ) তারল্য
(ঘ) দর্শন
১৯. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ-এগুলো কী বাচক নাম বিশেষণ? [সি.বো. ০১] (উত্তর: খ)
(ক) গুণবাচক
(খ) রূপবাচক
(গ) ভাববাচক
(ঘ) অবস্থাবাচক
২০. ‘ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে’- ‘ভেউ ভেউ’ কোন জাতীয় অব্যয়? [ঢা.বো. ০৪; সি.বো. ০১; চ.বো. ১৩] (উত্তর: গ)
(ক) প্রশ্নবোধক
(খ) উপসর্গ
(গ) অনুকার
(ঘ) সম্বোধনবাচক
২১. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়-এর উদাহরণ? [ঢা.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) যত গর্জে তত বর্ষে না
(খ) মরি মরি, কি সুন্দর
(গ) প্রভাতে রূপ
(ঘ) অতি ভক্তি চোরের লক্ষণ
২২. ‘স্বর্ণময় পাত্র’- এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? [ব.বো. ০৭; য.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) রূপবাচক
(খ) গুণবাচক
(গ) অবস্থাবাচক
(ঘ) উপাদানবাচক
২৩. কোনটি ভাববাচক বিশেষ্য? [য.বো. ০৩; ব.বো. ১০, ০৩; সি.বো. ০৬; চ.বো. ১০; কু.বো. ১৩] (উত্তর: ক)
(ক) ভোজন/গমন
(খ) চিনি
(গ) সৌরভ
(ঘ) জনতা
২৪. ‘আপন ভালো সবাই চায়’- বাক্যটিতে ‘ভালো’ কী পদ? [ঢা.বো. ০৫; য.বো. ০২; রা.বো. ১০; চ.বো. ১৩] (উত্তর: খ)
(ক) বিশেষণ
(খ) বিশেষ্য
(গ) সর্বনাম
(ঘ) অব্যয়
২৫. কোনটি জাতিবাচক বিশেষ্য? [য.বো. ০৩] (উত্তর: ক)
(ক) পর্বত
(খ) মাটি
(গ) জনতা
(ঘ) বহর
২৬. বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? [য.বো. ০৩] (উত্তর: গ)
(ক) বহর
(খ) গমন
(গ) চিনি
(ঘ) সুখ
২৭. নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ কু.বো. ০৩] (উত্তর: খ)
(ক) হিমালয়
(খ) জনতা
(গ) মানুষ
(ঘ) তারুণ্য
২৮. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? [চ.বো. ০৩; ঢা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) অতি ভক্তি চোরের লক্ষণ
(খ) যত গর্জে তত বর্ষে না
(গ) ওদিকে আর যাব না
(ঘ) এত চেষ্টাতেও হলো না
২৯. ‘যে’ কোন শ্রেণির সর্বনাম শব্দ? [য.বো. ০৪] (উত্তর: ক)
(ক) সংযোগজ্ঞাপক
(খ) সামীপ্যবাচক
(গ) অনির্দিষ্টতাজ্ঞাপক
(ঘ) ব্যতিহারিক
৩০. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য? [সি.বো. ০৪] (উত্তর: গ)
(ক) সমিতি
(খ) দর্শন
(গ) বিশ্বনবী
(ঘ) বীর্য
৩১. সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো? [রা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) যে, তারা, তা
(খ) তিনি, তা, কারা
(গ) তাঁরা, তাঁদের, তিনি
(ঘ) তুই, তোরা, তারা
৩২. সমিতি, ঝাঁজ, বহন কোন পদের উদাহরণ? [র.বো. ০৬; রা.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) গুণবাচক বিশেষ্য
(খ) নাম বিশেষণ
(গ) ভাব বিশেষণ
(ঘ) সমষ্টিবাচক বিশেষ্য
৩৩. ‘যথা ধর্ম তথা জয়’- এটি কোন অব্যয়ের উদাহরণ? [ঢা.বো. ২০১১; সি,বো. ০৬] (উত্তর: ক)
(ক) নিত্য সম্বন্ধীয় অব্যয়
(খ) অনুকার অব্যয়
(গ) বাক্যালংকার অব্যয়
(ঘ) বিয়োজন অব্যয়
৩৪. কোনটি গুণবাচক বিশেষ্য? [চ.বো. ১১; সি.বো. ০৯; ঢা.বো. ০৬; রা.বো. ০৯] (উত্তর: ক)
(ক) সৌন্দর্য
(খ) দর্শন
(গ) লবণ
(ঘ) ভোজন
৩৫. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’- এখানে ‘হে দারিদ্র্য’ কোন ধরনের অনন্বয়ী অব্যয়? [ঢা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) উচ্ছ¡াস প্রকাশক অব্যয়
(খ) সমর্থনসূচক অব্যয়
(গ) সম্বোধনবাচক অব্যয়
(ঘ) বাক্যালংকার অব্যয়
৩৬. অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত? [ঢা.বো. ০৭] (উত্তর: ক)
(ক) পদান্বয়ী অব্যয়
(খ) অনুকার অব্যয়
(গ) অনন্বয়ী অব্যয়
(ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়
৩৭. কোন কোন পদের পুরুষ আছে? [য.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) বিশেষ্য, সর্বনাম ও অব্যয়
(খ) বিশেষ্য, বিশেষণ ও অব্যয়
(গ) বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া
(ঘ) বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
৩৮. বিশেষ্য পদ কত প্রকার? [সি.বো. ১১; চ.বো. ০৪; ব.বো. ০৬; দি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) ছয়
(খ) পাঁচ
(গ) সাত
(ঘ) চার
৩৯. ‘যেমন কর্ম তেমন ফল’- বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে? [ব.বো. ০৬, ০৯; চ.বো. ১৩] (উত্তর: ক)
(ক) নিত্য সম্বন্ধীয়
(খ) অনুকার
(গ) অনন্বয়ী
(ঘ) বাক্যালংকার
৪০. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে? [কু.বো. ০৮; চ.বো. ০৫] (উত্তর: খ)
(ক) সবুজ শস্য
(খ) নিপুণ কারিগর
(গ) প্রথমা কন্যা
(ঘ) কবেকার কথা
৪১. নবম শ্রেণি, প্রথমা কন্যা- এখানে নবম, প্রথমা কোন জাতীয় বিশেষণ? [কু.বো. ০৮] (উত্তর: ক)
(ক) ক্রমবাচক
(খ) সমষ্টিবাচক
(গ) পরিমাণবাচক
(ঘ) সংখ্যাবাচক
৪২. সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো? [রা.বো. ১০] (উত্তর: খ)
(ক) সব, সকল, তাবৎ
(খ) ইরা, ইহারা, ইনি
(গ) ঐ, ঐসব, সব
(ঘ) নিজে, খোদ, অপনি
৪৩. অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো? [চ.বো. ০১] (উত্তর: গ)
(ক) এবং, ও, আর
(খ) কিংবা, অথবা, নতুবা
(গ) যে, যদি, যেন
(ঘ) কিন্তু, পরন্ত, অথচ
৪৪. এবং, ও, আর অব্যয়গুলোর নাম কী? [চ.বো. ০৮] (উত্তর: ক)
(ক) সমুচ্চয়ী অব্যয়
(খ) অনন্বয়ী অব্যয়
(গ) অনুকার অব্যয়
(ঘ) অনুসর্গ অব্যয়
৪৫. ‘হাসেম কিংবা কাসেম এর জন্যে দায়ী’- এখানে ‘কিংবা’ কোন অব্যয়? [চ.বো. ১০] (উত্তর: গ)
(ক) সমুচ্চয়ী অব্যয়
(খ) সংযোজক অব্যয়
(গ) বিয়োজক অব্যয়
(ঘ) সংকোচক অব্যয়
৪৬. ‘গীতাঞ্জলি’, ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ? [কু.বো. ০৫; রা.বো. ০২]
বা, সোনার তরী, বিষের বাঁশি, নক্সী কাঁথার মাঠ- এগুলো কোন শ্রেণির বিশেষ্য?
[রা.বো. ১১; য.বো. ০৮] (উত্তর: ক)
(ক) সংজ্ঞাবাচক
(খ) গুণবাচক
(গ) বস্তুবাচক
(ঘ) সমষ্টিবাচক
৪৭. কোনটি রূপবাচক নাম বিশেষণ? [কু.বো. ০৪; য.বো. ০১; চ.বো. ০৮] (উত্তর: খ)
(ক) ঠাণ্ডা হাওয়া
(খ) সবুজ পাতা
(গ) মাটির থালা
(ঘ) ভরা নদী
৪৮. কোনটি ভাববাচক বিশেষ্য? [রা.বো. ১২; ঢা.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) সৌন্দর্য
(খ) রাত্রি
(গ) গম্ভীর
(ঘ) শয়ন
৪৯. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে? [ঢা.বো. ০৮] (উত্তর: খ)
(ক) নাম বিশেষণ
(খ) ভাব বিশেষণ
(গ) সমাসসিদ্ধ বিশেষণ
(ঘ) উপসর্গযুক্ত বিশেষণ
৫০. কোনটি পরিমাণবাচক বিশেষণ? [ঢা.বো. ২০০০] (উত্তর: খ)
(ক) মেটে কলসি
(খ) হাজার টনী জাহাজ
(গ) দক্ষ কারিগর
(ঘ) সিকিপথ
৫১. ‘তাকেও আসতে বলেছি’- এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] (উত্তর: খ)
(ক) সম্ভাবনায়
(খ) স্বীকৃতি জ্ঞাপনে
(গ) সংযোগ অর্থে
(ঘ) হতাশা অর্থে
৫২. কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে? [কু.বো. ০৩] (উত্তর: ক)
(ক) বাঃ কী সুন্দর পাখি
(খ) বেলা যে পড়ে এল
(গ) ঝমঝম করে বৃষ্টি নামল
(ঘ) যত গর্জে তত বর্ষে না
৫৩. পদ কয় প্রকার? [সি.বো. ১০] (উত্তর: খ)
(ক) চার
(খ) পাঁচ
(গ) ছয়
(ঘ) সাত
৫৪. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য- কোন পদ? [কু.বো. ০২] (উত্তর: ক)
(ক) বিশেষ্য পদ
(খ) অব্যয় পদ
(গ) ক্রিয়াপদ
(ঘ) বিশেষণ পদ
৫৫. নিচের কোনটি বিশেষ্য পদ? [সি.বো. ১০] (উত্তর: গ)
(ক) রূপবান
(খ) নিখুঁত
(গ) মঙ্গলগ্রহ
(ঘ) কিংবা
৫৬. পদ্মা, মেঘনা, যমুনা- কোন বিশেষ্য? [চ.বো. ০৮] (উত্তর: ক)
(ক) সংজ্ঞাবাচক বিশেষ্য
(খ) বস্তুবাচক বিশেষ্য
(গ) সমষ্টিবাচক বিশেষ্য
(ঘ) ভাববাচক বিশেষ্য
৫৭. কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান? [ঢা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) লোহার শরীর
(খ) বাটির দুধ
(গ) রুপার থালা
(ঘ) গাছের ফল
৫৮. ‘সমিতি’ কোন বিশেষ্যের উদাহরণ? [রা.বো. ০৫] (উত্তর: গ)
(ক) নামবাচক বিশেষ্য
(খ) জাতিবাচক বিশেষ্য
(গ) সমষ্টিবাচক বিশেষ্য
(ঘ) গুণবাচক বিশেষ্য
৫৯. ‘রূপবাচক‘ বিশেষণ কোনটি চিহ্নিত কর? [য.বো. ১০] (উত্তর: খ)
(ক) ঠাণ্ডা হওয়া
(খ) কালোমেঘ
(গ) মেটে কলসি
(ঘ) কেমন অবস্থা
৬০. কোনটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ? [চ.বো. ০৭] (উত্তর: ক)
(ক) রোগা ছেলেটি
(খ) সত্তর পৃষ্ঠা
(গ) মেটে কলসি
(ঘ) কেমন অবস্থা
৬১. নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? [ব.বো. ১০] (উত্তর: খ)
(ক) হাজার টনি জাহাজ
(খ) মেটে কলসি
(গ) দক্ষ কারিগর
(ঘ) সিকিপথ
৬২. উপসর্গ যুক্ত বিশেষণ কোনটি? [য.বো. ০৭] (উত্তর: গ)
(ক) ঠাণ্ডা হাওয়া
(খ) আচ্ছা মানুষ
(গ) নির্জলা মিথ্যা
(ঘ) সুন্দর সকাল
৬৩. ‘নবম শ্রেণি’, ‘প্রথমা কন্যা’- এখানে, ‘নবম’, ‘প্রথমা’ কোন জাতীয় বিশেষণ? [কু.বো. ০৮] (উত্তর: ক)
(ক) ক্রমবাচক
(খ) সমষ্টিবাচক
(গ) পরিমাণবাচক
(ঘ) সংখ্যাবাচক
৬৪. ভাব বিশেষণ কয় প্রকার? [রা.বো. ১০, ০৫; দি.বো. ১১, ১০] (উত্তর: খ)
(ক) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) পাঁচ প্রকার
(ঘ) ছয় প্রকার
৬৫. অনুপস্থিত কারও সম্পর্কে কিছু বলতে গেলে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে কী বলে? [ব.বো. ০৪] (উত্তর: গ)
(ক) উত্তম পুরুষ
(খ) মধ্যম পুরুষ
(গ) নাম পুরুষ
(ঘ) কোনোটিই নয়
৬৬. নাম পুরুষের উদাহরণ কোনটি? [দি.বো. ০৯] (উত্তর: ক)
(ক) সে, তারা
(খ) তুমি, তোমরা
(গ) আমি, আমরা
(ঘ) আপনি, আপনারা
৬৭. কোনটি প্রথম পুরুষের উদাহরণ? [দি.বো. ১১] (উত্তর: খ)
(ক) তুমি
(খ) সে
(গ) আমি
(ঘ) তোমরা
৬৮. কোন বাক্যে অব্যয় বিশেষণ-এর ব্যবহার আছে? [ব.বো. ০৯] (উত্তর: গ)
(ক) ধীরে ধীরে বায়ু বয়
(খ) রকেট অতি দ্রুত চলে
(গ) ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন
(ঘ) সামান্য একটু দুধ দাও
৬৯. দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে- [ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) ক্রিয়া বিশেষণ
(খ) বাক্যের বিশেষণ
(গ) অব্যয়ের বিশেষণ
(ঘ) বিশেষণীয় বিশেষণ
৭০. সর্বনামের বিশেষণ ব্যবহৃত হয়েছে কোনটি? [সি.বো. ০৩] (উত্তর: ক)
(ক) করুণাময় তুমি
(খ) বলিষ্ঠ মন
(গ) চলন্ত গাড়ি
(ঘ) গৃহী মানুষ
৭১. বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বলা হয়- [য.বো. ০৪] (উত্তর: খ)
(ক) উপসর্গযুক্ত বিশেষণ
(খ) বিশেষণের অতিশায়ন
(গ) বাক্যের বিশেষণ
(ঘ) বিশেষণীয় বিশেষণ
৭২. অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে? [সি.বো. ০৭] (উত্তর: খ)
(ক) অপেক্ষা
(খ) সবচাইতে
(গ) চাইতে
(ঘ) অনেক
৭৩. “সত্য পথে থেকে সত্য কথা বল”- এ বাক্যে ‘সত্য’ কোন পদ? [সি.বো. ১১] (উত্তর: খ)
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) বিশেষণের বিশেষণ
(ঘ) ভাববাচক বিশেষণ
৭৪. বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে- [কু.বো. ০২] (উত্তর: খ)
(ক) নাম বিশেষণ
(খ) সর্বনাম পদ
(গ) ভাব বিশেষণ
(ঘ) ক্রিয়া বিশেষণ
৭৫. পঞ্চায়েত কোন পদ? [সি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) অব্যয়
(ঘ) ক্রিয়া
৭৬. (শোয়ার কাজ) শয়ন, (যাওয়ার কাজ) গমন-কী বাচক বিশেষ্য? [সি.বো. ০২] (উত্তর: খ)
(ক) গুণবাচক
(খ) ভাববাচক
(গ) দ্রব্যবাচক
(ঘ) সংখ্যাবাচক
৭৭. “সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে?”- ‘সুস্থ সবল’ কোন বিশেষণ? [চ.বো. ১০] (উত্তর: খ)
(ক) ক্রিয়া বিশেষণ
(খ) বিশেষ্যের বিশেষণ
(গ) সর্বনামের বিশেষণ
(ঘ) ভাব বিশেষণ
৭৮. আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি? [চ.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) আমি, আমরা, তুমি
(খ) এ, ইই, এরা
(গ) সে, তারা, তিনি
(ঘ) স্বয়ং, খোদ, নিজ
৭৯. কোনটি মধ্যম পুরুষ? [য.বো. ০৮] (উত্তর: খ)
(ক) আমি
(খ) আপনি
(গ) তিনি
(ঘ) সে
৮০. মধ্যম পুরুষ কোনটি? [চ.বো. ০৮] (উত্তর: খ)
(ক) আমরা
(খ) আপনারা
(গ) তাঁরা
(ঘ) ওরা
৮১. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? [কু.বো. ০৭; চ.বো. ০৩] (উত্তর: ক)
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
৮২. কার পরিবর্তে উত্তম পুরুষ ব্যবহৃত হয়? [ব.বো. ০৫] (উত্তর: ক)
(ক) স্বয়ং বক্তা
(খ) শ্রোতা
(গ) অনুপস্থিত ব্যক্তি
(ঘ) কোনোটিই নয়
৮৩. মধ্যম পুরুষের উদাহরণ কোনটি? [য.বো. ০৩; সি.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) তারা
(খ) আমরা
(গ) আমি
(ঘ) তোমরা
৮৪. সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো? [রা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) যে, তারা, তা
(খ) তিনি, তা, কারা
(গ) তাঁরা, তাঁদের, তিনি
(ঘ) তুই, তোরা, তরা
৮৫. সর্বনামের বিশিষ্ট প্রয়োগ দীন, অধম, বান্দা শব্দগুলো কী প্রকাশে ব্যবহৃত হয়? [ব.বো. ০৮] (উত্তর: খ)
(ক) কবিতা প্রকাশে
(খ) বিনয় প্রকাশে
(গ) ভাবভঙ্গি প্রকাশে
(ঘ) অভিনন্দন প্রকাশে
৮৬. ‘যথা’ কোন ধরনের অব্যয় শব্দ? [চ.বো. ১১] (উত্তর: খ)
(ক) বাংলা অব্যয়
(খ) সংস্কৃত অব্যয়
(গ) বিদেশি অব্যয়
(ঘ) সংকোচন অব্যয়
৮৭. বাংলা অব্যয় শব্দ কোনটি? [দি.বো. ১৩] (উত্তর: ক)
(ক) আবার
(খ) সহসা
(গ) শাবাশ
(ঘ) নইলে
৮৮. কোনগুলো বিদেশি অব্যয় পদের উদাহরণ? [কু.বো. ০৫; ব.বো. ০৭] (উত্তর: গ)
(ক) অতএব, সুতরাং
(খ) পুনশ্চ, নিমিত্ত
(গ) আলবত, মারহাবা
(ঘ) হঠাৎ, দৈবাৎ
৮৯. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।”- বাক্যের অব্যয়টি কোন শ্রেণিভুক্ত? [রা.বো. ০৮, ০৬; কু.বো. ০৪; সি.বো. ১০] (উত্তর: ক)
(ক) সমুচ্চয়ী অব্যয়
(খ) অনন্বয়ী অব্যয়
(গ) অনুকার অব্যয়
(ঘ) অনুসর্গ অব্যয়
৯০. “এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার”- বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে? [চ.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) সংযোজক
(খ) বিয়োজক
(গ) সংকোচক
(ঘ) অনুগামী সমুচ্চয়ী
৯১. “ছি ছি, তুমি এত নীচ”- এ বাক্যের ‘ছি ছি’ অনন্বয়ী অব্যয় দ্বারা অর্থ প্রকাশ পেয়েছে? [য.বো. ০৫] (উত্তর: গ)
(ক) উচ্ছ¡াস
(খ) বিরক্তি
(গ) ঘৃণা
(ঘ) যন্ত্রণা
৯২. কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।- ‘কী আপদ’ কোন পদ? [চ.বো. ০৯] (উত্তর: ক)
(ক) অব্যয়
(খ) বিশেষণ
(গ) সম্বোধন পদ
(ঘ) বিশেষ্য
৯৩. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে? [ঢা.বো. ০৫] (উত্তর: ঘ)
(ক) বাক্যালঙ্কার অব্যয়
(খ) অনন্বয়ী অব্যয়
(গ) অনুকার অব্যয়
(ঘ) অনুসর্গ অব্যয়
৯৪. “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে”- এই বাক্যের অব্যয়টির নাম কী? [কু.বো. ০৭, ০৫; চ.বো. ০৬] (উত্তর: ক)
(ক) অনুসর্গ অব্যয়
(খ) অনুকার অব্যয়
(গ) অনন্বয়ী অব্যয়
(ঘ) সমুচ্চয়ী অব্যয়
৯৫. ‘নিশ্চয়ই যাব’- বাক্যের ‘নিশ্চয়ই’ পদটি কোন শ্রেণির অব্যয়? [ব.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) সমুচ্চয়ী
(খ) অনুসর্গ
(গ) অনুকার
(ঘ) অনন্বয়ী
৯৬. “সেদিন কি আর আসবে”- ‘আর’ কোন অর্থ প্রকাশ করছে? [চ.বো. ১০] (উত্তর: গ)
(ক) পুনরাবৃত্তি
(খ) নির্দেশ
(গ) নিরাশা
(ঘ) বাক্যালঙ্কার
৯৭. “আপনি যা জানেন তা তো ঠিকই বটে।”- বাক্যটিতে অনুন্বয়ী অব্যয় কোনটি? [ঢা.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) যা
(খ) তা
(গ) আপনি
(ঘ) তো
৯৮. ‘ঝুমঝুম’ ‘গুড়গুড়’- এখানে কোন শ্রেণির অব্যয়? [য.বো. ১০] (উত্তর: গ)
(ক) সমুচ্চয়ী
(খ) অনন্বয়ী
(গ) অনুকার
(ঘ) অনুসর্গ
৯৯. নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো? [ব.বো. ১১] (উত্তর: ক)
(ক) যথা-তথা
(খ) অতি-পুনরায়
(গ) আবার, ও
(ঘ) এবং, কিন্তু
১০০. “তাকেও আসতে বলেছি।”- এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] (উত্তর: খ)
(ক) সম্ভাবনায়
(খ) স্বীকৃতি জ্ঞাপনে
(গ) সংযোগ অর্থে
(ঘ) হতাশা অর্থে
১০১. “আমার আর থাকা হয়ে উঠল না”- বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? (উত্তর: ক)
(ক) সম্ভাবনা অর্থে
(খ) সামান্য অর্থে
(গ) অবিরাম অর্থে
(ঘ) অভ্যাস অর্থে
0 Comments:
Post a Comment