বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি pdf download

 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

প্রথম পরিচ্ছেদ: ধ্বনিতত্ত্ব
১. ভাষার মূল উপাদান কোনটি? [ঢা.বো. ০৯, দি.বো. ১০] (উত্তর: খ)
(ক) অক্ষর
(খ) ধ্বনি
(গ) বর্ণ
(ঘ) শব্দ

২. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়? [য.বো. ৯৩, ব.বো. ০৮] (উত্তর: গ)
(ক) কণ্ঠধ্বনি
(খ) স্বরধ্বনি
(গ) ব্যঞ্জনধ্বনি
(ঘ) ইংরেজি ধ্বনি

৩. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? [য.বো. ১০, ০৩, সি.বো. ০৯, ০৬, ব.বো. ০৭, কু.বো. ৯৯, দি.বো. ০৯] (উত্তর: খ)
(ক) অক্ষর
(খ) বর্ণ
(গ) বর্ণমালা
(ঘ) চিহ্ন

৪. ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? [সি.বো. ১০, ব.বো. ১২] (উত্তর: গ)
(ক) স্বরধ্বনি
(খ) ব্যঞ্জনধ্বনি
(গ) ‘অ’ ধ্বনি
(ঘ) ‘আ’ ধ্বনি

৫. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে- [রা.বো. ০৬, য.বো. ৯৬, চ.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) ৩২, ৮, ১০
(খ) ৩২, ৭, ১১
(গ) ৩০, ৮, ১২
(ঘ) ৩২, ৭, ৯

৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? [কু.বো. ১০, দি.বো. ০৯] (উত্তর: গ)
(ক) বত্রিশটি
(খ) দশটি
(গ) আটটি
(ঘ) এগারোটি

৭. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? [ঢা.বো. ০৯, ০৪, রা.বো. ০৮, কু.বো. ০৮, য.বো. ০৪, ০১, ব.বো. ১২, ০৭, দি.বো. ১০] (উত্তর: গ)
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ১০টি
(ঘ) ৯টি

৮. বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? [রা.বো. ০২, চ.বো. ০৪, ব.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) এগারোটি
(খ) ঊনচল্লিশটি
(গ) ঊনপঞ্চাশটি
(ঘ) পঞ্চাশটি

৯. স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা হয় কখন? [চ.বো. ০৭] (উত্তর: খ)
(ক) স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়
(খ) স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়
(গ) ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে
(ঘ) ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হলে

১০. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে? [য.বো. ৯৯, কু.বো. ৯৩] (উত্তর: খ)
(ক) ফলা
(খ) কার
(গ) রেখা
(ঘ) যুক্তবর্ণ

১১. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? [ঢা.বো. ০৮, রা.বো. ২০০০, সি.বো. ০১, ০৯. ব.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) আ-কার
(খ) ই-কার
(গ) ঈ-কার
(ঘ) কার

১২. কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? [ঢা.বো. ৯৪, কু.বো. ৯৪] (উত্তর: খ)
(ক) প্রসারিত আকারে
(খ) সংক্ষিপ্ত আকারে
(গ) অর্ধপ্রসারিত আকারে
(ঘ) অর্ধসংক্ষিপ্ত আকারে

১৩. বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? [ঢা.বো. ০৩, রা.বো. ০৩, ০৭, দি.বো. ১২, চ.বো. ১১] (উত্তর: ক)
(ক) অ
(খ) আ
(গ) ই
(ঘ) এ

১৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? [ঢা.বো. ০৬, রা.বো. ০৫, ৯৩, য.বো. ৯৪, কু.বো. ০৮, ৯৪, ৯২, সি.বো. ১১, ০২, ব.বো. ১০, ০২] (উত্তর: খ)
(ক) কার
(খ) ফলা
(গ) মাত্রা
(ঘ) কষি

১৫. বাংলা বর্ণমালায় ফলা কয়টি? [কু.বো. ০৭, ব.বো. ০৫, দি.বো. ১২] (উত্তর: ক)
(ক) পাঁচটি
(খ) আটটি
(গ) দশটি
(ঘ) এগারোটি

১৬. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? [রা.বো. ৯৩, য.বো. ৯৩] (উত্তর: ঘ)
(ক) মুখবিবর ও জিহবা
(খ) কণ্ঠ, ওষ্ঠ ও জিহবা
(গ) দন্ত ও ওষ্ঠ
(ঘ) মুখবিবর, জিহবা ও ওষ্ঠ

১৭. কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল? [ঢা.বো ১২, চ.বো. ০২] (উত্তর: ক)
(ক) ন, ল, স
(খ) শ, ষ, ঝ
(গ) য, র, ঢ়
(ঘ) ম, ব, প

১৮. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো] (উত্তর: খ) [সি.বো. ১১, ০৭, ব.বো. ০৯]
(ক) ঙ, ঞ, ম
(খ) ঃ, ং, ঁ
(গ) জ, য, ৎ
(ঘ) শ, ষ, স

১৯. ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়? [ঢা.বো. ৯৩, রা.বো. ৯৪] (উত্তর: খ)
(ক) দীর্ঘ হয়
(খ) বদলে যায়
(গ) সংক্ষেপ হয়
(ঘ) গরমিল হয়

২০. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়- [ঢা.বো. ০৭, ৯৪, ব.বো. ০১] (উত্তর: খ)
(ক) হ্রস্ব হয়
(খ) দীর্ঘ হয়
(গ) হ্রস্ব হয় না
(ঘ) দীর্ঘ হয় না

২১. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? (উত্তর: খ) [য.বো. ১০, কু.বো. ০১, চ.বো. ১২, ব.বো. ১১, সি.বো. ১২]
(ক) এগারোটি
(খ) পঁচিশটি
(গ) চল্লিশটি
(ঘ) পঞ্চাশটি

২২. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? (উত্তর: ক) [য.বো. ৯৪, ৯৩, কু.বো. ৯৬, ৯৪, ৯২, চ.বো. ৯৬]
(ক) ঐ
(খ) ঋ
(গ) ঈ
(ঘ) অ

২৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী? (উত্তর: গ) [ঢা.বো. ০৫, ০১, চ.বো. ০২, রা.বো. ১২]
(ক) ই এবং উ
(খ) অ এবং এ
(গ) ঐ এবং ঔ
(ঘ) আ এবং ও

২৪. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়? [ঢা.বো. ০৫, রা.বো. ১২] (উত্তর: ঘ)
(ক) সম্মুখ ধ্বনি
(খ) পশ্চাৎ ধ্বনি
(গ) স্বরধ্বনি
(ঘ) কেন্দ্রীয় স্বরধ্বনি

২৫. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? [দি.বো. ০৯] (উত্তর: ক)
(ক) ও
(খ) অ
(গ) এ
(ঘ) উ

২৬. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়? (উত্তর: ঘ) [ঢা.বো. ২০০০, কু.বো. ১০]
(ক) বিবৃত
(খ) স্বাভাবিক
(গ) অবিবৃত
(ঘ) সংবৃত

২৭. নিচের কোন শব্দে ‘অ’ এর সংবৃত উচ্চারণ হয়েছে? (উত্তর: গ) [কু.বো. ০৫, ০৪, ব.বো. ০৫, দি.বো. ০৯]
(ক) তৃণ
(খ) মৌন
(গ) অতি/করুণ/অতুল
(ঘ) অমানিশা

২৮. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়? (উত্তর: গ) [ঢা.বো. ৯৯, রা.বো. ০৯, য.বো. ০৬, কু.বো. ৯৬, চ.বো. ২০০০]
(ক) বিবৃত হয়
(খ) প্রকৃত হয়
(গ) সংবৃত হয়
(ঘ) অপ্রকৃত হয়

২৯. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? [ঢা.বো. ০৫, রা.বো. ১২, য.বো. ৯৩, সি.বো. ০৯, ০৭, ব.বো. ০৬] (উত্তর: গ)
(ক) শেষে
(খ) মধ্যে
(গ) আদিতে
(ঘ) আদি-অন্তে

৩০. কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়? (উত্তর: গ) [রা.বো. ৯৪]
(ক) ‘ও’ এবং ‘ই’
(খ) ‘এ’ এবং ‘ই’
(গ) ‘অ’ এবং ‘ই’
(ঘ) ‘ক’ এবং ‘ই’

৩১. ক খ গ ঘ ঙ এর উচ্চারণ স্থান হলো- [ঢা.বো. ০৪, য.বো. ০৭] (উত্তর: খ)
(ক) অগ্রতালু
(খ) জিহবামূল
(গ) পশ্চাৎ দন্তমূল
(ঘ) অগ্র দন্তমূল

৩২. কোনগুলো কণ্ঠধ্বনি? (উত্তর: ক) [রা.বো. ১১, ০৬, ০৩, ৯২, য.বো. ৯৩, কু.বো. ৯৩, চ.বো. ০১, সি.বো. ০২]
(ক) ক খ গ ঘ ঙ
(খ) চ ছ জ ঝ ঞ
(গ) ট ঠ ড ঢ ণ
(ঘ) ত থ দ ধ ন

৩৩. উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ? [রা.বো. ০৫, চ.বো. ৯৬] (উত্তর: গ)
(ক) প ফ ব ভ ম
(খ) ক খ গ ঘ ঙ
(গ) চ ছ জ ঝ ঞ শ য য়
(ঘ) ট ঠ ড ঢ ণ র ড় ঢ়

৩৪. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? [চ.বো. ০৩] (উত্তর: গ)
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৭টি

৩৫. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? (উত্তর: ক) [ঢা.বো. ০৩, রা.বো. ০৮, ০২, য.বো. ৯৩, কু.বো. ০৬, ৯৪, চ.বো. ৯৬]
(ক) অল্পপ্রাণ ধ্বনি
(খ) অঘোষ ধ্বনি
(গ) মহাপ্রাণ ধ্বনি
(ঘ) শ্বাস ধ্বনি

৩৬. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? (উত্তর: ক) [ঢা.বো. ১০, য.বো. ০৫, ৯৪, চ.বো. ০৮, ব.বো. ০২]
(ক) ঘোষ ধ্বনি
(খ) অঘোষ ধ্বনি
(গ) অল্পপ্রাণ ধ্বনি
(ঘ) মহাপ্রাণ ধ্বনি

৩৭. কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? [ঢা.বো. ১১, য.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) ক, চ
(খ) খ, ছ
(গ) গ, জ
(ঘ) ঘ, ঝ

৩৮. কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? [চ.বো. ৯৬, সি.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) য এবং স
(খ) শ এবং হ
(গ) ন এবং ম
(ঘ) য এবং ব

৩৯. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়? [য.বো. ০২, কু.বো. ০১, ৯৬, চ.বো. ৯৬, সি.বো. ১০] (উত্তর: গ)
(ক) ক চ ট ত
(খ) খ ছ ঠ থ
(গ) শ ষ স হ
(ঘ) গ ঘ ঙ চ

৪০. ‘আহবান’ এর প্রকৃত উচ্চারণ কোনটি? [ঢা.বো. ০২] (উত্তর: গ)
(ক) আহবান
(খ) আহ্বান
(গ) আওভান
(ঘ) আবহান

৪১. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে? [ঢা.বো. ০৭, ব.বো. ১২, ০১, সি.বো. ৯৮] (উত্তর: ঘ)
(ক) ঘোষধ্বনি
(খ) শিশধ্বনি
(গ) কল্পনাজাত ধ্বনি
(ঘ) তাড়নাজাত ধ্বনি

৪২. তাড়নাজাত ধ্বনি কোনটি? [চ.বো. ০৪, ব.বো. ০৪, রা.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) ব, ল
(খ) র, ভ
(গ) ত, খ
(ঘ) ড়, ঢ়

৪৩. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? [ঢা.বো. ১০, সি.বো. ০৬,১২, দি.বো. ১১, ব.বো. ১০] (উত্তর: ক)
(ক) ষ + ণ
(খ) ষ + ন
(গ) য + ঙ
(ঘ) ষ + ঞ

৪৪. ‘ক্ষ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী? [কু.বো. ০৫, চ.বো. ১২] (উত্তর: ক)
(ক) ক + ষ
(খ) ষ + ক
(গ) হ + ম
(ঘ) ষ + ণ

৪৫. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে? [সি.বো. ০৩] (উত্তর: গ)
(ক) স্পর্শ
(খ) পত্তন
(গ) রাষ্ট্র
(ঘ) ইত্যাদি

৪৬. ‘হ্ম’ এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? [চ.বো. ০৯] (উত্তর: ক)
(ক) হ + ম
(খ) ষ + হ
(গ) ষ + ম
(ঘ) ক + ষ

দ্বিতীয় পরিচ্ছেদ: ধ্বনি পরিবর্তন
৪৭. ‘স্কুল > ইস্কুল’ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী? [রা.বো. ১২, কু.বো. ০৫] (উত্তর: ক)
(ক) আদি স্বরাগম
(খ) মধ্যস্বরাগম
(গ) অন্ত্যস্বরাগম
(ঘ) স্বরলোপ

৪৮. কোনগুলো আদি স্বরাগম? [ঢা.বো. ৯৪, রা.বো. ৯৬] (উত্তর: গ)
(ক) স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
(খ) রত্ন > রতন, ধর্ম > ধরম
(গ) স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
(ঘ) গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

৪৯. মধ্যস্বরাগম-এর অপর নাম কী? [সি.বো. ০৬] (উত্তর: গ)
(ক) অসমীকরণ
(খ) বিষমীভবন
(গ) বিপ্রকর্ষ
(ঘ) সমীভবন

৫০. বিপ্রকর্ষের অপর নাম কী? [দি.বো. ১২] (উত্তর: খ)
(ক) অন্ত্যস্বরাগম
(খ) মধ্যস্বরাগম
(গ) সম্প্রকর্ষ
(ঘ) স্বরলোপ

৫১. পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে? [ঢা.বো. ০৯, ০৭, ০১, রা.বো. ০৬, ৯৯, কু.বো. ১১, য.বো. ০৬, ০৪, ৯৯, ব.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) বিপ্রকর্ষ
(খ) স্বরাগম
(গ) অভিশ্রুতি
(ঘ) অপিনিহিতি

৫২. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে? [কু.বো. ৯৪] (উত্তর: ঘ)
(ক) পরাগত
(খ) সম্প্রকর্ষ
(গ) স্বরসংগতি
(ঘ) অসমীকরণ

৫৩. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে? [কু.-১২, চ.৯৯, সি.০৫, ব. ০১, দি. ১০] (উত্তর: ঘ)
(ক) স্বরলোপ
(খ) সমীকরণ
(গ) অন্ত্যঃস্বরলোপ
(ঘ) স্বরসংগতি

৫৪. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ? [চ.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) বিলাতি > বিলিতি
(খ) দেশি > দিশি
(গ) বাক্য > বাইক্য
(ঘ) মুলা > মুলো

৫৫. কোনটি সম্প্রকর্ষের উদাহরণ? [চ.বো. ১২] (উত্তর: ক)
(ক) জানলা
(খ) রতন
(গ) বউদি
(ঘ) শরীল

৫৬. ‘রিকসা > রিসকা’ কিসের উদাহরণ? [য.বো. ১০, কু.বো. ০৩, ৯৩] (উত্তর: খ)
(ক) ব্যঞ্জন বিকৃতি
(খ) ধ্বনি বিপর্যয়
(গ) বিষমীভবন
(ঘ) বিপ্রকর্ষ

৫৭. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? [ঢা.বো. ০৬, ’০০] (উত্তর: খ)
(ক) মুড়া > মুড়ে
(খ) বাকস > বাসক
(গ) মোজা > মুজো
(ঘ) দেশি > দিশি

৫৮. ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন? [ঢা.বো. ০২] (উত্তর: ক)
(ক) প্রগত
(খ) পরাগত
(গ) মধ্যগত
(ঘ) অন্যান্য

৫৯. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? [ঢা.বো. ১০, ০৮, রা.বো. ১০, ০৭, ৯৩, য.বো. ০৭, ০৫, কু.বো. ১২, ০৯, ৯৫, সি.বো. ০৪, ০১, ব.বো. ১২] (উত্তর: খ)
(ক) সমীভবন
(খ) বিষমীভবন
(গ) ব্যঞ্জনদ্বিত্বতা
(ঘ) ব্যঞ্জনবিকৃতি

৬০. বিষমীভবনের উদাহরণ কোনটি? [ঢা.বো. ১২, ব.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) গ্রাম > গেরাম
(খ) বিলাতি > বিলিত
(গ) ধোবা > ধোপা
(ঘ) লাল > নাল

৬১. বউদিদি > বউদি-কিসের উদাহরণ? [সি.বো. ০৮, ব.বো. ১১] (উত্তর: ক)
(ক) ব্যঞ্জনচ্যুতি
(খ) ব্যঞ্জনবিকৃতি
(গ) বিষমীভবন
(ঘ) সমীভবন

৬২. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে? [রা.বো. ৯৩, য.বো. ৯৪] (উত্তর: গ)
(ক) নামধাতু
(খ) অন্তর্হতি
(গ) অভিশ্রুতি
(ঘ) যোগরূঢ় শব্দ

তৃতীয় পরিচ্ছেদ: ণত্ব ও ষত্ব বিধান
৬৩. তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহারের নিয়মই- [কু.বো. ০২, ড.বো ০২] (উত্তর: খ)
(ক) ষত্ব-বিধান
(খ) ণত্ব-বিধান
(গ) উপসর্গ
(ঘ) প্রত্যয়

৬৪. ‘ণ’ত্ব ও ‘ষ’ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়? [ঢা.বো. ১২, ৯৬, সি.বো. ০৬, চ.বো. ০৩, ২০০০, ব.বো. ০৮] (উত্তর: গ)
(ক) দেশি
(খ) বিদেশি
(গ) তৎসম
(ঘ) খাঁটি বাংলা

৬৫. কোন জাতীয় শব্দে ‘ণ’ এর ব্যবহার হয় না? [সি.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) মৌলিক
(খ) তৎসম
(গ) অর্ধ-তৎসম
(ঘ) খাঁটি বাংলা ও বিদেশি

৬৬. ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়? [রা.বো. ০৫, য.বো. ০৫, কু.বো. ০২] (উত্তর: ক)
(ক) ণ
(খ) ন
(গ) ন্ন
(ঘ) ণ্য

৬৭. কোন বানানটি সঠিক? [চ.বো. ০৯] (উত্তর: খ)
(ক) মধ্যাহ্ন
(খ) পূর্বাহ্ন
(গ) সায়াহ্ন
(ঘ) অপরাহ্ন

৬৮. ‘ণ’ত্ব বিধানের নিয়মের বাইরে ‘ণ’ এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে? [ঢা.বো. ০৭, কু.বো. ’০০] (উত্তর: ঘ)
(ক) ঘণ্টা, লুণ্ঠন, ভান্ড
(খ) তৃণ, বর্ণ, ঝর্ণা
(গ) কৃপণ, রামায়ণ, ব্রাহ্ন
(ঘ) বেণু, অণু, কল্যাণ

৬৯. স্বভাবতই ‘মূর্ধন্য (ণ) ’ এর ব্যবহার হয়েছে কোনটিতে? [কু.বো. ১০, চ.বো. ০৬] (উত্তর: গ)
(ক) কারণ
(খ) কাণ্ড
(গ) বাণ/তূণ
(ঘ) রামায়ণ

৭০. কোন বর্গীয় বর্ণের আগে কখনো মূর্ধন্য হয় না? [সি.বো. ০৯, ০৫, য.বো. ১২, চ.বো. ০৯, ব.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) ক-বর্গ
(খ) চ-বর্গ
(গ) প-বর্গ
(ঘ) ত-বর্গ

৭১. কোন বানানটি ভুল? জ
(ক) ব্রাহ্মণ
(খ) পিণাক
(গ) ত্রিণয়ন
(ঘ) দুর্নীতি

৭২. কোন শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়? [রা.বো. ০৯] (উত্তর: ক)
(ক) সমাসবদ্ধ শব্দে
(খ) অব্যয়যুক্ত শব্দে
(গ) সন্ধিযুক্ত শব্দে
(ঘ) প্রত্যয়যুক্ত শব্দে

৭৩. কোন শব্দে ‘ষ’ এর ব্যবহার হয়? [কু.বো. ০৯, দি.বো. ১০] (উত্তর: ঘ)
(ক) বিদেশি
(খ) তদ্ভব
(গ) দেশি
(ঘ) তৎসম

৭৪. কোন জাতীয় শব্দে ‘ষ’ এর ব্যবহার হয় না? [ঢা.বো. ০৯, ০৪, ০৩, ৯৯, রা.বো. ০৭, ০৫, ০৩, ৯৯, কু.বো. ২০০০, চ.বো. ৯৬, ব.বো. ০৭, সি.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) তৎসম
(খ) বিদেশি
(গ) সংস্কৃত
(ঘ) তদ্ভব

৭৫. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?
 [য.বো. ০৯, ০৩] (উত্তর: ঘ)
(ক) দন্ত্য ন ধ্বনি
(খ) তালব্য শ ধ্বনি
(গ) স্বরধ্বনি
(ঘ) মূর্ধন্য ষ ধ্বনি

৭৬. বিদেশি ও তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? [য.বো. ০৯, ০৩] (উত্তর: খ)
(ক) শ
(খ) ষ
(গ) স
(ঘ) হ

৭৭. ষত্ব বিধান অনুযায়ী কোন বানাটি ভুল? [চ.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) অনুসঙ্গী
(খ) সুষম
(গ) অভিশাপ
(ঘ) বিষম/কৃষ্টি

৭৮. কোন বানানটি সঠিক? [দি.বো. ১২] (উত্তর: খ)
(ক) নশট
(খ) কষ্ট
(গ) কৃসক
(ঘ) কৃশট

৭৯. কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়, এর উদাহরণ কোনটি?
 [সি.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) ভাষা, কর্ষণ
(খ) ভাষ্য, কর্ষণ
(গ) কর্ষণ, পোষণ
(ঘ) ভাষা, ভাষ্য

৮০. কোন বানানটি অশুদ্ধ? [য.বো. ০৭, সি.বো. ০৩] (উত্তর: ঘ)
(ক) মাস্টার
(খ) পোশাক
(গ) জিনিষ
(ঘ) পোষ্ট অফিস

৮১. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে- [কু.বো. ০৮] (উত্তর: খ)
(ক) ‘ষ’ হয়
(খ) ‘ষ’ হয় না
(গ) ‘ণ’ হয়
(ঘ) ‘ণ’ হয় না

চতুর্থ পরিচ্ছেদ: সন্ধি
৮২. কোনটি সন্ধির উদ্দেশ্য? [ঢা.বো. ০৯, রা.বো. ০৫, য.বো. ০৩] (উত্তর: গ)
(ক) শব্দের মিলন
(খ) বর্ণের মিলন
(গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
(ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন

৮৩. সন্ধির প্রধান সুবিধা কী? [ঢা.বো. ০৩] (উত্তর: গ)
(ক) পড়ার সুবিধা
(খ) লেখার সুবিধা
(গ) উচ্চারণের সুবিধা
(ঘ) শোনার সুবিধা

৮৪. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? [কু.বো. ১৩] (উত্তর: ক)
(ক) অন্যান্য
(খ) প্রত্যেক
(গ) স্বল্প
(ঘ) তন্বী

৮৫. ‘ষোড়শ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [য.বো. ০৫] (উত্তর: খ)
(ক) ষট + অশ
(খ) ষট + দশ
(গ) ষড় + অশ
(ঘ) ষড় + দশ

৮৬. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি? [ঢা.বো. ১৩] (উত্তর: ক)
(ক) স্বরসন্ধি
(খ) ব্যঞ্জনসন্ধি
(গ) বিসর্গসন্ধি
(ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

৮৭. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? [সি.বো. ০২, চ.বো. ১১, ০২, ঢা.বো. ০৬] (উত্তর: গ)
(ক) পরস্পর
(খ) সংরক্ষণ
(গ) পরিষ্কার/সংস্কার
(ঘ) উল্লাস

৮৮. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না? [ঢা.বো. ০৯, ব.বো. ০৪, রা.বো. ১১, ০৮] (উত্তর: ক)
(ক) কুলটা
(খ) গায়ক
(গ) পশ্বধম
(ঘ) নদ্যম্বু

৮৯. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [সি.বো. ০৯, য.বো. ০৩, রা.বো. ০৯, ব.বো. ১০, ০৫] (উত্তর: গ)
(ক) মন+ঈষা
(খ) মনঃ+ইষা
(গ) মনস+ঈষা
(ঘ) মনো+ঈষা

৯০. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [ব.বো. ০৩, কু.বো./চ.বো. ০৬, ০৫, য.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) গা+ওক
(খ) গা+অক
(গ) গা+য়ক
(ঘ) গৈ+অক

৯১. ‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [য.বো. ১০, ০৭, রা.বো. ০৭, সি.বো. ০৪] (উত্তর: ক)
(ক) পরি+ঈক্ষা
(খ) পরী+ঈক্ষা
(গ) পরী+ইক্ষা
(ঘ) পরি+ইক্ষা

৯২. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ১৪] (উত্তর: ক)
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) রূপতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে
(ঘ) অর্থতত্ত্বে

৯৩. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? [সি.বো. ০৯, ব.বো. ০৫] (উত্তর: খ)
(ক) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
(খ) ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
(গ) শ্রুতিমধুর হলে
(ঘ) আয়াসের লাঘব হলে

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, সন্ধি
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide