৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অন্ধবধূ
যতীন্দ্রমোহন বাগচী
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Kobita
Ondho bodhu
MCQ
Question and Answer pdf download
১. ‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? (উত্তরঃ খ)
[ক] কাক
[খ] চোখ গেল
[গ] কোকিল
[ঘ] শালিক
২. মন্দ নেহাত হয় না কিন্তু তায় - পঙ্ক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? (উত্তরঃ খ)
[ক] মৃত্যুকে বরণ করে নেয়া
[খ] অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি
[গ] সকলের কষ্ট দূর করা
[ঘ] স্বামীকে দায়মুক্ত করা
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
নাসরীনের স্বামী চাকরির সুবাদে প্রবাসজীবন যাপন করছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ-খবর নেই, তাঁর সঙ্গের যারা বিদেশে থাকেন তাঁরা মাঝে মাঝে আসেন-যান। কেবল তার স্বামীই যেন সবার থেকে আলাদা। নাসরীন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গোনে।
৩. উদ্দীপকের বক্তব্যে ‘অন্ধবধূ’ কবিতার বধূর কোন দিকটি ফুটে উঠেছে?
i. বিরহকাতরতা
ii. ব্যাকুলতা
iii. অভিমান
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. নাসরীনের স্বামীর সাথে ‘অন্ধবধূ’ কবিতার যে চরিত্রের পরিচয় আছে সেটি হলো - (উত্তরঃ গ)
[ক] ঠাকুর ঝি
[খ] অন্ধবধূ
[গ] ঠাকুর ঝি’র ভাই
[ঘ] পাড়ার মানুষ
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘অন্ধবধূ’ কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘অন্ধবধূ’ কবিতাটির রচয়িতা কে? (উত্তরঃ গ)
[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
[গ] যতীন্দ্রমোহন বাগচী
[ঘ] জসীমউদ্দীন
২. যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন? (উত্তরঃ ঘ)
[ক] ১৮৭৫ সালে
[খ] ১৮৭৬ সালে
[গ] ১৮৭৭ সালে
[ঘ] ১৮৭৮ সালে
৩. যতীন্দ্রমোহন বাগচীর জন্মস্থান কোনটি? (উত্তরঃ ঘ)
[ক] হুগলি
[খ] মেদিনীপুর
[গ] পাবনা
[ঘ] নদীয়া
৪. যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের প্রধান বৈশিষ্ট্য কী? (উত্তরঃ খ)
[ক] মানবপ্রেম
[খ] পল্লি প্রীতি
[গ] বাংলার প্রতি ভালোবাসা
[ঘ] কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম
৫. যতীন্দ্রমোহন বাগচীর কাব্যবস্তু কিসে চিত্ররূপময়? (উত্তরঃ খ)
[ক] মানবতার জয়গানে
[খ] নিসর্গ-সৌন্দর্যে
[গ] সংগ্রামী চেতনায়
[ঘ] অধিকার সচেতনতায়
৬. যতীন্দ্রমোহন বাগচী তার কবিতায় কী উন্মোচনে প্রয়াসী হয়েছেন? (উত্তরঃ গ)
[ক] কুসংস্কারের নাগপাশ
[খ] মানবতার বিমূর্ত রূপ
[গ] গ্রামবাংলার শ্যামল রূপ
[ঘ] সমাজ বাস্তবতার চিত্র
৭. কোনটি যতীন্দ্রমোহন বাগচী রচিত কাব্যগ্রন্থ? (উত্তরঃ ক)
[ক] নাগকেশর
[খ] চিত্রা
[গ] অগ্নিবীণা
[ঘ] রাখালী
৮. যতীন্দ্রমোহন বাগচী কত সালে মৃত্যুবরণ করেন? (উত্তরঃ খ)
[ক] ১৯৪৭ সালে
[খ] ১৯৪৮ সালে
[গ] ১৯৪৯ সালে
[ঘ] ১৯৫০ সালে
৯. অন্ধবধূর পায়ের তলায় নরম কী ঠেকে? (উত্তরঃ খ)
[ক] শিউলি ফুল
[খ] বকুল ফুল
[গ] তুলা
[ঘ] দূর্বাঘাস
১০. অন্ধবধূ কার সাথে পুকুর ঘাটে গিয়েছে? (উত্তরঃ খ)
[ক] শাশুড়ির সাথে
[খ] ননদের সাথে
[গ] বোনের সাথে
[ঘ] মায়ের সাথে
১১. অন্ধবধূ কাকে আস্তে চলতে বলে? (উত্তরঃ খ)
[ক] শাশুড়িকে
[খ] ননদকে
[গ] মাকে
[ঘ] বোনকে
১২. অন্ধবধূ কখন মধুমদির গন্ধ পায়? (উত্তরঃ ঘ)
[ক] সকালে
[খ] দুপুরে
[গ] বিকালে
[ঘ] রাতে
১৩. অন্ধবধূ ঠাকুরঝির কাছে কোন মাস আসার কথা জিজ্ঞেস করে? (উত্তরঃ খ)
[ক] বৈশাখ মাস
[খ] জ্যৈষ্ঠ মাস
[গ] আষাঢ় মাস
[ঘ] শ্রাবণ মাস
১৪. অন্ধবধূর আকাশ-পাতাল মনে হয় কেন? (উত্তরঃ গ)
[ক] চোখ গেল’র ডাক শুনে
[খ] আমের বরণ দেখে
[গ] মধুমদির বাসে
[ঘ] কোকিলের ডাক শুনে
১৫. অন্ধবধূ ঠাকুরঝির কাছে জ্যৈষ্ঠ আসতে কত দিন দেরি বলে জানতে পারে? (উত্তরঃ ঘ)
[ক] ১-২ দিন
[খ] ৭ দিন
[গ] ১৫ দিন
[ঘ] অনেক দেরি
১৬. অন্ধবধূ অনেক দিন আগে কিসের ডাক শুনেছে? (উত্তরঃ ক)
[ক] কোকিলের ডাক
[খ] টিয়ার ডাক
[গ] বুলবুলির ডাক
[ঘ] হুতোম পেঁচার ডাক
১৭. অন্ধবধূ ঠাকুরঝিকে কোন হাওয়া বন্ধ হওয়ার কথা জিজ্ঞাসা করে? (উত্তরঃ ঘ)
[ক] পুবের হাওয়া
[খ] পশ্চিমের হাওয়া
[গ] উত্তরের হাওয়া
[ঘ] দখিনা হাওয়া
১৮. ‘অন্ধবন্ধূ’ কবিতায় কোথায় নতুন সিঁড়ি জাগে? (উত্তরঃ ক)
[ক] দিঘির ঘাটে
[খ] নদীর ঘাটে
[গ] চেয়ারম্যান বাড়ির ঘাটে
[ঘ] মাতবরের পুকুর ঘাটে
১৯. অন্ধবধূর পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা জাগে কেন? (উত্তরঃ ক)
[ক] ঘাটের সিঁড়িতে শ্যাওলা থাকায়
[খ] আত্মহত্যা করার ইচ্ছা থাকায়
[গ] সাঁতার না জানার কারণে
[ঘ] পানিতে কুমির থাকায়
২০. কী ঘটলে অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় বলে অন্ধবধূ মনে করে? (উত্তরঃ ক)
[ক] পা পিছলিয়ে পানিতে তলিয়ে গেলে
[খ] সাপের কামড়ে মরে গেলে
[গ] দেশ ছেড়ে নিরুদ্দেশ হলে
[ঘ] প্রবাসী স্বামী আর না ফিরলে
২১. ‘দেখবি তখন- প্রবাস কেমন লাগে?’- অন্ধবধূ এ কথা বলেছে কেন?
(উত্তরঃ গ)
[ক] ঠাকুরঝির প্রতি রাগে
[খ] অন্ধ হওয়ার বেদনায়
[গ] স্বামীর প্রতি অভিমানে
[ঘ] শাশুড়ির প্রতি রাগে
২২. কোন পাখি চেঁচিয়ে সারা হলো? (উত্তরঃ গ)
[ক] কোকিল
[খ] হুতোম পেঁচা
[গ] চোখ গেল
[ঘ] শালিক
২৩. অন্ধবধূ কী করলে তার শোক একটু কমত? (উত্তরঃ খ)
[ক] দিঘির ঘাটে বসে থাকলে
[খ] কাঁদতে পারলে
[গ] মন খুলে হাসতে পারলে
[ঘ] স্বামীর চিঠি পেলে
২৪. ‘টানিস কেন?’- ‘অন্ধবধূ’ কবিতায় কথাটি কে বলেছে?
(উত্তরঃ ক)
[ক] অন্ধবধূ
[খ] ঠাকুরঝি
[গ] শাশুড়ি
[ঘ] বোন
২৫. ঠাকুরঝি অন্ধবধূকে টানছিল কেন? (উত্তরঃ খ)
[ক] দিঘির ঘাটে যাওয়ার জন্য
[খ] বাড়ি যাওয়ার জন্য
[গ] বকুল ফুল কুড়াতে যাওয়ার জন্য
[ঘ] আম কুড়াতে যাওয়ার জন্য
২৬. অন্ধবধূর কাছে কিসের পরশ মায়ের স্নেহের মতো মনে হয়? (উত্তরঃ ক)
[ক] দিঘির স্নিগ্ধ শীতল জলের
[খ] ঝরা-বকুল ফুলের
[গ] নতুন সিঁড়ির শ্যাওলার
[ঘ] আমের সুমধুর গন্ধের
২৭. কোনটি অন্ধবধূর মনের ব্যথা ভোলায়? (উত্তরঃ ঘ)
[ক] দখিনা বাতাস
[খ] কোকিলের ডাক
[গ] চোখ গেল পাখির সুর
[ঘ] দিঘির জলের শীতল পরশ
২৮. ‘ঠাকুরঝি’ অর্থ কী? (উত্তরঃ খ)
[ক] ভাসুরের মেয়ে
[খ] ননদ
[গ] ভাবি
[ঘ] বোন
২৯. ‘অন্ধবধূ’ কবিতায় কার অনুভূতিশক্তি প্রখর? (উত্তরঃ খ)
[ক] ঠাকুরঝির
[খ] অন্ধবধূর
[গ] কোকিলের
[ঘ] অন্ধবধূর স্বামীর
৩০. কে অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব করে? (উত্তরঃ খ)
[ক] ঠাকুরঝি
[খ] অন্ধবধূ
[গ] অন্ধবধূর স্বামী
[ঘ] অন্ধ বধূর শাশুড়ি
৩১. অন্ধবধূ কোথায় ডুবে মরার আশঙ্কা করে? (উত্তরঃ খ)
[ক] নদীতে
[খ] দিঘির জলে
[গ] পদ্মা নদীতে
[ঘ] যমুনা নদীতে
[ক] অন্ধবধূ
[খ] ঠাকুরঝি
[গ] অন্ধবধূর স্বামী
[ঘ] অন্ধবধূর শাশুড়ি
৩৩. কান্নার মধ্য দিয়ে কিসের লাঘব ঘটে? (উত্তরঃ খ)
[ক] সুখের
[খ] শোকের
[গ] সহযোগিতা করে
[ঘ] আকাঙ্খার
৩৪. সমাজ দৃষ্টিহীনদের কী করে? (উত্তরঃ খ)
[ক] পুরস্কৃত করে
[খ] অবজ্ঞা করে
[গ] সহযোগিতা করে
[ঘ] বিতাড়িত করে
৩৫. দৃষ্টিহীনেরা নিজেদের কী ভাবে? (উত্তরঃ গ)
[ক] বীর
[খ] সাহসী
[গ] অসহায়
[ঘ] উপকারী
৩৬. অন্ধবধূ কোকিলের ডাক শুনে কী অনুভব করেছিল? (উত্তরঃ ঘ)
[ক] গ্রীষ্মের আগমন
[খ] বর্ষার আগমন
[গ] শীতের আগমন
[ঘ] বসন্তের আগমন
৩৭. দৃষ্টিহীনদের কোনটি করা প্রয়োজন? (উত্তরঃ গ)
[ক] মানুষকে এড়িয়ে চলা
[খ] সমাজকে ঘৃণা করা
[গ] অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা
[ঘ] নিজেদের গৃহবন্দি রাখা
৩৮. অন্ধবধূ জগতের রূপ-রস-গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে কীভাবে? (উত্তরঃ খ)
[ক] ঠাকুরঝির কাছে শুনে
[খ] অনুভূতি শক্তির দ্বারা
[গ] শাশুড়ির কাছে জিজ্ঞেস করে
[ঘ] অভিজ্ঞতার মাধ্যমে
৩৯. দৃষ্টিপ্রতিবন্ধী সুভা ঠাণ্ডা হাওয়ার স্পর্শে বুঝতে পারে বৃষ্টি হবে। সুভার সাথে ‘অন্ধবধূর’ কবিতার কার মিল রয়েছে? (উত্তরঃ খ)
[ক] ঠাকুরঝির
[খ] অন্ধবধূর
[গ] অন্ধবধূর স্বামীর
[ঘ] শাশুড়ির
৪০. অন্ধবধূ ঠাকুরঝিকে আস্তে চলতে বলে কেন? (উত্তরঃ খ)
[ক] সে অসুস্থ ছিল বলে
[খ] পায়ের তলার বস্তুকে অনুভবে বুঝতে
[গ] অন্ধ হওয়ায় জোরে হাঁটতে পারছিল না
[ঘ] প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে যাচ্ছিল বলে
৪১. অন্ধবধূ আমের গায়ে বরণ বলতে কী বোঝাতে চেয়েছে? (উত্তরঃ খ)
[ক] আমের ক্ষত
[খ] আমের রং
[গ] আমের মুকুল
[ঘ] আমের পাতা
৪২. দিঘির ঘাটে অন্ধবধূর কিসের শঙ্কা লাগে? (উত্তরঃ খ)
[ক] স্বামী হারানোর
[খ] পানিতে তলিয়ে যাওয়ার
[গ] স্বামী না ফেরার
[ঘ] পঙ্গু হওয়ার
৪৩. ‘অন্ধবধূ’ কবিতায় দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগার কারণ কী? (উত্তরঃ খ)
[ক] দিঘির জল সেঁচে ফেলা
[খ] ঋতুর পরিবর্তন হওয়া
[গ] বৃষ্টি না হওয়া
[ঘ] সিঁড়ি নির্মাণ করা
৪৪. ‘এই আষাঢ়েই আবার বিয়ে হবে’- অন্ধবধূ এ কথা বলেছে কেন? (উত্তরঃ ঘ)
[ক] রাগে
[খ] শঙ্কায়
[গ] ভয়ে
[ঘ] অভিমানে
৪৫. ‘অন্ধবধূ’ কবিতায় ‘চোখ গেল’ বলতে কী বোঝানো হয়েছে? (উত্তরঃ ক)
[ক] পাখিবিশেষ
[খ] চোখ নষ্ট হওয়া
[গ] চোখের যন্ত্রণা
[ঘ] কান্নার ইচ্ছা
৪৬. “কী করবে ভাই তারা” অন্ধবধূ কাদের কথা বলেছে? (উত্তরঃ গ)
[ক] প্রবাসীদের
[খ] প্রতিবেশীদের
[গ] যাদের চোখ নেই তাদের
[ঘ] শ্বশুরবাড়ির লোকদের
৪৭. পা পিছলিয়ে তলিয়ে গেলে অন্ধবধূ কী চুকে যাওয়ার কথা বলেছে? (উত্তরঃ খ)
[ক] স্বামীর সাথে দ্বন্দ্ব
[খ] অন্ধ চোখের দ্বন্দ্ব
[গ] ননদের সাথে ঝামেলা
[ঘ] শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক
৪৮. ‘টানিস কেন?’ কথাটিতে অন্ধবধূর কী প্রকাশ পেয়েছে?
(উত্তরঃ গ)
[ক] রাগ
[খ] অভিমান
[গ] বিরক্তি
[ঘ] দুঃখ
বহুপদী সমাপ্তিসূচক
৪৯. অন্ধবধূ ঠাকুরঝিকে আস্তে চলতে বলেছে-
i. পায়ের নিচের বস্তু অনুধাবনের জন্য
ii. অনুভূতিশক্তি দিয়ে ঝরা ফুল চেনার জন্য
iii. অন্ধত্বের কারণে দ্রুত হেঁটে যেতে না পারার জন্য
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫০. অন্ধবধূর আকাশ-পাতাল মনে হয়-
i. নানান ভাবনা-অনুভাবনায়
ii. মধুমদির সুবাস পেয়ে
iii. প্রবাসী স্বামীর কথা মনে পড়ে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগেছে-
i. দিঘির পানি কমে যাওয়ায়
ii. নতুন সিঁড়ি নির্মাণ করায়
iii. ঋতুর পরিবর্তনের কারণে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র, ii ও iii
৫২. অন্ধবধূর মনে শঙ্কা জেগেছে-
i. স্বামীকে হারানোর
ii. দিঘির সিঁড়ি পিছল হওয়ায়
iii. দিঘির পানিতে তলিয়ে যাওয়ার
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] র, ii ও iii
৫৩. অন্ধবধূ মনে করে দিঘির জলে তলিয়ে গেলে-
i. অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাবে
ii. স্বামী আবারো বিয়ে করবে
iii. স্বামীর মনের আশা পূরণ হবে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪. ‘অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়’- অন্ধবধূ কথাটি বলেছে-
i. অসহায় হয়ে
ii. বিরক্তির কারণে
iii. অভিমান করে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৫. অন্ধবধূ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় না-
i. শাশুড়ির অত্যাচারের কারণে
ii. প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য
iii. মনের ব্যথা কমানোর জন্য
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. দিঘির স্নিগ্ধ শীতল জলে অন্ধবধূর মনে হয়-
i. মায়ের স্নেহের পরশ লাভ হয়
ii. মনের ব্যথা কিছুটা উপশম হয়
iii. ডুবে মরলে ভালো হয়
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. অন্ধবধূ প্রকৃতির রূপ-রস-গন্ধ সম্পর্কে ধারণা রাখে-
i. তার ননদের কাছে শুনে
ii. তার ইন্দ্রিয় সচেতনতা দিয়ে
iii. তার প্রখর অনুভূতিশক্তি দিয়ে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. অন্ধবধূ গভীরভাবে অনুভব করে-
i. তার অন্ধত্বের কষ্ট
ii. দিঘির শীতল জলের পরশ
iii. স্বামী প্রবাসে থাকার বেদনা
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ঘ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. ‘অন্ধবধূ’ কবিতাটির চেতনা থেকে বোঝা যায়-
i. অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয়
ii. অন্ধবধূ অনুভবঋদ্ধ মানুষ
iii. অন্ধবধূ হতাশাগ্রস্ত মানুষ
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. ‘অন্ধবধূ’ কবিতা থেকে বোঝা যায় দৃষ্টিহীন ব্যক্তিরা-
i. সমাজে অবহেলিত হয়
ii. সকলেই আশাবাদী হয়
iii. নিজেদের অসহায় ভাবে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. অন্ধ ব্যক্তিদের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব-
i. অবজ্ঞার মাধ্যমে
ii. ইন্দ্রিয় সচেতনতা দিয়ে
iii. অনুভূতিশক্তি দিয়ে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. অন্ধবধূ দিঘির বুকে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বুঝতে পারে-
i. প্রখর অনুভূতি শক্তি দিয়ে
ii. ইন্দ্রিয় সচেতনতা দিয়ে
iii. ঠাকুরঝির সহযোগিতায়
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৩. অন্ধবধূ জগতের রূপরসগন্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল-
i. ঠাকুরঝির সহায়তায়
ii. অনুভূতিকে কাজে লাগিয়ে
iii. অন্তর্দৃষ্টিকে প্রসারিত করে
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৪. অন্ধবধূ কাঁদতে পারলে-
i. মনের দুঃখ লাঘব হতো
ii. হৃদয় হালকা হতো
iii. অন্ধত্বের অভিশাপ ঘুচত
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৫. “ওমা, এ যে ঝরা বকুল!” অন্ধবধূর এই উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে-
i. প্রখর অনুভূতিসম্পন্নতা
ii. ইন্দ্রিয় সচেতনতা
iii. দেখতে না পাওয়ার বেদনা
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৬. “অন্ধ গেলে কী আর হবে বোন?” অন্ধবধূর এই উক্তিতে প্রকাশ পেয়েছে-
i. স্বামীর প্রতি রাগ
ii. নিজেকে অসহায় ভাবার প্রবণতা
iii. অবহেলিত হওয়ার স্বরূপ
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ গ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৭. “মন্দ নেহাত হয় না কিন্তু তায়”- কথাটি দ্বারা অন্ধবধূ বোঝাতে চেয়েছে-
i. পুকুরে তলিয়ে যাওয়ার বাসনা
ii. মরে যাওয়ার ইচ্ছা
iii. অন্ধত্বের কষ্ট
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৮. ‘অন্ধবধূ’ কবিতাটি পাঠকের মনে সৃষ্টি করে-
i. দৃষ্টিহীনদের প্রতি মমতা
ii. প্রবাসীদের প্রতি ঘৃণা
iii. প্রতিবন্ধকতা জয়ের প্রেরণা
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাতুল জন্মান্ধ। তবুও সে কখনো হতাশ হয় না। কঠোর পরিশ্রম আর অদম্য সাধনায় সে কঠিনকে জয় করেছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাতুল প্রতিবন্ধকতাকে জয় করে সুযোগ পেয়েছে।
৬৯. উদ্দীপকের রাতুলের মাঝে অন্ধবধূর কোন দিকটির প্রকাশ ঘটেছে? (উত্তরঃ ক)
[ক] ইন্দ্রিয় সচেতনতা
[খ] অন্ধত্বের কষ্ট
[গ] নিজেকে অসহায় ভাবার মানসিকতা
[ঘ] অনুভূতি দিয়ে প্রকৃতিকে জানার বাসনা
৭০. রাতুল তার প্রতিবন্ধকতাকে জয় করতে পেরেছে-
i. নিজের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করায়
ii. অনুভবঋদ্ধ মানুষ হয়ে ওঠায়
iii. সমাজের সহযোগিতায়
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সোনিয়া সুলতানার স্বামী সৌদি আরব থাকে। সেখান থেকে প্রতি মাসেই অনেক টাকা পাঠায়। সেই টাকায় সংসার ভালোমতো চললেও সোনিয়া সুলতানার দিন ভালো কাটে না। সে ডিসেম্বরের অপেক্ষায় থাকে। কেননা তার স্বামী তখন দেশে আসবে।
৭১. উদ্দীপকে সোনিয়া সুলতানার স্বামীর সাথে ‘অন্ধবধূ’ কবিতার কোন চরিত্রের মিল লক্ষণীয়? (উত্তরঃ খ)
[ক] ঠাকুরঝির
[খ] ঠাকুরঝির ভাইয়ের
[গ] অন্ধবধূর
[ঘ] অন্ধবধূর শাশুড়ির
৭২. উদ্দীপকের সোনিয়া সুলতানার মাঝে উক্ত চরিত্রের প্রতিফলিত দিক হলো-
i. বিরহকাতরতা
ii. বিরক্তি
iii. ব্যাকুলতা
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭৩ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাবা-মা শখ করে মেয়েটির নাম যখন সুভাষিনী রেখেছিল তখন কে জানত যে মেয়েটি বোবা হবে। সুভাষিনীর এই প্রতিবন্ধকতার কারণে তার সামনেই অনেকে তার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করলে সুভাষিনী সবই বুঝতে পারে। কিন্তু কিছু বলতে পারে না বিধায় পুকুর পাড়ে গিয়ে নীরবে বসে থাকে। প্রকৃতি তাকে আপন করে কাছে টেনে নেয়।
৭৩. উদ্দীপকের সুভাষিনীর সাথে ‘অন্ধবধূ’ কবিতার কার মিল রয়েছে? (উত্তরঃ গ)
[ক] ঠাকুরঝির
[খ] ঠাকুরঝির ভাইয়ের
[গ] অন্ধবধূর
[ঘ] প্রতিবেশীদের
৭৪. সুভাষিনীর মাঝে ‘অন্ধবধূ’ কবিতার যে চেতনা প্রকাশ পেয়েছে তা হলো-
i. প্রতিবন্ধীর বেদনা
ii. প্রতিবন্ধীর প্রকৃতি-সান্নিধ্য
iii. বিরহকাতরতা
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ ক)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিনুর কথা কেউ বুঝতে পারে না বলে বাড়ির কেউ তাকে আপন করে নেয় না। ওদের বাড়ির গরুটাকে মিনুর বড় আপন মনে হয়। গরুটার ঘন কালো গভীর চোখে মিনু সহমর্মিতার ভাষা খুঁজে পায়। প্রতিদিন ফুলের সাথে পাখির সাথে, নীল আকাশের সাথে মিনু একান্তে কথা বলে। মিনুর দুঃখ অন্য কেউ না বুঝলেও এরা ঠিকই বোঝে।
৭৫. উদ্দীপকের মিনুর মাঝে ‘অন্ধবধূ’ কবিতার কার অনুভূতি প্রকাশ পেয়েছে? (উত্তরঃ খ)
[ক] ঠাকুরঝির
[খ] অন্ধবধূর
[গ] ঠাকুরঝির ভাইয়ের
[ঘ] পাড়ার লোকদের
৭৬. উদ্দীপকটি ধারণ করে ‘অন্ধবধূ’ কবিতার-
i. প্রকৃতি-সান্নিধ্যের দিকটি
ii. বিরহকাতরতার দিকটি
iii. অসহায়ত্বের দিকটি
নিচের কোনটি সঠিক? (উত্তরঃ খ)
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment