৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
আমি কোনো আগন্তুক নই
আহসান হাবীব
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Kobita
Ami Kono Agontuk Noi
MCQ
Question and Answer pdf download
১. আহসান হাবীব কার চিরচেনা স্বজন? [Answer Hints: খ]
[ক] পাখির
[খ] কদম আলীর
[গ] জোনাকির
[ঘ] জমিলার মা’র
২. কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন? [Answer Hints: খ]
[ক] শপথ নেয়ার জন্য
[খ] পরশ অনুভব করার জন্য
[গ] কবিকে খুঁজে পাবার জন্য
[ঘ] অস্তিত্ব প্রমাণ করার জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
রিপভ্যান উইংকল দীর্ঘ বিশ বছর পর তার গাঁয়ে ফিরে এলে তাকে কেউ চিনতে পারেনি। সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষে তার স্বজন টম এলে সব শঙ্কার অবসান ঘটে।
৩. উদ্দীপকের টমের সাথে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার সাদৃশ্য রয়েছে -
i. জমিলার মা’র
ii. কদম আলীর
iii.. অবোধ বালকের
নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
৪. এরূপ সাদৃশ্যের কারণ কী? [Answer Hints: খ]
[ক] বার্ধক্য
[খ] চিরচেনা
[গ] পরিচিত
[ঘ] স্বাজাত্যবোধ
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে? [Answer Hints: গ]
[ক] কাজী নজরুল ইসলাম
[খ] সুকান্ত ভট্টাচার্য
[গ] আহসান হাবীব
[ঘ] ফররুখ আহমদ
২. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] ১৯১৫ খ্রিষ্টাব্দে
[খ] ১৯১৬ খ্রিষ্টাব্দে
[গ] ১৯১৭ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৯১৮ খ্রিষ্টাব্দে
৩. আহসান হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন? [Answer Hints: ঘ]
[ক] পাবনা
[খ] বরিশাল
[গ] ফরিদপুর
[ঘ] পিরোজপুর
৪. আহসান হাবীব কোন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন? [Answer Hints: ক]
[ক] ব্রজমোহন কলেজে
[খ] বি.এল কলেজে
[গ] জগন্নাথ কলেজে
[ঘ] ঢাকা কলেজে
৫. আহসান হাবীব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন? [Answer Hints: খ]
[ক] শিক্ষকতা
[খ] সাংবাদিকতা
[গ] আইন ব্যবসায়
[ঘ] নাট্যাভিনয়
৬. কবি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছেন কোনটি? [Answer Hints: খ]
[ক] পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
[খ] গভীর জীবনবোধ ও আশাবাদ
[গ] বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য বর্ণনা
[ঘ] সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ
৭. কবি আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে কোনটির সৃষ্টি করে? [Answer Hints: খ]
[ক] বিদ্রোহের ঝংকার
[খ] মধুর আবেশ
[গ] প্রতিবাদী চেতনা
[ঘ] দুর্বোধ্য আবেগ
৮. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? [Answer Hints: ক]
[ক] রাত্রিশেষ
[খ] ছায়াহরিণ
[গ] আশায় বসতি
[ঘ] সারাদুপুর
৯. ছোটদের জন্য কবি আহসান হাবীবের কবিতার বই কোনটি? [Answer Hints: গ]
[ক] ছায়াহরিণ
[খ] মেঘ বলে চৈত্রে যাবো
[গ] জোছনা রাতের গল্প
[ঘ] আশায় বসতি
১০. কোনটি আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস? [Answer Hints: ঘ]
[ক] মেঘ বলে চৈত্রে যাবো
[খ] জোছনা রাতের গল্প
[গ] ছুটির দিন দুপুরে
[ঘ] রানী খালের সাঁকো
১১. আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার লাভ করেন? [Answer Hints: গ]
[ক] নোবেল পুরস্কার
[খ] আদমজী পুরস্কার
[গ] একুশে পদক
[ঘ] ভারতরত্ন পুরস্কার
১২. কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে? [Answer Hints: খ]
[ক] ইত্তেফাক
[খ] দৈনিক বাংলা
[গ] জনকণ্ঠ
[ঘ] সংগ্রাম
১৩. আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন? [Answer Hints: গ]
[ক] ১৯৮৩ সালে
[খ] ১৯৮৪ সালে
[গ] ১৯৮৫ সালে
[ঘ] ১৯৮৬ সালে
১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের কাকে সাক্ষী করেছেন? [Answer Hints: ঘ]
[ক] চাঁদকে
[খ] সূর্যকে
[গ] ধূমকেতুকে
[ঘ] তারাকে
১৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের তারার পর কাকে সাক্ষী করেছেন? [Answer Hints: ঘ]
[ক] জামরুলকে
[খ] শিশিরকে
[গ] মাছরাঙাকে
[ঘ] জমিনের ফুলকে
১৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোথায় বিস্তর জোনাকি রয়েছে বলে উল্লেখ আছে? [Answer Hints: খ]
[ক] ধানের ক্ষেতে
[খ] বাঁশবাগানে
[গ] ডুমুরের বাগানে
[ঘ] ধূধূ নদীর কিনারায়
১৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত? [Answer Hints: ক]
[ক] পূর্ব দিকে
[খ] পশ্চিম দিকে
[গ] উত্তর দিকে
[ঘ] দক্ষিণ দিকে
১৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত? [Answer Hints: খ]
[ক] জমিলার মায়ের রান্নাঘরের পাশে
[খ] পুবের পুকুর পাড়ে
[গ] বাঁশবাগানের কাছে
[ঘ] ধানখেতের কাছে
১৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে? [Answer Hints: গ]
[ক] বাঁশবাগানে
[খ] জামরুলের ডালে
[গ] ডুমুরের ডালে
[ঘ] কদমের ডালে
২০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কাকে চেনে? [Answer Hints: ঘ]
[ক] আসমানের তারাকে
[খ] জমিলার মাকে
[গ] কদম আলীকে
[ঘ] কবিকে
২১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় অভ্যাগত নয় কে? [Answer Hints: ঘ]
[ক] জোনাকি
[খ] মাছরাঙা
[গ] কদম আলী
[ঘ] কবি
২২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি সৃষ্টিকর্তার শপথ নিয়ে করে কী বলেছেন? [Answer Hints: গ]
[ক] মাছরাঙা আমাকে চেনে
[খ] মাটিতে আমার গন্ধ
[গ] আমি ভিনদেশি পথিক নই
[ঘ] পাখিরা আমাকে চেনে
২৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ক্লান্ত বিকেলের পাখিরা কাকে চেনে? [Answer Hints: খ]
[ক] কদম আলীকে
[খ] কবিকে
[গ] জমিলার মাকে
[ঘ] মাছরাঙাকে
২৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কারা জানে কবি কোনো অনাত্মীয় নন? [Answer Hints: ক]
[ক] পাখিরা
[খ] নদীরা
[গ] ধানেরা
[ঘ] মাছেরা
২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কোন সময়ের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন? [Answer Hints: খ]
[ক] আশ্বিনের
[খ] কার্তিকের
[গ] অগ্রহায়ণের
[ঘ] পৌষের
২৬. কবি কিসের টলমল শিশিরকে সাক্ষী করেছেন? [Answer Hints: খ]
[ক] দূর্বাঘাসের
[খ] ধানের চিরোল পাতার
[গ] ফুলের
[ঘ] কাঁঠালপাতার
২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জ্যোৎস্নার চাদরে ঢাকা কী? [Answer Hints: গ]
[ক] ডুমুরের গাছ
[খ] জামরুলগাছ
[গ] নিশিন্দার ছায়া
[ঘ] বাঁশবাগান
২৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? [Answer Hints: খ]
[ক] কবি
[খ] কদম আলী
[গ] জমিলার মা
[ঘ] মাছরাঙা
২৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কার চিরচেনা স্বজন? [Answer Hints: ক]
[ক] কদম আলীর
[খ] মাছরাঙার
[গ] জমিলার মায়ের
[ঘ] পাখির
৩০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন? [Answer Hints: গ]
[ক] হাঁড়ি-পাতিলে ঠাসা
[খ] খাবারে ভরপুর
[গ] শূন্য খাঁ খাঁ
[ঘ] উচ্ছল প্রাণবন্ত
৩১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কবি জমিলার মায়ের রান্নাঘরের কী চেনেন? [Answer Hints: ক]
[ক] শুকনো থালা
[খ] ভাতের হাঁড়ি
[গ] পানির কলসি
[ঘ] চুলা
৩২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কিসে কবির হাতের স্পর্শ লেগে আছে? [Answer Hints: খ]
[ক] ডুমুরের ডালে
[খ] লাঙলে
[গ] রান্নাঘরের থালায়
[ঘ] ধানের মঞ্জরীতে
৩৩. ‘আমি ছিলাম এখানে’ বলতে কবি কী বুঝিয়েছেন? [Answer Hints: ক]
[ক] স্বদেশকে
[খ] ধানখেতকে
[গ] বাঁশবাগানকে
[ঘ] নদীর কিনারকে
৩৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের খেতের উল্লেখ রয়েছে? [Answer Hints: খ]
[ক] গমের
[খ] ধানের
[গ] বেগুনের
[ঘ] পাটের
৩৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানখেতের মাঝে কেমন পথ কবির অস্তিত্বে গাঁথা? [Answer Hints: গ]
[ক] আঁকাবাঁকা
[খ] প্রশস্ত
[গ] সরু
[ঘ] দীর্ঘ
৩৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত সরুপথের সামনে কী? [Answer Hints: ক]
[ক] ধূ ধূ নদীর কিনার
[খ] টলমলে পানির দিঘি
[গ] বাঁশবাগান
[ঘ] ধানখেত
৩৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ধূ ধূ নদীর কিনার কোথায়? [Answer Hints: ঘ]
[ক] বাঁশবাগানের পাশে
[খ] সারা দেশে
[গ] ধানখেতের পাশে
[ঘ] কবির অস্তিত্বে
৩৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘নিশিরাইত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [Answer Hints: খ]
[ক] অন্ধকার রাত
[খ] গভীর রাত
[গ] জ্যোৎস্না রাত
[ঘ] সন্ধ্যা রাত
৩৯. ‘জমিন’ শব্দের অর্থ কী? [Answer Hints: খ]
[ক] ঘাসের বিছানা
[খ] ভূমি
[গ] বিস্তৃত ধানখেত
[ঘ] ফসলের মাঠ
৪০. জমিলার মায়ের রান্নাঘর কিসের প্রতিনিধিত্ব করে? [Answer Hints: ক]
[ক] গরিব ও অভাবী শ্রেণির
[খ] ধনীদের জীবনযাপনের
[গ] বাঙালির অভাবহীনতার
[ঘ] আধুনিক সমাজের
৪১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মায়ের রান্নাঘর শূন্য খা খা করে কেন? [Answer Hints: ক]
[ক] দারিদ্র্যের কারণে
[খ] জমিলার বাবা না থাকায়
[গ] বাড়িতে কেউ থাকে না বলে
[ঘ] রান্নাঘর অব্যবহৃত বলে
৪২. জমিলার মায়ের রান্নাঘরের থালাবাসন সব শুকনো থাকে কেন? [Answer Hints: গ]
[ক] রান্নাঘরে রোদ পড়ে বলে
[খ] রান্নাঘর কেউ ব্যবহার করে না বলে
[গ] রান্না-খাওয়া হয় না বলে
[ঘ] রান্নাঘরের চালা নেই বলে
৪৩. জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কীরূপ? [Answer Hints: ঘ]
[ক] সাময়িক
[খ] বৈরিতাপূর্ণ
[গ] দ্ব›দ্বমুখর
[ঘ] আজীবনের
৪৪. কী করলে দেশের মানুষকে আপন মনে হবে আমাদের? [Answer Hints: খ]
[ক] বিদেশে বেড়াতে গেলে
[খ] দেশকে অনুভব করলে
[গ] মানবতার কথা ভাবলে
[ঘ] ধানখেতে বেড়ালে
৪৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত রৌদ্র কেমন? [Answer Hints: গ]
[ক] কোমল
[খ] তীক্ষ্ণ
[গ] খর
[ঘ] স্নিগ্ধ
৪৬. বৈঠায় লাঙলে কবির কেমন স্পর্শ লেগে আছে? [Answer Hints: খ]
[ক] আবছা
[খ] গভীর
[গ] তীব্র
[ঘ] ধারালো
৪৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় উল্লিখিত ‘নিশিন্দা’ কী? [Answer Hints: খ]
[ক] একটি মেয়ের নাম
[খ] একটি গাছের নাম
[গ] একটি পাখির নাম
[ঘ] একটি গ্রামের নাম
৪৮. কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকে কী বলে? [Answer Hints: ক]
[ক] সাক্ষী
[খ] আগন্তুক
[গ] অভ্যাগত
[ঘ] বাদী
বহুপদী সমাপ্তিসূচক
৪৯. কবি আহসান হাবীবের কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. গভীর জীবনবোধ ii. স্নিগ্ধতা
iii.. পল্লির মানুষের জীবনচিত্র
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫০. কবি আহসান হাবীব বক্তব্য রেখেছেন-
i. সামাজিক বৈষম্যের বিরুদ্ধে
ii. বাংলার পল্লি- প্রকৃতি সম্পর্কে
iii.. আর্তমানবতার সপক্ষে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. মাছরাঙা স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে-
i. পানিতে গোসলের জন্য
ii. মাছ শিকারের জন্য
iii.. শিকারে মনোসংযোগ করার জন্য
নিচের কোনটি সঠিক? জ
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫২. কদম আলী অকাল বার্ধক্যে নত-
i. অভাবের কারণে
ii. পুষ্টিহীনতার কারণে
iii.. পরিবেশের কারণে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩. জমিলার মায়ের রান্নাঘর শূন্য হওয়ার কারণ-
i. অভাব
ii. রান্নার উপাদান না থাকা
iii.. জমিলার মা বাড়িতে না থাকা
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪. জমিলার মায়ের রান্নাঘরের থালাগুলো সব শুকনো হওয়ার কারণ-
i. থালাগুলো রোদে পড়ে থাকা
ii. রান্না-খাওয়া না হয়ে ওঠা
iii.. থালাগুলোর ব্যবহার না হওয়া
নিচের কোনটি সঠিক? জ
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৫. জন্মভূমিকে মানুষ আপন করে পায়-
i. সত্তায় তাকে অনুভবের মাধ্যমে
ii. প্রকৃতি মানুষের মাঝে মিশে গিয়ে
iii.. দেশ থেকে দূরে থাকার ফলে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. মানুষ জন্মভূমিকে আপন সত্তায় অনুভব করার মাধ্যমে-
i. দেশের সবকিছুকে চেনা মনে হয়
ii. দেশকে ভালোবাসতে শেখে
iii.. দেশের প্রতি তুলনাহীন অনুভূতি সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. জমিলার মা গরিব, অভাবী শ্রেণির প্রতিনিধি, কেননা-
i. জমিলার মায়ের রান্না করার খাদ্য উপাদান নেই
ii. জমিলার মা অকাল বার্ধক্যে নত
iii.. রান্না-খাওয়ার অভাবে তার থালা-বাসন শুকনো
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. কবি কোনো আগন্তুক নন, কারণ-
i. তিনি এদেশের গ্রামীণ জীবনেই বেড়ে উঠেছেন
ii. এদেশের মানুষ-প্রকৃতি সবাই তাকে চেনে
iii.. এদেশের মাটির গন্ধ তাঁর শরীরে মিশে আছে
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৯. এদেশের মাঠ-ঘাট, পথ-প্রান্তর কবির অস্তিত্বে গাঁথা, কারণ-
i. তিনি এদেশেই বেড়ে উঠেছেন
ii. তিনি জন্মভূমিতে শিকড় দেশকে আপন করে নিয়েছেন
iii.. তিনি দেশের প্রকৃতিকে সাক্ষী করেছেন
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬০. কবির শরীরে স্নিগ্ধ মাটির সুবাস লেগে থাকার কারণ-
i. জন্মভূমির সাথে তাঁর একাত্মতা
ii. ছোটবেলায় গায়ে মাটি মেখে থাকা
iii.. গভীর দেশপ্রেম
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. ‘এখানে থাকার নাম সর্বত্রই থাকা’-চরণটিতে প্রকাশ পেয়েছে-
i. স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা
ii. দেশপ্রেমের ব্যাপকতা
iii.. দেশপ্রেমের গভীরতা
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. ‘খোদার কসম আমি ভিনদেশি পথিক নই।’ চরণটিতে প্রকাশ পেয়েছে-
i. মানসিক দৃঢ়তা
ii. দেশপ্রেম
iii.. মাটি ও মানুষের অন্তরঙ্গতা
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি তুলে ধরেছেন-
i. দেশের প্রকৃতি বর্ণনা
ii. দেশপ্রেমের গভীর অনুভূতি
iii.. জন্মভূমির সাথে তার গভীর সম্পর্ক
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশের মাঠ-ঘাট, ফসলের ক্ষেত সর্বোপরি দেশের কথা ভেবে কবি ব্যাকুল হয়ে ওঠেন। দেশে ফিরে কপোতাক্ষ নদের ধারে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
৬৪. উদ্দীপকে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? [Answer Hints: ক]
[ক] জন্মভূমির সাথে সম্পর্কের দিক
[খ] দেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক
[গ] ভিনদেশ থেকে ফিরে আসার দিক
[ঘ] আগন্তুক না হওয়ার দিক
৬৫. উদ্দীপকের মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে বলা যায়-
i. তিনি কোনো আগন্তুক নন
ii. তিনি ভিনদেশি পথিক
iii.. তিনি অভ্যাগত নন
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সখিনা খাতুন একজন ছিন্নমূল মহিলা। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনোমতে তার দিন চলে যায়। বিদেশে গৃহপরিচারিকার কাজ করে ভালো উপার্জনের প্রস্তাব পেলেও দেশের মাটি ছেড়ে তার কোথাও যাওয়ার আগ্রহ নেই।
৬৬. উদ্দীপকের সখিনা খাতুনের মাঝে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোনো চরিত্রের প্রতিফলন লক্ষণীয়? [Answer Hints: খ]
[ক] কদম আলী
[খ] জমিলার মা
[গ] কবি
[ঘ] মাছরাঙা
৬৭. ‘আমি কোনো আগুন্তক নই’ কবিতার যে দিকটি উদ্দীপকের সখিনা খাতুনের মাঝে লক্ষণীয়-
i. অভাবী শ্রেণির প্রতিনিধিত্ব
ii. বিদেশের প্রতি অনীহা
iii.. দেশের প্রতি অনুরাগ
নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল ঢাকায় থাকে। অনেক দিন পর সে দেশের বাড়ি যাচ্ছে। গ্রামের কাছে গিয়ে সে খেয়াল করে তাকে পেছন থেকে কেউ ডাকছে। সে পেছন ফিরে দেখে জীর্ণ-শীর্ণ এক লোক। লোকটি কাছে আসতে কামাল চিনতে পারে ইনি গফুর চাচা।
৬৮. উদ্দীপকের গফুর চাচা ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কবির দেখা কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? [Answer Hints: খ]
[ক] জমিলার মা
[খ] কদম আলী
[গ] মাছরাঙা
[ঘ] নদী
৬৯. সাদৃশ্যপূর্ণ চরিত্রটির ক্ষেত্রে বলা যায়-
i. অকাল বার্ধক্যে নত
ii. অভাবী মানুষের প্রতিনিধি
iii.. দেশপ্রেমিক সত্তা
নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Nice Questions
ReplyDeletehttps://www.facebook.com/jayantakumar.sarkar.562?mibextid=ZbWKwL