৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
আম-আঁটির ভেঁপু
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
SSC Bangla 1st Paper Golpo
Am Atir Vepu
MCQ
Question and Answer pdf download
লেখক পরিচিতি:
নাম: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
জন্ম সাল: ১৮৯৪।
জন্মস্থান: চব্বিশ পরগনার মুরারিপুর গ্রাম।
পিতার নাম: মহানন্দা বন্দ্যোপাধ্যায়।
মাতার নাম: মৃণালিনী দেবী।
শিক্ষা: স্থানীয় বনগ্রাম স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। কলকাতা রিপন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন এবং ডিস্টিংশনে বিএ ডিগ্রি লাভ করেন।
পেশা: হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন।
সাহিত্যিক পরিচয়: শরৎচন্দ্রের পরে বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামবাংলার সাধারণ মানুষের সহজ-সরল জীবনযাপনের অসাধারণ আলেখ্য নির্মাণ করে অমর হয়ে আছেন।
উল্লেখযোগ্য রচনা: উপন্যাস: পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ।
গল্পগ্রন্থ: মেঘমল্লার, মৌরীফুল, যাত্রাবদল।
পুরস্কার: ‘ইছামতি’ উপন্যাসের জন্য ১৯৫১ সালে রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
মৃত্যু: ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর ঘাটশীলায়।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
আম-আঁটির গল্পের পাঠ্যবইয়ের
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল?
ক. আমতলা
খ. বটতলা
গ. কাঁঠালতলা✓
ঘ. জামতলা
২. তেলের ভাঁড় ছুঁলে দুর্গাকে মারবে কেন?
i. কুসংস্কারের কারণে
ii. অপচয়ের কারণে
iii. না জানানোর কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i✓
খ. ii
গ. iii
ঘ. ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
রিপন ও রুমা দুই ভাই-বোন। তাদের বয়সের পার্থক্য চার বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে। রুমার বিভিন্ন আদেশ, আবদার রিপন জানতে চায় না। এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।
৩. উদ্দীপকে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে?
ক. ভাই-বোনের সম্পর্ক
খ. ভাই-বোনের বিরোধ
গ. ভাই-বোনের আবদার
ঘ. মায়ের চিন্তা✓
৪. উদ্দীপকের ভাবনা ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত✓
খ. একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের কুসি জারাবো
গ. দুর্গার হাতে একটি নারিকেলের মালা
ঘ. নারকেলের মালাটা আমায় দে
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘আম-আঁটির ভেঁপু’ গল্পের বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৪ সালে
খ. ১৮৮৪ সালে
গ. ১৮৯৪ সালে✓
ঘ. ১৯০৪ সালে
২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
ক. চব্বিশ পরগণা✓
খ. মেদিনীপুর
গ. হুগলি
ঘ. নদীয়া
৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
ক. হরিহর বন্দ্যোপাধ্যায়
খ. মহানন্দা বন্দ্যোপাধ্যায়✓
গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ. কৈলাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
ক. কুসুমকুমারী দেবী
খ. স্বর্ণকুমারী দেবী
গ. মৃণালিনী দেবী✓
ঘ. প্রমীলা দেবী
৫. বাংলার জনপ্রিয় কথাশিল্পী হিসেবে কার পরেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়✓
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠান থেকে বি.এ. ডিগ্রি লাভ করেন?
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা রিপন কলেজ✓
গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র-পুরস্কারে ভূষিত হন?
ক. পথের পাঁচালী
খ. অপরাজিত
গ. ইছামতি✓
ঘ. আরণ্যক
৮. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
ক. মেঘমল্লার
খ. মৌরীফুল
গ. যাত্রাবদল
ঘ. দৃষ্টিপ্রদীপ✓
৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫০ সালে✓
খ. ১৯৫২ সালে
গ. ১৯৫৪ সালে
ঘ. ১৯৫৬ সালে
১০. হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করছিল?
ক. সকালে✓
খ. দুপুরে
গ. বিকেলে
ঘ. সন্ধ্যায়
১১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কী?
ক. তপু
খ. অপু✓
গ. বিধু
ঘ. তিনু
১২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ডালা ভাঙা টিনের বাক্সটি কার?
ক. দুর্গার
খ. অপুর✓
গ. হরিহরের
ঘ. সর্বজয়ার
১৩. অপু তার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পতি উপুড় করে মেঝেতে ঢেলেছে কেন?
ক. রাগ করে
খ. খেলা করার জন্য✓
গ. নতুন বাক্সে রাখার জন্য
ঘ. নতুন করে সাজানোর জন্য
১৪. অপুর কাছে থাকা টিনের ভেঁপু-বাঁশিটির দাম কত?
ক. এক পয়সা
খ. দুই পয়সা
গ. তিন পয়সা
ঘ. চার পয়সা✓
১৫. অপু তার কড়িগুলো কীভাবে পেয়েছিল?
ক. বাবা বাজার থেকে কিনে দিয়েছিল
খ. দুর্গামেলা থেকে এনে দিয়েছিল
গ. লক্ষীপূজার কড়ির চুপড়ি থেকে খুলে নিয়েছিল✓
ঘ. মা এনে দিয়েছিল
১৬. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর খেলনা পিস্তলটির দাম কত?
ক. এক পয়সা
খ. দুই পয়সা✓
গ. তিন পয়সা
ঘ. চার পয়সা
১৭. অপুকে শুকনো নাটাফল কে এনে দিয়েছে?
ক. হরিহর
খ. সর্বজয়া
গ. দুর্গা✓
ঘ. পটলি
১৮. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপুর মনে হয়?
ক. কড়ি
খ. নাটাফল
গ. খাপরার কুচি✓
ঘ. খেলনা পিস্তলের গুলি
১৯. অপু বারান্দায় বসে খেলার সময় উঠানের কাঁঠালতলা থেকে কে তাকে ডাক দেয়?
ক. দুর্গা✓
খ. হরিহর
গ. সর্বজয়া
ঘ. পটলি
২০. কাঁঠালতলা থেকে দুর্গা অপুকে ডাকার সময় তার স্বর সতর্কতা মিশ্রিত ছিল কেন?
ক. চুরি করে আম এনেছিল বলে
খ. মায়ের ভয়ে✓
গ. বাবার ভয়ে
ঘ. সাপ দেখেছিল বলে
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
২১. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত দুর্গার বয়স কত?
ক. ছয়-সাত বছর
খ. আট-নয় বছর
গ. দশ-এগারো বছর
ঘ. বারো-তেরো বছর✓
২২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গার চোখ দুটিকে কার চোখের সাথে তুলনা করা হয়েছে?
ক. সর্বজয়ার চোখের সাথে
খ. হরিহরের চোখের সাথে
গ. অপুর চোখের সাথে✓
ঘ. পটলির চোখের সাথে
২৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গার হাতে কিসের চুড়ি ছিল?
ক. সোনার
খ. রুপার
গ. পিতলের
ঘ. কাচের✓
২৪. দুর্গার নারিকেলের মালায় কী ছিল?
ক. কচি আম✓
খ. পাকা আম
গ. নাটাফল
ঘ. পাকা লিচু
২৫. দুর্গা অপুকে তেল আর নুন নিয়ে আসতে বলল কেন?
ক. রান্না করার জন্য
খ. আমের কুসি জারাবার জন্য✓
গ. স্বর্ণ গোয়ালিনীকে দেওয়ার জন্য
ঘ. পুতুলের বিয়েতে রান্নার জন্য
২৬. দুর্গা নারিকেলের মালার আমগুলো কুড়িয়ে আনে কোথা থেকে?
ক. মুখুয্যেবাড়ির বাগান থেকে
খ. পটলিদের সিঁদুর কৌটের আমতলা থেকে✓
গ. রায়বাড়ির গাছতলা থেকে
ঘ. নিজেদের আমবাগান থেকে
২৭. অপু বাসি কাপড়ে তেলের ভাঁড় ছুঁতে চায় না কেন?
ক. মায়ের ভয়ে✓
খ. বাবার ভয়ে
গ. অমঙ্গল হবে ভেবে
ঘ. দুর্গার ভয়ে
২৮. দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুয্যের বাড়ি কয় মিনিটের পথ?
ক. দুই মিনিটের
খ. তিন মিনিটের
গ. চার মিনিটের
ঘ. পাঁচ মিনিটের✓
২৯. দুর্গাদের বাড়ির পাশের জঙ্গলাবৃত ভিটাটি কার?
ক. ভুবন মুখুয্যের
খ. নীলমণি রায়ের✓
গ. স্বর্ণ গোয়ালিনীর
ঘ. অন্নদা রায়ের
৩০. দুর্গার মায়ের নাম কী?
ক. সর্বজয়া✓
খ. স্বর্গদেবী
গ. লক্ষী
ঘ. অনুরাধা
হরিহরের স্ত্রীর নাম কি
ReplyDelete