(a) What is cell phone? (b) What are the uses and abuses of cell phone? (c) How do the students get benefited from the cell phone? (d) Do you think cell phone is a blessing for us? [BB '17]
Uses and Abuses of Cell Phone
Cell Phone is a great invention of modern science. It is called so because a user can carry it wherever he goes out. It has made the interpersonal communication very easy and fast. One can communicate with the expected person within a few seconds through a mobile phone. Business communication has become easier because of the use of this device and all steps of life are benefited by it. It is also helpful for the students. They can get suggestion of their studies from their friends and teachers. So the number of consumers of mobile phone is increasing day by day. Today, more than 100 million people in Bangladesh and over 4.6 billion people around the world use cell phones. It spreads so fast that it is now considered one of the greatest inventions of all time. It makes the world smaller and brings all closer. But it is unfortunate that it has some negative aspects too. Criminals also use it for their activities. It causes some health hazard. Scientists believe that it causes brain tumors by its invisible and uncontrolled radio activity. Specially the pregnant women and children should not use it at all. In spite of all these, mobile phone is a blessing for us.
মুঠোফোনের ব্যবহার এবং অপব্যবহার
মুঠোফোন আধুনিক বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটিকে এই নামে ডাকা হয়, কারণ এর ব্যবহারকারী একে যেখানে খুশি সেখানে বহন করতে পারে। এটি পারস্পরিক যোগাযোগকে করেছে অনেক সহজ এবং দ্রুত। মুঠোফোনের মাধ্যমে একজন তার কাগিুক্ষত ব্যক্তির সাথে অল্প সেকেণ্ডের মধ্যে যোগাযোগ করতে পারে। এই যন্ত্রের ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক যোগাযোগ অনেক সহজতর হয়ে গেছে এবং জীবনের সবক্ষেত্র এর দ্বারা উপকৃত হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্যও সহায়ক। তারা পড়াশুনার ব্যাপারে তাদের বন্ধু এবং শিক্ষকদের কাছ থেকে পরামর্শ পেয়ে থাকে। তাই দিনে দিনে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে বাংলাদেশে ১০০ মিলিয়নের বেশি মানুষ এবং বিশ্বজুড়ে ৪.৬ বিলিয়নের অধিক লোক মুঠোফোন ব্যবহার করে। এটি এতো দ্রুত ছড়াচ্ছে যে এটিকে বর্তমানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার বলে গণ্য করা হয়। এটি পৃথিবীকে ক্ষুদ্রতর করে এবং সবাইকে কাছে আনে। কিন্তু দুঃখের বিষয় এই যে, এর কিছু খারাপ দিকও আছে। সন্ত্রাসীরাও তাদের কাজের জন্য এটি ব্যবহার করে। এর কারণে কিছু স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এর অদৃশ্য এবং অনিয়ন্ত্রিত তেজস্ক্রিয়তার কারণে মস্তিষ্কে টিউমার হয়। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং ছোট শিশুদের এটি একদম ব্যবহার করা উচিত নয়। তবুও মুঠোফোন আমাদের জন্য আশীর্বাদ।
0 Comments:
Post a Comment