Smoking: A Habitual Sickness Paragraph

(a) What is smoking? (b) Why do the people generally smoke? (c) How does one become addicted to smoking? (d) What are the bad effects of smoking? (e) What should we do to stop smoking in our country? [SB '10]

Smoking: A Habitual Sickness
Smoking is a very bad habit which is injurious to health. Inhaling the smoke of burnt tobacco is called smoking. The tobacco can be either burnt in a device called pipe or it can be wrapped and rolled in a piece of tobacco leaf paper. It is a popular belief that inhaling tobacco smoke provides stimulation though there is no medical evidence to this belief. There are numerous bad effects of smoking. It causes respiratory problem leading to bronchitis. A smoker suffers from hyper tension, anxiety, digestion disorder and heart attack. Smokers run the risk of being attacked with clone cancer and cardiac arrest at least 7 to 8 times higher than a non smoker. The decision then should be very obvious. In order to keep our people healthy and working we need to prevent this malady. Government has already prohibited smoking in public places. As smoking causes several chemical changes within human body the impact is far reaching. Once somebody smokes for the first few times there is no coming back. He becomes a slave to this malevolent habit. To stop smoking, we should raise consciousness among the people and inform them of the negative effects of it. 

Smoking: A Habitual Sickness Paragraph

ধূমপানঃ একটি অভ্যাসগত অসুস্থতা
ধূমপান অত্যন্ত খারাপ অভ্যাস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জ্বলন্ত তামাকের ধোঁয়া গ্রহণ করাকে ধূমপান বলা হয়। পাইপ নামক একটি যন্ত্রের মধ্যেও তামাককে পোড়ানো যায় বা তামাকের পাতা কাগজে মুড়িয়ে ও পেঁচিয়েও এটাকে পোড়ানো যায়। এটা একটা জনপ্রিয় বিশ্বাস যে, তামাক গ্রহণ করলে উত্তেজনা বাড়ে যদিও এ বিশ্বাসের কোনো চিকিৎসাগত সাক্ষ্য প্রমাণ নেই। ধূমপানের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। এটি শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে যা ব্রংকাইটিস রোগের দিকে ধাবিত করে। একজন ধূমপায়ী ব্যক্তি উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, পরিপাক ক্রিয়ার সমস্যা এবং হৃদরোগে ভোগে। একজন ধূমপায়ী লোক একজন অধূমপায়ী লোকের চেয়ে ৭/৮ গুণ বেশি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকিতে থাকে। সিদ্ধান্তটা উৎকৃষ্ট হওয়া উচিত। আমাদের জনগণকে স্বাস্থ্যবান ও কর্মজীবী করে রাখার জন্য আমাদের উচিত এই রোগ প্রতিরোধ করা। সরকার ইতোমধ্যেই জনসাধারণের সামনে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে। যেহেতু ধূমপান মানব দেহে কতিপয় রাসায়নিক পরিবর্তন সাধন করে, তাই এর প্রভাব সুদূর প্রসারী। প্রথমে কেউ কয়েকবার ধূমপান করলে তাতে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। সে এই ক্ষতিকর অভ্যাসের দাস হয়ে যায়। ধূমপান বন্ধ করার জন্য আমাদের উচিত মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং তাদেরকে এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে অবহিত করা।
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide