(a) What do satellite TV channels stand for? (b) What do you think about them and their bad impacts? (c) Do you think them to be beneficial? If yes, how? (d) How do some channels cause cultural decay and moral degradation? (e) How can we foster and enrich our own culture? (f) How will you positively implement various channels? [DB’13; RB’13; BB '06]
Satellite TV Channels: A Source of Cultural Interaction
Satellite TV is one of the greatest achievements of modern science. Now, it is regarded as the medium of information, entertainment, telecast, education and many others. It can telecast any programme live from the remotest part of the world. With the help of satellite, world has turned into a global village. Satellite TV has added a new dimension to our oriental life providing many programmes through different channels. It's not only a good medium of recreation but also a source of educational knowledge. Different channels telecast various educative dramas, movies, sports, cultural functions, news and documentaries. It brings us the information regarding states, economics, politics, anthropology, geography, science, literature, archaeology and the art and culture of every country of the world. But, on the other hand, many people especially young generations are getting hampered and we all are now forgetting our own customs, traditions, music and culture. Very often obscene pictures and vulgar movies and programmes are shown in various satellite channels. Young generations are becoming more and more addicted to them. Moreover, most of us want to follow the dress pattern, hairstyle, behaviour, music and nudity of the westerners. This mentality is leading our young generations to moral degradation. So, we all should be conscious of that.
স্যাটেলাইট টিভি চ্যানেলঃ সাংস্কৃতিক ক্রিয়া-প্রতিক্রিয়ার একটি উৎস
স্যাটেলাইট টিভি হচ্ছে আধুনিক বিজ্ঞানের এক বড় অর্জন। এখন এটাকে তথ্য, বিনোদন, সম্প্রচার, শিক্ষা এবং আরও অনেক কিছুর মাধ্যম হিসেবে গণ্য করা হয়। এটা বিশ্বের যেকোনো দূরবর্তী অঞ্চল থেকে সরাসরি প্রোগ্রাম সম্প্রচার করতে পারে। স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীটা বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। স্যাটেলাইট টিভি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অনেক প্রোগ্রাম প্রচার করে আমাদের প্রাচ্য জীবনের সাথে একটা নতুন মাত্রা যোগ করেছে। এটা শুধু বিনোদনেরই ভালো মাধ্যম নয়, শিক্ষাগত জ্ঞানের উৎসও বটে। বিভিন্ন ধরনের চ্যানেল বিভিন্ন প্রকার শিক্ষামূলক নাটক, ছায়াছবি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবাদ ও তথ্য-উপাত্ত সম্প্রচার করে থাকে। এটা আমাদেরকে রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, নৃতত্ব বিজ্ঞান, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, প্রত্নবিদ্যা এবং বিশ্বের প্রত্যেক দেশের শিল্পকর্ম ও সংস্কৃতির তথ্য প্রদান করে। কিন্তু অপরপক্ষে, অনেক লোক বিশেষ করে যুবক লোকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং আমরা সবাই আমাদের রীতি-নীতি, ঐতিহ্য, সংগীত এবং সংস্কৃতি ভুলে যাচ্ছি। প্রায়ই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে অশ্লীল ছবি এবং অমার্জিত ছায়াছবি ও কর্মসূচী দেখানো হয়। যুবক সম্প্রদায় তাদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। অধিকন্তু, আমাদের মধ্যে অধিকাংশ লোক তাদের পোশাকের ধরন, চুলের ধরন, আচার-আচরণ, সংগীত পাশ্চাত্যদের নগ্নতা অনুসরণ করতে চায়। এই মানসিকতা আমাদের যুবক সম্প্রদায়কে নৈতিক অধঃপতনের দিকে ধাবিত করছে। তাই আমাদের সবাইকে এটা সম্পর্কে সজাগ থাকতে হবে।
0 Comments:
Post a Comment