Read the beginning of the following story. It is not complete. Use your imagination to complete it and give it a suitable title. [SB '17; DB '15, '11; Dinaj B '11; CB '09]
There lived a woodcutter in a village. One day he was cutting wood near a river. Suddenly his axe fell into the river. The river was very deep. The wood cutter did not know how to swim or dive. So, he was sitting there sadly. Then a wonderful thing happened. A beautiful fairy appeared before the woodcutter ... ... ... ...
Reward for Honesty
There lived a woodcutter in a village. One day he was cutting wood near a river. Suddenly his axe fell into the river. The river was very deep. The woodcutter did not know how to swim or dive. So, he was sitting there sadly. Then a wonderful thing happened. A beautiful fairy appeared before the woodcutter. The fairy asked the woodcutter what had happened to him. The woodcutter informed the fairy about the incident. He informed her that he was a poor woodcutter and he earned his living by cutting wood. Now he would not be able to work anymore as he had lost his axe in the river water. It was out of his ability to buy a new one. Hearing all these, the fairy felt pity for him. The fairy dived into the river water and came out with a gold axe. She asked the poor woodcutter whether it was his axe. The poor man replied in the negative. The fairy dived again into the river water and raised her hand with a silver axe. She asked the woodcutter whether it was his axe. The woodcutter replied in the negative.
The fairy instantly dived into water and raised up with the axe which the woodcutter had lost. She asked him if it was his axe. The woodcutter was very glad and shouted that it was his axe. The fairy was surprised to see the honesty of the poor woodcutter. She rewarded him with all the three axes of gold, silver and iron.
pdf download
সততার পুরস্কার
এক গ্রামে একজন কাঠুরে ছিল। একদিন সে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ তার কুঠারটি নদীতে পড়ে গেল। নদীটি ছিল খুব গভীর। কাঠুরে সাঁতার কাটতে বা ডুব দিতে জানত না। তাই সে সেখানে মন খারাপ করে বসে ছিল। তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল। এক সুন্দর পরী কাঠুরের সামনে উপস্থিত হল। পরী কাঠুরেকে জিজ্ঞেস করল তার কী হয়েছে। কাঠুরে পরীর কাছে ঘটনাটি বলল। সে পরীকে জানালো যে সে একজন গরীব কাঠুরে আর সে কাঠ কেটে জীবিকা উপার্জন করে। এখন সে আর কাজ করতে পারবে না যেহেতু সে তার কুঠারটি নদীর পানিতে হারিয়ে ফেলেছে। নতুন একটি কুঠার কেনা তার সামর্থ্যরে বাইরে। এসব কথা শুনে তার ওপর পরীর দয়া হল। পরী নদীর পানিতে ডুব দিল আর একটি সোনার কুঠার নিয়ে উঠে এল। সে কাঠুরেকে জিজ্ঞেস করল এটি তার কুঠার কিনা। গরিব কাঠুরে ‘না’ বলল। পরী আবার নদীর পানিতে ডুব দিল আর একটি রূপার কুঠার নিয়ে তার হাত তুলল। সে কাঠুরেকে জিজ্ঞেস করল এটি তার কুঠার কিনা। কাঠুরে জবাবে আবারও ‘না’ বলল। পরী তৎক্ষণাৎ পানিতে ডুব দিল আর কাঠুরে যে কুঠারটি হারিয়েছিল সেটি নিয়ে উঠে এল। সে কাঠুরেকে জিজ্ঞেস করল এটি তার কুঠার কিনা। কাঠুরে খুব খুশি হল আর চিৎকার করে বলল যে এটিই তার কুঠার।
গরিব কাঠুরের সততা দেখে পরী অবাক হল। সে কাঠুরেকে সোনা, রূপা ও লোহার- অর্থাৎ তিনটি কুঠার দিয়েই পুরস্কৃত করল।
0 Comments:
Post a Comment