Patriotism Paragraph

(a) What do you mean by patriotism? (b) What does it inspire? (c) What does patriotism teach a man? (d) Who is a true patriot? (e) How is an unpatriotic man treated in the society? (f) Give some examples of patriots of this sub-continent. 

Patriotism
Patriotism, an inherent quality in a man, is one of the noblest virtues. It means love for and devotion to one’s country. It inspires a man to do everything just and fair for the well-being of the country. Love for one’s own country purifies one’s mind, removes the narrowness of heart and helps one to be selflessly inspired. Patriotic zeal makes a man dutiful, energetic and enthusiastic. Patriotism teaches a man fellow feeling, fraternity and love and sympathy for countrymen. A patriot does not hesitate even to sacrifice his own life for the cause of his country. A true patriot is a selfless lover of his country. So, he is praised and honoured by his countrymen. On the other hand, an unpatriotic man is self-centred. So, he is hated by all. He may have high titles, immense wealth, high social prestige and noble birth, but despite his worldly achievement, he remains a worthless person. An unpatriotic man dies a double death. On the contrary, a patriot is immortal and remains in the hearts of the people even to face any odd challenge as fleeing or trivial. Titumir, Tipu Sultan, Isa Khan, Khudiram, Surja Sen, Pritilata set up glaring examples of patriotism in this sub-continent.

Patriotism Paragraph

দেশপ্রেম
দেশপ্রেম, যা মানুষের একটি সহজাত গুণ, তা মহত্তম গুণাবলীর অন্যতম। এর মানে নিজ দেশের প্রতি কারও ভালোবাসা ও ভক্তি। এটি একজন মানুষকে দেশের কল্যাণে সবকিছু ন্যায়সঙ্গতভাবে ও স্বচ্ছরূপে করতে অনুপ্রাণিত করে। নিজ দেশের জন্য ভালোবাসা কারও মনকে নির্মল করে, হৃদয়ের সংকীর্ণতা দূর করে এবং কাউকে নিঃস্বার্থভাবে উদ্বুদ্ধ হতে সাহায্য করে। দেশপ্রেমের উদ্দীপনা মানুষকে দায়িত্বশীল, কর্মশক্তিসম্পন্ন ও উৎসাহী করে তোলে। দেশপ্রেম একজন মানুষকে বন্ধুভাব, ভ্রাতৃত্ববোধ এবং দেশের মানুষের জন্য ভালোবাসা ও সহানুভূতি শেখায়। একজন দেশ্রপ্রেমিক তার দেশের জন্য এমনকি তার নিজ জীবন উৎসর্গ করতেও ইতস্তত করে না। সত্যিকার দেশপ্রেমিক তার দেশের একজন নিঃস্বার্থ প্রেমিক। তাই তিনি তার দেশবাসী দ্বারা প্রশংসিত ও সম্মানিত হন। অন্যদিকে, একজন দেশপ্রেমবর্জিত লোক আত্মকেন্দ্রিক হয়। তাই সে সকলের ঘৃণার পাত্র হয়। তার উচ্চ খেতাব, প্রচুর ধন-সম্পদ, উচ্চ সামাজিক মর্যাদা ও উচ্চ বংশ থাকতে পারে কিন্তু তার জাগতিক অর্জন সত্ত্বেও সে মূল্যহীন ব্যক্তিই থেকে যায়। দেশপ্রেমবর্জিত লোকের দু’বার মৃত্যু হয়। বিপরীতে, একজন দেশপ্রেমিক অমর এবং এমনকি মৃত্যুর পরও তিনি মানুষের হৃদয়ে বিরাজ করেন। তিতুমীর, টিপু সুলতান, ঈশা খাঁ, ক্ষুদিরাম, সূর্যসেন, প্রীতিলতা এ উপমহাদেশে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide