Our Liberation War/War of Independence Paragraph - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Our Liberation War/War of Independence Paragraph

(a) What is liberation war/ war of independence? (b) When did our liberation war happen? (c) What happened in the war? (d) How long did they fight? (e) When did we become free? (f) How do we celebrate our liberation? [JB '11]

Our Liberation War/War of Independence
Liberation/Independence means freedom. So, liberation war/war of independence means the war which is fought for the freedom of a country from foreign domination. The emergence of Bangladesh is a history of grief and pride. It came into being in 1971 after a great war against the then Pakistani occupying forces. After the British, they exploited us economically, socially, politically and above all militarily. But, the heroes of the soil did not tolerate their exploitation. They raised their arms and compelled the occupying forces to leave the country. On March 26, the liberation war started. In this war, thousands of people were killed in the hands of the Pakistani force. The Mukti Bahini fought against them and resisted them in land, water and even by air everywhere in Bangladesh. They fought for long nine months against the Pakistanis and made a free country on 16 December, 1971. This is the fastest victory against an occupying force in the world history. We celebrate our liberation with fervour and enthusiasm. We show our respect bowing down our heads in front of the National Memorial at Savar. We organise various seminars, symposiums and cultural functions to celebrate this day.

Our Liberation War/War of Independence Paragraph

আমাদের স্বাধীনতা যুদ্ধ
স্বাধীনতা মানে হচ্ছে মুক্তি। তাই স্বাধীনতা যুদ্ধ মানে এমন এক যুদ্ধ যা দেশকে বিদেশি আধিপত্য থেকে মুক্ত করার যুদ্ধ বোঝায়। বাংলাদেশের আবির্ভাব হচ্ছে শোক ও অহংকারের এক ইতিহাস। এটি ১৯৭১ সালের পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে এক ব্যাপক যুদ্ধের মাধ্যমে জন্ম লাভ করে। ব্রিটিশরা আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং সর্বোপরি সামরিকভাবে শোষণ করেছিল। কিন্তু দেশের বীরেরা তাদের শোষণকে সহ্য করতে পারেনি। তারা তাদের অস্ত্র তুলে ধরেছে এবং দখলদার বাহিনীকে দেশ ছাড়তে বাধ্য করেছে। ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে পাকবাহিনীর হাতে হাজার হাজার লোক মারা যায়। মুক্তি বাহিনীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তাদেরকে ভূমি, জল এবং এমনকি আকাশ পথে বাংলাদেশের সর্বত্রই প্রতিহত করেছিল। তারা পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি স্বাধীন দেশ গঠন করে। এটি হচ্ছে বিশ্ব ইতিহাসে একটি দখলদারী শক্তির বিরুদ্ধে সবচেয়ে দ্রুততম স্বাধীনতা। আমরা প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে আমাদের স্বাধীনতাকে উদযাপন করি। আমরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আমাদের মাথাকে নত করে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here