(a) What is a library? (b) How is your college library? (c) Where is it located? (d) Is there any reading room attached to it? If yes, how is it? (e) Who maintains the activities of the library? (f) How are books issued?
Our College Library
A library is a part and parcel of an educational institution. We are really proud of having a very rich library in our college. Our college library is a great attraction for us. It is said that a library is a storehouse of knowledge which can help a man to satisfy his desire for knowing the unknown. Our college library has also a very rich collection of books on various subjects namely novels, fictions, story books, poetry books, plays, autobiographies and periodicals- all arranged in a systematic way in our well decorated library. Books on religion and sports are also available here. Our college library is housed on the 2nd floor of our academic building. Attached to the library there is a well furnished reading room for the students and the teachers. A pin drop silence prevails in the reading room. An efficient and well qualified librarian handles the activities of the library. He is assisted by three peons who are very expert in finding out books to the readers. There exists a calm, quiet and serene atmosphere in our library. Books are issued against library cards. In fact, our college library is a part and parcel of our college life.
আমাদের কলেজ পাঠাগার
লাইব্রেরি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। আমাদের কলেজে একটি খুবই সমৃদ্ধ পাঠাগার থাকায় আমরা খুবই গর্বিত। আমাদের কলেজ পাঠাগার আমাদের জন্য এক বিরাট আকর্ষণ। পাঠাগারকে জ্ঞানভান্ডার বলা হয়ে থাকে যা একজন লোককে তার অজানাকে জানার ইচ্ছা/ আগ্রহ মেটানোয় সাহায্য করে। আমাদের কলেজ পাঠাগারেও বিভিন্ন বিষয়ের যেমন উপন্যাস, অলীক কাহিনী, গল্পের বই, কবিতার বই, নাটক, জীবনকাহিনী এবং ইতিহাস, দর্শন, সাহিত্য প্রভৃতি বইয়ের এক বিশাল সম্ভার আছে। আমাদের সুসজ্জিত পাঠাগারে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সজ্জিত সাময়িক পত্রিকা, ম্যাগাজিন ও পেরিওডিক্যালসও আছে। এখানে ধর্মীয় ও খেলাধুলার বইও পাওয়া যায়। আমাদের একাডেমিক ভবনের ২য় তলায় আমাদের কলেজ পাঠাগারটি অবস্থিত। শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য পাঠাগারের সঙ্গে সংযুক্ত একটি সুসজ্জিত পড়ার ঘর আছে। পড়ার ঘরটিতে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করে। একজন দক্ষ ও সুশিক্ষিত গ্রন্থাগারিক/লাইব্রেরিয়ান পাঠাগারের কার্যাবলী পরিচালনা করেন। পাঠকদের নিকট বই খুঁজে পেতে তিন জন অত্যন্ত দক্ষ পিয়ন তাকে সাহায্য করে। আমাদের পাঠাগারে শান্ত, নির্ঝঞ্জাট ও কোলাহলমুক্ত পরিবেশ বিরাজমান। লাইব্রেরি কার্ডের বরাবরে বই ইস্যু করা হয়। প্রকৃতপক্ষে, আমাদের কলেজ পাঠাগার আমাদের কলেজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
0 Comments:
Post a Comment