চর ও দ্বীপঃ
বাংলাদেশের বিভিন্ন চর/দ্বীপ এবং এগুলোর অবস্থান
দুবলার চর: সুন্দরবন
সেন্টমার্টিন দ্বীপ: কক্সবাজার
পাটনি চর: সুন্দরবন
মহেশখালী দ্বীপ: কক্সবাজার
মুহুরীর চর: ফেনী
ছেড়া দ্বীপ: কক্সবাজার
উড়ির চর: নোয়াখালী
সোনাদিয়া দ্বীপ: কক্সবাজার
চর ওসমান: নোয়াখালী
কুতুবদিয়া দ্বীপ: কক্সবাজার
চর কমলা: নোয়াখালী
দক্ষিণ তালপট্টি দ্বীপ: সাতক্ষীরা
চর মানিক: ভোলা
মনপুরা দ্বীপ: ভোলা
চর জব্বার: ভোলা
নিঝুম দ্বীপ: নোয়াখালী
চর নিউটন: ভোলা
সন্দীপ দ্বীপ: চট্টগ্রাম
চর ফ্যাশন: ভোলা
চর জংলী: ভোলা
চর কুকড়ি মুকড়ি: ভোলা
চর আলেকজান্ডার: লক্ষীপুর
চর গজারিয়া: লক্ষীপুর
নির্মল চর: রাজশাহী
বাংলাদেশের বিভিন্ন পাহাড়-পর্বতঃ
তাজিংডংঃ এটি দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত তাজিংডং এর উচ্চতা ৩১৮৫ ফুট। অপর নাম বিজয়। মারমা শব্দ হাজিংডং অর্থ গহীন অরণ্যের পাহাড়।
কেওক্রাডংঃ বান্দরবান জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা ২৯২৮ ফুট।
চিম্বুকঃ বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম চিম্বুক। উচ্চতা ২৪০০ ফুট। এটিও বান্দরবান জেলায় অবস্থিত।
গারোপাহাড়ঃ বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম গারো। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত।
বাংলাদেশের বিভিন্ন জলপ্রপাত ও ঝরণাঃ
১. দেশের প্রধান নৈসর্গিক জলপ্রপাতের নাম মাধব কুন্ড। এটি মৌলভীবাজার জেলায় অবস্থতি।
২. দেশের শীতল পানির ঝরণা অবস্থিত কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
৩. দেশের একমাত্র গরম পানির ঝরণা অবস্থিত চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে।
0 Comments:
Post a Comment