Importance of Reading Newspaper Paragraph

(a) What do we know by reading newspapers? (b) Why do people read newspaper? (c) How does newspaper help the people of different strata? (d) What are the drawbacks of newspaper? (e) How does misunderstanding take place through newspaper?

Importance of Reading Newspaper
Reading newspaper is a good habit which provides us to know a lot of essential things of home and abroad. People read them for both pleasure and information. A politician can learn about political situations. An economist and a businessman can be aware of the economy and business. People interested in sports and games can learn about the sports-world. Students can also learn many things from the pages of newspapers that fulfill their thirst for knowledge. The film fans go through the cinema page to get the thrill of the showbiz world. From the advertisement column the job seekers and traders get useful hints and details. In fact, by reading newspapers we can be up-to-date and we need it in order to face the competitive changing world. However, sometimes a newspaper misleads people. Some of the newspapers publish news supporting political parties. Sometimes they write columns to gain benefits from the ruling party. For this, misunderstanding takes place and many unexpected incidents happen. So, we can say that though a newspaper has some disadvantages, it has a lot of advantages too. On the whole, newspaper reading is a very good habit. In order to keep ourselves up-to-date with news and views, we should read newspaper daily.

Importance of Reading Newspaper Paragraph

সংবাদপত্র পাঠের গুরুত্ব
সংবাদপত্র পাঠ একটি ভালো অভ্যাস যা আমাদেরকে দেশ বিদেশের অসংখ্য প্রয়োজনীয় তথ্য জানতে সাহায্য করে। জনগণ আনন্দ ও তথ্যের জন্য তা পাঠ করে। একজন রাজনীতিবিদ রাজনৈতিক অবস্থা সম্বন্ধে জানতে পারে। একজন অর্থনীতিবিদ এবং একজন ব্যবসায়ী অর্থনীতি ও ব্যবসা সম্পর্কে সচেতন হতে পারে। ক্রীড়া ও খেলাধুলায় আগ্রহী লোকেরা ক্রীড়া জগৎ সম্বন্ধে জানতে পারে। শিক্ষার্থীরাও সংবাদপত্রের পাতা থেকে অনেক কিছু জানতে পারে যা তাদের জ্ঞান তৃষ্ণা সম্পূর্ণ করে। চলচ্চিত্রানুরাগীরা সিনেমার পাতা পড়ে চিত্ত বিনোদনের রোমাঞ্চ উপভোগ করে। বিজ্ঞাপনের কলাম হতে চাকুরি প্রার্থী এবং ব্যবসায়ীরা প্রয়োজনীয় ইঙ্গিত ও বিশদ তথ্য পায়। প্রকৃতপক্ষে, সংবাদপত্র পাঠের মাধ্যমে আমরা হাল নাগাদ হতে পারি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবর্তনশীল বিশ্ব মোকাবেলায় এটা আমাদের প্রয়োজন। যা হোক সংবাদপত্র মাঝে মাঝে জনগনকে বিভ্রান্ত করে। কোনো কোনো সংবাদপত্র রাজনৈতিক দলের সমর্থনে সংবাদ পরিবেশন করে। মাঝে মাঝে তারা ক্ষমতাসীন দলের নিকট সুবিধা অর্জনের জন্য সংবাদ পরিবেশন করে। এ কারণে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং অনেক অনাকাগিুক্ষত ঘটনা ঘটে। তাই আমরা বলতে পারি যে কিছু অসুবিধা থাকা সত্ত্বেও সংবাদপত্রের অনেক সুবিধাও আছে। মোটের উপর, সংবাদপত্র পড়া একটি খুব ভালো অভ্যাস। চলতি সংবাদ ও মতামতের সাথে আমাদের নিজেদের অবগত রাখতে আমাদের প্রত্যেকদিন সংবাদপত্র পড়া উচিত।
Post a Comment (0)
Previous Post Next Post