Illiteracy Paragraph - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Illiteracy Paragraph

(a) What is illiteracy? (b) Why are the people of Bangladesh lagging behind? (c) What are the adverse effects of illiteracy? (d) How can illiteracy be eliminated?

Illiteracy
Illiteracy is undoubtedly a curse to a nation as it hinders all development works of the country. The progress of a country can not be thought of keeping its people illiterate. Illiteracy is the state of being unable to read and write which stands on the way of differentiating between right and wrong. The illiterate people cannot contribute to the welfare and prosperity of the community, let alone the country. For example, the people of Bangladesh are lagging behind in all spheres of development because of a huge number of illiterate people living here. They are devoid of the knowledge of sanitation, malnutrition and family planning. In spite of being an agricultural country, Bangladesh is yet to apply scientific methods of cultivation to boast up her production. As a result, poverty always hangs heavy on her. Again, lack of knowledge of sanitation and malnutrition leads the people to decay and death. Moreover, for lack of knowledge of family planning, population of the country is increasing at an alarming rate. However, illiteracy must be eliminated from the country so that we may stand up with dignity among the nations of the world. Setting up a number of schools including night schools for the adults, training programmes for family planning, launching scientific method of cultivation and anti-illiteracy campaign can solve the problem of illiteracy.

Illiteracy Paragraph

নিরক্ষরতা
নিরক্ষরতা নিঃসন্দেহে একটা জাতির জন্য অভিশাপ যা দেশের সব রকম উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্থ করে। দেশের লোকজনকে নিরক্ষর রেখে দেশের উন্নতির কথা ভাবা/চিন্তা করা যায় না। নিরক্ষরতা হচ্ছে লিখতে ও পড়তে অপারগতার অবস্থা যা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বুঝাতে বাধা হয়ে পড়ে। নিরক্ষর লোকজন দেশের কথা দূরে থাক, নিজ সম্প্রদায়ের মঙ্গল ও উন্নতিতে অবদান রাখতে পারে না। উদাহরণ স্বরূপ, বাংলাদেশের জনগণ সবধরনের উন্নয়নে পিছিয়ে রয়েছে কারণ এখানে এক বিরাট সংখ্যক নিরক্ষর লোকজন বসবাস করে। তারা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অপুষ্টি এবং পরিবার পরিকল্পনার জ্ঞান হতে বঞ্চিত। কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ তার উৎপাদনের উৎকর্ষ সাধনে এখনো পর্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতি চালু করতে পারেনি। ফলে, দারিদ্র্য সব সময়েই তার উপর প্রভাব বিস্তার করে আছে। পুনরায়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পুষ্টি জ্ঞানের অভাবে জনগণ ক্ষতি ও মৃত্যুর সম্মুখীন হয়। উপরন্তু, পরিবার পরিকল্পনার জ্ঞানের অভাবের কারণে দেশের জনসংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। যা হোক, দেশ থেকে নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে যাতে বিশ্বের জাতিসমূহের মাঝে আমরা সম্মানের সাথে দাঁড়াতে পারি। বয়স্কদের জন্য নৈশ বিদ্যালয়সহ অধিক সংখ্যক বিদ্যালয় স্থাপন, পরিবার পরিকল্পনার জন্য প্রশিক্ষণ কর্মসূচী, কৃষির বৈজ্ঞানিক পদ্ধতি শুরু এবং নিরক্ষরতার বিরুদ্ধে অভিযানের মাধ্যমে নিরক্ষরতা সমস্যা সমাধান করা যায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here