বিগত সালে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলী-০৩

আলোচ্য বিষয়ঃ বাংলাদেশের অবস্থান ও সীমা, জাতীয় বিষয়াবলী (পতাকা, সঙ্গীত, প্রতীক, রণসঙ্গীত, ক্রীড়া সঙ্গীত), জাতীয় দিবস সমূহ, আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ প্রাপ্তি, বিশেষ বিষয়াবলী (প্রথম, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ, শ্রেষ্ঠতম), ভূ-পৃকৃতি (প্লাইস্টোসিন যুগের সোপান, টারশিয়ারীযুগের পাহাড়, প্লাবন সমভূমি), চর, দ্বীপ, পাহাড়-পর্বত, জলপ্রপাত ও ঝরণা, বাংলাদেশের নদ-নদী (উৎপত্তি, প্রধান নদীগুলোর শাখা-উপনদী, প্রধান নদীগুলোর গতি প্রবাহ, নদী-তীরবর্তী শহর, নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের নদী, বিল, হাওর, হৃদ ও সমুদ্র সম্পর্কিত অন্যান্য তথ্যাবলী), আবহাওয়া ও জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, ভৌগোলিক উপনাম, বিভিন্ন স্থানের বর্তমান-প্রাচীন নাম, ছিটমহল, গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা।

বিশেষ বিষয়াবলীঃ (প্রথম, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ শ্রেষ্ঠতম)
দেশের প্রথম-রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধান, স্পীকার, নারী প্রধানমন্ত্রি, নারীবিরোধ দলীয় নেত্রী, প্রদান বিচারপতি, নির্বাচত কমিশনার, পরারষ্ট্র মন্ত্রি, স্বরাষ্ট্র মন্ত্রিী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, ভিসি, নারী পাইলট, নারী সচিব, নারী রাষ্ট্রদূত, উপজাতীয় রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয়, জাহাজ, স্বীকৃতিদানকারী দেশ, ক্রিকেটে জয় (টেষ্ট, ওয়ানডে, টুয়েনটি)।

দেশের বৃহত্তম- শহর, সমুদ্র বন্দর, বিমান বন্দর, দ্বীপ, বিল, স্টেডিয়াম, মসজিদ, উদ্যান, বনভূমি, জেলা, উপজেলা (আয়তন), উপজেলা (জনসংখ্যা), রেল ষ্টেশন, জুটমিল, কাগজ কল, চিনি কল, গ্রন্থাগার, সিনেমাহল, হোটেল, গ্রাম, পার্ক, হাওড়, চিড়িয়াখানা। দেশের দীর্ঘতম- সেতু, নদী, সৈকত। দেশের উচ্চতম- পাহাড়, পর্বত শৃঙ্গ, ভবন, বৃক্ষ। দেশের ক্ষুদ্রতম- জেলা, উপজেলা, বিভাগ। দেশের সর্বোচ্চ- আদালত, শীতলতম স্থান, উষ্ণতম স্থান, সর্বোচ্চবৃষ্টিপাত, সর্বনিম্ন বৃষ্টিপাত।

বিভিন্ন সালের আগত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলীঃ

১. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০টি।

২. শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়ায় অবস্থিত।

৩. কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

৪. কান্তজীর মন্তির দিনাজপুর জেলায় অবস্থিত।

৫. তিতাস উপজেলা কুমিল্লায় অবস্থিত।

৬. দেশের একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্র কোণাবাড়িতে (গাজীপুর) অবস্থিত।

৭. বাংলাদেশের জাতীয় পতাকার  ডিজাইনার কামরুল হাসান।

৮. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

৯. দক্ষিণ তালপট্টি দ্বীপের আরেক নাম পূর্বাশা দ্বীপ।

১০. হালদা ভ্যালী খাগড়াছড়িতে অবস্থিত।

১১. বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থান।

১২. বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ।

১৩. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার।

১৪. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়।

১৫. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর সোনারগাঁও-এ অবস্থিত।

১৬. দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত।

১৭. বাংলাদেশের জেলার সংখ্যা  ৬৪ টি।

১৮. বাংলাদেশের প্রাচীনতম জায়গা পুণ্ড্রবর্ধন।

১৯. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় মেহেরপুরে।

২০. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে বক্ষন্দভূমি গঠিত।

২১. উত্তরা গণভবন নাটোরে অবস্থিত।

২২. বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।

২৩. বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।

২৪. বাংলাদেশের পাহাড়শ্রেণী টারশিয়ারী যুগের।

২৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা।

২৬. কক্সবাজার ছাড়া দেশের আরেকটি পর্যটন অনুক‚ল সমুদ্র সৈকত কুয়াকাটা।

২৭. কাপ্তাই থেকে প্লাবিত উপত্যকার নাম ভেঙ্গী ভ্যালী।

২৮. কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গিয়েছে।

২৯. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ ব্রীজ।

৩০. বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম।

৩১. সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার শহর।

৩২. হিমছড়ি কক্সবাজারে অবস্থিত।

৩৩. তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত।

৩৪. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা ৪টি।

৩৫. বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় গারো।

৩৬. শহীদ বুদ্ধিজীবি দিবস ১৪ ডিসেম্বর।

৩৭. বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

৩৮. প্রাচীন চন্দ্রদ্বীপ-এর বর্তমান নাম বরিশাল।

৩৯. ভারতের সাথে বাংলাদেশে সীমান্ত দৈর্ঘ্য ৪১৪৪ কিলোমিটার।

৪০. বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর (নাটোর), বড় জেলা-রাঙ্গামাটি।

৪১. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন-সেন্টমার্টিন, সর্বোচ্চশৃঙ্গ-বিজয় (তাজিংডং)।

৪২. মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।

৪৩. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাশ শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েয়ে।

৪৪. বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

৪৫. পূনর্ভবা, নাগর, কুলিখ, টাঙ্গন মহানন্দার উপ-নদী।

৪৬. যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে।

৪৭. বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দ্বারা পৃথক হয়েছে।

৪৮. ধলেশ্বরী নদীর শাখানদী বুড়িগঙ্গা।

৪৯. পদ্মা ও যমুনা গোয়ালন্দে মিলিত হয়েছে।

৫০. সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।

৫১. বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা।

৫২. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ বগুড়ায়।

৫৩. সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়েছে আজমিরীগঞ্জে।
নিয়োগ পরীক্ষায় বিভিন্ন সালে আগত প্রশ্ন সংশ্লিষ্ট তথ্যাবলী-০৩

আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কিত তথ্যাবলীঃ

১. রণ সঙ্গীত নজরুলের সন্ধ্যা কাব্যের অন্তর্গত।

২. ১৯৮২ সালে বায়তুল মোকাররমকে জাতীয় মসজিদ হিসেবে গ্রহণ করা হয়।

৩. বাংলাদেশের জাতীয় গীর্জা রমনা ক্যাথিড্রাল গীর্জা।

৪. বরেন্দ্রভূমির আয়তন ৯৩২৪ বর্গকিলোমিটার।

৫. বলিশিয়া ভ্যালি মৌলভীবাজারে এবং ভেঙ্গী ভ্যালি রাঙ্গামাটিতে অবস্থিত।

৬. বাংলাদেশ হতে ফারাক্কা বাঁধের দূরুত্ব ১৬.৫ কি. মি।

৭. প্রতিবেশীর সাথে সীমান্ত জেলা ৩১টি।

৮. বাংলাদেশের স্থানীয় সময় এগ (+৬ ঘন্ট)

৯. বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা।

১০. বাংলাদেশের সোজা দক্ষিণে পৃথিবীর কোন দেশ নেই।

১১. বাংলাদেশের প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগর।

১২. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হয় ১৯৬২ সালে।

১৩. বাংলাদেশে নদী গবেষণা ইন্সটিটিউট ফরিদপুরে অবস্থিত।

১৪. টিপাইমুখ বাঁধ ভারত বরাক নদীতে নির্মান করেছে।

১৫. বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত নদী নাফ (দৈর্ঘ্য ৫৬ মি. কি.)।

১৬. সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১২ বর্গকিলোমিটার।

১৭. দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

১৮. ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে এম নদী রূপসা (রূপলালসাহা)।

১৯. মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী তিনটি।

২০. সাগর কন্যা পটুয়াখালীর সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার।

২১. বঙ্গোপসাগরে আছে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা, মায়ানমারের আকিয়াব ও ইয়াংগুন, ভারতের মাদ্রাজ এবং শ্রীলংকার কলম্বো বন্দর।

২২. তিস্তা নদীতে তিস্তা ব্যারেজ প্রকল্প চালু হয় ১৯৭৯ সালে।

২৩. বাংলাদেশ হতে টিপাইমুখ বাঁধের দূরুত্ব ১০০ কি. মি.।

নিজে নিজে চেষ্টা করিঃ
১. জাতীয় পতাকা বিধানাবলী কবে গৃহীত হয়?

২. সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানীর কথা আছে?

৩. ইংরেজীতে জাতীয় সঙ্গীতের অনুবাদক কে?

৪. জাতীয় কন্যা শিশু দিবস কবে?

৫. ফারাক্কা লং মার্চ দিবস কবে?

৬. বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি?

৭. বাংলাদেশের বাইরে কোথায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয়?

৮. ২৬ মার্চকে কবে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়?

৯. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?

১০. আলুটিলা পাহাড় কোন জেলায় অবস্থিত?

১১. মধুপুর ভাওয়ালের গড়ের আয়তন কত?

১২. বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?

১৩. বাংলাদেশে কোন থানার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে?

১৪. আশুগঞ্জ কোন নদীর তীরে?

১৫. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন কবে গঠিত হয়?

১৬. বাংলাদেশ-ভারত সীমান্ত নিদের্শকারী নদী কোনটি?

১৭. ভারত কবে দক্ষিণ তালপট্রি দ্বীপটি দখল করে?

১৮. ছেঁড়া দ্বীপের আয়তন কত?

১৯. চলন বিলের মধ্য দিয়ে কোননদীটি প্রবাহিত হয়েছে?

২০. মহেশখালী দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত?

২১. পর্তুগীজরা কোন দ্বীপে বাস করত?

২২. বাংলাবান্ধা সীমান্ত কোন জেলায় অবস্থিত?

২৩. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?

২৪. যশোর ও ময়নামতির প্রাচীন নাম কি?

২৫. মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে?

২৬. বাংলাদেশের প্রথম মহিলা প্রক্টরের নাম কি?

২৭. আরিচা ঘাট কোন নদীর তীরে অবস্থিত?

২৮. ব্রহ্মপুত্র নদের তিব্বত অংশের নাম কি?

২৯. চট্টগ্রাম সমুদ্রবন্দরে বাণিজ্যিক কার্যক্রম কবে চালু হয়?

৩০. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide