Complete the following story with the cue. Give a suitable title to it. [Dinaj B '17]
It was a bright sunny morning. I was going to college with some of my friends. We were in a hilarious mood as we were talking about our plan to go on a picnic. Suddenly.......................
Friend Is for Friend
It was a bright sunny morning. I was going to college with some of my friends. We were in a hilarious mood as we were talking about our plan to go on a picnic. Suddenly we were in a fix what to do. I, along with two others, lifted him up from the ground. I took a rickshaw. The rickshaw puller did not agree to go on usual fare. So we had to give him double fare.
However, we took our sick friend on the rickshaw to a nearby hospital. He was admitted there and treatment was going on. The doctors gave him saline and prescribed him to take rest on the hospital bed. In the afternoon, they released him giving some medicines.
We hurriedly went to college. The exam was already over. We met our Principal in his room, told him everything and requested him to give us another chance to sit for the exam. He pleasantly okayed our plea to sit for the exam on Friday. We thanked him and took our ailing friend to his house.
pdf download
বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু
এটা ছিল এক রৌদ্রোজ্জ্বল সকাল। আমি আমার কয়েকজন বন্ধুর সাথে কলেজে যাচ্ছিলাম। আমরা খুব উচ্ছ¡সিত ছিলাম কারণ আমরা একটি বনভোজনে যাওয়ার পরিকল্পনা করছিলাম। হঠাৎ আমার এক বন্ধু অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। আমরা হতবুদ্ধি হয়ে পড়লাম। অন্য দু’জনকে নিয়ে আমি তাকে মাটি থেকে টেনে তুললাম। আমি একটি রিকশা নিলাম। রিকশাওয়ালা স্বাভাবিক ভাড়ায় যেতে রাজি ছিল না। তাই আমাদের তাকে দ্বিগুণ ভাড়া দিতে হয়েছিল।
যা হোক, আমরা আমাদের অসুস্থ বন্ধুকে রিকশায় করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলাম। তাকে সেখানে ভর্তি করা হলো আর চিকিৎসা চলছিল। ডাক্তাররা তাকে স্যালাইন দিলেন আর তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার পরামর্শ দিলেন। বিকেলে তারা তাকে কিছু ঔষধ দিয়ে ছাড়পত্র দিলেন।
আমরা তাড়াতাড়ি কলেজে গেলাম। পরীক্ষা ততক্ষণে শেষ। আমরা অধ্যক্ষের সাথে তাঁর কক্ষে দেখা করলাম। সবকিছু বললাম আর পরীক্ষায় অংশ নিতে আরেকটি সুযোগ দিতে তাঁকে অনুরোধ করলাম। তিনি সানন্দে শুক্রবারে পরীক্ষা দিতে আমাদের অনুরোধ মঞ্জুর করলেন। আমরা তাঁকে ধন্যবাদ দিলাম আর আমাদের অসুস্থ বন্ধুকে বাড়ি নিয়ে গেলাম।
0 Comments:
Post a Comment