Eve Teasing Paragraph

(a) What is Eve teasing? (b) Who are the common victims? (c) Who are the common eve-teasers? (d) What are the causes of eve-teasing? (e) What are its effects? (f) What measures should be taken against eve-teasing? [CB '12; DB '11]

Eve Teasing
Eve teasing, often known as "Sexual harassment", is a regular occurrence for the women and girls of Bangladesh. It is a malpractice of male person and it is inserted upon a female person physically and mentally with a bad intention in different ways. So, if any male person intends to insult the modesty of any female, utters any negative word, makes any sound or gesture or exhibits any object intending that such word shall be heard, or that such gesture or object shall be seen by that very woman is called eve teasing. Extremely restricted mentality and overly conservative attitude on sexuality provoke eve teasing. Lack of education is one of the causes of eve teasing. Lack of moral values and free exposure to ultra modern fashion also cause eve teasing. There are also some impacts of eve teasing. It increases girls' drop out rate from school. Girls who are teased are also pushed into marriage before they are physically or mentally prepared. Establishing human rights, empowering rural governance & ensuring gender parity could be the effective tools for removing this social curse. Education system must be modified in a way as to promote positive relationship between girls and boys, especially at younger age.

Eve Teasing Paragraph

নারী উত্ত্যক্তকরণ
নারীদের উত্ত্যক্তকরণ যা “যৌন হয়রানি” নামে পরিচিত, যা বাংলাদেশের নারী ও মেয়েদের ক্ষেত্রে একটি সচরাচর ঘটনা। এটা হচ্ছে পুরুষদের একটা বদ অভ্যাস এবং এটা বিভিন্নভাবে খারাপ চিন্তা মাথায় নিয়ে শারীরিক ও মানসিকভাবে মহিলাদের উপর প্রদান করা হয়। তাই যদি কোনো পুরুষ লোক কোনো নারীর শালীনতাকে অপমান করার চেষ্টা করে, কোনো নেতিবাচক শব্দ উচ্চারণ করে, কোনো শব্দ বা অঙ্গভঙ্গি সৃষ্টি করে অথবা শোনানোর উদ্দেশ্যে কোনো আপত্তি প্রদর্শন করে অথবা ঐ অঙ্গভঙ্গি বা আপত্তি ঐ নারীকে দেখানো যায়, তাকে নারী উত্ত্যক্তকরণ বলা হয়। অত্যন্ত সীমাবদ্ধ মানসিকতা অথবা যৌনতার উপর মাত্রাতিরিক্ত রক্ষণশীলতা নারী উত্ত্যক্ততায় প্ররোচিত করে। শিক্ষার অভাব নারী উত্ত্যক্ততার একটি কারণ। নৈতিক মূল্যবোধের অভাব এবং অত্যাধুনিক ফ্যাশন জগতের প্রতি প্রবল আগ্রহ ও নারী উত্ত্যক্তের কারণ। নারী উত্ত্যক্ততার কিছু প্রভাবও রয়েছে। এটি মেয়েদেরকে বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার সংখ্যা বৃদ্ধি করে। যে সকল মেয়েদের উত্ত্যক্ত করা হয়, তাদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার পূর্বেই বিবাহের জন্য চাপ দেওয়া হয়। নারীদের অধিকার প্রতিষ্ঠা, গ্রাম সরকার ব্যবস্থা শক্তিশালী করা এবং লিঙ্গ সমতা নিশ্চিত করা এই সামাজিক অভিশাপ দূর করার প্রধান হাতিয়ার হতে পারে। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে ছেলে ও মেয়েদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে, বিশেষ করে কিশোর বয়সে।

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide