(a) What is an earthquake? (b) How frequent is it now in Bangladesh? (c) Are our people aware of the gravity of its loss? (d) Why are experts giving more attention to the issue of earthquake in recent times? (e) What precautions would you suggest as safety measures against earthquake? [CB'16; CtgB '10]
Earthquake
Earthquake is one of the most common natural calamities on earth. Earthquake is an abrupt movement of a part of the Earth's surface caused by deep crack in the Earth or by volcanic eruption. It causes great disaster. Bangladesh is in the active earthquake area. Now, it is frequently felt in Bangladesh. But the people of our country are not conscious enough about the gravity of this dangerous natural calamity. Most of the buildings of our country will be destroyed if they are not built in accordance with an earthquake resistant standard. A group of experts opine that the repetition of quakes in recent years should be taken as a signal for a major earthquake. Another group of experts believe that the concern should not be amplified, because there are a number of fault lines in the geographical area comprising Bangladesh. But none of them is active enough to pose a major threat. So, in order to protect us from this impending danger, we must be conscious about the causes and results of earthquake. We should not build house without the advice of expert. The Government should take steps for this disaster. The Government should develop earthquake resistant building code that all buildings should follow as mandatory.
ভূমিকম্প
ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর গভীরে শিলা বা আগ্নেয়গিরির অগ্নূৎপাতের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো অংশের আকস্মিক নড়াচড়াকে ভূমিকম্প বলে। এটা ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে এটা প্রায়ই অনুভূত হয়। কিন্তু বাংলাদেশের লোকেরা এই ক্ষতিকর প্রাকৃতিক দুর্যোগের অভিকর্ষ সম্পর্কে যথেষ্ট সচেতন নয়। বাংলাদেশের দালানগুলো যদি ভূমিকম্প প্রতিরোধক নীতিমালা না মেনে তৈরি করা হয় তাহলে দেশের অধিকাংশ দালান ধ্বংস হয়ে যাবে। একদল বিশেষজ্ঞ মত দিয়েছেন যে, সাম্প্রতিক বছরগুলোর ঘন ঘন ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের জন্য সতর্ক বার্তা হিসাবে গ্রহণ করা উচিত। অন্য একদল বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে দুশ্চিন্তা বৃদ্ধি করা উচিত নয়, কারণ বাংলাদেশের কিছু ভৌগোলিক ত্র“টিপূর্ণ স্থান থাকলেও কোনটিই বড় ধরনের হুমকি সৃষ্টি করার জন্য যথেষ্ট নয়। তাই এই আসন্ন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য ভূমিকম্পের কারণ ও ফলাফল সম্পর্কে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের উপদেশ ছাড়া আমাদের কোনো দালান তৈরি করা উচিত নয়। এই দুর্যোগের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। সরকারকে ভূমিকম্প প্রতিরোধ নীতিমালার উন্নয়ন করা উচিত যা সকল দালানের মেনে চলা বাধ্যতামূলক হবে।
0 Comments:
Post a Comment