Drug addiction Paragraph

(a) What is drug addiction? (b) Why do people take drug? (c) What are the harms caused by drugs? (d) What is remedy of drug addiction? [DinajB '17]

Drug addiction Paragraph

Drug addiction
Drug addiction, as curse in modern age leads to an untimely miserable death of the addicts. Drug addiction is the habit of using non-prescribed medicine for exciting feelings. Opium, hemp, heroine, morphine, yaba, phensidyl etc. are the main drugs taken in our country. Drug addiction is the habit of taking an excess of drug for no physical disease but to get rid of frustration. There are a great variety of reasons behind drug addiction. Frustration due to unemployment, political anarchy, lack of family ties and lack of love and affection is the main cause of drug addiction. Drugs create some kind of dream like feelings and the drug-takers forget everything for some moments and live in a world of hallucination. Drug addiction causes a lot of harms not only to the addicts but also to the society and nation as a whole. Drugs tell upon the human body terribly. The addicts feel drowsy and his nervous system gradually becomes weak causing damage to their brain which leads to decay and death. When the addicts fail to arrange money for buying drugs, they commit various kinds of social crimes and become dependent on others. Both the government and non-government agencies including the parents may cure the addicts and help them to live a happy and peaceful life in the society.

মাদকাসক্তি
মাদকাসক্তি, আধুনিক জগতের একটা অভিশাপ যা আসক্তদেরকে অসময়ে দুঃখজনক মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। মাদকাসক্তি হচ্ছে উত্তেজনাময় অনুভূতির জন্য ব্যবস্থাপত্র বহির্ভূত ঔষধ ব্যবহারের অভ্যাস। আফিম, ভাং, হেরোইন, মরফিন, ইয়াবা, ফেনসিডিল ইত্যাদি বাংলাদেশে ব্যবহৃত প্রধান প্রধান মাদকদ্রব্য। মাদকাসক্তি হচ্ছে কোনো ব্যাধি ছাড়াই হতাশা এড়াবার জন্য অতিরিক্ত মাত্রায় ঔষধ ব্যবহারের অভ্যাস। মাদকাসক্তির পেছনে বিভিন্ন কারণ আছে। বেকারত্ব, রাজনৈতিক নৈরাজ্য, পারিবারিক বন্ধনের অভাব এবং ভালোবাসা ও স্নেহের অভাব জনিত হতাশা মাদকাসক্তির প্রধান কারণ। মাদক একপ্রকার স্বপ্নালু অনুভূতি সৃষ্টি করে এবং মাদকাসক্তরা কয়েক মূহুর্তের জন্য সব কিছু ভুলে গিয়ে এক কাল্পনিক জগতে বাস করে। মাদকাসক্তি কেবলমাত্র আসক্তদের নয়, সমাজ ও সামগ্রিকভাবে জাতিরও প্রভূত ক্ষতি করে। মাদক মানুষের জীবনকে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করে। আসক্তরা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং তাদের স্নায়ুতন্ত্র আস্তে আস্তে দুর্বল হয়ে মস্তিষ্কের ক্ষতির কারণে মৃত্যু ঘটায়। মাদক কেনার অর্থ সংগ্রহে ব্যর্থ হলে আসক্তরা বিভিন্নপ্রকার সামাজিক অপরাধ করে এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সরকার এবং মাতাপিতা সহ বেসরকারি সংস্থা সমূহ আসক্তদেরকে সারাতে এবং সমাজে সুখী ও শান্তিপূর্ণ জীবন যাপনে তাদেরকে সাহায্য করতে পারে।
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide