Dream Paragraph - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Dream Paragraph

(a) How can dreams be? (b) What does Sigmund Freud say about dream? (c) Why do we dream? (d) Are dreams meaningless? What do the researchers think? (e) According to theorists, how can we get benefit from dreams?
Dream Paragraph

Dream
Philosophers have been fascinated with dreams for thousands of years, but empirical research and scientific study on it has begun only in recent times. Dreams can be extraordinarily vivid or vague; it can be either joyful or frightening; and also can be understandable or confusing. Yet the researchers do not understand the purpose of dreams. The psychoanalyst Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of unconscious desires, thoughts and motivations. According to Freud, when our aggressive and sexual instincts are not consciously expressed, they find their way into our awareness via dreams. So dreams are disguised fulfillments of repressed wishes. Some researchers also think that dreams are not meaningless rather the cognitive elements in our brain produce new ideas during dreams. One theory suggests dreams to be the result of our brains trying to interpret external stimuli during sleep. Some theorists think dreams refresh the mind and according to some others, they function as a form of psychotherapy. 'Dream' has also other meanings. The great Romantic poet William Wordsworth regarded poets to be dreamers. Poets give voice to what we desire to achieve. They write about the dreams of lovers, men of action, patriots, social reformers and workers. The great leaders were also dreamers as they dreamt for human emancipation.

স্বপ্ন
স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদের প্রবলভাবে আকর্ষণ করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে এর উপর বাস্তবিক এবং বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়েছে। স্বপ্ন অসাধারণভাবে উৎকৃষ্ট হতে পারে কিংবা খুবই অউৎকৃষ্ট হতে পারে; আনন্দদায়ক আবেগ বা ভীতিকর প্রতিচ্ছবিতে পূর্ণ হতে পারে; কেন্দ্রীভূত ও বোধগম্য বা অপরিষ্কার ও দ্বিধাগ্রস্থ হতে পারে। তথাপি, গবেষকেরা এখনো স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারেনি। মনোবিশ্লেষক সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী স্বপ্ন হল অবচেতন মনের ইচ্ছা, ভাবনা ও প্রেষণার রূপায়ণ। ফ্রয়েড-এর মতে, যখন মানুষের আগ্রাসী এবং যৌন প্রবৃত্তিগুলো সচেতনভাবে প্রকাশিত হয় না, এগুলো স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতনতায় তাদের পথ খুঁজে নেয়। সুতরাং স্বপ্ন হল অবদমিত ইচ্ছাগুলোর পরিপূর্ণতা। কিছু গবেষক মনে করেন স্বপ্ন অর্থহীন নয় বরং স্বপ্ন দেখার সময় মানসিক বোধশক্তি বিকাশের উপাদানগুলো আমাদের মস্তিষ্কে নতুন ধারণার জন্ম দেয়। একটি তত্ত্ব অনুযায়ী স্বপ্ন হল ঘুমের সময় আমাদের মস্তিষ্কের বাহ্যিক উদ্দীপনাকে রূপদানের চেষ্টার ফল। কোনো কোনো তাত্ত্বিকেরা মনে করেন স্বপ্ন মনকে সতেজ করে আবার কারো কারো মতে, এগুলো মানসিক রোগের প্রতিকার হিসাবে কাজ করে। ‘স্বপ্নের’ অন্য অর্থও আছে। মহান রোম্যান্টিক কবি উইলিয়াম ওয়াড্স্ওয়ার্থ কবিদের স্বাপ্নিক হিসেবে গণ্য করতেন। যা আমরা অর্জন করার ইচ্ছে পোষণ করি, তাকে কবিরা ভাষায় প্রকাশ করেন। তারা প্রেমিক, কর্মী, দেশপ্রেমিক, সমাজ-সংস্কারক এবং শ্রমিকদের স্বপ্ন নিয়ে লিখেন। মহান নেতারাও স্বপ্নদ্রষ্টা কারণ তারা মানব-মুক্তির জন্য স্বপ্ন দেখেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here