Deforestation Paragraph - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Deforestation Paragraph

(a) What do you mean by deforestation? (b) What are the reasons for deforestation? (c) What are the effects of it? (d) How can we save our country from it? [DinajB '15]

Deforestation
Trees are the best friends of human on earth. When trees are cut indiscriminately and forests are destroyed massively, we cause deforestation. People cut trees for various reasons. They need wood for building houses and for making furniture. The ever growing population needs more space to live and cultivate. So, people are deforesting. Again the high price of wood makes people greedy to cut them. But we must know that without trees no life is possible on earth. We take oxygen from air and leave carbon-dioxide. Trees on the other hand, take carbon-dioxide and leave oxygen. If there is no tree, there will be lack of oxygen in the air. Trees help us to get adequate rain. Raindrops help the plants to grow. If there is no tree, the land will gradually turn into a desert. Trees help to preserve soil. Where there are not adequate trees, the soil of the land will be gone away during floods. Besides, we get wood from trees. With this wood we make our furniture. So, we should avoid cutting trees. And if we cut a tree for our need we should plant at least two plants. We must be aware of growing more trees for ecological balance of our country and the world as well.

Deforestation Paragraph

বন উজাড়
গাছপালা হচ্ছে পৃথিবীতে মানুষের সবচেয়ে উত্তম বন্ধু। যখন নির্বিচারে গাছ কাটা হয় এবং ব্যাপকভাবে গাছ ধ্বংস করা হয় তখন বননিধন সৃষ্টি হয়। বিভিন্ন কারণে মানুষ গাছপালা কাটে। তাদের ঘরবাড়ি তৈরি করার জন্য এবং আসবাবপত্র তৈরি করার জন্য কাঠ প্রয়োজন। ক্রমবর্ধমান জনসংখ্যার বসবাস ও চাষাবাদ করার জন্য বেশি জায়গার প্রয়োজন। তাই মানুষ বননিধন করছে। আবার কাঠের উচ্চমূল্য মানুষদেরকে গাছ কাটতে লোভী করে তোলে। কিন্তু আমরা অবশ্যই জানি যে গাছ ছাড়া পৃথিবীতে কোন জীবের বেঁচে থাকা সম্ভব নয়। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। অপরপক্ষে, গাছ পালা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। গাছ না থাকলে বাতাসে অক্সিজেনের ঘাটতি হবে। পর্যাপ্ত বৃষ্টি পেতে গাছ আমাদেরকে সাহায্য করে থাকে। বৃষ্টিপাত চারাগাছকে বাড়তে সহায়তা করে। যদি কোথাও কোন গাছপালা না থাকে তাহলে ভূমিগুলো মরুভূমিতে পরিণত হবে। গাছপালা মাটি সংরক্ষণ করতে সাহায্য করে। যেখানে পর্যাপ্ত গাছপালা থাকে না, সেখানে বন্যার সময় মাটি পানিতে ধুয়ে যাবে। তাছাড়া গাছপালা থেকে আমরা কাঠ পাই। এই কাঠ দিয়ে আমরা আসবাবপত্র তৈরি করি। তাই আমাদেরকে গাছপালা কাটা থেকে বিরত থাকতে হবে। আর যদি আমরা আমাদের প্রয়োজনে একটি গাছ কাটি আমাদেরকে কমপক্ষে দুটি চারাগাছ রোপন করতে হবে। তাই আমাদের দেশ ও বিশ্বের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য অধিক গাছপালা জন্মানোর প্রতি সতর্ক হতে হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here