(a) What does climate change mean? (b) What are the causes of climate change? (c) What are the effects of climate change? (d) Why is Bangladesh vulnerable to climate change? (e) What is the world's largest mangrove forest? Why is it at risk now? [SB'15]
Climate change
Changes in the earth’s weather including changes in temperature, wind patterns and rainfall refer to as climate change. Climate change is a long term change in weather patterns over a long period of time. It is now a major global concern. Greenhouse gases that include carbon dioxide, methane and CFC are the main causes of this climate change. Our atmosphere which is guarded by an ozone layer resists the entrance of ultra-violet rays from the sun causing greenhouse effect. Climate change is the worst of all the problems that affect all the flora and fauna of the environment. Bangladesh, being a low-lying land, may become the worst victim of it. There are many plants and animals that are vulnerable to climate change. The summer and rainy seasons are already prolonging and winter is shrinking. The river banks are being eroded and crop land is being reduced. Besides, saline water is intruding into the rivers in the coastal areas resulting in damage to farm lands. Moreover, floods, droughts and other disasters hit the country more frequently nowadays. Over the past century, sea level has risen by 10 to 20 centimetres as a result of global warming. The Sundarbans, world’s largest mangrove forest is also at severe risk. All these lead to more landless people and climate refugees in the country.
জলবায়ু পরিবর্তন
তাপমাত্রা, বায়ুর গতিপ্রকৃতি ও বৃষ্টিপাতের পরিবর্তনসহ পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তন হচ্ছে আবহাওয়ার গতি প্রকৃতির দীর্ঘস্থায়ী পরিবর্তন। এটি এখন বিশ্ব জুড়ে দুশ্চিন্তার এক প্রধান বিষয়। কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও সিএফসি ধারণ করা গ্রিনহাউজ গ্যাস জলবায়ু পরিবর্তনের মূল কারণ। একটি ওজোন স্তর দ্বারা প্রতিরক্ষা প্রাপ্ত আমাদের বায়ুমণ্ডল সূর্য থেকে আসা অতি বেগুনী রশ্মির প্রবেশকে প্রতিরোধ করে আর এটাই গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে। এসব সমস্যার মধ্যে জলবায়ু পরিবর্তন সবচেয়ে খারাপ কারণ তা পরিবেশের সকল গাছপালা ও পশুপাখির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। নিম্নভূমি বাংলাদেশ এর করুণতম শিকারে পরিণত হতে পারে। বহু গাছপালা ও প্রাণী আছে যেগুলো জলবায়ু পরিবর্তনের কাছে অসহায়। ইতোমধ্যেই গ্রীষ্ম ও বর্ষাকাল প্রলম্বিত হচ্ছে এবং শীতকাল সংকুচিত হচ্ছে। নদীতীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং চাষের জমি কমে যাচ্ছে। পাশাপাশি, নদীগুলোতে লোনা পানি মিশ্রিত হয়ে কৃষিজমির ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে। তার ওপর, দেশ এখন আরও ঘন ঘন বন্যা, খরা ও অন্যান্য দুর্যোগ দ্বারা পীড়িত হয়। গত শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রসীমা ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ও ব্যাপক ঝুঁকিতে আছে। এসব দেশে আরও ভূমিহীন লোক ও জলবায়ুগত উদ্বাস্তুর সংখ্যা বাড়িয়ে তুলছে।
0 Comments:
Post a Comment