Child Labour in Bangladesh Paragraph

(a) What is child labour? (b) What is the condition of the working children? (c) Where are they found working? (d) What hampers their physical and mental health? (e) What are they deprived of?

Child Labour in Bangladesh
Though child labour is severely prohibited by law, it is still prevalent in the third world countries like Bangladesh. Child labour refers to the physical labour done by the children from 8 to 18. The condition of these working children is very painful. They are found working in factories or doing household chores as servants. They are also engaged in fields, shops, restaurants etc. They have to grind bricks and stones. They work as street hawkers. Most of the time they become pickpockets. They also work as a bus conductor, helper, boot polisher and the like. Some of the works are sometimes risky for them, like working in the welding factory. Though they have to work a lot, most of the time they are ill paid. Sometimes children working in different houses are tortured severely which hampers their physical and mental health. They are deprived of proper care, food and medical treatment. There is no denying that child labour should be banned and the govt. as well as the people concerned should take necessary steps to create alternative opportunities. People of all walks of life and the government together should try sincerely to eradicate this problem from our society. Otherwise, this child labour will drag us down to utter degradation.

Child Labour in Bangladesh Paragraph

বাংলাদেশে শিশুশ্রম
যদিও শিশুশ্রম আইন দ্বারা মারাত্বকভাবে/ ভীষনভাবে নিষিদ্ধ, বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা এখনো বর্তমান। ৮ হতে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের শারীরিক/ কায়িক শ্রমকে শিশুশ্রম বলা হয়। এ সমস্ত শিশু শ্রমিকদের অবস্থা বড়ই করুণ। এদেরকে কারখানায় কর্মরত বা চাকর হিসেবে গৃহস্থালির কাজ করতে দেখা যায়। এরা মাঠে, দোকানে, রেস্তোরাতেও নিয়োজিত থাকে। এদেরকে ইট ও পাথর ভাঙতে হয়। তারা রাস্তার ফেরিওয়ালার কাজ করে। এদের অধিকাংশ প্রায়ই পকেটমার হয়। তারা বাস কন্ডাক্টার, হেলপার, জুতা পালিশ এর মত কাজও করে। ঝালাই কারখানার কাজের মত কোন কোন কাজ তাদের জন্য মাঝে মাঝে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যদিও এদেরকে অনেক কাজ করতে হয়, অধিকাংশ সময়েই এরা কম মজুরী পেয়ে থাকে। বিভিন্ন গৃহে কর্মরত শিশুরা মাঝে মাঝে মারাত্বকভাবে নিগৃহীত হয় যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্থ করে। তারা সঠিক যত্ন, খাদ্য ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বলার অপেক্ষা রাখেনা যে, শিশুশ্রম নিষিদ্ধ করা উচিত এবং সরকার ও জনগণকে বিকল্প সুযোগ সৃষ্টির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। জীবনের সকল স্তরের মানুষ ও সরকারকে একত্রে আমাদের সমাজ থেকে এ সমস্যা দূর করতে নিষ্ঠার সাথে চেষ্টা করতে হবে। অন্যথায়, এ শিশুশ্রম আমাদেরকে চরম পতনের দিকে নিয়ে যাবে।
Post a Comment (0)
Previous Post Next Post