Book Fair Paragraph - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Book Fair Paragraph

(a) What is your idea about a book fair? (b) When and where is it held usually? (c) What purpose does it serve? (d) How is it organised? (e) What steps can be taken to make such a fair successful? [DB '14; RB '12; RB '10; JB '09; CB '08; CtgB '05; SB '03]

Book Fair
Nowadays book fairs are well-known to most of the people both in villages and towns. A book fair is a display of a great stock of books of various interests. Every year many book fairs are held in different places of our country. In the national days such as 21st February, 16th December, 26th March and also in the new year book fairs are arranged. The two main book fairs held in our country are the Ekushey Boi Mela and the Dhaka Boi Mela. A book fair is very much popular. Readers can purchase their desired books. Authors also meet their favourite readers. This year I visited the book fair arranged by the Bangla Academy on 21st February. Everywhere there was a festive look. Various publication companies hire stalls. Many types of necessary articles are found there. All kinds of books such as drama, novel, poetry, adventure, biography, translation are usually found. New writers often arrange discussion programmes on their new books. Seminars and cultural programmes are also held in such a fair. Actually, books are the best companions and a book fair only gives us opportunities to seek books from a great collection. If we can arrange a disciplined book fair, the fair will be successful.

Book Fair Paragraph

বইমেলা
বর্তমানে বইমেলা গ্রাম ও শহর উভয় এলাকার মানুষের কাছে সুপরিচিত। বইমেলা হল বিভিন্ন ধরনের ও বিভিন্ন কৌতূহলসমৃদ্ধ বইয়ের প্রদর্শনী। প্রতিবছর আমাদের দেশের বিভিন্ন স্থানে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। জাতীয় দিবসগুলোতে যেমন ২১  ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ এবং নববর্ষের দিনে বইমেলার আয়োজন করা হয়। আমাদের দেশে অনুষ্ঠিত দুটি প্রধান বইমেলা হল একুশে বইমেলা ও ঢাকা বইমেলা। বইমেলা খুবই জনপ্রিয়। পাঠকরা তাদের পছন্দের বই কিনতে পারে। লেখকরাও তাদের প্রিয় পাঠকদের সাথে সাক্ষাৎ করতে পারে। এ বছর বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত ২১ ফেব্রুয়ারি বইমেলা আমি ভ্রমণ করেছি। সেখানে সর্বত্র উৎসবমুখর পরিবেশ ছিল। বিভিন্ন প্রকাশনী কোম্পানি দোকান ভাড়া করেছিল। বিভিন্ন প্রয়োজনীয় রচনা সেখানে পাওয়া যায়। সেখানে সকল ধরনের বই যেমন নাটক, উপন্যাস, কবিতা, অভিযান, জীবনী, অনুবাদ ইত্যাদি বই পাওয়া যায়। নতুন লেখকরা তাদের বই সম্পর্কে আলোচনা সভার আয়োজন করে। বইমেলায় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রকৃতপক্ষে বই আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং বই মেলা আমাদের বিভিন্ন ধরনের বই সংগ্রহের সুযোগ দান করে। যদি আমরা সুশৃগুখল বইমেলা নিশ্চিত করতে পারি তাহলে বইমেলা সফল হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here